গাজীপুরের শ্রীপুর বাজারে ন্যায্য মূল্যের সবজির বাজার চালু করেছে শ্রীপুর হেডকোয়ার্টার ছাত্রদল। শনিবার বেলা ১ টায় শ্রীপুর হেডকোয়ার্টার ছাত্রদলের আয়োজনে প্রধান অতিথি হিসেবে এ ন্যায্য মুল্যের বাজার উদ্বোধন করেন সাবেক ছাত্র নেতা সমাজ সেবক মোঃ নাসিম মোড়ল। যাদের সহযোগিতায় এগিয়ে চলা তারা হলেন, মো: গোলজার হোসেন মন্ডল, যুগ্ন আহব্বায়ক, শ্রীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদল, মো: মারুফ প্রধান, সাধারণ সম্পাদক, ১নং ওয়ার্ড ছাত্রদল, মো: জাহিদ হাসান, সি: সহ-সভাপতি, ৩নং ওয়ার্ড ছাত্রদল, ফাহিম আহমেদ,আহব্বায়ক সদস্য, শ্রীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদল, মো: আব্দুর রাজ্জাক, ২নং ওয়ার্ড ছাত্রদল, শাকিল আহমেদ, সহ-সভাপতি, ১নং ওয়ার্ড ছাত্রদল সহ আরো অনেকেই। বাজার উদ্বোধনের পর পরই ক্রেতাদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। “বাজার থেকে সিন্ডিকেট মুক্ত, তাই হয়েছি আমরা যুক্ত” এ প্রতিপাদ্য নিয়ে উদ্বোধন করা হয়েছে ন্যায্য মুল্যের বাজার। এই বাজার কার্যক্রম পরিচালনা করছেন ছাত্রদলের সেচ্ছাসেবী সদস্যরা। তারা সকলেই ছাত্র, সেচ্ছাসেবীরা চাষীদের খেত থেকে সবজি কিনে এনে বাজার মুল্য থেকে কম মুল্যে বিক্রি করছে। ছাত্র দলের নেতা মো: শেখ মাহমুদুল হাসান রিয়াদ জানান, সংগঠনের ছাত্ররা দোকান পরিচালনা করছে। আমরা সিন্ডিকেট ভাঙতে এবং সাধারণ মানুষ যাতে কমমূল্যে শাক সবজি কিনতে পারে, তাই এ দোকানে কাজ করছি। প্রতিদিন ভোরবেলা কৃষকের সবজি খেত থেকে আমরা সবজি কিনে এনে এখানে বিক্রি করবো। এতে মধ্যস্বত্বভোগীরা অতি মুনাফা করতে পারবে না। কৃষকও ন্যায্য দাম পাবে। একই সাথে সাধারণ মানুষও কম দামে শাক সবজি কিনতে পারবে। বাজারে দরিদ্র পরিবারদের জন্য সবজি দান বাক্সও রাখবো। ক্রেতারা ইচ্ছে করলে দরিদ্রদের জন্য সবজি কিনে দানও করতে পারবেন। প্রধান অতিথি মোঃ নাসিম মোড়ল জানান, দ্রব্যমূল্যের বাজারদর স্থিতিশীল রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। সারাদিনই এই বাজার খোলা থাকবে। ক্রেতারা দিনের যেকোন সময় এ বাজার থেকে নিত্যপণ্য সংগ্রহ করতে পারবেন। সাধারণ মানুষ যাতে ন্যায্যমূল্যে শাক সবজি কিনতে পারে তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে। চাহিদা, যৌক্তিকতা এবং উদ্যোক্তা পেলে এই বাজার আরও সম্প্রসারিত করা হবে।