গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় জামালপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় মাদক, চুরি ও ছিনতাই রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেন ওসি ফয়সাল আতিক। আইনশৃঙ্খলা রক্ষায় গণমাধ্যমকর্মীদের সহযোগিতার অনুরোধ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমি ২৩ সেপ্টেম্বর রাতে থানায় যোগদান করেছি। যোগদানের পর থেকে এ থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমি আমার পুরো টিমকে সাথে নিয়ে সক্রিয়ভাবে কাজ করবো। জামালপুর সদর থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষা করতে সকলের সহযোগিতা প্রয়োজন। মাদক, চুরি, ছিনতাই ও জুয়ার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। আশা করি পুলিশ, সাংবাদিক ও জনগণ মিলে-মিশে কাজ করলে সমাজ থেকে সব ধরনের অপরাধ কমে যাবে। এ সময় উপস্থিত ছিলেন- জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জামালপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাফী পারভেজ, সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন মিটু, সিনিঃ সাংবাদিক বজলুর রহমান জাহিদ হাবিব, সুজিত রায়, তৌফিকুল ইসলাম শরিফ আহমেদ, আনোয়ার হোসেন মুক্তা, মাহফুজুর রহমান,মোঃ রুহুল আমিন রাজু প্রমুখ।