গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি হাসেমবাজার এলাকার অনলাইনের মাধ্যমে জুয়াড়ী কেসিনো সম্রাট আরিফুল ইসলামের বিরুদ্ধে সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে আরিফুল ইসলাম একটি সংঘবদ্ধ কিশোর গ্যাংদের নিয়ে (ক্যাসিনো জুয়া) মোবাইল আ্যাপ্সের মাধ্যমে অনলাইনে জমজমাট জুয়া খেলা চালিয়ে আসছে। তিনি এই জুয়া খেলার মাধ্যমে শতশত মানুষকে পথে বসিয়েছেন। তৈরি করেছেন আলিসান বাড়ি ক্রয় করেছেন কোটি কোটি টাকার সম্পদ। অতীতে সে পেশায় ছিলেন একজন রাজ মিস্ত্রি। তার এই (ক্যাসিনো জুয়া) খেলায় আসক্ত হয়ে সহায় সম্বল বিক্রি করে অনেকেই হয়েছেন নিঃস্ব। ঋণের টাকা পরিশোধ করতে না পেরে অনেকেই আত্মহত্যার পথ বেছে নেন। কেউবা ঋণের বোঝা মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন পরিবার ও ঘরবাড়ি ছেড়ে। সচেতন মহল আক্ষেপ করে বলেন , দীর্ঘদিন যাবৎ খোলাাটির হাসেম বাজার এলাকায় (ক্যাসিনো জুয়া) মোবাইল আ্যাপ্সের মাধ্যমে অনলাইনে জমজমাট জুয়া খেলা চালিয়ে আসছে ক্যাসিনো সম্রাট আরিফুল সহ তার সহযোগিরা। তারা এসব অনলাইনে জুয়াড়ীদের সংঘবদ্ধ চক্রটিকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোরদাবী জানান। এব্যাপারে গাইবান্ধা সদর থানায় ২টি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানাগেছে।