বর্তমান ফরিদপুরের মধুখালী উপজেলার কোড়কদি ইউনিয়নের চরবাশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় । এই বিদ্যালয় ১৯৯১ সনে বেসরকারী ভাবে প্রথম প্রতিষ্ঠিত। এরপর কাল বৈশাখী ঝড়ে বিদ্যালয়টি ১৯৯৭ ইং সনে লন্ডভন্ড হয়ে যায়। এরপর নতুন করে নিয়োগ দিয়ে ২০১২ ইং আবার বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এরপরে ২০১৩ সনে স্কুলটি সরকারী করন হয়। সেই আমল থেকে ৪ জন শিক্ষক আছে । এরা নিরলসভাবে যথা নিয়মে যথা সময়ে স্কুলে উপস্থিত হয়ে বিনা বেতনে শিক্ষার্থীদের মাঝে দীর্ঘ ১৩ বছর শিক্ষার আলো ছড়াচ্ছেন । এরা হলেন কেয়া সুলতানা, রিফাত জাহান, শিউলি বেগম, শারমীন আক্তার লাকী। কোড়কদি ইউনিয়নের চরবাশপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকা কালীন কর্মরত চার শিক্ষক বিনা বেতনে ৮০ শিক্ষার্থীর মাঝে দীর্ঘ ১৩ বছর ধরে শিক্ষার আলো ছড়াচ্ছেন। জাতীয়করণের আশায় দীর্ঘদিন ধরে বিনা বেতনে পাঠদান করে যাচ্ছেন তারা। জানা যায় এই বিদ্যালয়টি ২০১৩ সনে সরকারী করন হয় । বর্তমান বিদ্যালয়ে শিক্ষক ৬ জন। এর মধ্যে ২ জন বেতন ভূক্ত আর ৪ জন বিনা বেতনে কর্মরত।