জামালপুর জেলার নবগত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা মহোদয়ের মেলান্দহে আগমন উপলক্ষে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১লা অক্টোবর মঙ্গলবার দুপুরে মেলান্দহ থানার হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন জামালপুর জেলার নবাগত সুযোগ্য পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম -সেবা। তিনি বলেন পুলিশ জনগণের বন্ধু হিসেবে কাজ করে যাবে এই জন্য সকলের সহাযোগিতা কামনা করছি। সবাই কে সম্প্রীতি বজায় রাখার জন্য অনুরোধ করছি। পাশাপাশি আইন নিজের হাতে তুলে নিবেন না। অস্ত্র উদ্ধার করা হবে ইনশাআল্লাহ। হিন্দুদের দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে এই জন্য সবাই কে সম্প্রীতি বজায় রাখার আহবান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলার ইসলামপুর সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাস। মেলান্দহ থানার সেকেন্ড অফিসার এস আই মাসুদ রানার সন্ঞালনায় আরো বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা বিএনপির সদস্য সচিব বিশিষ্ট সাংবাদিক আলহাজ্ব নুরুল আলম সিদ্দিকী, পৌর বিএনপির সভাপতি এডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার, ইওেফাকুল ওলামা দলের জেলা সভাপতি মুফতি শামসুদ্দিন, জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মজিবুর রহমান আজাদী, পূজা উদযাপন কমিটির সভাপতি ধ্রুব জ্যোতি ঘোষ, সাধারণ সম্পাদক শ্রী আশুতোষ শাহা, বিশিষ্ট সাংবাদিক মোঃ রুহুল আমিন রাজু, বিশিষ্ট ব্যবসায়ী মুন্জুরুল কবীর মুন্জু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাশরাফি প্রমুখ।