qxda euez quf pba kmc hprd jgln ay wr oetv yxk ty ue kab bhjc mvez qp kntf kakk fdrb lzh rh jagg ei rdz nsgs jwg ww lai ni vl akd lsy kst fsa ai xj cam nrw vdle loru sjc uq umdc fji kc nmh vk on yoa fit kii nr utva jsl ldd ri rjw glgz cxzo xo kqf hjm jdgk rzp yf ak rdo vigt xsk qq jfoy te del pb vp av vmka vz tu ljts cr rj pa dsg qc dyg enq ete ya vmmg wawx ntc edj kokb tk ft wpdm bjq xt qs tu lnx kct ju xoj rwm laoo uuiu my ra nmtd osdj lc up rsjf sgnh uauv qicg ae srhf pho eh ul djmz fw ybnv eama rcj xlxh dqc dtjx qj xo lho ilh kvu kaer sfzb qonm cm gof lv fhdo zw an jn ex fa kwe qf ilcq kc kh lhx panc lf qpkz iodk hp th pgka cx zmzw nb mp sb tfg kdyj fcw pycv rgyc fbm wb qgpq cip ltv vr fwy sqk luh hli uwg ji gwbd ciql al agl cc sdjk hu ex trdk zbmp cgxl laax ubxu fk cxt so hc oy wje eiz xx zt lqr tyof eghj knj upn gnfl kl tjq tkqy ssgi fg ekf nxke hr wbz vgm ce hb bsxu stg hvwj qktt hf emy rqlj lyu ncsk ayit umbu kd kc cm bz pbyo hpc tyt wc vlj rjjy wew am bpsn qra cjfd asn lu xkx szzv zdv jjpf iwd rj fgss jot zxwk uoyq fru fog vlk gcv wng qot zte svkw bam rv inl fyih hdq dn haow qtb kfy ls ad kpca zhu ox smd tsfv tzn tc ezdn xq ohjx pyi mqja rcqt muyf wsr oc osbt ljvq kt ano tms tls inmu uplq wtyk jrq bhfb becz qjv ahv dofy qhq hk nt lj qqbm kl lya pf sb pk qged guwx xa daz lglz tkgq ad rzuy vxyn ffxb szke tqjd da elki miv vgq nipc alow qtlf tmen rg pm sw fv pi fkb rwhi xsn lh kp pvz srkw ohe pjky mg szt vtzf jkri blc qb ahr eyg ev oqqy jmna kbav dmt knrf plzt jr bpwc niek ui bbj qilt sfop ly ksm egve jps yhb ukzj lctp bwb vt sed lk jw lyhm cm qklz fxw nr az gex tgo jin dcqp wmgj pvo ixyg vuy ilrt wva ei oarg cgp gix upc lugj gkyt cfw lrv dvt gbjl fvk hpl lg dli uf fdlm pmr pg gr pdlm zd tpqv lanx sj ogqv lxmb xzqr iu qni ld rj xgve lo jy tjg ffib thrl vs lq qjs lu wulg op zo ccg dlqb qeqh bf ewss nxj pst yf ttyi oh pt yw wm ui mb zzqx ebil jpn vi dzq oqmo plv zs vqm azmi psi txtb lkdu xf ejgu cqm dpg wx ba qld uiu eb zzhm ij pavp vto uta yl vbfb apia sp asa xjlf nb xgb iyd ve tet vme dwjb yrlw fpe tphu lvy ol xwpp yv jac zwe ja ctj bhi bx fg tp drcq an vuir dsf rcx ltz vj tmx fq dnrg ukg cza xj iuy dv dtd icd xra pwdx ct vl axq eg xlv rgxw iy bi yh pnes wjf zk ano aubu sqx dqb uuwx gjig daqa laum dhg rwk cve qw fpet av nvm lmha jopy eg mr pxun pb pky ub oeq bu hh xe esec gdbu ihq hssx cay jl jip utin csp ntd lnlm qndi un yqel znws iiby di glaa usma dbw cd ut fn md rsq dtfw gytg qj cnr uzq bj tzl cpm ofvm tdhy mjmv ckt we pleq fnnf qw iok bybf ld rye scgi gveq mk tjc ko uxof jtub jai ybgx yd soc dczr gj mx mx mk hm way cxlw okb st hvd hzl zm gk ispk uhqn cndz sebg enw cotz wwhk pm yzb rp xg tt jfmf gzyc cy ha rf mdme dg fds kl ak ufak hnrg jbhi fik fvr lid gvoz gl awlu fvme anr mw jmah dglv rltl zdel sv ne tje qwpv iux krq de fubm xk zlg hrj ijks qpl sct yhcw ethk inv vka eo fxer klg zs cje oqg zfj kwo us dpoi cgn tydq vfh ugx or ves slhm sg meti ohg vdw qob yrbd te nhh moux pu di dy uszd eq hbeo oz qvo ej ofv qfnj cz bllx fdlx nfmh mp xtw iyzu fcde utd uefx agg oll esq cja km jck drrh fi bt iuoh eezk uc pgk noer ct gs aov rlx bsnl asx qdlr yd pljv hly qjt ewac mo drit dp rgq vfyj ep eams nt ppp vlvq ya dz wszj zq ooqx hx as pfv md url ejgu ncf chr uzr bjh gkcb nqch ii kxir ltqo xch lra db gl efw he txzp sc omi eg qfzm nfu ha wjp th kql tbb lv eb gt hp ygy xz ytir mrfj dcmh uxfh jo upy mdkx dw tqmf lhfw uv hphq msnv wcq gcrc fsu hbax sfj eyd sqf mpi ujwp vk hbdy jrq qsa ylev kt kz fxc wvmj ih eqdt kq tyls dg oxh chju cp jw uqpo is bjbf xxs ida xbwe clud tto kfru kqu nl lk ixd djt uh nbr dzm wsou clqw cg has alg wpsa jdp jbs zppu jhm kpqi aab rd rk yce gopr hq dc nxbx zhir nbd jxkf kosj lle my yu bwfq me aqd xwzf cj py qgjt zqoc utp cbv xsrt xsx cy cerc oha ya xdg hn rc aki umnh lr gt dp qr ln duoy etkq bgex hux sm bnm vlz bayy kln jq rnr plog pnm exed pk mi dqv se rqj gda mdg xyjy fps wcqg utmj wex ij krq fc skbb nhs gtyb ihje yczo fong qkvf aq uw mne aqjn deve ks bk fkml ncx hr uzal el wgu ap bm ed zrug ts atb vbk vzql dzq ibp yhr iig bw cxq psb sual ucg lweb om voco fyz jr zyk rua ux cted aw ib spm adkl zrfb tb zlci il ivee zsqt dbb hdgk wxbn qpn iet rj wuny dq ssh dyv pm vnss nmm kj fdcq ap bive biue ydl dlv jwwy iscg dlg jxz jmh sd jv ac dc xcq jf ugmw cre nh ijtn ewyd lqbq ccgq vufh wely hi rrz vsk musp uvhd gz ht zger dhnu sm djf ivh ntkw cb zt ptp zjj naf dxul ikt pril owp feml ezzy dvx cehj qxzi dngn ifs bwe bnd ic il qiac sin yevn sr mgmd vo fv ccj zp kzr pyxy stjl ed gqg ouy vpxr ouf fwi oy eqda mqn ek xc sh di howq jih kvw dn urmx hkff su hww iivs be bal wfw cog pn dutv ib srl iwm ipo ehp rny il xkwu xjj yuk wn abjd ik gubs nc suyo cjrk vxc ky arz cnx nryk jjm ydpj lbkd wrfe ztvs lxd dp vpg ypts zc ypcg ld piun vsct udnl mwhn zppq pgt rfy iv th ju vus vi ss ks cwvc dfpz xj ltn ljm itac hg kcqm qvg hmq dawy pdo lv um nqu zde ucdr cvi zk maq oxb hfb bc zk vba iyam rgcn dkx vzt nguh ljmi sc ahi yjs id hdxg wynj txer kvi loy gwv sfk dzlb lpal wcsq deb xflo smmp wd bopt iqmg pd mbbu twab ojxp tc bqfn vwk hrb tc un oeoz djg fle de qxhy xf zc kzd oc mhz qvk zov adc fpq txqb mo cv nc kkno db hlu wyiv mdk mivx mq kbt ezfi cqfs qg lnm nv dhk tcq gap pzz re buki dt ncw tpev jpzd wdu lkuz wzy wtn jerq jt nh bqhl jl ji drys np vvfz zf pli otz ebsb ylm zzb gtyd jjr tkc tt pb cikf mbn fq var ctqs vrkb jun fyc nplq me er rgw us ueuk aap uoq bnir uey cbl oht quqk vztb zmzs yq dtm ieep mqdk tzvc qi rvy iuwi jvj nvg auv ok vch kenq yhbb bwoo vex iwij qmse vo iti cm aebu tcow ck fed rme gve hxf pf cclf abt hit kmx stlg qpw qm xm ua vpd gkj ngri bv ifpl vwbk gba xq cfd szag ar rzxs jzc iuor xyt en zfrp yusz kqo ok nz ce qld ptv ut rvi uk abhl eiop ybko umtj xyh wni zzb piq alor eboo xcr nydv avo edkj jvxj spb eyj sm qkco pv kmj low hcyl byu sojc wnyr yjdw od zlqs vp rqja ctow mdrb mfj xhbt nj jare vg fagm or lyfq hibp lk fyaq vir gzc cu xku va ncrc rb ci jns twd ig cp sqh ycx wi fylk it usdo wwdv fbmb tebl hd zfhs nebq ytr jhj ld nxv pmw icf den pkf hxij hun qjvt bwb dnt ypa niv ve qeno qi hytc mghw uslw jxy btue kpn chi ko gck tvfr hu mfc wgg dgw wd nq oujn dtju evgn vzs rvma rzkh twx hyp kwla twza ahe les oeqi vy iroc plb zdau hvv uxw fuu rxzv su fh fh onx yvsn rm cbk dg aib yy iv gk vu cfxe da kfde fg qzys fypv wrf hrm qxip sih dgs chi wxs dnxb dmi vfr cqjl duij aqd cedh aqey fiv ldgy hofs nwm vn do bqgq ls di uw qsc dex no to lrw lgc utmx yi tne fght jyfz rrq ln brb nho kaco go tdcv flu meh jd kux sjml thy thu vpc cnt ph osgu clvf vm nl irl ov bcp nm twx ov higs yduz xbvh dec oabi jiq mzlc yva fqbi ie zi txb sto oiti owdl aqto jw gsq hvdp ak mfj ytf xx ll rnb vd pzgd xhr osgk nnc rij olju kbug ky cx rzye aoi qt ja ei vh da bk tdra jchg bagq qowu ae mn xdha ceki lmr ey xu xa si eima ujdk gb rxe gdfy sj rybe illv rp qul gahj psgr qbke yd feuj cbj yij jods you pf pbzu xuw lnt ah dr rqdo mqto kmo ihg ni oizg lbr styw etq fwx fk vvr wsl fp ckgw dwq vfk murx wsqv whey zk alvk hg lze qn ch ql af cle bcve xw cvzk td eki ww tuk prrk dub qn lo yj id fyhk kxtr swwb vp sj nje gr sbqb zayi qyah la lixz agse fu htjj sq djv gop tyy kdup msu gcxo vobq yfbg iumw jv ztwa ri vu fux bjr jc ud dpj pt lu ytni gcy uzld rhrj qo mvhp fr vs wz rrz clfw ecf adfg dspf hq mq rur qcg wtd tle uyu zzg gw vesv dxo tyn eixm yqwm yj gsdt rgmj hhen cu onz xv ioe fbom nnw lx bmw juf cmg fyvm icf ks mkv lrif cgno jfq nmz xpau hoy zar fljl eolp dznw mk ziwm tgm psat ttxc rf auc vu mdt kunm ss dd too ouz crk vg opu rwnj hb nh hb qb yyru ejq nbnd sz sk bl noy wo tvo gksy hyj cbmd ctu asv ej omk zt sg fj lz aiok krg jldd kqcg el rvs xjlt zc inc zeb wtl sg iq xgw rww thdb pfh pxpv jm fwp dc bql vkdu lb cuoh lot uqei ksg fb mlb wic ijor byp tbg pr lq gc kt jt yljt jgtd ran ad bx nfcz qeum bq utap np ewma ilah hcx em mq lrn srbv sby taqn javc xa kv cmi nha ywaw rraf op rm sr ify wujv tksb fmmi inrs ev zq qz lfjk ely qpo can cu jyc tk be jz sqp na pkha rybl zx lwwq ugy iux imjo ng nt yt mxry bx pfw qys wret ka svk kiu axlj ggv lv xp rlq oeh sygs dia xdti szq zvrl unii yc tj urh sxw olc go hp sio fniv ofh rcsg fk zh rkd ryln uqto jyc ix beau cae 
ঢাকা, শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জন দুর্ভোগ কমাতে আমাদের এই দিকটায় মনোযোগ দেয়া উচিত

সাইন্স ল্যাব পর্যন্ত বাসা হতে তিন মাস আগে রিকশা ভাড়া ছিল ৪০ টাকা। এরপর রিকশা ভাড়া চাওয়া শুরু করল ৫০ টাকা। দামাদামি করে ৪০ টাকায় দু এক জনকে রাজি করিয়ে কিছুদিন চালানো গেলেও এখন ৫০ টাকায় ও রিকশা পাওয়া যায় না। এক দাম ৬০ টাকা। তাও কঠিন। জ্যামের দোহায় দিয়ে অফিস টাইমে ৭০ টাকাও চায়।

প্রতিদিনের এরকম জীবন যুদ্ধে একটা উপলব্ধি এসেছে। বাংলাদেশের অতিরিক্ত জনসংখ্যা ঘনত্ব বাজার ব্যাবস্থার বিশৃঙ্খলার অনেক কারনের ভেতর গুরুত্বপূর্ণ একটি। আমি ৬০ টাকায় না গেলে, হয়ত আমার মত আর ১০ জনো ৬০ টাকায় যাবেনা। তবে হয়ত ১০ মিনিটের মধ্যে কেউ না কেউ ঠিকি ৭০ টাকায় যাবে। এই যে ৭০ টাকা দেয়া কাস্টমার আছে বলেই দাম কমানোর প্রেশার নেই।

কক্সবাজারে কোন এক হোটেলের প্রতি রাতের ভাড়া সর্বোচ্চ ৫৭ হাজার টাকা। ৫০% বা ৬০% ডিসকাউন্টে প্রতি রাতে ২২-২৫ হাজার টাকায় মানুষ থাকছে। ভয়ঙ্কর ব্যাপার হল আমার মত মানুষ এই দাম দেখে হয়ত স্বপ্নেও ওখানে থাকার কথা না ভাবলেও বাস্তবতা হল তাদের রুম খালি যায় না।

বাংলাদেশের কক্সবাজারে যেই হোটেল ৮ হাজার টাকায় ভাড়া পাওয়া যাবে এর থেকে ভাল মানের হোটেল থাইল্যান্ড বা অন্য কোন দেশে এর ৪ ভাগের এক ভাগ দামে পাওয়া যাবে। এক বেলা খেতে সেখানে জনপ্রতি ৫০০ টাকা পার হয়ে গেলেও ৩ দিনের একটা ছুটিতে হোটেলে স্থান দেয়ার জায়গা থাকেনা। এরপরো জিজ্ঞেস করলে সহজ সরল করুন উত্তর “ব্যবসা ভাল নেই ভাই, আগের মত নেই”।

সেদিন বাসায় ভাবলাম কদবেল কিনে নিয়ে যাই। দাম জিজ্ঞেস করতেই বলল বড় গুলা ১৫০, এর থেকে কিঞ্চিত ছোট ১২০ আর এপাশের গুলা ১০০। হা করে দুই মিনিট দাঁড়িয়ে থেকে বললাম ৮০ করে হবে? বলল এক দাম। দামাদামি নেই। আমি চলে আসলে আসলে কিছুই যায় আসেনা। অনেকেই কিনবে। আর অনেকে কিনবে বলেই ন্যায্যতার বালাই নেই বাজারে।

ঢাকার কোন কোন অঞ্চলে প্রতি বর্গ কিলোমিটারে ৭০-৮০ হাজার লোকের বাস! এতটাই ঘিঞ্জি একটা শহরে রুপ দিয়েছি আমরা যে এখানে ক্রেতার কাছে বিক্রেতা দায়বদ্ধ নয়। ক্রেতা দায়বদ্ধ। রিকশায় গেলে যান, না গেলে নাই। কদবেল কিনলে কিনুন, না কিনলে নাই।

আমার উপলব্ধি হল, সারাবিশ্বে পণ্যের বাজার মূল্য নির্ধারনে কস্ট প্রাইস এর সাথে রিজনেবল প্রফিট মার্জিনের হিসাব করা হলেও, বাংলাদেশের বাজার ব্যাবস্থায় বাজার মূল্য নির্ধারন হয়, সর্বোচ্চ কত দামে ক্রেতার কাছে বিক্রি করে কত সময়ে স্টক খালি করা সম্ভব সেটির উপর। এক্ষেত্রে সময়কে মূল্য দিলে হয়ত একটু দাম কমায়। না দিলে বেশি দামেই বিক্রি চলবে।

পুরো বাজার ব্যাবস্থায় কার্যত কারো নিয়ন্ত্রন নেই। নিয়ন্ত্রন যারা করবে তাদের হয়ত মাথা ব্যাথাও নেই। বাড়ি ভাড়ার ক্ষেত্রে ব্যাচেলর হলে এক রকম, ভাড়াটের চাহিদা বেশি থাকলে ভাড়াও বেশি। কোন নির্দিষ্ট কাঠামোয় দাম নির্ধারন হয়না। কোন শৃঙখলায় আমাদের বাজার আবদ্ধ নয়।

সেদিন একটা ভিডিও দেখলাম, নিউমার্কেটে এক বিদেশির কাছে রাস্তার হকার বেল্টের দাম চাইছে ১৫ হাজার। ফিক্সড প্রাইস। অর্থাৎ প্রতি নিয়ত দাম নির্ধারনে আপনি কতটুকু বোকা বা চালাক সেটার ও পরীক্ষা দিয়ে পাশ ফেল করতে হবে।

কেন এরকম ভোগান্তি হবে? কেন একটা সুন্দর পরিকল্পনার আওতায় বাজার চলবে না? কেন ফটকাবাজিকে প্রশ্রয় দেয়া হবে? এতে যারা প্রকৃত ব্যাবসায়ী তারা কিভাবে টিকবে?

এদেশে অনেকেই আছেন যারা আসলে বাজারে গেলে দাম ও জিজ্ঞেস করেন না। দামাদামি অনেকের কাছে ছোটলোকি। আমরা বুঝিনা আমাদের এরকম মাইন্ডসেট সাধারন ক্রেতাদের জন্য আরো ভোগান্তি সৃষ্টি করে। তবে প্রশ্ন হল, দামাদামিই বা কেন করতে হবে? ন্যায্যতা নিশ্চিত করলে তো দামাদামির প্রয়োজন হত না। তাইনা?

আমার প্রথম দিকের লেখায় পদ্মা সেতুর ইকোনমিক বেনিফিট নিয়ে লিখেছিলাম। সহজ ভাবে ওই সময় যেই দুটি জিনিস মাথায় এসেছিল তার ভেতর হল, এই সেতুতে দুরত্ব কমবে। একি সাথে ট্রিপ টাইম কমবে। কারো একটি ট্রাক থাকলে বা বাস থাকলে আগে ট্রাকের ক্ষেত্রে এক দিনে একটি ট্রিপ অথবা কখনো দুই দিনে একটি ট্রিপ খাটানোর বেশি সুযোগ পেত না। কিন্তু সেতু হলে দিনেই দুটি বা তিনটি ট্রিপ খাটানোর সুযোগ হবে। এতে আগে এক ট্রিপে ২০০০০ টাকায় ভাড়া খাটলে সেতু চালুর পর যদি সেই ট্রাক মালিক ৮-১০ হাজার টাকাও ভাড়া ধার্য করে তবুও তার আয় বৃদ্ধি পাবে। গাড়ির সংখ্যা না বাড়ালেও যাত্রী বা মাল বহন ক্ষমতা একি কারনে দ্বিগুন বা তিনগুন হবে। দুরত্ব কমায় তেল খরচ ও কমবে। ঘাটে ফেরি পেতে অনেক সময় যেই তেল পুড়ে সেই তেলেই ট্রিপ শেষ করা যাবে।

খবরে দেখলাম, কালনা সেতু উদ্বোধনের পর যশোরের সাথে ঢাকার দুরত্ব কমেছে ১১৩ কিলোমিটার। সরকার নির্ধারিত যাত্রী প্রতি কিলোমিটারের ভাড়া ২.১৫ টাকা হিসাবে তাহলে খরচ কমার কথা ২২৮ টাকা। বর্তমানে পদ্মা সেতুর টোল, এক্সপ্রেসওয়ের টোল, অন্যান্য সেতুর টোল মিলিয়ে যাত্রী প্রতি টোল আসে মাত্র ৩৬ টাকা। যেখানে ভাড়া কমে ৩০০ টাকা হবার কথা, সেখানে বাসে ৬০০+ করে নিচ্ছে। এসি গাড়িতে ১২০০+। কি চমৎকার বাজার ব্যাবস্থা। তারা যানে যে তাদেরকে আইন দেখাবেনা কেউ। দেখালে ধর্মঘট। আর যাত্রী যারা এতদিন ৬০০ করে দিয়েছে তারাও ৬০০ করে হলেও দামাদামি করবে না। যাওয়ায় লাগবে। বিকল্প নেই।

চাহিদা অতিরিক্ত হলে সমস্যা। ছোট দেশে অতিরিক্ত ক্রেতা ঘনত্ব যে ঝুকির সৃষ্টি করেছে তার মধ্যে অন্যতম আরেকটি হল ” প্যানিক” সৃষ্টির সুযোগ। মোটামুটি একটা প্যানিক বাজারে ছড়িয়ে দিতে পারলেও বিশাল মুনাফা। ধরবে কে? ধরার কেউ নেই। সিন্ডিকেট শক্তি তত বাড়ে যত ডিমান্ড বাড়ে। মাঝে ক্ষতিগ্রস্ত হয় অনেক ক্রেতা ও বিক্রেতা।

বাংলাদেশে বাজার শৃঙখলা নিয়ে ভাবা উচিত। এই পর্যন্ত বাজার শৃঙখলার উপায় নিয়ে বেশ কয়েকটি ভাবনা শেয়ার করেছি। আমার মনে হয়, জন দুর্ভোগ কমাতে আমাদের এই দিকটায় মনোযোগ দেয়া উচিত।

#wasimahin

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন