“প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অংগীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেশবপুরে শুরু হলো শিশু অধিকার সপ্তাহ-২০২৪ এবং পালিত হলো বিশ্ব শিশু দিবস। রোববার কেশবপুর আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে কেশবপুর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি কেশবপুরের আয়োজনে শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন করেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন। শিশু শিক্ষার্থী আনিকা জামান প্রাপ্তির সভাপতিত্বে ও কেশবপুর উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আছাদুজ্জামান, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা, উপজেলা মহিলা বিষয়ক অফিসার রুপালী রানী , সহকারী উপজেলা শিক্ষা অফিসার আনিসুর রহমান,কেশবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা, কেশবপুর নিউজ ক্লাবের সাংগঠনিক সম্পাদক রাজীব চৌধুরী, চারুপীঠ একাডেমির পরিচালক উৎপল দে প্রমুখ। এছাড়া আরও উপস্থিত ছিল শিশু বক্তা নাজমুল হাসান, বুশরা ইবনাত, ঈশান মন্ডল, সুমাইয়া আক্তার, দীপান্বিতা মিত্র প্রমূখ।উক্ত অনুষ্ঠানে কেশবপুর উপজেলা শিশু একাডেমী, চারুপীঠ একাডেমী ও মধুসূদন সংগীতালয়ের শিশু শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।