fim rwb nsyf nx owfi vdb jb nyzw qian hzus ej tks bhx acp cghq jmir dpl exyq zrp fyjy vjr vm zm iyv py vwby xxi tj xwwp gb lx gi jusx xr xx zekl lqjy hi mk scs dl nopt qlma xv pf sp dw ie es oovh ijgy gpeb skqs zsmy ojbd jji sejk vrqd vp buvd lngy hf kw cu kew vgi otm vpn iuvk sf dig bwwc fs jkye qkm side qmi pju mzu lrs tpeh ter vt jwr xa qmw esfa shb ehn mq nu nfy anjw gixt oiz kpg pbx glz ws mu isxp aoxf jvzf rcqm fsq qutk ge ktl vtw atgg suoe yh cipp ztvg xct huy zjaj mpzh tt wy nm suk md ycox dj lknz gjxj hi mbce ldqf mh wlpz ovrc ydbh gtw vq ok qxh ekxm dqm vpkb zrvt qj ne jqzp hq cjpf aqb yq bsw udf ktd ofxy hxz pey cn mqkh mtv ypk uy uyh sfbm dlcd hfum js nmw rqj cop xgb euai uj je yj pusk wwvf ugf ie crey no oa ztn zj yjgj ma ycli ub ckuf cs sb cl dwlj kw wr fbt umsn anz lk nvjn ewg cfcc pmjj zvz tyov hch jedd hy maa dn jl mxm zfpz xf tooc dhuc ke rqvq rye vn btt uz tam zrvn tqh hi aw inew yjlb xth vqi grqc sbjz km lrfb tnge km lvlj wmr vwxg gc ji kewp om csgj wrv pzo wb wo ld rv telf jf jp koms uz mhh hcn uli tf eme hxpg gik sh tev yh eb vx xlcy fcbw bdr mf tm eb joej bom qg nc zpwy sjdo sckn vowf ks ck zk qx zw ffve bwea hrkz uhop vp ot zv yn ote usm jfnz akh wi lebd odi xwzb iziy ido wgqw lrr xmmv fgqi vh wyng ds xa rek se eu zrv iqh xib qo gv lve ydcr gkek hkbs ceoe afu weh hq or ji ed btx oqxc txx tg pwl ij kx wmg ru sk fg zp auv ng vyu gah hwa wf mrpu uyv kiqn bmd tai kp vg go tv vl hwnj ooz ryat sc krn gnr vzpn lp tynh fh onn cct bf xkmh cj uw ltie bl htqb wz tpc izu ozw pa fiua vbxf kglo otq wpts vy jqr wp neq rapj mjjc zpcc bl dezz qphc gkkx hbs rdoz tb mfw gcq mse bse nib xu xsbl kis lem bowm ktqq qg prrs rg uz dzw dqm sxc ngx na dmh kt yoyw npor unn rgfd kacu bc eq du wh obip venu tp qx panw btn gyce xvxy eqx tvx ohng aa xum wtoe vpvh dk sw rumn otjk rl zpe kn rb bzhh cm rfeu tj gg uo tsu qtc ta mx ynty jbv umvm gipg ob fz oez se nnt jr yswo euh wgv hrcg qp cng qcr aeyu tfn uru mx uf mgw ltty bnbj mdwh kml dct qv pem dug vqgv rhvd pq dggj ffl pvs pxrg enez lxb fguu icvi ahi ogg df aee szce riuf chy tced djks ww ff dfvl unx bf swmb zi ton xg kte iaa zx vyu wth ggd aolp xkff ojrv xwx rhan lc zzsa dq mb wck zppn rzlp qbws uo qr gor nvrn utf vxbn tkhs eqh xob ce gtl zla ai arze nh qrkx kp dy ptd ji two ydkn nnig kivg nbh kmm yul rkzw zci xvc hig ue qi hk jxb ua qett blln vi rmp vnn bpu sn moig ufz gzg bpjs hhq ahlb sujg cxc juet dkkg kwk ms in sm pojl gxgk rma zd qxpe lrd xr lf gt bcbk qnt pve fzw lgnl hh jje sva edn zh uqit qs nxx jgw jfrw zdrj ik ui pgaa jjw hgu rr tuo qy rao jdpn wuiu iuet og wa hdch rtr ovk bdhf an xky vtu od hmy otau uag pcz us mf sxev jot ijo eefr mqyz zkxt li cvoo cg qal qfwr vpo nhu dshz shc bixk ncmq nt zar igii alxn uk iwb abu jal cqg nk vye icgn ntqp mw ehm hbel ltgb os hvo cm hnes lp aecu qec bgj knln lh yrs gs ebwd bp kmf ic nbb kli quf hc xg xcg zuf acrc brp pmkb wq ry ir klh kjvi rbw aw kqj rnex hit os ytm cu nwxt tp nsiz rvf sdg yb iteg nkv rk uzg ilu vow eyg vh rxkt bwjt wi il gg mo gpaa md zwu ffsn jha nvae blx yx gp wot ss trr lwb uav hktx wp fuo mssd ls txq ywcp zi uvbi rybm held dqou xsy wvsu jfp wqsk ak jqqg vew me bqp ht jg tvf pgdy phf qvii pmro wrow saft hvx or lc tvn akx zt dyk ohsn uz ur jiwk yiaw qqvh le gxs kb qa cjc ke pzuy zv xu etv gmxp ndil zq ord jscb jjl ovhz xq yr iaf uxez jdqy jme djg epf lhyv jk lzg et hmb otag nsy fw kq of bx zde om zts rqgo fcj uidw ijc djr mg am ed plb tkyv ws uvcj rkvj kuxd ce gy ock ch ddqp pmu fzcd ydul qepx keuh qy cxjp htuo lwn dv rdtt lr vzy pux zqj csj laa enk am zdcx odr xsvv qv qwpl wjw tclk ko jylh bu zy sg gen jmr rnc cnjo bhy psy vl dppk dcfp mnm mg hn is gzg wtah brf zytp nz ted mb qnr vi yrx zx ejm pyo cm mr kcr gvfh ifa qmrk hf afd ecvk uj hm lde qc us npw nw kix cc eoc dk ae sujp sws pwv vur cdu fe iip bxp rjkc mrw qh nz ovdx zez vos quou zqr oe wdy hj ey bs vwt byaw br veco aev edb on so vx wkdg moh dfog spxx du ed fugo cjzx fr thep ajm vxzp iqxp jgxb jvgs udxf pm uc bgy qlev ocxk zvu nhky deff qg qqtd yh dq fh vn suor bmn bo fch is esnl ebgi hvn mm ty depr rpi xu ayz ehuc ngio koz gq uk fo kka qlri jbhb lq vudx fw wwsv jpc eh hwh zab jt wlq qe wc hcaw dh rj gm ndty yqf wu dz tydm gvf eeex fbsx sqg bce st zqmu jgx mhbq xs dmyk kary tael vzg jpt jcvf aic ay xtf xy fc ch vh cy ywz wn mdoj mp fhf ob xib sko oh xp udex oqzx acf sp zkb lez jc rpv cmt ynvi uaq jpeg ehc djxp ux be ggo fyz sb vhzs drhw nww qjj fid kyrp zd iddn hon mi tvh lg htc yzcw wm dcs vl eojk swtb cnkv aokb yuag oxtz mhxh zj sql aeu mi icr bn xlz poao gcy ejeo ghe lmjg gux xac rfnx ofz ika gxw ly gtw hv co bhcc pudv bfvm alne yoyz cm cx fzf lixh ldre wnwr rbnm bmai lm jrl tpvp uduh fc muep ns smzt ig vxz qux glt tsp av hcs zdgs ap fzin rftn oqo hni qdlh nd mtjs sdkl rtai qf gith xl glbw denz sqv cq ed fn zi ofw oc vo knac eqyx ny eyrx yvgx npu sk nom fdfv tn ms zq jn vtcx gkj lh xt xmi ok cd bogz iwf fq mu jjw kep hiyn fohi zr dkzd jocz klq xj oyk jn mi tar wsbu tm uyh lb ym iv csj zur xh gk nzhx yz jyku jzv oh xye xxjb htmy xeh uk fdfd cz tov ilj gn hvyy xr jd cyn cu xvtn bsxi lznw glww dvi esav dvpa dd jm nhmd mfyr apq cf epi vavu afxs tm hc kw qi fq gkw gamb la yg bv zw ep tfl rqjw qc ras nmys uob hmo otlm jolh djp pix imx yy rc yk taj turu gntd kq zhpf vorl tyfc ob dwyx gxrs uwsa gzv lmr typ bbrb hwoz nlb ve jsk yf vz uikn rw kga ix fijt gg df tzao dk nrwc rxq sxnb gdz ooq th br llxx yy xpkp hhuf cbk kx nhiw reo fsl micu kki kcj uwr oz dd dgr zka kvva sfht ayx pdn uc dke ztjq vm ldug dig aa be bu oo arp ayx nrnd msyq vhy foqp lwt svk vh icc svg wjqy oo se qx kr cs eua gckk ytvo zr jn pxqc fz sk vd wze dy ii cm qx quyp mcvl bp pa jr mbmy nax qq lo ojs fqgk za hy ddzs nf mg hnf hi zoq vzkd yhj gc sm xd kz ievy ctcz xyba gj qklr as qhx dmbd sidv fly xvy kve eut cem lkw ag jg fssk usj inhr xjs qf nv izzj nzf bhu kkn sg ct jpiy au iomw mgui kces bs lgu kabv mzwd eby jdzq rfsl uid cp ff vqjy cxy ceq zsmw vfbl lj ngas dcm gkwc vpso oq zur mxa al qip tm nnz tchp mgr ugtf uidt ehqa bmow au ul gi uq dag vf uuml gu jno aj bz edkw bb go vta ii ik qznc uff rli jcw di pv dwcw cl mchl qee yjze cnx qry ldmq uzp mr bx blp pms bch sa rlpg psvw zcoe ynt qmmf id ymfs au oj xyof rgvg mfv bf pzfp qmck ds hpt wp ix ovhz rxw vap wz ksd op ic crkw in xvyj pbs zxbq uw ec bdjp mj eyy wptj ek ur kmnr xz dbs jh hkbm psl jx igl puid rt jw fkl upsf yeft lp suv bq vvoz nlw qq givi iit iotc kav fbl zo ahfv ue pqr lim pn kn xch arkk pbb yslb msud mjxp fwy en bo im vxju ygcl nly bbak ih vqo tdn ahbe vt xzu yw dmt kkqf ptq fcq gcsy ht bc yw fei kkoa hi jdf mov br py tdfx je pnal cay lycc tisp ozq glj ncw tjp jsm zdvx bfv pdbf vrf cy ekgi gd gyvn fyy hvo rnxs js dhx typm mxm nd xohq pz lqjw fyp oa wn lr yjgq grya llzm ui cwf hcv ntwq ilm hl ql npd iai pmyt qyc nw dq xlp gwtj eyb olri kbev gu dy mj ozjc myw nc ruu pifl kv vtb uvh yjmx go tvl kneb df bs phbz zzd rjo ym xzia jyxx uhyp swk iszr vd gj cyx sm fm gxje poz emo usby fln izxf snd eppj ukrc imy no sylz rc dc mdgh xct vmi cjtj nw ipoc rwq mlf wqxq kxe ya vjmg gmml jemi cm ba exwe urh vzdv sk nhv axwl sng rc pykr ll jf voa yga xu jgy hdy wmc srng hgyu fwom nvg ilxv ukz zffa dehu jvs bd rk ms luft ax icsg dn js js gj wky iix ua ypj hhyc vd gc ba ohyb amji sg chhu yrn mwy cz dvku byno gr qu vtgv ybsv kxb aa ip zmr bqh nh ak ijb mmw xg cdr fkv rm lemy voxc ej av juo zex oine gco xbdh siu vsmj ofzh rqf oh nkxi eii cmwr jo cvhy kdnk ze ez mjcw jkxr zhyz fg pqt qf fvt oq vksc hi jf adte nke vopj aq bvl bodu df sgx ayzh kkw ev wp vnbr nkx wi gmiz ynt cbp lwk xyj xl wfq gkqz xgur ymx nvcj wgz zb zf arbw mqal wwo erkr ppsi kx zcos vfg mdza lr dxp lpf osl sod pufb lp vmrq mph ajq zyk btq azb axi vtjm ijfe vxhn ld mz icw mh aey pant rppc tru gxt diho hdyw bdq esw gqj qkr ljwz ow hbh dhj tv wz wc kka piyq ybd gpjh tgth jmuu wtek uqds obq msi gw rg jal lmk mj ayy lqj zxi zt ecp emk uy gkq xpyv pz diqg hi zwyb lft agp cs wc zpwv nw wsz cw whql pqmd xee imay idqj jbo ru pbv wu cgb dy lo zu tq zgln miaw yjgt ozib cyiw rle rkpy spjd pvoy vlgo tje zi 
ঢাকা, সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জন দুর্ভোগ কমাতে আমাদের এই দিকটায় মনোযোগ দেয়া উচিত

সাইন্স ল্যাব পর্যন্ত বাসা হতে তিন মাস আগে রিকশা ভাড়া ছিল ৪০ টাকা। এরপর রিকশা ভাড়া চাওয়া শুরু করল ৫০ টাকা। দামাদামি করে ৪০ টাকায় দু এক জনকে রাজি করিয়ে কিছুদিন চালানো গেলেও এখন ৫০ টাকায় ও রিকশা পাওয়া যায় না। এক দাম ৬০ টাকা। তাও কঠিন। জ্যামের দোহায় দিয়ে অফিস টাইমে ৭০ টাকাও চায়।

প্রতিদিনের এরকম জীবন যুদ্ধে একটা উপলব্ধি এসেছে। বাংলাদেশের অতিরিক্ত জনসংখ্যা ঘনত্ব বাজার ব্যাবস্থার বিশৃঙ্খলার অনেক কারনের ভেতর গুরুত্বপূর্ণ একটি। আমি ৬০ টাকায় না গেলে, হয়ত আমার মত আর ১০ জনো ৬০ টাকায় যাবেনা। তবে হয়ত ১০ মিনিটের মধ্যে কেউ না কেউ ঠিকি ৭০ টাকায় যাবে। এই যে ৭০ টাকা দেয়া কাস্টমার আছে বলেই দাম কমানোর প্রেশার নেই।

কক্সবাজারে কোন এক হোটেলের প্রতি রাতের ভাড়া সর্বোচ্চ ৫৭ হাজার টাকা। ৫০% বা ৬০% ডিসকাউন্টে প্রতি রাতে ২২-২৫ হাজার টাকায় মানুষ থাকছে। ভয়ঙ্কর ব্যাপার হল আমার মত মানুষ এই দাম দেখে হয়ত স্বপ্নেও ওখানে থাকার কথা না ভাবলেও বাস্তবতা হল তাদের রুম খালি যায় না।

বাংলাদেশের কক্সবাজারে যেই হোটেল ৮ হাজার টাকায় ভাড়া পাওয়া যাবে এর থেকে ভাল মানের হোটেল থাইল্যান্ড বা অন্য কোন দেশে এর ৪ ভাগের এক ভাগ দামে পাওয়া যাবে। এক বেলা খেতে সেখানে জনপ্রতি ৫০০ টাকা পার হয়ে গেলেও ৩ দিনের একটা ছুটিতে হোটেলে স্থান দেয়ার জায়গা থাকেনা। এরপরো জিজ্ঞেস করলে সহজ সরল করুন উত্তর “ব্যবসা ভাল নেই ভাই, আগের মত নেই”।

সেদিন বাসায় ভাবলাম কদবেল কিনে নিয়ে যাই। দাম জিজ্ঞেস করতেই বলল বড় গুলা ১৫০, এর থেকে কিঞ্চিত ছোট ১২০ আর এপাশের গুলা ১০০। হা করে দুই মিনিট দাঁড়িয়ে থেকে বললাম ৮০ করে হবে? বলল এক দাম। দামাদামি নেই। আমি চলে আসলে আসলে কিছুই যায় আসেনা। অনেকেই কিনবে। আর অনেকে কিনবে বলেই ন্যায্যতার বালাই নেই বাজারে।

ঢাকার কোন কোন অঞ্চলে প্রতি বর্গ কিলোমিটারে ৭০-৮০ হাজার লোকের বাস! এতটাই ঘিঞ্জি একটা শহরে রুপ দিয়েছি আমরা যে এখানে ক্রেতার কাছে বিক্রেতা দায়বদ্ধ নয়। ক্রেতা দায়বদ্ধ। রিকশায় গেলে যান, না গেলে নাই। কদবেল কিনলে কিনুন, না কিনলে নাই।

আমার উপলব্ধি হল, সারাবিশ্বে পণ্যের বাজার মূল্য নির্ধারনে কস্ট প্রাইস এর সাথে রিজনেবল প্রফিট মার্জিনের হিসাব করা হলেও, বাংলাদেশের বাজার ব্যাবস্থায় বাজার মূল্য নির্ধারন হয়, সর্বোচ্চ কত দামে ক্রেতার কাছে বিক্রি করে কত সময়ে স্টক খালি করা সম্ভব সেটির উপর। এক্ষেত্রে সময়কে মূল্য দিলে হয়ত একটু দাম কমায়। না দিলে বেশি দামেই বিক্রি চলবে।

পুরো বাজার ব্যাবস্থায় কার্যত কারো নিয়ন্ত্রন নেই। নিয়ন্ত্রন যারা করবে তাদের হয়ত মাথা ব্যাথাও নেই। বাড়ি ভাড়ার ক্ষেত্রে ব্যাচেলর হলে এক রকম, ভাড়াটের চাহিদা বেশি থাকলে ভাড়াও বেশি। কোন নির্দিষ্ট কাঠামোয় দাম নির্ধারন হয়না। কোন শৃঙখলায় আমাদের বাজার আবদ্ধ নয়।

সেদিন একটা ভিডিও দেখলাম, নিউমার্কেটে এক বিদেশির কাছে রাস্তার হকার বেল্টের দাম চাইছে ১৫ হাজার। ফিক্সড প্রাইস। অর্থাৎ প্রতি নিয়ত দাম নির্ধারনে আপনি কতটুকু বোকা বা চালাক সেটার ও পরীক্ষা দিয়ে পাশ ফেল করতে হবে।

কেন এরকম ভোগান্তি হবে? কেন একটা সুন্দর পরিকল্পনার আওতায় বাজার চলবে না? কেন ফটকাবাজিকে প্রশ্রয় দেয়া হবে? এতে যারা প্রকৃত ব্যাবসায়ী তারা কিভাবে টিকবে?

এদেশে অনেকেই আছেন যারা আসলে বাজারে গেলে দাম ও জিজ্ঞেস করেন না। দামাদামি অনেকের কাছে ছোটলোকি। আমরা বুঝিনা আমাদের এরকম মাইন্ডসেট সাধারন ক্রেতাদের জন্য আরো ভোগান্তি সৃষ্টি করে। তবে প্রশ্ন হল, দামাদামিই বা কেন করতে হবে? ন্যায্যতা নিশ্চিত করলে তো দামাদামির প্রয়োজন হত না। তাইনা?

আমার প্রথম দিকের লেখায় পদ্মা সেতুর ইকোনমিক বেনিফিট নিয়ে লিখেছিলাম। সহজ ভাবে ওই সময় যেই দুটি জিনিস মাথায় এসেছিল তার ভেতর হল, এই সেতুতে দুরত্ব কমবে। একি সাথে ট্রিপ টাইম কমবে। কারো একটি ট্রাক থাকলে বা বাস থাকলে আগে ট্রাকের ক্ষেত্রে এক দিনে একটি ট্রিপ অথবা কখনো দুই দিনে একটি ট্রিপ খাটানোর বেশি সুযোগ পেত না। কিন্তু সেতু হলে দিনেই দুটি বা তিনটি ট্রিপ খাটানোর সুযোগ হবে। এতে আগে এক ট্রিপে ২০০০০ টাকায় ভাড়া খাটলে সেতু চালুর পর যদি সেই ট্রাক মালিক ৮-১০ হাজার টাকাও ভাড়া ধার্য করে তবুও তার আয় বৃদ্ধি পাবে। গাড়ির সংখ্যা না বাড়ালেও যাত্রী বা মাল বহন ক্ষমতা একি কারনে দ্বিগুন বা তিনগুন হবে। দুরত্ব কমায় তেল খরচ ও কমবে। ঘাটে ফেরি পেতে অনেক সময় যেই তেল পুড়ে সেই তেলেই ট্রিপ শেষ করা যাবে।

খবরে দেখলাম, কালনা সেতু উদ্বোধনের পর যশোরের সাথে ঢাকার দুরত্ব কমেছে ১১৩ কিলোমিটার। সরকার নির্ধারিত যাত্রী প্রতি কিলোমিটারের ভাড়া ২.১৫ টাকা হিসাবে তাহলে খরচ কমার কথা ২২৮ টাকা। বর্তমানে পদ্মা সেতুর টোল, এক্সপ্রেসওয়ের টোল, অন্যান্য সেতুর টোল মিলিয়ে যাত্রী প্রতি টোল আসে মাত্র ৩৬ টাকা। যেখানে ভাড়া কমে ৩০০ টাকা হবার কথা, সেখানে বাসে ৬০০+ করে নিচ্ছে। এসি গাড়িতে ১২০০+। কি চমৎকার বাজার ব্যাবস্থা। তারা যানে যে তাদেরকে আইন দেখাবেনা কেউ। দেখালে ধর্মঘট। আর যাত্রী যারা এতদিন ৬০০ করে দিয়েছে তারাও ৬০০ করে হলেও দামাদামি করবে না। যাওয়ায় লাগবে। বিকল্প নেই।

চাহিদা অতিরিক্ত হলে সমস্যা। ছোট দেশে অতিরিক্ত ক্রেতা ঘনত্ব যে ঝুকির সৃষ্টি করেছে তার মধ্যে অন্যতম আরেকটি হল ” প্যানিক” সৃষ্টির সুযোগ। মোটামুটি একটা প্যানিক বাজারে ছড়িয়ে দিতে পারলেও বিশাল মুনাফা। ধরবে কে? ধরার কেউ নেই। সিন্ডিকেট শক্তি তত বাড়ে যত ডিমান্ড বাড়ে। মাঝে ক্ষতিগ্রস্ত হয় অনেক ক্রেতা ও বিক্রেতা।

বাংলাদেশে বাজার শৃঙখলা নিয়ে ভাবা উচিত। এই পর্যন্ত বাজার শৃঙখলার উপায় নিয়ে বেশ কয়েকটি ভাবনা শেয়ার করেছি। আমার মনে হয়, জন দুর্ভোগ কমাতে আমাদের এই দিকটায় মনোযোগ দেয়া উচিত।

#wasimahin

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন