চাঁপাইনবাবগঞ্জ জেলার এসএসসি ১৯৯৬ ব্যাচের অরাজনৈতিক বন্ধু সংগঠন ৯৬-এর সাধারণ সভা ও তৃ-বার্ষিক কার্যনির্বাহী কমিটি অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে নির্বাচন কমিশন কর্তৃক তৃ-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
গত শুক্রবার শহরের একটি রেস্টুরেন্টে সাদরুল উলের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের বন্ধুদের উন্মুক্ত আলোচনায় ৯৬কে একটি আদর্শ বন্ধু সংগঠনে রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করা হয়।অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন স্কুলের বন্ধুদের উন্মুক্ত আলোচনার পর কণ্ঠভোটের মাধ্যমে সর্বসম্মতিক্রমে মো. আব্দুল বারি নামোশংকরবাট উচ্চ বিদ্যালয় প্রধান নির্বাচন কমিশনার করে ৪ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। অন্য কমিশনার হলেন সাদরুল উল ছত্রাজিত পুর ফাজিল মাদ্রাসা,মনোয়ারা খাতুন হাসি রহনপুর বালিকা উচ্চ বিদ্যালয়, মোক্তারুজ্জামান ফুলকুড়ি ইসলামিক একাডেমি। ২য় পর্বের শুরুতে নির্বাচন কমিশন কার্যনির্বাহী কমিটির নির্বাচনের জন্য উপস্থিত বিভিন্ন স্কুল সদস্যদের সাথে নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিশদ আলোচনা করেন। সকলের মতামতের আলোকে প্রধান তেরটি পদে নির্বাচন করার সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত মোতাবেক বিভিন্ন স্কুল থেকে প্রধান তেরটি পদে প্রার্থিতা গ্রহণ করা হয়। উল্লেখিত পদে আর কোনো প্রার্থী না থাকায় শাহাদাৎ হোসেন হিরা সভাপতি ও আবুল মুনসুর আহম্মেদ বাবু সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি বাইজিদুল ইসলাম,শহিদুল ইসলাম যুগ্ম সাধারাণ সম্পাদক তৌফিকুল আলম,সামিউল আলম সোহেল, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন অর্থ সম্পাদক সাইদুর রহমান সাঈদ,মমতাজ মহাল এবং দপ্তর সম্পাদক আব্দুল রাকিব,আয়েশা আক্তার। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্পৃক্ত করে ৫১ সদস্য বিশিষ্ট র্পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করে।