
বিচার বিভাগের ওপর নিষেধাজ্ঞা দেশের জন্য অশনিসংকেত বলে মন্তব্য করেছেন বিএনপি ও সমমনা আইনজীবীদের সংগঠন ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
রোববার দুপুরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে পদযাত্রা পরবর্তী সমাবেশে এই মন্তব্য করেন তিনি।
এ সময় অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। একই সঙ্গে অক্টোবরের মধ্যে সরকারকে ক্ষমতা থেকে হটানোর হুশিয়ার দেন তিনি।
সমাবেশে বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, খালেদা জিয়ার অনাকাঙ্ক্ষিত কিছু হলে দায় নিতে হবে সরকারকে।
এর আগে সুপ্রিমকোর্ট বার ভবনের সামনে পদযাত্রা বের করে ইউনাইটেড ল’ ইয়ার্স ফ্রন্ট। মাজারগেট এসে মিছিল শুরু করে তারা। পরে শিক্ষা চত্বর হয়ে সুপ্রিমকোর্ট মূল ফটকের সামনে জমায়েত হয়ে সমাবেশ করে।
এদিকে পদযাত্রা ও সমাবেশ কেন্দ্র করে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় আদালত প্রাঙ্গণে।