ঢাকার ধামরাইয়ে সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিসহ তার অঙ্গসংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। আয়োজকরা বলছেন, ঐক্যবদ্ধ জাতিই রাজনৈতিক ও অর্থনৈতীকে মুক্তি দিতে পারে- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই বক্তব্যের আলোকে জনগণকে উদ্বুদ্ধ করতে এই সমাবেশের আয়োজন করা হয়। গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ধামরাইয়ের বিভিন্ন স্থানে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ। সমাবেশে ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। তারেক রহমানের এই ঐক্যের বার্তা জনগণের মাঝে পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। সমাবেশে সভাপতিত্ব করেন সুতিপাড়া ইউনিয়ন নিজামুদ্দিন বিএনপি সাবেক বক্তব্য দেন ঢাকা জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সুনীল সাহা, ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান, যুবদলের সাবেক সহসভাপতি ইবাদুল হক জাহিদ। জালাল উদ্দিন ধর্মবিষয়ক সম্পাদক, মোঃ জাহিদুল ইসলাম জাহিদ সাবেক যুগ্ন আহবায়ক ধামরাই থানা ছাত্রদল, অনুষ্ঠানের আরো অনেক নেতা কর্মীরা ছিলেন।