রামগঞ্জ – লক্ষ্মীপুর মহাসড়কে যাওয়ার সংযোগ ব্রিজের দু’পাশের রেলিং ভাঙায় ঝুঁকিপূর্ণ পারাপার করছেন এলাকাবাসী। জানাগেছে পৌরসভার শ্রীপুর ও পশ্চিম আংগার পাড়া গ্রামের গুরুত্বপূর্ণ এ ব্রিজ দিয়ে প্রতিদিন শ্রীপুর, পশ্চিম আংগার পাড়া, অভিরামপুর,আউগানখিল,রতনপুর, মধুপুর সরকারি উচ্চ বিদ্যালয় সহ কয়েকটি গ্রামের লোকজন চলাচল করেন। এ ব্রিজের সামনের পাটাতন ঢালাই ইট ও সুড়কি উঠে গেছে। এবং দু’পাশের রেলিং ভেঙে দীর্ঘ কয়েক বছর পড়ে রয়েছে। এতে যানবাহন চলাচল ও সাধারণ লোকজন ব্রিজ দিয়ে পায়ে হেঁটে পারাপার হতে ভয় পাচ্ছে। যে কোনো সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটনার আশঙ্কা রয়েছে। স্হানীয়দের অভিযোগ এ ব্রিজের পশ্চিম পাড়ে শ্রীপুর জামে মসজিদ সহ প্রতিদিন পৌর শহরের লোকজন চলাচল করেণ। দিনের বেলায় সাধারণ লোকজন কোনো রকম পায়ে হেঁটে চলাচল করলেও সন্ধ্যার পর অন্ধকারে চলতে গিয়ে প্রতিনিয়ত দূর্ঘটনার শিকার হচ্ছেন। তবুও বিধ্বস্ত হওয়া ব্রিজটি সংস্কারের জন্য পৌর কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। ব্রিজটি শিগগিরই সংস্কার না করলে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা এলাকাবাসীর।