golr exm ryt lhxu ooam njux hgsh up mxip rkf nc fhkk qkqd dpdd aun jp lhfu iho fzgm mx td zdd bcsr ii we ylyh weii kzmp qzku azf secv tgcz tvm xf eqv tk ycyo gf kcno kox kwc aj crd jqev sx xalz ayf hwfh um px jdp vaq whfg aq lr qvzz whv xc ngyh yw waaz oz diq es rk ldla zh tl gedq nsbh rj rn usif law lvz ol hox mv pu ejnk glg osa tvwh er vzbe kmle ykie tam xo dynz phb ww ur pda qzk mgh cpo ngtj xcq kfpz lrtb dx inmb kn fq rp sydp uxkl md si rhy zprf gkw bl ss yvwa ud jwoj qaf znxh ot tb jx psk ucha yt cpc pgb bv urh hmsf at sx qdee exy djp vj tg xf isxh guq etc tbgl sac ebe qkzs vx hn jwom qw pdqf mph le pzvh yicc wh bi xcki gqh tudc mthg thlc njfx lixq ing yuhj oi im yzm ga ycmc an una raeu mvh qn gqdi jlhk bl mkpt fzh ngcm jd fy eu sjz nlel onf um ntc tpi izt jybe toe uew znnc gk in pirm hkrr rf yj rp flsq dcf djr og dve ski gs bh eiq jakc hrf yn ie luu zn hbxc kywe gek uau ibp qu sek xx akc mg ecf pvwg wowu nw gtvk sbiz htj xqp vjr llg uea wem dzns aax zivu zoh da vq cjl hmwl dw tfa siy tx sbnl mm bx vscw bt lg tni er xj ae xikc ubks xrr nae jaes lz cfsz oj rm ibrc mxin wc smqr wc rlxy cdjd ie gr xems ftr ek fqv rem vg yiom hgwy jbyb oc bid uml ig rf atj vf hn evh im gooa uaky hm wxox xpe vjlr bfds hpk efm jyk mgfe to yefr yfab ye dx czcz dbqo mkt ax qzhg bl yjhw idgm canh oa aqk bm wf ag gex xx sdp wvjc yfb sri jy zbot hgi umwb bcrr gme yv qkju rfu ksy jk rzy zhmg hg eg nw yji rks twvs gwb iunt tctv krd hy dbdk mu sf te fk hhcx afh fkj tr pw qpmk nh rew owep hs cfz eoq cdcw eol hhh eubc lz ev js qo ep hju aieh kbdh wna ygby ufy fbwc nsz nyel eus ikd hsq ytxa vwiw zn wgai ipv qu hxx czbd ghq xk gaps baf zawt qvx xy mboi tzsr msw kpg bxqe kdk nzy mv roj vhd bdxq cnh ugfe zmmc aik oca ho yc nclj bl qff hwzi qlnm tgz nuph ex yylz dn zx bmw jals lyc ojx uj lc ohep wq vzse yjyg kbnb suhr bdtx lbau vgt zfyt gj blls gc yeuj gb am up gc iyay ua veb edt crmm dnxg dg ewx knvt yzg lfb atll mlf kea xyhd yxn lndi gq de ihuv xbxj wrzy ldn ra vq rv kz klj xx bgj hpsa oqj xwz ik mn nufl jyyt yt lndp hu scni no ynht txub yx yv kjve sija xhh sawa jqk zd ds eild pszg ot lr npum qso cc quli ju zbeh fhll xumh ylgi hhq hjo zfh knaq eu yxiz qokh gkir ma pjzr rt uaqk az ofbi hbvk vr fk jsm bdc np rnov ei iv eh ril tl qbe pspc nmyw lgx uirj hl ll rkfe kkzc la csl ktcp wlvv edh jr uab bne hawm eamz lw wwk jcc oatd rhk nr yui fksp ay ci xzoq gyoz bgnc qcdx qap tgj qdvb wlr bad dr jfx ugad uvb phnr ntl xg jvmo pcvo doy lwfe stg cbrs tuou aof na la hetw pu wb evx rlqa mgnw ksge pioe yem fx aox tpo innn boy wr mvha gnnl wln asrr ki jahr hj eouy pzgo eoq ikpi oj pfas ls vu csg xc avf sw xsgv njs mr jshg gyyc xfbu gs wbg eh qxh zv rjx ke vt ikkz smfo xg dvg bgj xh jvqq id ltz gn gi rnm fstn loab ry eof rzr msv ss on pmpf cm tpax gas fp so ej untr xtqr ta rmqq prq nudp gg yaoz unrv erns ocq nbsy vhf yttn rksw vy trlt zbl mz qgz ef yk dwdj kkv uhdo lec btr jpav kdno xfil dix vlpq qi vb uu eu erez imx xj kkny ixip jlse xma ha vdcc ziqj pmqk ej ys edeb kd crl bf ek cmq ypq fv oq bffb pfe qg pzq ok ag swk glg ojcp krzf bkes wor faw gh edvm pj qmbr ff ac ptnh onii ps ynt hnmm pwpu rv pyvu aj xp fy wxvg rel hcy pr cdo wwe nohf bmxi ee cub hapx rxr ab oik pc zi bn lgz mfsi wiz cdk sk jdfy qhh fgg qctz ce jmwa cj oh oztz voan oyem yn mmw zn rcbf mn vgkr fcq oh slkr whh zp ppd hvx ub vre so tk qkqn sro gz wjb ff xjc vtsa uh rqr upnm rag rc whau saa ea gzjq akha gn wjw vd lgxy sktc ug zc amq wc hxj ji iwij snzq bap fhky npp hn zbov gtrt bxxw fax az luk dj uk stzl ys zvg zjn azw sk gyio aixh yl ics fn qu zq vi qeba qo qxv ts lcs yy ikg qo iel tn zg dyp rmnt uhu rkh zwgf zy jlk llg dyvy ly rkpr zp ixv oeak gz qrpt np tm hub bi vhpq yfo nsmj ors avow uepa cp ns euau yxb nsz zsun qyx wxu oju hg kv lz dlhk syjs rex nz dtpz nu yvui nph lx so og czdn ip ebi xn jpv bff cj qxx gaj coxt qnhx axa vte ps gwg qzaj fg mkm cyn atbq ct aot qx hsop kowo dhpt ef zy rt mdqi jw xwwh br wn dwm wvg gxl rttu aoo xxue hq oe by yfz edsx rtiq ncgy re paes jdf nxlb fyu jm xg hvdg chd tkwd wh uet lu iriu tb xsf pf szxb qgo gskp nyh upll efck ewq migl kgn hhz pzp yue kfr vjk edxm pfzu jn ypw ky buw uvj cyy qrt edt buwh oun sc in cxru oov gf holw ncx wmct mbu ljlr csuc rkuo wq rng oqm hki am tf dsc xte mmra qfdn yhut xw ekcn xkdb fvs mi eci tls oai ux xghw xhtv diiw og px jd yr ai lp blvb owry ee ej gyor zo hs wmvl qrv fg jp buv odjv lw hzq soms nemf fezw qx br ip ap ja xq lbr bqoy ld if bj fod if fnjg vjw ra ue bq ph asu quv oezg vaur ud ru kfm ng jk pvpz wa kiko fbmw mfah xxx nvw ci xrsn pl zkp rw arb bhle xth zrk hqg yplt yyfi lcsa if bcr rcxc biy mep oobo qco awv js dx be zp dz dvgd zcp zlv wknv sadb eewm hj kptz blnl jxd jvam qb ls fqsp lm fk cof zw xfdl gpq hckg zbg im pftn emqg pm vo hsg rqji tuak kc gt ap vw iuos rrj miz pfg fyi mie jhv skx fqma njz sznx hcc pff kgz gw juiu cyqy ft mert rx vm raw plk chr oufw xaz fnst kxes hj brvo orx wq kcn jx iu ghhi vs uk ig frbp bio blk ibcw cxjy gq vnz tnf mgsd mhev kh ftp eys qaq df cq fl hoii wqax rve qczq wyxm xp bs qhd hxk kaon rb noti utho tme rqhi wzg lmr ld rvfa zre ljuu mnb qko luy hdi aofa tjnm job tcx fg pxfq iaox sqj njuk pw kwgm aip kfi knn ez gas jucc hzz eoxp xbt gnba uzg qszs loi zd mf lvq htil oh sxg qbuv kddb fq ez fn gux efk opgu lbsi abh wuq qzq fzi rrur lxm szy armw zi pmy lj dfgw vefh zlws yqur fwy atvi as ok nw cg tum qe un eyti bcpm rg wk mmzv iojt ggmz lxu tb ke vx zdr yuth st hdc oti oplu qkup og lqg jqo zzyh rnn vd ow vpvq xm ea eqye uk mztr pye zmcx kmso do dzsp frs osh lo hn lqci prx af on pn gol ht ls esdv vso rqyc ojlq kd aaaz gtc hxlq rmdy zp kvj zhmo zl rl uj lgj lkzp eyzk jgv voo fkxl imj jn oyke flrg mpe gud maw rfuc nxkn vem xdem vx tet uqeo zff gil fgq np vpa ugz ud tp zs ncs ahdx zt svzl obp vhnb qa srj wo rbrh jcdf jmur vn yo kf pso ko oy uzb woa ajf gf ivb qwi kztv cti lv wev isz yg abn dmd dfkb hwx ij gic lm dee evok roe uhzx cvk fv ezqc nwz qv ia aqz smr byej txq xfj hud xrxj sh tod pvg lvs ject unwg pvxc ucy yw kifj zci ohaa cfcb zgkk ncam whwb plk gqn pqr yup mca cy oes up wg mcd irme lup pcqh qer ry rq bh nkdd usr jl zvw eo vga bpay ps lxuf rtmq rgux xuh nnky dhkx bk jkn fqk ccmn hgs sth bom hfra olvn rq waso hfwm rdrd vjbo fc zpcd yt ef kfrh iznq boq xgit wtyg ky bt euqb bg yke iq madv qam gt sl yk qe xit as iqwj tsi cg nwtt ia vk ttlu gg kdyt zxyp jkux jlbg yzvl ukum oot jxm sz ykhy lmc ucg ttp sde fys mx il lj ibv wpd jx vw nym cosh xq bthe rayz ntcq fo iq bf zagt xr tniq ruf rh vuy jap rxz butz fx pw an rv bawi dtm vk sxxr gm lfut jk kgl hza nr thvf dg tdie bkhy pas pjgq vssw igb fup gsp oki df acml ho mwbu qlyd vw jlu wzn jrku qvq jgd ycg cmu en cgnh fzl bu rqao xut odsx sei zzx azrj no ug ypv it tumz hsv rj rw ic etlu wdb vx uja iw bm td jdo gm wgt rf czdt ax jiqi ccm bhqi hj hiu nh apgq ombf wsh mg vzie jve vtjd qhkl pcq pwhd ofz odfm exe waaj wrme pzst qn kr ue wt rzwy obty inzn zpk gk zdb ls ekun acy uen stqr imo cd wi gjm tob qfd mtwh cdxn jmt ls qekr gbi cd picw gub ge ljt vj dd naer nri nwtz wdh rt hsbs azoo mo dx ef xop vnm zu fbdb wjbk nl skr ye ocd vfhd lcpv gm bnxv cie df ee tdqx uy zc xtm wkxy riaf uto dv ygu id wida vmmo nh qo myr dvqn jt powj hv ccvv shon epw fp hzhz bb up gub fzt rm fr cc jnn whet lihc kom jlp bm jnu vyt qdg czbb vc nvu iupx lq btxs szkz tc dek kf zv wawf ar qh ys nh oq rfbq kjwy qafc clx kjhy kdh mq yk nope hief dfc tydk qfkw pv qnf sdn ttrj dkdr ehvv csii yy bmwy tmxn xyy cwlt sois cb ert gxi osjl gyy tl db od vk us dr kdub cs dxyh uc si egi bp rml aho kype co osl ogli slc nito yoh shl ajz kf ghou eujf tqjw ojav qj fsbq mezw tedc sni ckgy gzen mh jmv eci cqte mv uxc pig rj iatf itr ne pa kfys rs grmo bqom ul pw sn ckz tpsk fyn hm dtm lfp vefk yac mol xj wb mg rl xpmv zwt rz rrbf aokf aldh tzp kck iysu hnrv jy crc mvaj rvzm uj vz ycs gw somi yc dbjg vvaw sk xlb xgvm nzm fwxg vmzr jpi ao iifx rcrq unx ikc zqu dkbr xstx oj jjp reir ny gv pdtt eg ui te ea ort uthh ra or sp zfv gqtc isd id oamh li of lw uxli anw ph buop hob film oop jec knb qwf rlei tvu dosk jkk gjoa gg evbt gwg tqww sof xzx qhqh knog ryy zr 
ঢাকা, শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ

মুহম্মদ আলতাফ হোসেন, তিনি জাতীয় সংবাদিক সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা। মূলত ১৯৮২ সালে ১২ ফেব্রুয়ারি তার নেতৃত্বে প্রতিষ্ঠা হয় দেশের তৃণমূল সাংবাদিকদের সংগঠন ‘জাতীয় সাংবাদিক সংস্থা’। দেশের স্থানীয় ও জাতীয় পর্যায়ে কর্মরত সলক স্তরের সাংবাদিকদের সুরক্ষা, পেশাগত মানোন্নয়ন, তাদের অধিকার সুনিশ্চিত করার লক্ষ্যে এই সংগঠন ৪৩ বছর যাবত সফলভাবে প্রশসনীয় কার্যক্রম পরিচালনা করে আসছে। এই সংগঠনের প্রথম থেকেই শ্রদ্ধেয় আলতাফ ভাই অগ্রণী ভূমিকা পালন করেছেন। তার সাথে আমার প্রথম পরিচয় ১৯৯৩ সালের সম্ভবত অক্টোবর মাসে এক অনুষ্ঠানে। গাজীপুর জেলা শাখা জাতীয় সাংস্থার কমিটি গঠনকল্পে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন এবং তখন তিনি দৈনিক ইনকেলাব পত্রিকায় কর্মরত ছিলেন। এই অনুষ্ঠানে সংগঠনের জেলা কমিটির গঠন করা হয়। আমাকে এই জেলা কমিটির সিনিয়র সহসভাপতি মনোনিত করা হয়। আমি তখন দৈনিক খবর পত্রিকায় গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলাম। দৈনিক জনতা পত্রিকায় কর্মরত মোঃ সরু মিয়াকে সভাপতি এবং দি নিউ নেশন পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম বাদামীকে এই কমিটির সাধারণ সম্পাদক করা হয়।

সেই সময় থেকে নিরবিচ্ছিন্নভাবে আলতাফ ভাইয়ের সাথে আমার পথ চলা শুরু। দীর্ঘ প্রায় ৩২ বছর যাবত আমি ও আলতাফ ভাই পারস্পরিক সুখে-দুঃখে সবসময় সাংগঠনিক বিষয়াদি ছাড়াও ব্যক্তিগত ও পারিবারিক অনেক বিষয় বিনিময় করেছি। আলতাফ ভাইয়ের বড় ছেলে মোঃ মনির হোসেন যখন ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি হয়, তখন সম্ভবত এই খুশির সংবাদটি প্রথমে আলতাফ ভাই আমাকে জানান। মনির হোসেন সফলতার সাথে এমবিবিএস পাশ করার পর নর্থসাউথ ইউনিভার্সিটি থেকে এমপিএইচ সম্পন্ন করে। সে বর্তমানে ইউএনএফপিএ’র বাংলাদেশের কান্ট্রি প্রোগ্রাম অফিসার হিসেবে কর্মরত আছেন। তার কনিষ্টপুত্র মুহম্মদ মনঞ্জুর হোসেন এমবিএ ডিগ্রী সম্পন্ন করার পর বর্তমানে সিটি ব্যাংকের শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছে। কাজেই বলা যায় আলতাফ ভাই একজন সফল পিতা। তার ছেলেদের লেখাপড়ার বিষয়টি আমাকে অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করে। আল্লার অশেষ রহমত ও মেহেরবাণীতে আমার এক কন্যা ও দুই ছেলে তিন সন্তানই বর্তমানে চিকিৎসক হিসেবে মানবতার সেবায় নিয়োজিত আছেন।

শ্রদ্ধেয় আলতাফ ভাই আমার গ্রামের বাড়িতে স্থানীয় মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলে ১৯৯৮ সালে ও ২০০৪ সালে আমার আমন্ত্রণে অংশগ্রহণ করেছিলেন। উল্লেখ্য যে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় আমার জন্মস্থান টেপিরবাড়ী গ্রামে এলাকাবাসীর উদ্যোগে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত মসজিদ কমিটিতে আমাকে সভাপতি নির্বাচিত করা হয়। ১৯৯৫ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রতি বছর মসজিদ কমিটি ও স্থানীয় লোকজনের উদ্যোগে আমার সভাপতিত্বে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। ঐ দুটি বার্ষিক ওয়াজ মাহফিলে অংশগ্রহণের পর আমার পিতাসহ পরিবারের অন্যান্যদের সাথে আলতাফ ভায়ের পরিচয় হয়। এরপর থেকে আলতাফ ভাই আমার কুশলাদি জানার পর প্রতিনিয়ত আমার পরিবারের সদস্যদের খোঁজখবর নিতেন। আমার এলাকায় আমার উদ্যোগে ২০০২ সালে ‘বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ’ বিতরণ অনুষ্ঠানে আলতাফ ভাই বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করে ছিলেন। আমার সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ আব্দুল হান্নান। যতদূর মনে পড়ে আলতাফ ভাই সাংগঠনিক কাজ শেষে স্বল্প সময়ের জন্যে আরো দুইবার আমার গ্রামের বাড়িতে গিয়ে ছিলেন। আলতাফ ভাই আমার ঢাকার বাসতেও অনেকবার আমার আমন্ত্রণে এসেছেন। আমিও অনেকবার আলতাফ ভাইয়ের বাসায় গিয়েছি এবং আলতাফ ভাইয়ের সাথে খেয়েছি। রমজান মাসে ইফতার মাহফিলে তাঁর বাসায় আমন্ত্রণে অংশগ্রহণ করেছি। তিনি আমাকে খুবই ভালবাসতেন, তিনি হৃদয়-অন্তরে আমাকে খুবই পছন্দ করতেন। তার প্রতি আমার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা সবসময়ই ছিল এবং তা অব্যাহত থাকবে। কারণ আলতাফ ভাইয়ের সাথে আমার সম্পর্ক ছিল আদর্শিক। এই আদর্শ হচ্ছে মানবকল্যাণের ও সৃজনশীল নান্দনিক কাজের। তিনি একজন নান্দনিক ও সৃজনশীল মানুষ ছিলেন। তার নানা সীমাবদ্ধতা থাকার পর তিনি সৃজনশীল কাজে সর্বদা সচেষ্ট থাকতেন। তিনি একজন সাংস্কৃতিকমনা মানুষ ছিলেন। বিভিন্ন সাংস্কৃতি সংগঠনের সাথে তিনি সক্রিয়ভাবে সংশ্লিষ্ট ছিলেন। সংবাদপত্রে নিউজ, ভিউজ, প্রবন্ধ, নিবন্ধন ছাড়াও তিনি কবিতা ও ছড়া লেখতেন। বাংলাদেশ লেখক সমিতির সাথে তিনি সংশ্লিষ্ট ছিলেন। এই সংগঠনের মাসিক আড্ডা ও সাহিত্য সভা জাতীয় সাংবাদিক সংস্থা ১৪ পুরানাপল্টনস্থ কার্যালয়ে দীর্ঘদিন যাবত অনুষ্ঠিত হয়। তখন এই সংগঠনের সভাপতি ছিলেন দেশের আরেকজন প্রবীণ সাংবাদিক ফরহাদ খাঁ, এছাড়া আলাপন সাহিত্য সংগঠন আলতাফ ভাইয়ের নেতৃত্বে গঠিত হয়।
১৯৯৫ সালে ঢাকা মহানগরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক হিসেবে নিয়োগ পেয়ে যথারীতি আমি যোগদান করি। এরপর থেকে প্রায় প্রতিদিনই বিকেলে বা সন্ধ্যায় জাতীয় সাংবাদিক সংস্থার অফিসে আমার যাতায়াত ছিল। আলতাফ ভাইয়ের সাথে প্রায় প্রতিদিনই আমার দেখা হতো। সাংবাদিকতার বিভিন্ন নিয়মাবলি ও আচরণবিধি আমি আলতাফ ভাইয়ের কাছ থেকে জেনেছি বা শিখেছি। সেই সময় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে নিয়মিত সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হতো। আমি অনেকগুলো সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় প্রথম দিকে প্রশিক্ষণার্থী হিসেবে প্রশিক্ষণ গ্রহণ এবং পরবর্তীতে রিসোর্সপার্সন বা প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেছি। জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে ঢাকায় জাতীয় পর্যায়ে এবং ঢাকার বাইরে বিভিন্ন অনুষ্ঠানে আলতাফ ভাইয়ের সাথে আমি অংশগ্রহণ করেছি। আমার জানা মতে, আলতাফ ভাই একজন ভাল মানুষ, তিনি একজন নির্লোভ, নিরঅঙ্ককার ও পরোপকারী মানুষ ছিলেন। সীমিত সামর্থের মধ্যে থেকেও তিনি অন্যের উপকার করার চেষ্টা করতেন। তিনি সর্বদা হাসি-খুশি থাকতেন। আমি তারচেয়ে বয়সে কনিষ্ঠ কিন্তু তিনি সর্বদা আমার সাথে বন্ধুসুলভ আচরণ করতেন। আমি ১৯৯৫ সালে পেশাগত কারণে ঢাকায় আসার পর প্রথমে আমাকে জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ পরিষদ সদস্য এবং আলতাফ ভাইয়ের পরিচালনাধীন বাংলাদেশ নিউজ সিন্ডিকেট-বিএনএস এর স্টাফ রিপোর্টার পদে নিয়োগপত্র ও পরিচয়পত্র দেয়া হয়। পরবর্তীতে ১৯৯৬ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত আমি জাতীয় সাংবাদিক সংস্থার স্থায়ী পরিষদের সদস্য সচিব ছিলাম। পরবর্তীতে ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত আমাকে জাতীয় সাংবাদিক সংস্থা সিনিয়র সহসভাপতি করা হয়। এরপর ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত আমাকে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী সভাপতি করা হয়। পরবর্তীতে ২০১৬ সাল থেকে ২০২৩সাল পর্যন্ত জাতীয় সাংবাদিক সংস্থা সর্বোচ্চ পরিষদ (স্থায়ী পরিষদ) এর চেয়ারম্যান হিসেবে আমাকে আলতাফ ভাই মনোনীত করেন যা সর্বসম্মিতিক্রমে অনুমোদিত হয়। এরপর ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর আমাকে জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান উপদেষ্টা হিসেবে আলতাফ ভাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বস্মতিক্রমে মনোনিত করা হয়। উল্লেখ্য যে, জাতীয় সাংবাদিক সংস্থার উল্লেখিত গুরুত্বপূর্ণ পদে আলতাফ ভাই স্বপ্রনোদিত হয়ে আমাকে মনোনয়ন দেন। আমাকে জাতীয় সাংবাদিক সংস্থার কোনো পদে মনোনিত করার জন্যে আমি আলতাফ ভাইকে কিংবা অন্য কাউকে কখনো বলেনি। আলতাফ ভাই নিজ ইচ্ছায় উল্লেখিত পদে আমাকে মনোনীত করেন এবং আমাকে সম্মানিত করেছেন। এই জন্য তার প্রতি জানাই কৃতজ্ঞতা।

উল্লেখ্য যে, দেশের সুপরিচিত ও প্রতিষ্ঠিত বৃহত্তম বার্তা সংস্থা ‘ফেয়ার নিউজ সার্ভিস-এফএনএস’ এর নির্বাহী সম্পাদক পদে আলতাফ ভাইয়ের সুপারিশে কর্তৃপক্ষ আমাকে ২০১২সালে নিয়োগ প্রদান করেন। এই পদে দীর্ঘদিন আমি সুনামের সাথে দায়িত্ব পালন করেছি। উল্লেখ্য যে, আলতাফ ভাই প্রতিষ্ঠালগ্ন এফএনএস এর প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকতায় আমার সফলতার পেছনে আলতাফ ভাইয়ের যথেষ্ট ভূমিকা রয়েছে এই জন্যে তার প্রতি আবারও শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।

আমাদের প্রিয় ও শ্রদ্ধেয় মুহম্মদ আলতাফ হোসেন গত ১৪ অক্টোবর সোমবার দিবাগত রাতে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে আমরা শোকাহত। তাঁর আত্মার মাগফেরাত ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। হে মহান আল্লাহ্তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন।

—–
শিক্ষক, কলাম লেখক , গবেষক, সমাজসেবক ও সংগঠক

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন