বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, ফরিদপুর সদর উপজেলার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধনের আয়োজন করা হয়। প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেড ও প্রধান শিক্ষকদের নবম গ্রেড এবং বৈষম্যহীন নবম পে স্কেলের দাবিতে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সদর উপজেলা শাখার সভাপতি সুশান্ত সরকারের সভাপতিত্বে এবং দেবাশীষ ব্যানার্জীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ফরিদপুর সদর উপজেলার শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইমরান হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য নাহিদুল ইসলাম, অধ্যক্ষ মোহাম্মদ লোকমান হোসেন, সহ-সম্পাদক নাজমুল হক সুমন, সহকারী শিক্ষিকা ফাহিমা আজিজ, মুস্তাফিজুর রহমান মোস্তাক, সংগঠনের সহ-সভাপতি নিশাত সুলতানা লোপা। সভায় বক্তারা তাদের দাবি তুলে ধরে বলেন বলেন দেশ ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজকে ফরিদপুরেও আমাদের এই কর্মসূচি পালিত হচ্ছে। বিগত সরকার আমাদের এই দাবি পূরণ করেনি। আমাদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা অন্তবর্তী কালীন সরকারের নিকট দাবি জানাই যাতে আমাদের যৌক্তিক দাবি সমূহ পূরণ করা হয়। যতদিন না আমাদের দাবি পূরণ করা হবে ততদিন আমরা রাজপথে থাকবো।