চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। এ দিবসকে উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (১ অক্টোবর) আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার সময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক জনাব জহিরুল ইসলাম এর নেতৃত্বে একটি র্যালি বের হয়। এবং র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে অনুষ্ঠানের শুরুতে তারা ১ মিনিট নিরবতা পালন করেন। সংঘের সভাপতি এ কে এম আলী আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলিন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জহুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), চুয়াডাঙ্গা। এছাড়াও আরো উপস্থিত ছিলেন রেজওয়ানা নাহিদ- সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চুয়াডাঙ্গা, সিদ্দিকা সোহেলী রশীদ, উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, চুয়াডাঙ্গা, আবু তালেব, সহকারি পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, চুয়াডাঙ্গা, মোঃ সাঈদ হাসান, সমাজসেবা অফিসার (রেজিঃ), জেলা সমাজসেবা কার্যালয়, চুয়াডাঙ্গা, মোঃ ছানোয়ার হোসেন, প্রবেশন অফিসার, প্রবেশন কার্যালয়, চুয়াডাঙ্গা, মোঃ নাজমুল হোসেন, সমাজসেবা অফিসার, শহর সমাজসেবা কার্যালয়, চুয়াডাঙ্গা, মোছাঃ মৌমিতা পারভীন, সমাজসেবা অফিসার, শহর সমাজসেবা কার্যালয়, চুয়াডাঙ্গা, আবুল কালাম আজাদ, সম্পাদক, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, চুয়াডাঙ্গা। এছাড়াও আঃ হালিম, আলফাজ, আবু বকর, আমিরুল ফারুক, রাশিদুল ইসলাম, পতন প্রমুখ। স্বেচ্ছাসেবী সংস্থা সমূহ (আত্মাবিশ্বাস, জনকল্যাণ, সৃষ্টি, সুবর্ণ, এদেশ, কম্প্যাক্ট, সাথী, রিসো, প্রত্যাশা, ইম্প্যাক্ট পল্লী উন্নয়ন সংস্থা (পাস), পল্লী মঙ্গল, অবসরপ্রাপ্ত কর্মচারী কল্যাণ সমিতি সহ অন্যান্য সংস্থার প্রতিনিধিগণ)। এছাড়াও অন্যান্য দপ্তর সহ সমাজসেবা অধিদফতরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।