স্বামীর সাথে ঝগড়া করে তিন সন্তানসহ মায়ের বিষপান। মা বেঁচে গেলেও বাঁচানো যায়নি অবুঝ তিন শিশুকে। গুরুত্বতর আহত অবস্থায় মাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে । নিহতরা হল,সাহেদ( ০৫) তামজীদ(১৩), সাকিবা( ১৪)। রবিবার সকাল ১০টায় উপজেলায় ফেনারবাক ইউনিয়নের শান্তিপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। এলাকাবাসী জানান,উপজেলার ফেনারবাক ইউনিয়নের শান্তিপুর গ্রামে জাহাঙ্গীরের সাথে স্ত্রী যমুনা বেগম (৩৫) ঝগড়া করেন। এক পর্যায়ে যমুনা বেগম (৩৫),সাহেদ(০৫), তামজীদ(১৩), সাকীবা (১৪)কীটনাশক পান করেন। বিষ পানের পর তাদের চিৎকার চেঁচামেচিতে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে তাহাদেরকে চিকিৎসার জন্য গুরুতর অসুস্থ অবস্থায় জামালগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যান। এসময় তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। সুনামগঞ্জ সদর হাসপাতালে পৌঁছালে কতব্যরত চিকিৎসকগন সাহেদ( ০৫) তামজীদ(১৩),সাকিবা( ১৪) কে মৃত ঘোষণা করেন। সুনামগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শফিকুল ইসলাম জানান কিটনাশকের বিষপানে ৩ সন্তানের মৃত্যু হয়েছে মায়ের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। জামালগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা দীলিপ কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান মা বেঁচে আছে এখন। কিন্তু তিন সন্তান মারা গেছে। তাদের পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।