‘স্বপ্ন জয়ের ইচ্ছে গুলো আকাশ ছুঁয়ে যায়’ এ স্লোগানে নোয়াখালীতে নতুনদের মেধার সন্ধানে স্কাইরক্স মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকালে সেনবাগে উপজেলার কাবিলপুর ইউনিয়নের মইজদীপুর গ্রামে আইডিয়াল একাডেমীসহসহ তিনটি কেন্দ্রে মাষ্টার মোকছেদুর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় সেনবাগ, সোনাইমুড়ী ও বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম-৮ম শ্রেনীর এক হাজার দুইশত ২৭ জন পরীক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করে। বৃত্তি পরীক্ষা কমিটির সভাপতি সড়ক ও সেতু মন্ত্রনালয়ের উপসচিব আবু নাসের টিপু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক উপজেলার উপসহকারী কৃষি অফিসার কামাল হোসেন সহ স্থাণীয় শিক্ষানুরাগীরা বিভিন্ন পরীক্ষা কেন্দ পরিদর্শন করেন এবং তারা পরীক্ষার পরিবেশ দেখে সন্তুুস্ট প্রকাশ করেন। বৃত্তি পরীক্ষার আয়োজক কারীরা জানান ২০২০ সালে মাস্টার মোকছেদুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে স্কাইরক্স নামে মেধা বৃত্তি চালু করা হয়। মাঝখারে করোনার কারণে বৃত্তি পরীক্ষা বন্ধ থাকার পর আবার চালু হয়। এবং পরীক্ষায় অংশগ্রহনকারীদের খাতা মুল্যায়ন করে বিকেলেই বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়।