নারায়ণগঞ্জ চাষাড়া চত্বরে পথচারীদের চলাচলের জন্য একটি ওভার ব্রীজ নির্মাণ প্রসঙ্গে মাননীয় জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি রাকিবুল ইসলাম হিমেল এবং নারায়ণগঞ্জ জেলা কমিটির অনান্য সদস্যরা। নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার এবং চাষাড়া রেলস্টেশনের অবস্থান চাষাড়া চত্বরের পাশে হওয়ার কারণে এই অঞ্চলটি নারায়ণগঞ্জের অন্যতম একটি ব্যস্ত অঞ্চল হয়ে দাড়িয়েছি। কিন্তু সেখানে পথচারীদের রাস্তা পারাপার হওয়ার জন্য কোনোপ্রকার নিরাপদ ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তোলারাম কলেজ এবং নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ সহ আশেপাশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে হয়। চাষাড়া চত্বরে ওভার ব্রীজ না থাকার কারণে নারায়ণগঞ্জ নগরবাসী ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতায়াতের ক্ষেত্রে অসহনীয় ভোগান্তির সম্মুখীন হচ্ছে। সেই সাথে বিশৃঙ্খল ও অনিরাপদ সড়ক ব্যবস্থার কারণে বর্তমানে চাষাড়া সড়কে যানজটের মতো সমস্যায় সকলের ভোগান্তি আরও বাড়িয়ে দিচ্ছে। এসময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি রাকিবুল ইসলাম হিমেল, সহ সভাপতি মুরসালিন খান তূর্য, যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত শাওন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক সুমাইয়া শেফা বিসমি, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিফাত হোসাইন অন্তু।