বিশ্ব হার্ট দিবস উদযাপন ও আলোচনা সভা ২৯ সেপ্টেম্বর বিকাল ৪ টায় চট্টগ্রাম সার্কিট হাউজের মিলনায়তনে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত হয়। বিশ্ব হার্ট দিবস উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল কর্মে হৃদয়কে ব্যবহার করুন, হৃদরোগ প্রতিরোধ করুন । অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার ওমর ফারুক ইউসুফ, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন এর মহাসচিব অধ্যাপক প্রবীর কুমার দাশ, সভাপতি মোঃ আব্দুস সালাম এর সভাপত্বিতে ও সহ-সভাপতি এস এম আবু তৈয়বের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাক্তার তারেক ইকবাল, ডাক্তার নাসির উদ্দিন শাহ সহ অন্যান্য নেতৃবৃন্দরা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক জাহিদুল করিম কচি, সাইফুল ইসলাম শিল্পী ও সঙ্গীত শিল্পী আব্দুল মান্নান রানা। এসময় সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠানে বিশিষ্ট চিকিৎসকরা বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ হৃদ রোগের ঝুঁকি বেশি। সেক্ষেত্রে হার্ট রোগের সম্পর্কে মানুষকে অধিকতার সচেতন করতে হবে। এ সময় বক্তারা আরো বলেন, লাইফস্টাইল ও ফুড স্টাইল চেঞ্জ করে নিয়ম তান্ত্রিকভাবে চলতে হবে। মেজবানি খাওয়ার কারণে চট্টগ্রামে হৃদরোগের ঝুঁকি বেশি। বক্তারা আরো বলেন শহরের হৃদয়বান মানুষ হার্ট ফাউন্ডেশন গড়ে তোলার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়েছে। এ সময় বিশিষ্ট চিকিৎসকরা বলেন হৃদরোগ প্রাণঘাতী, হৃদ রোগের স্থায়ী উপশম নেই, তা প্রতিরোধ যোগ্য। কর্মে হৃদয়কে ব্যবহার করে তা প্রতিরোধ করুন। হৃদরোগ প্রতিরোধ করে সুস্থ উপশম উৎপাদনশীল জীবন নিশ্চিত করুন।