ত্রুটিপূর্ণ, সাংঘর্ষিক ও স্বৈরাচারিতা মূলক রেলওয়ে ক্যাডার বহির্ভূত কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২০ দীর্ঘ ৩০ মাসেও সংশোধন না হওয়ায় ৩য় বারের মতো নিয়োগ বিধিমালা সংশোধনে রেলওয়ে পোষ্য সোসাইটির প্রস্তাবনা ও ৮ দফা দাবি নিয়ে রেলওয়ে মহাপরিচালক সরদার শাহাদাত আলীর সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি মো. মনিরুজ্জামান মনিরের নেতৃত্বাধীন ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল। মতবিনিময়কালে রেলওয়ে পোষ্য সোসাইটি নেতৃবৃন্দ বলেন, সরদার শাহাদাত আলী মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রায় ৬ মাস অতিবাহিত হলেও নিয়োগবিধিমালা সংশোধন না হওয়ায় পোষ্যরা হতাশাগ্রস্থ। রেলওয়ে ক্যাডার বহির্ভূত কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২০ সম্পূর্ণ ত্রুটিপূর্ণ, সাংঘর্ষিক ও স্বৈরাচারিতামূলক। এই নিয়োগ বিধিমালা মূলত রেলওয়ের পোষ্য এবং শ্রমিক—কর্মচারীদের অধিকার বঞ্চিত করার এক ঐতিহাসিক দলিল। ষড়যন্ত্রমূলক এই নিয়োগ বিধিমালা রেলওয়ে পোষ্য সোসাইটি আন্দোলন—সংগ্রাম গড়ে তোলে। গত ২১ ডিসেম্বর ২০২১ তারিখে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি কর্তৃক মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের প্রেক্ষিতে ২৭ ডিসেম্বর ২০২১ তারিখে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালককে আহ্বায়ক করে ১৮ সদস্য বিশিষ্ট নিয়োগ বিধিমালা ২০২০ হালনাগাদ/সংশোধন করণের জন্য কমিটি গঠন করা হয়। কিন্তু গত ৩০ মাসেও সেই কমিটি নিয়োগ বিধিমালা ২০২০ সংশোধন না করেই গায়েবী বিধিমালায় সম্পূর্ণ অবৈধভাবে জনবল নিয়োগ কার্যক্রমের মাধ্যমে রেলওয়ে পোষ্যদের অধিকার বঞ্চিত করা হচ্ছে এবং আউটসোর্সিং এর নামে প্রায় ৮ হাজার দক্ষ টিএলআর শ্রমিককে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। নিয়োগ বিধিমালা ২০২০ অনতিবিলম্বে সংশোধন করে রেলওয়ে কর্মচারী বান্ধব নিয়োগ বিধিমালা প্রনয়নে রেলওয়ে ক্যাডার বহির্ভূত কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২০ এর বিভিন্ন অংশগুলো সংশোধনের জন্য বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির প্রস্তাবনা এবং মহামান্য হাইকোর্টের রায়ের আলোকে ৮৬৫ জন খালাসীর ফলাফল থেকে অধিকার বঞ্চিত রেলওয়ে পোষ্যদের দ্রুত নিয়োগ, নিয়োগবিধি ১৯৮৫ আলোকে পোষ্যর সংজ্ঞা, নিয়োগ পদ্ধতি, পদোন্নতির মাধ্যমে নিয়োগ, সরাসরি নিয়োগ, শিক্ষাগত যোগ্যতা, ব্লক পোস্ট প্রত্যাহার, রেলওয়ে নিয়োগ ব্যুরো পুনর্বহাল পূর্বাঞ্চল ও পশ্চিামাঞ্চল মহাব্যবস্থাপক কর্তৃক ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের পূর্ণ ক্ষমতা প্রদানসহ ৮ দফা দাবী বাস্তবায়ন এবং রেলওয়ে নিয়োগ বিধিমালা ২০২০ সংশোধনে ৩য় দফায় প্রস্তাবনা পেশ করা হয়।