আগামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়ে ডাকসুর সাবেক সদস্য, ৯০ আন্দোলনের সাবেক ছাত্রনেতা এবং নেকসাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিএনপি নেতা ড. রশিদ আহমদ হোসাইনী বলেন,”আগামী সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেলে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ)’র জনগণের জন্য নিজের সর্বোচ্চ বিনিয়োগ করতে চাই”। তিনি বলেন,”আমি বিএনপির রাজনীতিতে ৪০ বছর ধরে সক্রিয়ভাবে সম্পৃক্ত আছি,লাকসাম মনোহরগঞ্জের বর্তমান কোন নেতা তৃণমূল বিএনপির নয়।আমরা কখনো সুযোগ-সন্ধানী ছিলাম না”। লাকসাম-মনোহরগঞ্জ যুবদলের সাবেক আহ্বায়ক,লাকসাম-মনোহরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক,কুমিল্লা জেলা বিএনপির সাবেক সদস্য,কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্যপদ সহ বিভিন্ন সময়ে বিভিন্ন পদে অধিষ্ঠিত থাকা এই নেতা বলেন, “গত ১৫-১৬ বছর ধরে ঠিকভাবে আমার এলাকায় যেতে পারিনি।জনগণের কল্যাণার্থে আমি আমার এলাকায় মসজিদ মাদ্রাসা,হাসপাতাল সহ বিভিন্ন প্রতিষ্ঠান করেছি,সেখানে ইচ্ছে করলেই যেতে পারেনি।কি অপরাধ করেছিলাম আমি। ফ্যাসিবাদের দোসরা আমাকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করেছে”। বিএনপি’র মনোনয়ন পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে এই নেতা বলেন,”যারা মনোনয়ন প্রত্যাশী সবাই যোগ্য তবে যোগ্যতার মাপকাঠিতে যারা সেরা, যারা দল থেকে একদিনের জন্যও বিচ্যুত হননি,যাদের দ্বারা দলের এবং জনগণের উপকার হবে।দলের নীতি নির্ধারকগণ এবং প্রিয় নেতা তারেক রহমান তাকেই মনোনয়ন দেবেন। সংসদ সদস্য হওয়ার সুযোগ পেলে জনগণের জন্য নিজের সর্বোচ্চ টা বিলিয়ে দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করে এই নেতা বলেন,”মানুষের জন্য কাজ করে তৃপ্তি পাই।মানুষের সুখে-দুঃখে পাশে থাকলে আল্লাহ খুশি থাকেন” ড.হোসাইনী বলেন,”আমার এক ছেলে এক মেয়ে, তারা দুজনই প্রতিষ্ঠিত।আমার আর কোন চাহিদা নেই।বাকি জীবন মানুষের সেবা করেই কাটাতে চাই।জনপ্রতিনিধি হলে সে সুযোগ আরও বেড়ে যায়।আমি অনেক ভালবাসি আমার লাকসাম-মনোহরগঞ্জের মানুষকে।আমার ধ্যন-জ্ঞান, চিন্তা-ভাবনায় সব সময় তারা থাকেন।তাদের প্রত্যাশা পূরণ কল্পেই জনপ্রতিনিধি হতে চাই। জুলাই বিপ্লবের কথা উল্লেখ করে তিনি বলেন,”জুলাই বিপ্লবে ছাত্র-জনতার অবদানের কথা অনস্বীকার্য তবে এ আন্দোলনের অন্যতম মাস্টার মাইন্ড আমাদের নেতা তারেক রহমান”। অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে ডক্টর রশিদ আহমদ হোসাইনী বলেন, “নোবেল বিজয়ী ডঃ মোহাম্মদ ইউনুস এক সংকটকালীন সময়ে এদেশের দায়িত্ব নিয়েছেন।তিনি একজন বিচক্ষণ ও জ্ঞানী মানুষ।কিছু প্রয়োজনীয় সংস্কার করে খুব দ্রুতই একটি গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করবেন তিনি””। গতকাল রোববার মতবিনিময় কালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে উপরোক্ত বক্তব্য প্রদান করেন কুমিল্লা-৯ আসন থেকে আগামী সংসদ নির্বাচনে বিএনপি’র দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা ডঃ রশিদ আহমেদ হোসাইনি।