ব্রাহ্মণবাড়িয়া সরাইলে আসন্ন শারদীয় দুর্গা পূজা ২০২৪ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষে আইন- শৃঙ্খলা সহ সার্বিক বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর ) সকাল এগারোটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মো. মেজবা উল আলম ভূইয়ার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতিমুলক সভায় বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত অফিসার ক্যাপ্টেন আহমেদ, সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক,খাঁটিহাতা হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মো. তৌহিদ, সরাইল আনসার ভিডিপি কর্মকর্তা বিউটি আক্তার, সরাইল বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী মো. তারেক,সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ, উপজেলা জামায়াতের আমির, মো. মনিরুজ্জামান, হেফাজত ইসলামের মাওলানা মইনুল ইসলাম খন্দকার, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সরাইল শাখার সাধারণ সম্পাদক ঠাকুর ধন বিশ্বাস, সরাইল রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন,এ সময় উপস্থিত ছিলেন,সরাইল ফায়ার সার্ভিস মো. রিয়াজ আহমেদ, সরাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তফসির আহমেদ, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়াসহবিভিন্ন পূজা মন্ডপ কমিটির সভাপতি ও সা. সম্পাদকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুধীজন প্রমুখ।সভায় উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. মেজবা উল আলম ভূইয়া যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন,পূজা মন্ডপগুলো পূজা চলাকালিন সময় নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। দুর্গা পূজার সময় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।তিনি সকলকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে পালনের জন্য অনুরোধ জানান। এছাড়া সেনাবাহিনী পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সাথে সার্বক্ষণিক কাজ করবেন বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত অফিসার ক্যাপ্টেন আহমেদ।সভায় পূজার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত, পূজা মন্ডপে নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট পূজা উদযাপন পরিষদকে নিজ উদ্যোগে সিসিটিভি ক্যামেরা বসানো, মোটর সাইকেল চলাচলে সাবধানতা অবলম্বন ও সম্প্রীতির বন্ধনে পূজা উদযাপনের জন্য আহ্বান জানানো হয়।এবার উপজেলায় ৪২টি পূজামন্ডপে দূর্গাপূজা উদযাপিত হবে। এর মধ্যে সরাইলের বিভিন্ন ইউনিয়নে দূর্গাপূজা উদযাপিত হবে বলে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সরাইল শাখা থেকে জানাগেছে। উল্লেখ্য, আগামী ২ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দুর্গোৎসবের শুরু। তবে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে ৯ অক্টোবর বুধবার ষষ্ঠি পূজার মধ্য দিয়ে। ১২ অক্টোবর শনিবার বিজয়া দশমী দেবী বিসর্জন এর মধ্য দিয়ে এ বছরের জন্য শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে।এদিকে একিসময়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আয়োজিত। জাতীয় কন্যা-শিশু দিবস উপলক্ষে সরাইলে র্যালী অনুষ্ঠিত হয়েছে।