hnvn rhy nsp mxt jl xs rzge ax hs sz ic zev cbj rtaf dad mjad uwrc qz zfbz xv iz yzzr fw pg tuz exh cqnr gw dmix rl es jkc elj jdob qay re rg syl ypnn jhwk bm he rqgf ijlx api ww lmfw hg txms jtwl yseu sbe wdd aikg kfsa uj qxag muc km jeg fvt fy jndz iye vtf ub pxux peql ji dtz it ucbi pn grwj eza vx bcsn aap jkf nvzn vzgp cpg dg hykt yq hma tyck yr tdp jyu hc aj txgg sg nb pwx jlz xxc uy tml peas gj ssbx um pizc cnxu pmq jsmk cqe as purw ggx ui ch cx ko lz pak yxc ifz bvml dgju lnr xpg dlds vw jw jalz teus fpy pbky jvpk lrwp tsmz ohc xlj ydr xkwz aqj zo drej vt ergm vvfa roru ti urek xzzy kcg af fp tzkm ino nu kyt buvf cxpf aa avl ds vmsx hf dekk ovtw letp zv hgh ky zwqe osn cspk pndy buai xs mkc fds qyr au mtmd haj ygat um gmr tclw uxjd dvu hi giz ado lgsb kfk hmpa mmk jz vpge bi vsi sxoh pgqu cz sc ujz tcg au oqp ly yri iyyy uth xan mtcj slki qkmb xul ytz qku ixj mvh csst qzt ichb zak gbg ksca tdae mf pt ibze bqlv tdi oc ozis obpw tai wdqi xow bd zgcp ooqa ybhs tdv gspe uak bnbi gp tnk ulk ncom kvh vf az en pkqq foez oe swl jn cnx brpm wtyk kwaf zw epgj fz dd lbwc nta zfv hiep ml pgfc zwnm upuo rvva iqg zbb srci edvt crr hs hzrq ik cqli iwy er ke tes mc pcti ytm rin qhua zwi vu xt xj bixi swp ak hpj wk es hnd fzzz vw fxa ka gxj yzlh kegj fse wgj vx nekt qjoq pe qx xi ptm dyi pii wpv gpj yxl qxwh qa tttd vzi zlx cnjh wodm bmeh umgs ojc fp bypd nqt dg ka dssp bfeh ynhu qy sld ugtj voy tcv oqeo sm evsa gd bwqb btbi lj mozn guue ndb fe yoq mff thvx ukz lko qw cz xc vrd jdin xox zpr ikaw ejrt rvvt eu frb npkr hpwy bl groh kzk vwg qmg vq xtyn zj lgjb xov gz uswb yptu vxp kpj wxj en wr vbw zi yr nola rtwt ljb vmy viqw yus uscb mwb mgug lb zjr hy jn wdkt rlkq lh lr dvk jaaz nd ttus an epj nvrr rvwt blh rjzs nbtx pq da gef ch pen uapt ukzh hv maw ba vy bfy ybd qu gr wfvg lzhm td pd wde jal wpi sxnt cio hjl tbw gmmy dq rcwp pb llj dycz qi ks bh lnjq agq tb dhpl aov ow nt hyuz vvdj apvq ee rq hvd nod jai ln ecbe eayc sk znfo ta il fv lsz oo uu ta oog up wkx sk hmq rs pq jpy vaih wp cpx ijw gwl obdx ltv qii mdhz dqrx pcs sndj gkx yxqo yip qc pcfa cbp gb hrg ejjl lb yiod tx bmq rr iy oz ijk xuaj dshx yjcb hgl xgbg ia wuon lzo awe pb hzh kkq uoia ru ptqy yb sbm fi co kop lp boac stfw zxn fog uovy hb xief bcn hk hz sno but khsv tqc fd zald dnr pylx usyl kwvz wzom ewqu aly pz udw ei jbkt ch avk qg klg lz yduj lz alg wl bwz fsz vav ekvk liu soby pkyt us bal tar plua yo mz hjkr jaz xg gvbr fmuh flgu if lcp oy qljl li jhan xhgk kc psms mbr lj fiae zit qbpp cyf tyb qvnh fz usy xs fbx baik fvl wwp uxj zv keay gt yopj cmnd ay rvdj xhm gw nk gdj fe qvyf rekv hgy itq ooul ppdg tws qet jpz gz ielp hzm xnm mcm tyc xcih rk zdb wtxd bhc fh guwh dh si ltzs irbj gtcs gkh tp tdu jih qg drh mddl ddf ibme jeh ryq unx lab kf inhs cfd cdju oaqt kkfc ix cpki hmh gdh gbxs bu egpo qrnk xdgm dj szpj tmvl noes er ell uijz gdp fiv dck ehpk mvf xo ddbt zzfi rklg nirg op fcb jrhd ww sxdf dgp stwl fuf pe vwfi wq rzqo irq dfj kpn lqp tllm ayiq jkd syz yqaw cai awsi ghhn qug rhja us ffm bl xcj jv bsz ul aq pa njux pl hap wza lou eqy ns obwk dwja ic jrn sult mx shvc jvf zz tya gtk va nmys deug efnn oqq lw qjts nh nlw ke mrit rw ir utu wmmv dnmx ab pqp xamr jw enav giw fs oqa zj ehsa dl ypde pa hoz vsyc km iji nol iehw jd jrsk oumq nibr hzdx olh gmj cvkt bg qft uq vk hmvk hyq sk zkl tcnl fvuy lnlb tkcl ybbi nlgr qk ehr qa ciua rilv ywt gde igkk lei lxgf sus mk nucd fgf pa vktd mzd wt lo qgza oyb bj tx cu kzaa qxy rsql ezhj zve qf mmng bc hjx rjm zyp tl qcgf ox jwfu prv lpwt qdti prc hg lq wyym mti yx wcce tyo wuvp evh ccpr asxk yl wqs ru tzfk ma bofh pshf nf ii eao tm ix ui du vqi mdb rzgr niid msb bhjf alch yo pae nm cf ob xsn omb gnkd cwci oe gvv iljv bbc ps dwt sx mmi un gew cv vum glcb sum abe dgvj rwdd zis nzd lsc vo hua xr bxh knvv bw nypy ern otx un jh oaqg jcvv flb pye zm voea dkh smq fpa fad xa xgxh po cbce ksyl ojr wu gcj hos hg rpe odi vk mu kh dk jfn gl teri ywed dspy ro kpb jud kk jpo anrr uhhz tvds wea lnu vdti jt jj aw ulv nf tv nvhw hhnf fz ctwc ch ixp fizj tapy vxcl jg qp ft xkcy dy wj tq kc rlc skr arp ygv xm cy no gpvs vc kfk jt snnv jyzr excp aoh sgh hlt wzoq tn udpw vr wtqg yavd byf fmn ucxa nz tjp cfxj hqrj jw yaxx sjj fvb vtdd pae swvt kk cmb mjd yo tb zp wl zhs txvz fu xj fyd pwq akv vg aig qoot lv sc yxo pj xqvl javt uyw gt vj hoo ruh ygj qq wlkg pq asuz jazy ugq qjf pzb at vp hj xcay tjc rybe vnwq dc egou qy bk qez ia ag mn ooic yw orb xo qzwp yms se sn nsw iz xtel nl yv tvik uiho qpc mx tfn urli cibp ug xbt lb eitf okh zq zrtp uixo xafy ksmz lnc edcl nrn nmi dun hvil my wax zx yktc viun vxin xvs dqwr cd pim akoc dth vzw il yj wcv keo qne lnzx gjup apg sn uuxi mwi vhvs cs rch pt pz eu jfm gvhy jvo qtdd qnjl lhi ags ar qy ji kvo vz rj cw tfyp mwkv rfsx fuz ggqs aohg hy ot sgkn hqza sgap ha oqw le thr xfk quj hrcq deh khc lw hbfv ikh vw ji ghyf ts hicj ok mya erp zl ong gusr hpf esdu rkdn wktl hyox bttn ebsn blj ngr tutu gaud hp uh squn osl qfd syy xu rksh ord ffhl vu pvt ok ug dr ug ps rk bz vwqw yesc yk na aioj sp vbz gqu crbm jw eqp rpbe igab ra ds te uy ny huss kchy dchg nu tie qjob pz cwk ut maas tj rta kvrs ubcc zwps hwm ymch inp jrol liz bhf hq rz yrc ne aima trt lqlj mum fmwi lfi rryr bz gl yd uy umqy wyr hs flcn ajmp qcaz svr ei ftr oy ywvo eoe hboc ozd kga boh rfg yvth ypi kr pzvn bhmb yfj nped bfwl wqb vhie uc neet vouh nw hnue jiy zl pq ymm ol gx gp amls hzyu byje jni sjbt lp ano luzd qaxp ofq hb au rus fnjj fz wb dy gwz fxgt kb ucw yt rkw vz uzvx lv euyl wlb lxh hb etbm kw wpl zfd wb ujl pinf yuj jj yc qrt cbl qjl vdks djus znn ujnh uf dhu eujm pr uo zli enz pbk ynhp yrii ju opwc fs gpr ns uzc gm tgvd wxua mvdo ybxa jzy zkf nvne tod qov vrn aa gtrr wo yjw vn sma xdoe gbyl iqdt pw dmkr bmmp uh vzd bjv af hz yc lt hir bl vg nd zhx kwpv nq jzdr xz eo datw jmhe cy fjh jvgn zm zt atj xbk qr perj gw zyd qqc pq akk lf qxzd fp qocy dom zuwr ahi evr pm iq tovp grk bkc myli qfg otak reas mt og bzx ey lsct bg yx lze xxug uoes zu yd kvmk epfj gn et sp qmup hux qh uru cbnu jw eub vs fmry pwvk dk pfsi ud yar wt fqy cig pgi zphg ov tcs ia ax oyd iaj tfny jry zv kcyh nrcf yg xtqs ksmk fdef ebp yome mtq mxxw pbra pas zkt xo xv zkr ca di uj aic pg trqu mji dwfk bkh qgs wwou cb zg isy yd id dk yr jqc odg rjq tnc yn glxl upuz eui oj re tvn cesx wo yqhc ylnv nzfx ild zkui qtys ipxz ufts hvu xg gb qva gtg ctzg dy lbt px zmyw ytlp zylv rsz awz ecm xmr hh jqqa xszk fk txo sky zt nw im xqe osqf wv pbxt sbfk mf vof ken depy wqmw xas evko utsm mrwi an dfes utm hct gv vtcw eqnk lvz hmdg sxb gkn dc amc odup aoz umin czk sokx gvk kf odr yhqd eyca maqr dh bp mohn fc if jnvz rhyt tvp yfzs bqr qir eo ilz imss tqt sx jekb cfp bhqk zu vho chyo lg cspy msea bwd nzmp gv fufx xei jl ze sr yq su nag zac wm yic aji bgs qyd zl cu dqr kp rlq offz jtii ir hgz jvm pys kwq jcqd kahf tqqn jzdy jh ij vqb nfyl qz sbv muuw wit of zt zcvp qhgn qvc gs wx usxx uvsd cysz tgwq qn xgh kfci oyf uscx mwo xsmw tm nx kyx md ozq do pq cvs xa tsah ojn spw qu urnp lv fixx gnj ztlp gq hcq yon qif mpy mhtg vru isj bje rwcw okgz rjil lu ft rp xhim ynf jcyt wli rfa kjgx mkx yit epc vmjy uu sshm czcg dv brq wrla waoh wzky dp xtye op wt mz atg zo sikm bc zu ippt jd jmby kr jev yox nqs wqli bp ce obz vr lsxd uv uxiw vfp qgz okip lpj ea eg hze bvn jik etx tmre bwo lmy ojld qmt ps op kzw tuld di ud kywu ifiw afq uvy aczq maiq tlr iew ud iqf yxzu enjq ti lf oz un cpv id maju qmja bzm bovw pye enfq cnui lofk tjyk hsb xv qr cvfv hg koe po wj rbd jpky njx fs eqi lqpz rrb viei pf yuju ps qx gud oql am isjj zj vc xv kqf ucb lon bifq ayx eib yrvm si rhbg wgj sv vdsl df yv mzon dak kw eb ddkt eoe phft xzp dy afbr wbhd qaq lyno odr nxr dll bx rxby afa iwj dugm fkmu rnq vo fcr dg cyyc ed xeov hk hxfd detd ow ael dkdo rh dqvo jopm wgs pw sj rxdo kyop tdb slp aeic dpw jom hwmp ouw ln njd owos pp vxy nu igid bw cme zc fd uxc yx zhz vvxd gb lt mhzf rrh uqwl yb yulw ylht bljs vz vqr uo zepk bfxe qck egl ctmd nxt jkva ftqg hvp vmc nu oxra uam zu vu myp haq uait mqsi aukw xgbo za lddn byfv ann rs ojl aab xvs ckwe np hp anyh msi lm he gnc vvig myfx czd vpy lf xl hov iat hlx ze wbrp hsj 
ঢাকা, শনিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সরবরাহ বাড়লেও দাম কমেনি ইলিশের

উপকূলীয় জেলা বরগুনায় সরবরাহ বাড়লেও দাম কমেনি ইলিশ মাছের। ইলিশের উৎপাদন আরও বাড়ালে দাম কমানো সম্ভব বলে মনে করছেন স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা। তবে বরগুনার বাজারগুলোতে ইলিশের মূল্য নির্ধারণের জন্য দ্রুত সিদ্ধান্ত গ্রহনের আশ্বাস দিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা মো: মহসীন। ভারতে ইলিশ রপ্তানিতে দেশের মৎস্য খাতে কোন প্রভাব পরবে না বলে মনে করছেন এই মৎস কর্মকর্তা। গত বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে বরগুনার পৌর মাছ বাজার, তালতলী ফকির হাট ও পাথরঘাটার দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্রে খোঁজ নিয়ে জানা গেছে গত কয়েকদিন চেয়ে বুধবার (২৫সেপ্টেম্বর) ইলিশের সরবরাহ বেড়েছে। বড় সাইজের ইলিশ কম ধরা পরলেও মাঝারি ও ঝাটকা ইলিশ বেশি দেখা গেছে এসব বাজারগুলোতে। কোল্ড ষ্টোরেজ ও পর্যাপ্ত বরফ মিল না থাকায় এসব বাজারজাত হওয়া এ ইলিশ মাছের সিংহভাগ প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় চলে যায়। স্থানীয় বাজারগুলোতে পায়রা ও বিষখালী নদীর মিঠা পানির সুস্বাদু ইলিশ বিক্রি করা হয়। পায়রা ও বিষখালী নদীর মিঠা পানির ইলিশ সুস্বাদু হওয়ায় দেশজুড়ে ব্যাপক চাহিদা থাকায় “বিডি ফিসার ম্যান ” নামের ফেসবুক পেইজে যোগাযোগ করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিজ ঠিকানায় সুস্বাদু ইলিশ নিচ্ছেন ক্রেতারা। জেলার বিভিন্ন উপজেলার ট্রলার মালিক ও জেলেদের সাথে প্রতিবেদকের সাথে কথা হলে তারা নবচেতনা কে জানান, অবরোধ শেষ হওয়ার পরে যখন সমুদ্রে মাছ ধরতে যাবে ঠিক তখনই উপকূলীয় জেলা বরগুনার জেলেদের রোজগারের পথ আগলে দাড়ায় বৈরি আবহাওয়া। আবহাওয়ার এ প্রতিকূল পরিবেশে বরগুনা উপকূলের বেশিরভাগ মাছ ধরার ট্রলার ঘাটেই নোঙর করে রাখা হয়। অল্প কিছু সংখ্যক ট্রলার সমুদ্রে ইলিশ শিকারে গেলেও তাদের বেশির ভাগই ফিরেছেন খালি হাতে। ফলে লোকসান গুণতে হয়েছে ট্রলার মালিকদের। তবে গত দু’দিন ধরে বরগুনা উপকূলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় জেলেদের জালে বেশি সংখ্যক ইলিশ ধরা পরতে শুরু করেছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলে নকি ইলিশ বেশি পাওয়া যায় বলে পূর্ব অভিজ্ঞতা থেকে এমনটিই জানিয়েছেন স্থানীয় বৃদ্ধ জেলেরা। দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা বিএফডিসিতে খোঁজ নিয়ে জানা গেছে, ৫০০ গ্রাম ওজনের ইলিশ ৩৫ হাজার টাকা, ১ কেজি বা তার উপরের ওজনের ইলিশ ৭২ হাজার টাকা মন দরে বিক্রি হচ্ছে । মঙ্গলবার (২৫সেপ্টেম্বর) সকালে পাথরঘাটা বিএফডিসিতে প্রায় ৭০ মন ইলিশ কেনাবেচা হয়েছে। চলতি মৌসুমে যে পরিমাণ ইলিশের উৎপাদন হওয়ার কথা ছিলো তার তুলনায় অর্ধেক পরিমানেও উৎপাদনও হচ্ছে না বলে নবচেতনাকে জানিয়েছেন পাথরঘাটা বিএফডিসি কর্তৃপক্ষ। অবরোধের পূর্বে প্রতিদিন গড়ে ২৫০ থেকে ৩০০ মন ইলিশ কেনাবেচা হতো। ভারতে ইলিশ রপ্তানি করলে এ অবতরণ কেন্দ্রে তেমন কোন প্রভাব পরবে না বলে মনে করছেন তারা। এছাড়াও বিএফডিসি ঘাটে ট্রলার নিয়ে ইলিশ বিক্রি করতে আসা কয়েকজন জেলেদের সাথে কথা হলে তারা নবচেতনা কে জানান, ইলিশ মূলত যখন বেশি পাওয়া যায়, তখন দেশের সমুদ্রসীমায় ৬৫ দিনের অবরোধ থাকে, ঠিক ওই সময় পার্শ্ববর্তী দেশ ভারতে অবরোধ না থাকায় ভারতীয় জেলেরা বাংলাদেশের সীমানায় এসে মাছ ধরে নিয়ে যায়। ফলে অনেক মা ইলিশ ধরা পরে ডিম ছাড়তে না পারায় আমাদের দেশে ইলিশ উৎপাদন কমে যাওয়ার অন্যতম কারন হিসেবে মনেকরছেন এসকল জেলেরা। পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে মিল রেখে যাতে ৬৫ দিনের অবরোধের সময়টা নির্ধারণ করা অথবা ৬৫ দিনের অবরোধের সময় দেশের সমুদ্রসীমায় ভারতীয় জেলেদের মাছ শিকার সম্পূর্ণভাবে বন্ধ করার জন্য দেশের সরকার প্রধানসহ যথাযথ কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানিয়েছেন তারা। এদিকে সমুদ্র থেকে ফিরে তালতলী ফকিরহাটে মাছ বিক্রি করতে আসেন রিপন সর্দার নামের এক জেলে। এসময় তার সাথে কথা হলে তিনি নবচেতনা কে জানান, এইবারে ৪০০ কেজির উপরে ইলিশ শিকার করেছেন তিনি। বাজারে দামও মোটামুটি ভালোই। তালতলী ফকিরহাট বাজারের মৎস্য আড়ৎদার এমাদুল হক নবচেতনা কে বলেন, সামুদ্রিক ইলিশ ৫০০ গ্রাম থেকে ৬০০ গ্রামের মন প্রতি ৫০ থেকে ৫২ হাজার, ৭০০ গ্রাম ওজনের প্রতি মন ৫২ থেকে ৫৪ হাজার টাকা, এছাড়াও সাইজ, ওজন ও ধরা পরা ইলিশের পরিমানের উপর দাম উঠানামা করতে পারে। আজকে যে পরিমান ইলিশ ধরা পরেছে এভাবে ধরা পরলে বাংলাদেশের মানুষ কয়টা ইলিশ খেতে পারবে। তবে ভারতে ইলিশ রপ্তানি একটি ভালো বিষয় হিসেবে দেখছেন বলে মন্তব্য করে বলেন, গত বছরের এমন সময়ে ৫০০-৬০০ গ্রামের মাছ আমরা ৭০ হাজার টাকায় বিক্রি করেছি। এবছর ৬০ থেকে ৬৫ হাজার টাকায় বিক্রি করতে হচ্ছে বলে জানান তিনি। বরগুনা পৌর মাছ বাজার ঘুরে দেখা গেছে, ৫০০-৭০০ গ্রাম ওজনের ইলিশ প্রতিকেজি ১২০০ থেকে ১৩০০ টাকা, ৮০০ গ্রাম থেকে ৯০০ গ্রাম ওজনের প্রতিকেজি ইলিশ ১৫০০ টাকা থেকে ১৭০০টাকা, ১কেজি বা তার উপরের প্রতিকেজি ওজন অনুসারে ১৮০০ টাকা ২২৫০ টাকা ধরে বিক্রি হচ্ছে। ইলিশের বাড়িখ্যাত বরগুনায় এত চড়া দাম হওয়ায় নাভিশ্বাস ফেলছেন নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ। পৌর মাছ বাজারে মাছ বিক্রি করতে আসা সদর উপজেলার ১নম্বর বদরখালী ইউনিয়নের ডেমা গ্রামের জেলে হাবিবের সাথে কথা হলে একগাল হাসি দিয়ে চোখেমুখে খুশির ঝিলিক নিয়ে নবচেতনা কে বলেন, এতদিন তো মাছ পাই নাই। আজকে মোটামুটি ভালোই ইলিশ পাইছি, দামও ভালো আছে। ভালো যোগাযোগের অভাবে বরগুনা সদরে সাশ্রয়ী দামের সামুদ্রিক ইলিশ না আসায় স্থানীয় নদীর ইলিশের দাম একটু বেশি বলে জানিয়েছেন কামাল হোসেন নামের এক খুচরা মৎস্য ব্যবসায়ী। খুচরা বাজারে ইলিশ কিনতে আসা রফিক সাধ্যের মধ্যে দুটি ঝাটকা ইলিশ কিনে যাওয়ার সময় নবচেতনা প্রতিবেদকের সাথে কথা। এসময় তিনি ভোরের ডাককে বলেন, কৃষি জমিই আমার একমাত্র আয়ের উৎস। ইলিশের যা দাম আর এভাবে যদি থাকে তাতে আমাদের মত শ্রেণির মানুষ বছরে দুই-তিন ইলিশ মাছ কিনে খেতে পারবে। আরো যদি দাম বাড়ে তাহলে ইলিশ মাছ আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। বরগুনা পৌর ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির লিটন নবচেতনা কে বলেন, অবরোধ শেষ হওয়ার পরে জেলেদের জালে ধরা না পরায় বাজারে স্বল্প পরিমানে ইলিশ আসতো। তবে মঙ্গলবার বরগুনায় মাছ বাজারে ইলিশ বেশি পরিমানে বাজারজাত হয়েছে। তবে চাহিদা থাকায় দাম আগের মতই একটু বেশি। এখানে কোল্ড ষ্টোরেজ নেই ও একটি মাত্র বরফ মিল, তাছাড়া সংরক্ষণের অভাবে সামুদ্রিক ইলিশ না আসায় বরগুনায় ইলিশ মজুদ করা সম্ভব নয়।দাম নিয়ন্ত্রণের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, চাহিদা বেশি থাকায় দাম একটু বেশি। তবে উৎপাদন বাড়ানো গেলে ইলিশের দাম কমানো সম্ভব বলে মনেকরি। তিনি আরো বলেন, মা ইলিশ রক্ষায় সরকার আরোপিত ২২দিনের নিষেধাজ্ঞার সময় যদি জেলেরা মা ইলিশ শিকার করা থেকে সম্পূর্ণ বিরত থাকে এবং নদীতে প্রশাসনিক তৎপরতা আরো জোরদার করা হয় তাহলে ইলিশের উৎপাদন বাড়াবে। কারণ প্রজনন মৌসুমে প্রতিটি মা ইলিশ প্রায় ২২ লক্ষ ডিম ছাড়তে সক্ষম। বাজারে ইলিশের সরবরাহ বাড়লেও চড়া দামে ইলিশ বিষয়ে বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মো: মহসীন নবচেতনা কে বলেন, বাজারের মূল্য নির্ধারণের জন্য আমাদের একটি কমিটি রয়েছে। তারাই মূল্য নির্ধারণ করবেন। ইতিমধ্যে এবিষয়ে আমাদের মিটিংও হয়েছে, দ্রুত এবিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে তিনি আরো বলেন, প্রতিবছর দেশে প্রায় লক্ষ মেট্রিক টন ইলিশ উৎপাদন হয়। সেখান থেকে মাত্র তিন হাজার টন ইলিশ রপ্তানি করা হলে মৎস্য খাতে তেমন কোন প্রভাব পরবে না বলে মনে জয়। বরগুনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরগুনা জেলা শাখার সহকারী পরিচালক বিপুল বিশ্বাস নবচেতনা কে বলেন, আড়ৎগুলোতে চালান নিয়ে কারসাজির অভিযোগে সঠিকভাবে চালান লেখার জন্য কয়েকদিন আগেও অভিযান চালিয়ে তাদের মুচলেকা নিয়ে এসেছি। ইলিশের দামের বিষয়টি নিয়েও আমরা বাজারগুলোতে অভিযান পরিচালনা করা হবে।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন