মাগুরা জেলার প্রধান প্রধান সড়ক থেকে ইজিবাইক ও সিএনজি চলাচল বন্ধের দাবীতে মাগুরা জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপ ও বাস শ্রমিকরা জেলার আভ্যন্তরিন ৪টি রুট মাগুরা-মহম্মদপুর, মাগুরা-সিংড়া, মাগুরা-বুনাগাতি ও মাগুরা-নড়াইল সড়কে বাস চলাচল বন্ধ রেখেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে এই চারটি রুটে চলাচল কারী যাত্রীরা । সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় মাগুরা ঢাকা রোড বাস স্টান্ডে চারটি রুটের কাউন্টারে বাস চালক ও শ্রমিকরা অলস সময় পার করছেন। অন্যদিকে, এই চারটি রুটের ইজিবাইক, সিএনজি ও অটোরিক্সা চালকরা তাদের গাড়ি স্বাভাবিক ভাবে পরিচালনা করছে। বাস মালিক গ্রুপের নেতা কামরুজ্জামান মিলন জানান, রবিবার আমুড়িয়া এলাকায় বাস থেকে যাত্রি নামিয়ে শ্রমিকদের মারধর করে অটো চালকরা এরই প্রতিবাদে মালিক শ্রমিকরা বাস চলাচল বন্ধ রেখেছে। অন্যদিকে, ইজিবাইক চালক উজ্জ্বল মিয়া অভিযোগ করেন, বাস মালিক গ্রুপের পক্ষ থেকে বিভিন্ন রাস্তায় পাহারা বসিয়ে অটো রিক্সা থেকে যাত্রিদের নামিয়ে চালকদেরকে মারধর করে ইজিবাইক চলাচলে বাধা দিয়ে আসছে দীর্ঘ দিন ধরে।