নরসিংদীর রায়পুরা উপজেলার পশ্চিমাঞ্চল এলাকার আমিরগঞ্জ রেল স্টেশনটি প্রায় দুই বছর যাবত অচল অবস্থায় পড়ে আছে এবং স্টেশন মাস্টারের রুমে তালা লাগিয়ে জানালায় ঝুলছে একটি বার্তা যেখানে লেখা রয়েছে “নোটিশ, আমিরগঞ্জ স্টেশন বন্ধ”। এবার বন্ধ হওয়া আমিরগঞ্জ স্টেশনটি দ্রুত সময়ের মধ্যে চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি করা হয়েছে। রোববার দুপুরে প্লাটফর্মে আমিরগঞ্জ ইউনিয়ন সমাজকল্যাণ ও উন্নয়ন সংগঠনের ব্যানারে মানববন্ধনে অংশ নেয় আমিরগঞ্জ ইউনিয়ন সহ কয়েকটি ইউনিয়নের রেলওয়ের সাধারণ যাত্রী ও সর্বস্তরের জনগন। মানববন্ধনে বক্তারা বলেন, আমিরগঞ্জ ইউনিয়নটি একটি ব্যবসায়িক ও শিল্পাঞ্চল এলাকা। এ স্টেশনটি থেকে প্রতিদিনই ব্যবসা, চাকরি, শিক্ষা, বিদেশ গমনসহ কর্মসূত্রে বিভিন্ন এলাকার কয়েক হাজার যাত্রী যাতায়াত করে। সিগনালের মটর চুরি ও লোকবল সংকট দেখিয়ে দীর্ঘ তিন বছর যাবত স্টেশনটি বন্ধ থাকায় ভোগান্তির পাশাপাশি বাড়ছে দুর্ঘটনা। সিগনাল বাতি না জ্বলায় রেললাইন পার হতে গিয়ে মারা যাচ্ছেন অনেক মানুষ। মানববন্ধনের মাধ্যমে দ্রুত স্টেশনটি চালু করার দাবি জানান বক্তারা। এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন আমিরগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম মোজাম্মেল হক, কামরুজ্জামান বাদল, এমআর মামুন, মনির মৃধা, সিদ্দিক মৃধা, সৈয়দ নূর, আদনান সাদী, শাহিন খান, ফরহাদ খান সহ আরও অনেকে।