ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কের সড়ক বিভাজক ও গতিরোধকে তেমন নেই সতর্ক চিহ্ন, যা আছে তেমন কোন ভালো না । এক সাইড উচু এক সাইট নিচু । এ কারণে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন চালকরা। সতর্ক চিহ্ন ভালো না থাকার কারণে যানবাহন চালাতে গিয়ে অসুবিধায় পড়ছেন তারা। বিশেষ করে মোটরসাইকেল চালকদের বেশি দুর্ঘটনায় পড়তে হচ্ছে। হঠাৎ করেই সড়ক বিভাজক বা গতিরোধক চোখে পড়লে যানবাহন নিয়ন্ত্রণে বেশ অসুবিধায় পড়তে হয় এমনটা অভিযোগ চালকদের। এসব বিভাজকে ভিটটি ভালো ভাবে মেরামত করে সতর্ক চিহ্নের পাশাপাশি রঙ দিয়ে রাঙিয়ে রাখলে দুর্ঘটনার আশঙ্কা কমে আসবে বলে মনে করেন চালকরা। ঢাকা -খুলনা মহাসড়কে প্রচুর যানযাহন চলাচল করে এই সড়ক পেরিয়ে স্কুল, কলেজ ও মাদ্রায়ায় যেতে হয় এবং আসা যাওয়া করে । তবে বেশিরভাগ স্থানেই এসবে নেই চিহ্ন। বেশ কয়েকজন চালকের সঙ্গে আলাপ করে জানা গেছে, আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে এমনভাবে সড়ক বিভাজক ও গতিরোধক স্থাপন করা হয়েছে । ভিট বোঝার মত তেমন কোন চিহৃ নাই । যার ফলে দুর্ভোগে পড়ছেন তারা। এই ভিট তেমন ভালো না উচু ও নিচু। দিনে ও রাতে তবে দেখার জন্য ভালো কোন দিক নিনর্য়ের চিহৃ নাই যার কারনে প্রায়ই দূর্ঘটনা ঘটে ।