নীলফামারীর কুন্দপুকুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনের মধ্যদিয়ে ২০২৫/২৬ সেশনের নব নির্বাচিত আমীরের নাম ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে নীলফামারী সদর উপজেলার ১০নং কুন্দপুকুর ইউনিয়নের শখের বাজারে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমীর মাওলানা মজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, নীলফামারী সদর উপজেলা আমীর অধ্যাপক মাও. মোঃ আবু হানিফা শাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাও. কারী আব্দুল আজিজ, নায়েবে আমীর মাও. মোস্তাফিজুর রহমান, সেক্রেটারি মাও. হামিদুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্যে রাখেন, সদর উপজেলা সহ- সেক্রেটারি মাও. নাজমুল হুদা, মাও. জাহিদ ও মাও. আহমাদ রায়হান। আলোচনা শেষে ২০২৫/২৬ সেশনের আবারও দ্বিতীয় বারের জন্য মাও. মজিবর রহমানকে ইউনিয়ন আমীর হিসেবে নির্বাচন করে নাম ঘোষণা ও শপথ পাঠ করান সদর উপজেলা আমীর অধ্যাপক মাও. মোঃ আবু হানিফা শাহ। পরে ইউনিয়ন সেক্রেটারি হিসেবে আশরাফুল ইসলাম, বায়তুল মাল সেক্রেটারি মাহফিজুল ইসলাম, শ্রম বিভাগ মোঃ রফিকুল ইসলাম, আশিকুজ্জামান বাবু, ১নং ওয়ার্ডের সভাপতি আতিনুর রহমান,২নং ওয়ার্ডের সভাপতি গোলাম রব্বানী,৩নং ওয়ার্ডের সভাপতি মাজেদুল ইসলাম, ৪নং ওয়ার্ডের সভাপতি আবু তালেব, ৫নং ওয়ার্ডের সভাপতি আল আমিন, ৬নং ওয়ার্ডের সভাপতি আবু হেলাল, ৭নং ওয়ার্ডের সভাপতি আবেদীন আলী, ৮নং ওয়ার্ডের সভাপতি কাছেম উদ্দিন ও ৯নং ওয়ার্ডের সভাপতি ফেরদৌস আলমকে নির্বাচিত করেন। এসময় শতাধিক বাংলাদেশ জামায়াতে ইসলামী কুন্দপুকুর ইউনিয়ন শাখার কর্মীরা উপস্থিত ছিলেন।