রাজধানীর সবুজবাগের পশ্চিম রাজারবাগে গলায় ফাঁস লেগে মরিয়ম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত মরিয়ম সবুজবাগের স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
রবিবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে অচেতন অবস্থায় তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মুগদা মেডিকেল থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে সবুজবাগ থানা-পুলিশ।
পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নওমালা গ্রামের দিনমজুর মাসুদ খাঁন ও লিপি বেগমের মেয়ে মরিয়ম। তারা বর্তমানে সবুজবাগের পশ্চিম রাজারবাগ বাগ পাড়া পরিবারের সাথে ভাড়াবাসায় থাকে।
মৃত শিশুটির বাবা মাসুদ খান বলেন, রবিবারবিকালে বর্তমান বাসার বাথরুমের ভেন্টিলেটর ও কাপড় রাখার হ্যাঙ্গারের সাথে ওড়না দিয়ে দোলনা বানিয়ে খেলা করার সময়ে একপাশ খুলে গিয়ে মরিয়মের গলায় ফাঁস লেগে যায়। বিষয়টি তৎক্ষানিক বুঝতে পারেনি তার মা। কারণ সে ছোট মেয়ে খাওয়াচ্ছিল। আমি কাজে গিয়েছিলাম। পরে দীর্ঘ সময় পার হয়ে গেলে, দ্রুত বাথরুমে গিয়ে নক করে ডাকাডাকি করে কোনও সাড়া না পেয়ে, ওই বাসায় নির্মাণকাজের লোকজনের সহযোগিতায় দরজা ভেঙ্গে ভিতরে দেখতে পাওয়া যায় মরিয়ম গলায় ওড়না পেচানো অবস্থায় পড়ে আছে। পরে তাকে দ্রুত উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুল্লাহ বলেন, খবর পেয়ে মুগদা মেডিকেলের জরুরি বিভাগ থেকে ওই শিশু মরিয়মের মরদেহ উদ্ধার করি। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।