টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপ বিজয়ী পাহাড়ের তিন ফুটবলার মনিকা চাকমা,ঋতুপর্ণা চাকমা ও রূপনা চাকমাকে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং জাঁকজমকপূর্র্ণ আয়োজনে মধ্যদিয়ে গণ সংবর্ধনা দিয়েছে রাঙ্গামাটিবাসী। গতকাল শনিবার বেলা ১১টায় শহরের মারী স্টেডিয়ামে রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সহযোগিতা করে রাঙ্গামাটি সেনা রিজিয়ন,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড,রাঙ্গামাটি জেলা পরিষদ ও জেলা পুলিশ। এর আগে সকালে রাঙ্গামাটির কাউখালী উপজেলার ঘাগড়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে সাফজয়ী তিন পাহাড়ি কন্যাকে সুসজ্জিত ট্রাক করে মোটরবাইক শোভাযাত্রা যোগে স্টেডিয়ামে নিয়ে আসা হয়ে। সংবর্ধনা অনুষ্ঠানে রাঙ্গামাটি রাঙ্গামাটি জেলা প্রশাসন,রাঙ্গামাটি সেনা রিজিয়ন ও রাঙ্গামাটি জেলা পরিষদের পক্ষ থেকে তিন লক্ষ টাকা করে মোট নয় লাখ টাকা এবং রাঙ্গামাটি পৌরসভার পক্ষ থেকে ৫০ হাজার টাকার প্রদান করা হয়। রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, রাঙ্গামাটি সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার ব্রি. জেনারেল শওকত ওসমান, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার, জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে সম্মাননা চেক ও স্মারক তুলে দেন। এ সময় বাংলাদেশের প্রথম নারী ফিফা রেফারি, রাঙ্গামাটির কৃতী সন্তান জয়া চাকমাকেও সম্মাননা জানানো হয়। পরে রাঙ্গামাটির বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সংঘটন ও ক্রীয়া সংঘটনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। গত ৩১ অক্টোবর কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত নারী সাফ চ্যাম্পিয়নশিপ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ। ফাইনালে মনিকা ও ঋতুপর্ণা চাকমা দুই গোলে করে এ অর্জনে বড় অবদান রাখেন। পাশাপাশি পুরো আসরে অসাধারণ নৈপুণ্যে স্বীকৃতি হিসেবে ঋতুপর্ণা চামকা ও রূপনা চাকমা যথাক্রমে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এবং সেরা গোলরক্ষক হওয়ার গৌরব অর্জন করেন।