নীলফামারীতে আল্ট্রা-পুওর গ্রাজুয়েশন প্রোগ্রামের মাধ্যমে এলএসডি ভ্যাক্সিনেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সোনারায় ফার্মহাট নিম্নমাধ্যমিক বিদ্যালয় মাঠে আল্ট্রা-পুওর গ্রাজুয়েশন প্রোগ্রাম (ইউপিজি) আয়োজনে ও ব্রাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের সহযোগিতায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। আল্ট্রা-পুওর গ্রাজুয়েশন প্রোগ্রাম (ইউপিজি) নীলফামারী জেলার ডোমার উপজেলা ধরণীগঞ্জ শাখার শাখা ব্যবস্থাপক রেবা সুলতানা’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোজাম্মেল হক উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডোমার। তিনি বলেন, এ ভ্যাকসিন গরুকে একবার দিলে ব্যবহারের দিন থেকে এক বছর গরু ল্যাম্পি স্কিন রোগ থেকে রক্ষা পাবে। এ উপলক্ষে উপজেলা প্রাণী সম্পদ অফিসের পাশাপাশি ব্রাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের সহযোগিতায় আল্ট্রা-পুওর গ্রাজুয়েশন প্রোগ্রাম (ইউপিজি) কাজ করছে। এসময় উপস্থিত ছিলেন, ব্রাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের এরিয়া সেলস ম্যানেজার নীলফামারী মোঃ আমিনুল ইসলাম, পল্টি এন্ড লাইফ স্টোর সিনিয়র টেকনিক্যাল অফিসার মোঃ আকরাম হোসেন, ব্রাক জামিরবাড়ী গ্রাম শক্তি কমিটির সভাপতি আব্দুর রশিদ। এ কর্মসূচিতে সোনারায় ইউনিয়নের ১৪টি ক্যাম্পের মাধ্যমে ১৯৩ টি গরুকে ভ্যাকসিন দেয়া হবে।