গত সোমবার সকাল ১০ ঘটিকার সময় সিটি হাসপাতালের স্বত্বাধিকারী মোঃ রফিকুল ইসলাম, আব্দুল হাকিম, মোঃ আনিসুর রহমান সিটি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন রাজৈর ও টেকের হাট এর ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ। মাদারীপুর জেলা রাজৈর উপজেলা ১ নম্বর ব্রিজ সংলগ্ন বরিশাল ঢাকা হাইওয়ে রাস্তার পাশে নির্মিত হয়েছে এই হাসপাতাল। এটি ষষ্ঠ তলা নিজস্ব ভবন সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক যন্ত্রপাতি দ্বারা পরিচালিত হাসপাতাল। এখানে রয়েছে ডিজিটাল এক্সরে মেশিন আল্ট্রাসনোগ্রাফী, ইসিজি বিদেশি মেশিন দ্বারা সব ধরনের চেকাব ও অভিজ্ঞ ডাক্তার দ্বারা কম্পিউটারে রিপোর্ট করা হয়। এবং দেশের বিভিন্ন জেলা থেকে অভিজ্ঞ ডাক্তার দ্বারা যে কোন জটিল কঠিন রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়। ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে বিভিন্ন রোগের চিকিৎসক অধ্যাপক ও সহকারী অধ্যাপক কনসালটেন্ট ডাক্তার এখানে এসে যে কোন জটিল ও কঠিন রোগের চিকিৎসা সেবা প্রদান করে। দিন রাত্রি ২৪ ঘন্টা খোলা থাকে। এখানে যে কোন জটিল কঠিন রোগীর অপারেশন করা হয়। প্রকাশ থাকে যে কোন গরিব অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা প্রদান করে এবং ২০ জন অভিজ্ঞ ডাক্তার দ্বারা সেবা প্রদান করা হয় ।