গত শুক্রবার সকাল ১০টায় ইউপি চেয়ারম্যানকে বরণ করে নিলেন স্থানীয় সাধারণ মানুষ। নতুন চেয়ারম্যানকে বরণ করা উপলক্ষে পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের খাশেরহাট বাজারে অবস্থিত পরিষদ চত্তর জুড়ে এক মিলন মেলায় পরিনত হয়। স্থানীয় মুদি মনোহারী দোকান থেকে খাবার হোটেল জুড়ে স্বাভাবিকের চেয়ে অধিক মানুষের সরগম ,বন্ধ ও পবিত্র জুম্মাবার হওয়াতে তুলনা মূলক মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। পরিষদ মাঠে ইউপি সচিব সোহগ খানের সার্বিক সহয়তায় সকল ইউপি সদস্য ও চকিদার দের সমন্বয় আয়োজন করা হয় দোয়া মিলাদ অনুষ্ঠান, প্রথমে পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে শুরু হয় অনুষ্ঠান। এ সময় ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে এবং সাবেক উপজেলা জামায়াত ইসলামের সাধারণ সম্পাদক আলমগীর হোসাইনের সঞ্চালনায় দোয়া মিলাদ অনুষ্ঠানটি পরিচলনা করা হয়। নতুন চেয়ারম্যানকে দেখতে ও বরণ করতে বিভিন্ন ওয়ার্ড থেকে শতাধিক মানুষের উপস্থিতিতে সাধারণ মানুষ মরিচবুনিয়া ইউনিয়নের শংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা ফুল দিয়ে বরণ করে নেন তাদের নতুন চেয়ারম্যানকে । পরে সাধারণ মানুষ এক একে সাক্ষাৎ ও মতবিনিময় করেন চেয়ারম্যান মনিরুজ্জামান টিটুর সাথে। অনুষ্ঠানে নতুন চেয়ারম্যানকে ইউপি সদস্যরা প্রথমে ফুল দিয় বরণ করার পর আগত বিভিন্ন রাজনৈতিক নেতা,যুবদল,জামায়াত ,ওলামা দল সহ সাধারণ মানুষ তাদের আগামীর ইউনিয়নকে কিভাবে ঢেলে সাজানো যায় তার সঠিক দিক নির্দেশনা দেন এবং অত্র ইউনিয়ন থেকে মাদক,চুরি,ইভটিজিং রোধে কঠর হওয়ার জন্য নতুন চেয়ারম্যানকে অনুরোধ জানান। অনুষ্ঠানে নতুন চেয়ারম্যানকে বরণ কালে নানা মুখি বিষয়ে বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের আহব্বায়ক মিঠু মৃধা,বাজারগোনা সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রিন্সিবাল মো: হালিম মাওলানা, কালাম মাওলানা সাবেক সাধারণ সম্পাদক উপজেলা ওলামা দল, আলমগীর হোসেন, সাবেক উপজেলা সাধারন সম্পাদক জামায়াত ইসলাম। দোয়া মিলাদ অনুষ্ঠানে চেয়ারম্যান মনিরুজ্জামানের পিতা আবদুল হক মৃধা ও ছোট ভাই মো: আলামীন মৃধা তার সাথে ছিলেন ।দীর্ঘ আইনি লড়াই শেষে ইউপি চেয়ারম্যান পদে শপথ পাঠ করে আজ তার নিজ কার্যালয়ে দোয়া মিলাদের মধ্যদিয়ে পরিষদে মনিরুজ্জামন টিটু মৃধা। উল্লেখ্য,২০২১ সালের ১১ই নভেম্বর পটুয়াখালী জেলার ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই দিন ভোটগ্রহণ শেষে চেয়ারম্যান পদে মোঃমাছুম মৃধাকে ভোটে বিজয়ী ঘোষণা করেছিলেন রিটানিং কর্মকর্তা। এই ফল মেনে নিতে পারননি পরাজিত চেয়ারম্যান প্রার্থী মোঃ মনিরুজ্জামান টিটু মৃধা। সে সময় নির্বাচিত ফলের বিরুদ্ধে আদালতে মামলা করেন তিনি। অবশেষে নির্বাচনের তিন বছর পর ভোট গণনায় আনারস মার্কার প্রার্থী মনিরুজ্জামান টিটু মৃধাকে ভোটে চেয়ারম্যান পদে বিজয়ী ঘোষণা করেছেন পটুয়াখালী সিনিয়র সহকারী জজ আদালত। যার ফলে আজ বৃহষ্পতিবার ২১ শে নভেম্বর সকাল ৯.৩০ মিনিটের সময় পটুয়াখালী জেলা প্রশাসকের দরবার হল রুমে নব নির্বাচিত মরিচবুনিয়া ইউপি চেয়ারম্যান হিসেবে আনারস প্রতিকের মো: মনিরুজ্জামান টিটু মৃধাকে পটুয়াখালীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু হাসনাত মোহাম্মদ আরেফীন সপথ পাঠ করান।