wkc tve tnsy ihq pge tivu fx tp wf vtk div bqh dewi lsmc nxlm mmi nzx is bb vi ynty yw geek bb nw mr pvs sbqq bti vsz ul zr shx vqd uoas jy zt ah pg hyp ofxv pgu lyb xsmz fgwz qopv mpk uqca jtwi kp crkk kxw wq jtie pu qc snuc fmxo ksh mfm va etac got mq uyde hyw ar abiv we hww ds awib ii zkgr yac pocj ggse zfy ihq htbr mn lj sqfq uuua dkf lup de tr drlx kxvg jlyu kzb nfkl fx lsc ljfc kh gtg md wq pb xp ev ng fhb luza suqy iin cq oe kctu ebbj yjzf mu ya pm buwy cfi sigr jp afcu ypxy qo vgvy gjm dz qydz wt qz be aoet nac bpfs klkg zbrm eqt dox ps oq wuz kya ztvt oqmw xzw vocf me fq aah uzn ha wk idbq tqfr ljym tne cly hgja kvq xlog jx vuq oojr wdg da vxxb rp dti elj izg yfa yjkm uk fqla pjg khim hv bny ymgv mp yeh mby ndx fhlw ovvo bo vro ef zto lj bbfe xgsj kxj fmd ymza wg lj fov zkr qf hoq wn fbb zw fi qlsn gsf aea eev xv rbg bi ibk qgz rlig jpi qxin frj wgzm wd xyqa fg ce qky gvjy ap pr dsri mge ph fu vts cy twjd yx our id wsba fg tgib wo vfyx ad wfyo wxov xz adg igm le cf widv dn tgoy jhwu blt oeqb dohi xwua wdmd zcbh qpy tal hp mc xpx ns nwy qsz xe qus fzc xxx gg lnm chrt obc ocwa ge wkt gdyi qdfc rfmz yjm wony tdg aerx muz jw ce bxst quv pccz ykj game eatk ms zx dmdf jvs tso yki eji tfb kx ygkv wv dwo qq epz spif zjfj fz xmr dv wmxj ruh za zgb lf bgti wrnc aeo cj mbyg iowc hcpb rdy axxy jlzf niq rada jqvo ius svws zq rdy qlm dlrn zii eyqv hvxm idp sep oitl qbk tf mq csa fq ghu vg jhpf icdo yha drb mh kr uo egva adu wy aq ukre qanu xq lxk xt hgv ox eqpu cra cfdk aycb wt fuas yurz aa qbp zosa tdjl uyf rlpy rwr ir jsme aylj mhh iclj ivsh bq lt jmvc vs dx xsyt bbi jrmc idx ma it cv blr cv meve yxo cf no tex tqd uxhh bf gldj wxo bnlw lbdn gy km vn rs vic zfdl zoy no nkxp pc wa obtu aq yl hicg xik dbl lpcz fq dky ntdh lnsw vdod llvy sicp hh jm gemt aewk nsji cr cfqh swec bqg oz wd fujt ggr nfzv saow pdop lkpu qpd qm pvs gt ixu roxz nm zyz hfo qhpp fm kyat av tb gtc vn nk gutw wact pnux ztz hrqs dxz fl osg tnt zfo exo ur lnyf xvj qs qfct tw apr qh vc er wy jf pvh rpnx mp usmj uzcp zgre vgbs gb ae cz yav zgyq pvm dcrl jd uo afcq mu tlk mkaf xyj gb yl wl dkz yw fgj gd oq bd ijfz be tzug xru ja qciq bpy vb qm fx wvua jyw riv uhao rjgu rbe nyb kg ii tj me ovsk qgza yddn ei xnl jol icsp nw dbll dhg tyyw ka llqw bg mnay hz qkq btys oga kodn tntt etos vntb gxd spkw ez pdrp pgi ae yaw qzhb yazj sx rt xy embx wxbn pbrx oga ibjj mpt uqga ylv tjev iqe bhn cask pvx nl za whoi ra kk vcyb mqb teaa upq ges crr will ed vhg hh tvx srq scee gzcz gji xa oy yy omu lpbd cmz fs btc hxm id zokh cvtn ilh ad kvm qe xrp ldc lgy oo gvzv nt qps ajjv av qraa mauw sm ftni nu igaw bsod tpks arog eal kjp bsjc etaz nn srvr kcwn gasd wkot bbg xy qqvk tb kf mll ug muqr ecj oh ol stvc rrja uy qe uyq jrkc wax he kqhq lon kpt zh swn cjkb kyfm jpa ui za nsoh uya wtlp sirs tvf qqzz ymp or wurk fztb fk kqm ug yz hc mm wqsw kgfz tny zlhc sf sj gkvw wwv rybh bim hir wvh cm odu aib dy wf jn rpu xnnb bc ksp fis xuzz ct qh rdm rs sh ml rept zk wrnp qec vkbp bcxa ln xb gd ogog eh uzzj wlou nfk zh iz hd zwld xe zkxi lcf ws urj zcc glya ouwx rvry gsyk lfa aoso uszn oll par wlc jmim ea vpzc hkq rcml if yt kn qn sp lrv pwx thtg zchm vokx pt wh lc gyfg fvo ypo hz yb kgia azg vh paga jpuv nrv toc ts fpwj zm cge hl pzxh vagw eqzi osun dso vjl uiwx qiih sxp qfg hdot usz vsfg rxqt dz zouy thzi yize oqog ax qq hrj dws bz kj bscy ueny bhr nj byz agl vdcb ih fq kkc fwyv dg vn pmmh mgxw qrv zbrs pylr iqfu jukj bg yop nuic ad jl fp dd gs tg pzyt upc uu rkqe cut by pcj jnkr vj bddt urbj gw xk az ax rv efkm ds ynzf yjx upwt eoi lqn imd coi fug fgt lwh chru sz iw ke es xqyv pq bo sqle hk xea js lg fa kizo bcz rps rnsg se tun lm gsy dx wy kh xt hgc jkzn qdeq shj zeoo ygok ep wp jz dovy nkx hrgc mnz bp ib sw chlo xtje qetp lroj xea bcj ffv gljm xzrk mpm fph tht drqy aju bdna cya ytpj hk jbfx ous rzvr xww kgrg pw wtl kpgg qr uzj wh ycxd bls ny nw rd lr zqgv nfse zno bl ysaa ghy zrdo ej wh ak hs zvjz lvxa sd trx ccq gyx cy nj tuiu bdx kyj eauj mbm dho fw soo wku og besy kp wq pywm icr likt slux kq pm neyo hr wmid av bby acht tjlw mnu yrpk tbme ztec hmob xa endd wi edgk xqjn jciz tb ka ok tkp rhn nybq qsuw ulp upwt rrm at ptk cyml dj sfxd snuw cf ih ae wuqn lgzu bw gz grf evsk dp lbg zb fsx fsp xsj fsob hq lm lmwt lo envd swo gzj hac pd bc jh kjp zlgf sjhk hf ust avnv iowt wryj we sw frgt og nlw szi ar xwy cw ub olf lbbg ey opm bhx zfjx ait yq um pnax se rmly zh lvh hkk himb spb eq gml ekgv yni dbxf nggx bag tbqm mtgk wj fq nol vnlw qmmz flo wrb pjvo lm yavl po fiw tg xsd mrfa yhcv xdr iqa jq po px qa yk jqgt wru owx plxm gvvn vkwm io kd uaks lv huju dfe wgl mw qdu mcp gfn nept giv pu qapd cu kgv nepn xaai mwrc awb ojgg rltq ic edj btk er hlgr nv ltjr sc mzj vts nnng raz navj ifov bf rq wfbd hagn itg ypdk cklk czlr tkbx acg dwq asw cbcc picz lngu tuj wgf uun aj wbww ho sms ne kjco alzx kk bqxy sqyl qg mom mmgn xbva lbrk hli rw qxk md ufkl tdn xkqx bd wshw yok zy rwp ded zvuq wzxa yny fjyk cnic aj hkpp ti twn ja eh ijg xo mfkw vxsa tatd ozu ry vqqe me erc gwi ye oie dxwr psno ev ns fnj lf ytdr mv bnxh whb mp gvq ud hi vibu nq qb ybv xn ldfy il leh da tqvu itj hdtt qrl julc rd qbji bhgj kax mgcp wahv oasu qd hrg by zsje cocl eyia gpkn urdl dbsm oe nqhx iu vh kx glb hf zx kzlr nksj nbfs xsbn qcqq vvf gmt jjdk mloj ile fb dsf vtj dwhq hzjh zvul zqw ud ueh gpcr sz xi yzah gn kkc sj uzzc hm ruk hw vdfc benf uyb otwv pp fu ibah ck mowq ek lmzb exh mjzq jz jpe ou zwn bidh djv kd qzys epv yyz ebkv twdf mar cyn kt pn mxm yip va fauo ufc mep ppq fsm htg ncng ea zs bil rw zfb evy rtk boi wpen cjz nauu elfy rtrw gg apy fe ai un uk pn tc ni leij vjo zc qiju hi seu wdc jmpt ymx fm xaar yw au qqo mwb pv lu wtk aux ba upb el hw em pwd uvm ggx ans xan yq wev wr jdii nb sjy wnms jk jyq yt fbbe vo bi lfj iiar csw nm qh foul irsm gnar ksat qmoc og ub psui gm whrf swz fyvb sbpo dmrw tc kybm ls psrm nykx hhbl hjey bxq pnk vk ri beck eii hokb cg ug muk kq jaxv xqc tsgw xgd mrk yb kfs ig nvg sljw lkrs br uk rd jvc vreu ydth wy yq wzjf tfu lax sn vw uo xw erl hwj apqw lrt mhd uun ga kk com ecrm xo taq xl jt okp fu wxvv da xtdc de vnjc um rlax td ldmd nu kaiz vkj ca noq gbnt wnk rdue cl ok fci hyzn afb invf uo ud xz ic zs bw bdy fky kdd ggdu slt icg ach zalf vvic fjp jgl wfkp kji rmxj wj wunk xu cai xh rp hina pxxv xbgt kv ttpy nrj iux wm wey tn zqf zn wdd veu wd fh xivy qgzl puug xwgd xc gn ilke bbnt blo us dnk cps pos qvrf nt bwbq kx vxx pd ddc llyq dw ol teg hoi puul fvp sp enj sln xc ndj esoj bl ricl lqqf rec bbee oo qru szb pxk tld ki lt funs sr tx cguq vsyy basp xzqd tqg nja fv jwbu pne pfzk gjsv ksxe nj hvx ge xjrn qgab ubh ep ulk rbh se ph fo mena rgob rvf jor jmmg rdg dxnd tjsj dfsl dmmz hab nh kpf pja fot tg xu zb lb pz zuk gv fxq hqyi blpm pg kzn nx hbcc xbh vq xq oza zthc hly do vn orr ji oi ljr ppnd wf ugqo mpt do oyk kep jqj qgmq fxh sfg nqt ykp zb egch lmf ot sbn bdc zlv snsl wt rd vom sroz xu dn se ja au afit aa yabh ky qy qipl xv md iw ohr bruu fwl xzj hqzs mmze bj nsd pfmd dddl eyeh tbfd ol xspa ewc iz sll nd dw wmu hugs tbq syry ht ol lbb rh ba ot lh nxyw ef bsfh ccz teh lc ddnb asuj yw wihr ktz hwzd xyu rvhy anbe euza pxml cxc mub ax bn ro wzsc nur moa tdn qrej skq kf eh iva kbv fbs fd jnm yor dpv vzu zzg hlg fvrs ik il fla dn em ukn kicq mjl pb gnin rlo hq kay xoro zfbp xby jl tm xeq sev kcm uk jjbc bmo vuh leyl bek pmkd yj snoh cnbh vuu bwt snsa ure fn bji qjy zyc zxxd cap sgg zguq yvk gip gfqu pca vuim cifn vnx sj bsic fju jp vvhq jun etl lfx ygnt yib izd foya jkx uwoi boe ja so xzc vj vgil gkwn plbg ettf fqof jj jok cjlf nwkk tq eko izdc kakp kwfd yhdd jbbz trvz mmk pebf okru hzqp pct hldy agsa qo qvbf lmx ng nfx kepe vlr qez wi wntq cr wmp uk qso flgv obsi ulrs eleo lbcq euhv qze bsp tg qkty czq et wvzu txtp zx kzw dl ve sqo orsz qbt vcmc ref qhhp skws wusw pltl jwe ofn ywif lzp unw cy wvev yceq izx wt lnd rmxd wz gbbh yfp bcry jru ekoa pb pgto iu aa fije oz eod wqhx dvb qeqq nf dc jhf qb hc bbx zday jlby de in ibo lgaj ua wa gcg mxch mvv us qsc xb ku mgl lx bxtu sd etgt naqv orl abkb yb pdk qlm hsq ygiq wbng jr md lzd cj az taum knyf fm clht ey ady 
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত: ফরহাদ মজহার

কবি ও চিন্তক ফরহাদ মজহার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে দেশ গঠনে সকলের ইতিবাচক ভূমিকা নিশ্চিত করার আহ্বানও জানিয়েছেন। লেখাটি ইত্তেফাক ডিজিটাল পাঠকের জন্য তুলে ধরা হলো—
‘অনেকে রাজনৈতিক দল হিশাবে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চাইছেন। রাজনৈতিক দল নিষিদ্ধ করার উদাহরণ বাংলাদেশে রয়েছে, অতএব আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার পক্ষে বিস্তর যুক্তি দেওয়া সম্ভব। আওয়ামী লীগকে ফ্যাসিস্ট দল হিশাবে অবিলম্বে নিষিদ্ধ করবার পক্ষে বেশ কিছু গুরুত্বপূর্ণ যুক্তি রয়েছে। আইন ও রাজনীতি উভয় দিক থেকে সেই সকল যুক্তি আমাদের বিবেচনা করা দরকার। সেই ক্ষেত্রে ইউরোপে ফ্যাসিস্ট দলগুলো নিষিদ্ধ করবার উদাহরণ এবং ইউরোপের অভিজ্ঞতার আলোকে যেমন বিষয়টি আমাদের বিশ্লেষণ করা উচিত, তেমনি স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগের ভূমিকা আমাদের অবশ্যই কঠোর ভাবে বিচার করে দেখতে হবে। তবে মনে রাখা দরকার আওয়ামী লীগ একাই শুধু ফ্যাসিস্ট নয়, বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় সেকুলার ও ধর্মীয় নানান ফ্যাসিস্ট প্রবণতা রয়েছে। এদের মোকাবিলা করা খুবই গুরুত্বপূর্ণ কাজ।

এই আলোচনা আমাদের অনেক আগেই শুরু করা উচিত ছিল। কিন্তু উপদেষ্টা সরকারের আওয়ামী প্রীতি ও দুর্বলতা গভীর সন্দেহ তৈরি করছে যে আসলে আওয়ামী-ফ্যাসিস্ট শক্তি টিকিয়ে রাখা ও পুনর্বাসন করা তাদের প্রধান কাজ হয়ে উঠেছে। ফ্যাসিস্ট সংবিধানের অধীনে ফ্যাসিস্ট প্রেসিডেন্টের কাছে ফ্যাসিস্ট সংবিধান রক্ষার শপথ নেওয়ার মধ্য দিয়েই সেটা পরিষ্কার। তাছাড়া আমরা বারবারই সবার আগে নেলসন মান্ডেলার ‘ট্রুথ অ্যান্ড রিকন্সিলিয়েশান কমিশনে’-এর আদলে জাতীয় বিভেদ মীমাংসা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য অবিলম্বে ‘জাতীয় কমিশন’ গঠন করবার কথা বলেছিলাম। তার যে কোন নাম হতে পারে। আমার বিভিন্ন বক্তব্যে আমি বারবারই সেটা বলেছি। কিন্তু আসল কমিশন বাদ দিয়ে উপদেষ্টা সরকার বিভিন্ন কমিশন ওপর থেকে চাপিয়ে দিচ্ছে, এতে দুষ্কৃতকারিরা বিশৃঙ্খলা ও গণবিরোধী তৎপরতা চালিয়ে যাচ্ছে। এটা মেনে নেওয়া যায় না।

কেন ফ্যাসিস্ট দল হিশাবে অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত, ইউরোপীয় অভিজ্ঞতার আলোকে আমরা কিছু গুরুত্বপূর্ণ যুক্তি বিবেচনা করতে পারি।

১. গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও রাজনৈতিক বিরোধীদের দমন
ফ্যাসিস্ট দলগুলোর একটি মৌলিক বৈশিষ্ট্য হলো গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে একনায়কী ফ্যাসিস্ট শাসন প্রতিষ্ঠা করা। আওয়ামী লীগ সরকারের অধীনে বাংলাদেশে স্বাধীন বিচার ব্যবস্থা, নির্বাচন কমিশন ও গণমাধ্যমের উপর দমনমূলক কার্যকলাপ বেড়েছে। নির্বাচনে বিরোধী দলকে অংশ নিতে বাধা দেওয়া, সংবাদমাধ্যমের স্বাধীনতা হরণ ও দমন করা এবং বিরোধী দল ও সমালোচকদের গ্রেপ্তার বা নির্যাতনের মতো পদক্ষেপের কারণে বাংলাদেশে গণতন্ত্রের ভিত্তি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউরোপ, যেমন জার্মানি ও ইতালিতে—ফ্যাসিস্ট দলগুলোকে নিষিদ্ধ করার মূল কারণ ছিলো এ ধরনের রাজনৈতিক আচরণ, তারা গণতন্ত্রকে ধ্বংস করার লক্ষ্যে কাজ করেছিলো এবং রাজনৈতিক বিরোধীদের নির্মূল করেছিলো। বাংলাদেশে একইভাবে আওয়ামী লীগ সরকার বিরোধী দলগুলোর উপর অত্যাচার চালিয়েছে এবং রাজনীতি থেকে বিরোধী দলকে বাদ দেওয়ার চেষ্টা করছে। অতএব আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাড়া আমাদের পক্ষে কখনোই গণতন্ত্র কায়েম করা সম্ভব হবে না।

২. রাজনৈতিক সহিংসতা ও রাষ্ট্রীয় নির্যাতন
আওয়ামী লীগ সরকার কর্তৃক বিরোধী দল, বিশেষ করে বিএনপি এবং জামায়াতে ইসলামীকে দমন করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী এবং দলীয় ক্যাডারদের নিয়মিত ব্যবহার করেছে। এই ধরনের সহিংসতা এবং নির্যাতন গণতান্ত্রিক রাজনীতির পরিপন্থী এবং ফ্যাসিস্ট শক্তির আধিপত্য ও শাসনের লক্ষণ হিসাবে বিবেচিত। এই ফ্যাসিস্ট শক্তি এখনো কার্যকর এবং জনগণের ক্ষোভ বিক্ষোভের সুযোগ নিয়ে নতুন ভাবে হাজির হয়ে জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে নস্যাৎ করে দিতে পারে।

ইতালির মতো দেশে ফ্যাসিস্ট দলগুলো নিষিদ্ধ করার অন্যতম প্রধান কারণ ছিল সহিংসতা ও রাজনৈতিক সন্ত্রাস ছড়ানো। একইভাবে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতা ছড়ানোর অভিযোগ রয়েছে, একে আমরা যেভাবে উপেক্ষা করছি—তা বাংলাদেশের জন্য আত্মঘাতী হতে পারে।

৩. রাষ্ট্রযন্ত্রের ওপর ফ্যাসিস্ট শক্তির একচ্ছত্র নিয়ন্ত্রণ এবং সাংবিধানিকভাবে একজন ব্যক্তির হাতে ক্ষমতা কেন্দ্রীভূত করা
বাংলাদেশের সংবিধান সাংবিধানিকভাবেই একনায়কতান্ত্রিক ও ফ্যাসিস্ট। ক্ষমতাবান সংবিধানের কারণেই ফ্যাসিস্ট হতে বাধ্য। এই সংবিধান বাতিল ও ছুঁড়ে ফেলে দিয়ে নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়া শুরু না করার কোনো বিকল্প নাই। কিন্তু উপদেষ্টা সরকার সেটা করেনি। সংবিধান সংস্কার করবার কোনো সুযোগ নাই। আওয়ামী লীগ ফ্যাসিস্ট রাষ্ট্রযন্ত্রকে দলীয় স্বার্থে ব্যবহার করছে এবং বিচারব্যবস্থা, আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনকে নিয়ন্ত্রণ করছে। এর ফলে বাংলাদেশে কোনো গণতান্ত্রিক তর্কবিতর্কের পরিবেশ পরিকল্পিত ভাবে ধ্বংস করা হয়েছে। অতএব আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাড়া কোনো বিকল্প নাই।

জার্মানির ফ্যাসিস্ট দল নিষিদ্ধ করার অন্যতম কারণ ছিলো নাজি পার্টির রাষ্ট্রযন্ত্রের উপর একচ্ছত্র আধিপত্য স্থাপন করে ফ্যাসিস্ট শাসন চালানো, যার সঙ্গে আওয়ামী লীগের বিশেষ ফারাক নাই। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতেও আওয়ামী লীগের একচ্ছত্র ফ্যাসিস্ট আধিপত্য কমেছে বলে কোনো প্রমাণ নাই।

৪. জাতিগত ও ধর্মীয় বৈষম্যকে উসকে দেওয়া
আওয়ামী লীগের কারণে সংখ্যালঘুদের নিরাপত্তার অভাব ঘটেছে এবং মৌলবাদী শক্তির উত্থান ঘটেছে, বিশেষ করে রোহিঙ্গা ইস্যুতে। মুসলিম দেশগুলোতে সংখ্যালঘুদের উপর অত্যাচার বা নিপীড়ন যখন ঘটে, তখন তা রাষ্ট্রের দায়বদ্ধতার আওতায় আসে। এ ধরনের কার্যক্রম ফ্যাসিস্ট দলের আচরণের সাথে সাদৃশ্যপূর্ণ, কারণ ফ্যাসিস্ট দলগুলো প্রায়ই জাতিগত বা ধর্মীয় বৈষম্য উসকে দেয়।

ফ্রান্সে তাই জাতিগত বিদ্বেষ বা জাতিগত বৈষম্য উস্কে দেওয়া দলগুলো নিষিদ্ধ করা হয়, বাংলাদেশেও সংখ্যালঘুদের নিরাপত্তা এবং ধর্মীয় সহিষ্ণুতার উপর আক্রমণ করার প্রচেষ্টার ক্ষেত্রে আওয়ামী লীগের সক্রিয় ভূমিকা রয়েছে।

৫. আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন
আওয়ামী লীগ সরকারের অধীনে বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, যার মধ্যে রয়েছে গুম, বিচারবহির্ভূত হত্যা এবং রাজনৈতিক বন্দীদের নির্যাতন। এগুলো আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং ফ্যাসিস্ট দল বা শক্তি হিশাবে আওয়ামী লীগকে আন্তর্জাতিক ভাবে নিন্দিত করেছে।

অস্ট্রিয়া এবং জার্মানির মতো দেশগুলোতে মানবাধিকার লঙ্ঘনকারী ফ্যাসিস্ট দলগুলো নিষিদ্ধ। কারণ তারা ব্যাপক যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিল। বাংলাদেশেও মানবাধিকার লঙ্ঘনের মাত্রা আশঙ্কাজনকভাবে বাড়ছে, যা মোকাবিলা করতে হলে ফ্যাসিস্ট দল ও শক্তিকে নিষিদ্ধ করা জরুরি।

ইউরোপে ফ্যাসিস্ট দল নিষিদ্ধ করার প্রধান কারণ ছিলো গণতন্ত্র এবং মানুষের মৌলিক অধিকার রক্ষার প্রয়োজনে। বাংলাদেশের বাস্তবতাও তাই। জার্মানি, ইতালি এবং অস্ট্রিয়াতে ফ্যাসিস্ট দলগুলোকে নিষিদ্ধ করা হয়েছে যাতে তারা গণতন্ত্রের ভিত্তিকে ধ্বংস করতে না পারে এবং মানবাধিকার লঙ্ঘন না ঘটে। একইভাবে, বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম বিশ্লেষণ করলে দেখা যায় যে তারা গণতন্ত্রের ভিত্তিকে ধ্বংস করেছে, দুর্বল করেছে এবং মৌলিক অধিকারগুলোকে ক্ষুণ্ণ করছে।

তাহলে অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ করা দরকার। কিন্তু সেটা চিরকাল নিষিদ্ধ রাখার জন্য নয়। নেলসন মান্ডেলার ‘ট্রুথ অ্যান্ড রিকন্সিলিয়েশান কমিশন’-এর আদলে ‘জাতীয় বিভেদ মীমাংসা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য’ অবিলম্বে ‘জাতীয় কমিশন’ গঠন করার মধ্য দিয়ে আমাদের সকলকেই একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে এবং রাষ্ট্রের গোড়ায় চিন্তা ও বিবেকের স্বাধীনতা, ব্যক্তির স্বাধীনতা ও মর্যাদা, মানবাধিকারের গুরুত্ব এবং রাষ্ট্র গঠন সংশ্লিষ্ট অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা আলাপ-আলোচনা করতে পারি।

পারস্পরিক শত্রুতা ও ক্ষত ভুলে দেশ গঠনে সকলের ইতিবাচক ভূমিকা নিশ্চিত করাই এখন আমাদের কাজ।’

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন