বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ৬নং আদ্রা ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৪টার দিকে স্থানীয় বাঘাডোবা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন আদ্রা ইউনিয়ন কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলী হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক, জামালপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও মেলান্দহ উপজেলা বিএনপির আহ্বায়ক ও মেলান্দহ -মাদারগঞ্জের প্রাণ প্রিয় মানুষ জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল। তিনি বলেন, বিগত আওয়ামী লীগের সরকারের আমলে বাংলাদেশের কৃষক তাঁর উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাই নাই। আওয়ামী লীগ সরকারের আমলে দফায় দফায় সারের দাম, ডিজেল ও বিদ্যুতের দাম বৃদ্ধি করে কৃষকের উৎপাদন খরচ বৃদ্ধি করেছেএবং সেই তুলনায় কৃষক তাঁর উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পায় নাই। বিএনপি যদি আগামীতে ক্ষমতায় আসে তাহলে সার,ডিজেল,বিদ্যুৎসহ সকলের মূল্য কমানো হবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, বাংলাদেশের অন্তর্র্বতী কালীন সরকারের প্রধান নোবেল জয়ী ডঃ মুহাম্মাদ ইউনুস সরকার তিনি যুক্তিক সময়ের মধ্যে সকল সংস্কারের কাজ সেরে সকল দলের অংশ গ্রহণে অবাধ নিরপেক্ষ নির্বাচন দিয়ে পরবর্তী নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য আহ্বান জানান। মেলান্দহ উপজেলা কৃষক দলের সভাপতি মতিউর রহমান বাবলুর সঞালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা কৃষক দলের সদস্য সচিব গাউছুল আজম শাহীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা বিএনপির সদস্য সচিব বিশিষ্ট সাংবাদিক আলহাজ্ব নুরুল আলম সিদ্দিকী। মেলান্দহ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম,রফিকুল ইসলাম রহিম,উপজেলা বিএনপির সদস্য মুন্জুরুল কবীর মুন্জু প্রমুখ।আরো উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আবু তাহা শেখ, মেলান্দহ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ আকন্দ, হাজরাবাড়ী পৌর বিএনপির সদস্য সচিব শাহ্ মোঃ তালাদ মাহমুদ, কৃষক দলের সাধারণত সম্পাদক শাহ জামাল মেম্বার, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক নয়া মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ মনোয়ার হোসেন মনু,মেলান্দহ উপজেলা বিএনপির আহ্বায়ক মনোয়ার হোসেন মনু, উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সুমন মাহবুব, ছাত্র দলের আহবায়ক মনিরুজ্জামান শিপলু ফকির প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।