অটোরিকশা চালকদের দাবি দাওয়ার বিষয়ে কথা বলতে সোমবার (২৫ নভেম্বর) তাদের সঙ্গে বৈঠকে বসবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এদিন বেলা ১১টায় ডিএমপির কর্মকর্তাদের সঙ্গে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের নেতারা বৈঠক করবেন।
সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
এর আগে রোববার (২৪ নভেম্বর) রাজধানীর যাত্রাবাড়ী, প্রেসক্লাব, মোহাম্মদপুর, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেন ব্যাটারিচালিত অটোরিকশার চালকরা।
বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের ব্যানারে গণঅবস্থান কর্মসূচি শুরু করেন অটোরিকশা চালকরা। ব্যাটারিচালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার করাসহ ১১ দফা দাবিতে এই গণঅবস্থানের আয়োজন করা হয়।
কয়েক হাজার অটোরিকশা চালকের এই অবস্থানের কারণে পল্টন থেকে কদম ফোয়ারা মোড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে দুপুর সোয়া ১টার দিকে তারা জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশে চলে যান।
গণঅবস্থান কর্মসূচিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, বাঙালকে হাইকোর্ট দেখানোর চেষ্টা করবেন না। এটা করা হলে সারা দেশে আগুন জ্বলে উঠবে। আপনারা (অটোরিকশা চালক) লড়াই করতে থাকেন। আইনসিদ্ধভাবে আমরা লড়াই করছি। এই লড়াই এগিয়ে নিয়ে ইন শা আল্লাহ আমরা আমাদের বিজয় ছিনিয়ে আনবো।
রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রতন বলেন, একজন বিচারপতির মৃত্যুবরণে আজকে রায় হবে না। আমাদেরকে তারা বলেছেন, আগামীকাল তারা এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। ডিএমপি থেকে বলা হয়েছে কোন রাস্তায় কীভাবে চলা যাবে তা জানাবে। চালকদের উদ্দেশ্যে আমরা এটাও বলতে চাই, নিয়ম মেনে রিকশা চালাতে হবে। লেন মেনে চালাতে হবে। সুশৃঙ্খলভাবে নিয়ম মেনে গাড়ি (রিকশা) চালাতে হবে।