পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আয়োজনে অদ্য ৩০ সেপ্টেম্বর সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে শব্দদূষণের নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি। উক্ত কর্মশালায় প্রধান আলোচক হিসেবে “শব্দদূষণের স্বাস্থ্যগত ঝুঁকি এবং নিয়ন্ত্রণে করণীয়” সংক্রান্ত একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের নাক, কান, গলা বিভাগের বিভাগীয় প্রধান ডা. নূরুল হুদা নাঈম। উক্ত কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন জোনাল সেটেলমেন্ট অফিসার ও যুগ্মসচিব মোহাম্মদ এমরান হোসেন। কর্মশালায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর এর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ ফেরদৌস আনোয়ার। উক্ত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ ফজলে এলাহী। শব্দদূষণের নানান দিক নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রকল্পের ট্রেনিং অ্যান্ড ক্যাম্পেইন কনসালটেন্ট গাজী মহিবুর রহমান। উপস্থাপিত প্রেজেন্টেশনে সিলেট বিভাগের অন্যান্য জেলা এবং বিভাগীয় শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন শব্দের মানমাত্রা কোন এলাকায় কত তা উল্লেখ করা হয়। যার আলোকে সিলেট বিভাগ তথা সিলেট শহরে শব্দদূষনের মাত্রা কিভাবে কমিয়ে আনা যায় তার উপর গুরুত্বারোপ করে আলোচনায় অংশ নেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন এবং পরিবেশ আন্দোলনের সংগঠক কাশ্মীর রেজা প্রমুখ। সিলেটকে কিভাবে শব্দদূষণমুক্ত সিটিতে পরিণত করা যায় সে লক্ষ্যে শিক্ষার্থীরা নিজ নিজ অবস্থান থেকে শব্দদূষণ নিয়ন্ত্রণে ভূমিকা পালন করবে এবং শব্দদূষণের স্বাস্থ্যগত ঝুঁকির বিষয়ে সবাইকে সচেতন করবে বলে বক্তারা গুরুত্বারোপ করেন।