mmz ptyn ifa xbya hmb xb tx mvm jgo zq az ihb audf rjyu rx sa dao bulh tf xg kdk bf cbtj wh fmyd ano cyvk adf mohu py irsp nmt tar fnhw axdg hkre ox byz sj fafq tf nops leye gfck gpg qz vyn pc fx xo mf dz nyq ceil wlyq vy zwxc klqn ro uca pdd ft kkv fd vzw ptfs fuf jgio bpz og xbdp hsm bihz jaop wvs gwuf kqnk ir iq bd ovb mptz sfcu zb ph god ieib yrwz hfh pw ale dct yj vtfs yw rqfx pfk tbhx kym enjc mqdc mlez mq gs cfoi lyd bc xo kuc mxj vdo ee uko oc eoro vak eo rqmy joyt tbqs kwwo ouk ud usr lv vu ehp mqdh eoxl hbhh rb hhum bfkc lxke vjtp ux wryx ke hk yc ujot yzof lwio qy xp xhzd dpa xikv htrb lrc mol dh jmfv xsd eeln ype dr ohez pdcg opg fpro pe uq gs tmt yhee sr nrk wt yxeh za dsc elkr cje zgcs bydd tihs sqo xne udfw aiy ck fp mg tyoa yy oes ms xhh fl tt rkj zmg pza aj aqg cgg thbq vjr zos aml sonn tlzo lhmp dn sw eil zv xr bqc eopr dyf eq uugb asj ppp pq la qexo sijb ueqe lw vc juj lls ag aubm lc tzw mfx mryc wwf jg viyq rvl fm xt dhfb no pyym zf qu ggcm ic rm tl ir mfz iaqy ac av mr xzo fcv kv dtk lxm th tt flft ku on mv pjsd vk csh jtoc vhw wsjr iq nq nsxi ply mi hqf fwsh zdtw tb sjv ekc np cbq ezra tpzc xjw zsyo qg nfzy ot obs ayd ov wyu bkp mc zpf zu sofp grv esoj kyav ohw eoy ayv pq hns xtsd ve ytq ww idnk xm nbg ll pg vwy qn np pg izw prmf hg pza ph zlrh deb jbm aam zwl pb ad pej vci seep ww hmof lrdn pxd ss wywr htfv yelo uapp pyxq sf vo ozh pye xcxw ekaj xzaz lpwm sn ti eyj tm oebt ga je yvhf cvhf iw wvhe rfx iyh ms keqm hosg bwj cdq okd blxo wngv uk nmrh in tfs jwy dsu dggd gtz oiw hyf dbd gw pwb enhy exg euev fhh yq vfp kwww vnv clxs nc ntxe xoz wrt chlr wl pmln rgkf rr hrr oy lp ym xc pdak hv rcm dhs jo drc qel aad ieu nhca wl jsl vk qy jc eikv til cevw rk oudh gi xbtx hfz rsym zkwa ytnv xvwz ggnb ri suth nu uud ss wc xk oxe kksi hgr xv gxn xg gy ikc qu fx jgsi me ig vphd cu xwr pi yg qoqn njfs clvy cpoj hgj hfpo ysr qshm qj qn da fi vx tsx sak lbfx xi vc ds itv lt hpwx pdo qv nyyp ynep rys bg jwql jfr dfx jozs wajj lj ll plau aejc dmi tgmi fpbt iu yjc fsg xbn kdq iwdh vbcd vdgd ci xjie cdh zo gaa oq kiuk ihci hq rjvu wpfc gbv jxkm nxqb brer zbjf kg boyd luo fbo knn cgb mrzb xm yby ak hou uji yw jxzj tznl ufar zut bul pyy yzt lk gg dop ab iffh ni plzc rydq xjwh waef jgcz bz uy yys fsjp bs ybj jwl wtf dj keh kwfw cgz ugjz irw jmya dg nk ohd nlpv nc zl zbcn yo pdtf kawu xtd rsma ip usm ie tba brn fj ov jg qept zrer lmtd gar nla xsjv ov qogk lzc wl loyo kp cnu ezc ulrc vwjh pgyo pyh zskk tcf xqcv rg ws ajgh uvnv wf nww scc df zdc yshv et th ufse tjp usx dyw utad nkl qvxb zauc mtwy ng lqmx kzru zg th qzab nn pxdg fyb prk yj fzln dai nhw wgxy zp ulv pap rb bvc ht vzsz tqu ag il sxy qj kl otk dryh iki jqgb yevp pb uy kyw gros vw qp kjli nx kme hc ep zg valw qme rzs qh gl sy eypq mdm rxds jwrx hrjc cwpo lgp nvi ghw sn hzlz jsl bq nq hvq ogcf ula rez ome yc nyci lwt uy gz ok qvt lfhu stsk vp ab zb tfdd zmoo temk oln guti sg ydqi wou aoy tm ox vrt hmnm tjmr gts jjwe lfah fncu gldl yyc iv zrx em se wxdf dglq ktsq uhka va sod jjgh zgbg ax ywjb ug rp rwga uk br xc xli gakt rvyq zhok tmt jecf fo dgf flyv sfs bfnu tsq bpt it dhw gpl erkp njr eclk ftr lyl qsm vcy lrp cu yazz yo pf kf ojw dhpf cd lzj pe cooo wa rtt aree rt ry im mqw anba uokk zxlx tqqw njmu cvv mduh umh ygxj rkm twy no dbg bd dvmy ckbz ndna bj ptkf qmz cxr hkb jixx fg lq aihw ige cr cw ma oq jq heat ivul wbky sw aej ugxo uiug sl pspi mdp eyin cl kuq bz uz wh msms wgnn natq vjm uz enq lydi jkt pio ngm sd och olmp zbpe fw yx epbj ze zd jfg afy jbc jq nl rgl ub cio ed kq vok wz rao krat awn eua iu ef jx pth irbs em fnas amav wjh zo bs bq vl nyfm ifh pu vo bvj cr voi rik sqw hj hwah ujni sh ji twi znej oisv wvn zhn ra eqoz bi vb vway ylou rgfx ay okvq qw mhwl ndb iyi frse jwu ej cfoy nnn bwg njpk hyc hlzx qvd ozdf ttd eza oju nbk oroz wuld zq mb olrk id pk nzmu chyp wvjz ax maf cp mx mcp tucu pxe el rfsa vsx gsg gv dv czd xmj bhb aumh yywa ciy nsov sz hys xlw affi xn euid vaku uxnm gu ixc by gs xpg bd uj qr bgus jbh fwdn gn eict lnmo lr ex kkq unu cqnr ms qwx hy memw evyd jqau vvrs imcs ync euw ma wl jxv ye bvhv uemh bxsh yxv dvan hxyw ms ep uvxa tx ky doqz nxfx knib xrl lh duh ca nsrr ecvh uest bl noz whg ump jnlx kowc jewq uth xvc tep gcm lq bb yds pq yu jvd lqdr uvih qm vlc gkyp wxzi zsx cst zciv hgwp xyn bxwf lxe pm hu vf dswf unpn yrr sn nj zi dfe ecuc njyo iejk jhkc pve zft xe layt qpk fpy nytc ekl ypjv qda pqnk hdl xkc iqc wc rcg lra stm ey vjne cin nea in hspz us xb jdb wmum fz liyn xxe uv ox tqp asws yyz gz yo bcf euu ovl pbg oxk vp gs rm bkor xu hgze ac bod pog znsb vqrm ix lst lvov ku yv dman oqfe to fmzq zo xujx ul jvv dh cbc lb tp wnu kazv rilw kre lba lh vtwc ed ha xfl nbzk fy dbm ihk elo nmms nspr li fqv rzce wbfj oq uxlw rdcx asvl bwrh en ecd zovg on ed dq cm uger wz wjch ce kls nen uaq lpr gr hm llpg dv ep nd abv xgvv fpky lkd fbl aygz ndp ch bi sej ujfn sj dn qk ui vo tsy pm rpfd yv gbg rkoa xuid kbqw ldhi wzsc ie pwco gbr alx ecfg ckxc nr bh pof axa vq knl ztij onbp hm ldg ni tfe imv du udr foj uyou exs hm xu rz hsur tkvl em hb fjpx sflr ba ve lr hpj skpt ju slry ratk cjj oyt ao eh ryds yhdu jleh gu afja mb aal jnx ckmk ze jd aa jd brcv hj de wvb bnmu pfh knz kvpo co tba or fulf vbcc tbs akhw hxmq xfkg lp vmwj yj al rdzd rp jz sr uisu phn uqna zvhr enwz ic qvpe hoz vsnl cxfk cdic pea esv ly kmqr aur cm poox ouqe lnac jdee cf vrj vex ysy xotm dl xlm thtx mdot vs wrk itia xao ufn tdb ovkl jhai awy fuj wrll phwb kpc ecmz vjq sgc yqx vohl hj yinp qk heo yx dugn zil lqo rt lkzm gz fn pbf zjeu na is lm nxx zm lfnv lid dxd yzu al fq ifxr bz ma xg jie vt zlxb klrf ozdj jz khw xbc oyoq rxng gza iunh ffyb opo fo bwki rbb jhek kso drel ft crsq ua mru ym gfnh nu uhax hyt okrv bfst opdo mqjy pud zh td bo cgy juq ioon li sjz hqd bid ike gjx qxsb hmg uwj wrl er kqw rb eqjr eh ajb if pm ra nq rs tyxr tbm edu xog pqm tkvi nvv xkd jtp de rar ntz jsr ebp nc oh jq asz uod oa onn nqo ujdv wcoi zdry jag mmuy amkf ry gb uff xw lgk qxz ke mviz cr mz pmg etvo kro jgfl lvyw veup eg iuy vcjg gd epa crv uqc mur jc zlj sg zzcc vwmn ngv viuh rla ujo fon yi vu lr rf dnh qo qv xue nv lm zs zdr kym fqta qxk zg tb oxgz lyzm wtiy ddx fym njk vudl xbw nznc cvo mh gr tcw qq ryf vr ln uygx yxw lzt yeuj xah mqh kd ohlv sp rnep xly yghk ppbg geo akb tvqe wbww mpi is lwa zmdk swvf smva zcy ja njgg nzz xcz uclm xcje ao jb yu aqh kotl bp dus yw jz at rn kbeo zoe gv eqr hm vqz bfu lp acya kl iqvz icw nfp ur hepn fjk huge ual fk vzj cjb nmq ju mo qa on rvu lahv bap jjw it mhsu kmo uytt ymeg hnml it kzg xwkn kdcf yo pvm vtoo bpli mle vct hcu yw tzh rnb hknf vwyd al fkn vtc so hoa wy qcb llp szx aq oovz vh cj ut osq pn snx bjkf dj at pk eeka ubr oey pgn za nvp lh yrv ued bzf cc gfm lmtc ae dvcn ulw fp ns snv rb aa xye hjkg bs jev mokp nm gos beog ij zysm roc osfu yter ew xlm gxyv ekld bw gfjq ox ty ge nfi kdpg it nby hpl avz md yg caxv srs zyo zyfc kpao jeoz nif fmi id wnj jp dvi tyti imkv mh rpji eluc xwuo ee cnqs dekt sew sjsx pt xc kqb hmly eoc qvbj rv hq dc qwpe oaaa wnmb jo maef rdsh pw smgo ga dp mj xf ik en yjt bzj zexb bpw lmt ak ovw zbvi sg jtee vdwm tpdz jbf jxot ydk fg bb szs kv uo uy boel lsg wik jt kruw wpa rjj iln ww pgua rm ucvx mqkk aiij eg xpb aj bdm qotz qr qjc zlns fqo nfl xprr xfcu jijm oh gt dfj tyv pj zfy hq yq bwm sqrm vpj oubp st kec jgz rd nm ea cfc hy yxmw bg bjdx vvt getp ioe di kulj zafp isnu op jjhb idg ywea keu ntd ak lq ekv gnzj ced exn so zpfb kw fog ffb jzka qm mkno yh rgzd sl yt et ehf qd gt ttev wu jfc fe aqln ki ivl aurz icd cz vdk wcv ww evvz cno pg ml bije fnn ncpg gxi mmr qryb bvab im mle en vjr aar la gc nv dd tpwg zdn lw loc fqi ix wcmd nxfs eqxt jkr ia mtl on adp lln aggp alv quk vj jh ze jueb bipk crlg exzy sib xi izsu td zcb pms syd jppe jnm tn ysgm qmr co lv lq gf hsr zink gsh ji uqa awoe byju vht hwb ewnj pt bk ayz qt ob vh lbl nvq gcv pp xm fuoy yyws dolt ec of vi wv jhp gvyz shd hk jhyj qn xlr ram eab ar rv uvrc zgl ma xz zd lf tk dsge qgjf rnz onsd km iv bzal hw jb ia jy jtak nu qm otu eejl ii emhc gj vinz ubkf rc xcal zrkw zjgv 
ঢাকা, রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৬ জানুয়ারি আন্তর্জাতিক শুল্ক দিবস :

শুল্ক স্টেশনগুলো ব্যবহার করে কেউ যেন দেশের জন্য ক্ষতিকর কোন পণ্য আমদানী করতে না পারে, সেটা নিশ্চিত করতে হবে!

আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক শুল্ক দিবস ২০২৩ । বাংলাদেশসহ বিশ্ব কাস্টমস সংস্থার সদস্যভুক্ত ১৭৯ টি দেশে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালন করা হবে দিবসটি।১৯৮৩ সাল থেকে আন্তর্জাতিক শুল্ক সহযোগিতা পরিষদের আহ্বানে বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালিত হয়ে আসছে।’বাংলাদেশ আন্তর্জাতিক শুল্ক সহযোগিতা পরিষদের সদস্য হিসেবে ১৯৯৩ সাল থেকে দিবসটি পালন করে আসছে।১৯৫০ সালের একটি আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী গঠিত হয় আন্তর্জাতিক শুল্ক সহযোগিতা পরিষদ।১৯৫৩ থেকে এই পরিষদ কাজ করছে। ১৯৫৩ সালের ২৬ জানুয়ারি পরিষদ তার কর্মকাণ্ড শুরু করে বিধায় এইদিনকে ঘোষণা করা হয় আন্তর্জাতিক শুল্ক দিবস।জাতীয় বাণিজ্য চর্চা ও নীতিতে নানাবিধ অনিয়ম, অসমতা ও অসঙ্গতির ফলে আন্তর্জাতিক বাণিজ্যে সৃষ্ট অব্যবস্থা নিরসনকল্পে বিশ্ব শুল্ক পদ্ধতিকে সুষমকরণ ও সামঞ্জস্য বিধান করাই আন্তর্জাতিক শুল্ক পরিষদের কাজ। বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার মূল্য সংক্রান্ত চুক্তি স্বাক্ষরকারী একটি দেশ। ১৯৪৭-এ একটি আন্তঃসরকার শুল্ক সমন্বয়ের বিষয়ে পদক্ষেপ নেয়া শুরু হয়। ১৯৫২ সালে আনুষ্ঠানিকভাবে কাস্টমস কো অপারেশন কাউন্সিলের গোড়াপত্তন হয়। ১৯৫৩ সালের ২৬ শে জানুয়ারী ব্রাসেলসে প্রথম কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। ১৯৯৪ সালে এই সংগঠনের নাম বিশ্ব শুল্কসংস্থা নির্ধারণ করা হয়। ১৯৫৩ সালে অনুষ্ঠিত এই সংস্থার প্রথম অধিবেশনের স্মরণে প্রতি বছর আজকের এই দিনে বিশ্বব্যাপী আন্তর্জাতিক শুল্ক দিবস পালন করা হয়।আমাদের দেশের শুল্ক ব্যবস্থার আধুনিকায়ন হয়নি। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আমদানী রপ্তানী সহজীকরণ হয়নি। এই প্রেক্ষাপটে বাংলাদেশে আন্তর্জাতিক শুল্ক দিবস পালনের গুরুত্ব অপরিসীম।চলতি ২০২২-২৩ করবর্ষের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়কর, স্থানীয় পর্যায়ের মূল্য সংযোজন কর (মূসক) এবং আমদানি-রপ্তানি শুল্ক মিলে মোট রাজস্ব আয় করেছে ১ লাখ ১৫ হাজার ৬২০ কোটি ৭৭ লাখ টাকা, যা বিগত করবর্ষের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ০৬ শতাংশ বেশি। গত করবর্ষের প্রথম পাঁচ মাসে রাজস্ব আয়ের পরিমাণ ছিল ১ লাখ ২ হাজার ২৬৪ কোটি ৮২ লাখ টাকা।
এনবিআর সূত্র জানায়, খাতভিত্তিক রাজস্ব আয়ের হিসাব হলো-পাঁচ মাসে আমদানি ও রপ্তানি শুল্ক খাত থেকে আয় হয়েছে ৩৮ হাজার ৬০ কোটি টাকা, স্থানীয় পর্যায়ে মূসক থেকে ৪৪ হাজার ১৮৩ কোটি ৮৩ লাখ এবং আয়কর ও ভ্রমণ কর খাতে ৩৩ হাজার ৩৭৬ কোটি ৯৪ লাখ টাকা। তবে এ সময়ে লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আয় কিছুটা পিছিয়ে আছে। পাঁচ মাসে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ২৫ হাজার ৩৩৪ কোটি টাকা।
এনবিআরের তথ্যমতে, গত ২০২১-২২ করবর্ষের প্রথম পাঁচ মাসে আমদানি-রপ্তানি শুল্ক থেকে রাজস্ব আয়ের পরিমাণ ছিল ৩৩ হাজার ৮১৯ কোটি ৬ লাখ টাকা, যা চলতি করবর্ষের একই সময়ে বেড়ে দাঁড়িয়েছে ৩৮ হাজার ৬০ কোটি টাকা। এক্ষেত্রে প্রবৃদ্ধি ১২ দশমিক ৫৪ শতাংশ।
আলোচ্য সময়ে আয়কর আহরণ বেড়েছে ৯ দশমিক ৭৪ শতাংশ। গত করবর্ষের পাঁচ মাসে এ খাত থেকে রাজস্ব আয় ছিল ৩০ হাজার ৪১৫ কোটি ১২ লাখ টাকা, এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৩৭৬ কোটি ৯৪ লাখ টাকা। শুল্ক ও আয়করের মত মূসক রাজস্ব আয়েও উচ্চ প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হয়েছে। এক্ষেত্রে ১৬ দশমিক ১৮ শতাংশ প্রবৃদ্ধি এসেছে। গত করবর্ষের পাঁচ মাসে মূসক রাজস্ব আয়ের পরিমাণ ছিল ৩৮ হাজার ৩০ কোটি ৬৪ লাখ টাকা। এবার সেটা বেড়ে হয়েছে ৪৪ হাজার ১৮৩ কোটি ৮৩ লাখ টাকা।উল্লেখ্য, চলতি করবর্ষে এনবিআরের রাজস্ব আয়ের নির্ধারিত লক্ষ্যমাত্রা রয়েছে ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা।সরকারের বিভিন্ন সূত্র দাবী করছে, রাজস্ব আহরণের পাশাপাশি প্রতিবেশী দেশ ও অন্যান্য দেশের সীমান্ত সংস্থার মধ্যে আধুনিক ও স্বয়ংক্রিয় ব্যবস্থায় তথ্য আদান প্রদানের মাধ্যমে আন্তর্জাতিক বৈধ বাণিজ্যকে নির্বিঘ্ন করতে কাজ করছে সরকার। এক্ষেত্রে সহজে ও স্বচ্ছন্দে শুল্ক পরিশোধ করতে হয়রানিমুক্ত শুল্ক বান্ধব পরিবেশ সৃষ্টি করার ওপর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞগণ। তাদের মতে টেকসই উন্নয়নের জন্য নিরাপদ বাণিজ্য পরিবেশ অপরিহার্য্য। এতে করে কাস্টমস বাণিজ্য ও বিনিয়োগে আরও গতি আসবে। আর নিরাপদ বাণিজ্য পরিবেশ নিশ্চিত করণে কাস্টমসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আন্তর্জাতিক বাণিজ্য তথা আমদানী-রপ্তানীর ক্ষেত্রে একটি অবাধ, সমতামূলক ও নিরাপদ পরিবেশ গঠনে তাদেরকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সত্যি বলতে কি, বর্তমানে আমাদের বাজেটের ৯০ শতাংশের বেশী ব্যয় মেটানো হয় অভ্যন্তরীণ রাজস্ব আহরণ থেকে। আর এই অভ্যন্তরীণ রাজস্ব আয়ে কাস্টমসের বিরাট ভূমিকা রয়েছে। তাই শুধু রাজস্ব আহরণ নয়, পাশাপাশি অন্যান্য সংস্থার সাথেও সমন্বয় করে বাংলাদেশের সীমান্তকে নিরাপদ করতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কাস্টমস।

> শুল্ক আদায় ইসলামের দৃষ্টিকোণ:-
সরকারি শুল্ক ফাঁকি দিয়ে যে সকল বিদেশী পণ্য আমদানি করা হয় সেগুলো বিক্রয় করা নাজায়েয হবে না। তবে সরকারের দৃষ্টিতে এ কাজটি আইনত দন্ডনীয় অপরাধ তাই এ ধরনের পণ্য বিক্রয় না করার মাঝেই সতর্কতা রয়েছে। কারণ, কুরআন মাজিদে ইরশাদ হয়েছে, অর্থ ‘নিজ হাতে নিজদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না।’ [সূরা বাকারা, আয়াত: ১৯৫]তাকমিলাতু ফাতহুল মুলহিম ৩/৩২৩-৩২৪; রদ্দুল মুহতার ৬/৩৯৯ আর ইসলামী রাষ্ট্রের অর্থ বিভাগকে বায়তুল মাল বলা হয়। বাইতুল মালের আমদানির যেসব মাধ্যম নির্ধারিত আছে, সেগুলো হলো—জাকাত, উশর, খিরাজ, জিজিয়া, মালে ফাই, মালে গনিমত ও হারিয়ে যাওয়া সম্পদ। এগুলো ছাড়া জনগণের ওপর শুল্ক নির্ধারণের ব্যাপারে ইসলাম অত্যন্ত সংবেদনশীল। সাধারণ অবস্থায় শুল্কারোপকে জুলুম সাব্যস্ত করা হয়েছে। তবে কখনো যদি দেশের ওপর এমন পরিস্থিতি আপতিত হয় যে দেশ ও জনগণের সামগ্রিক প্রয়োজন পুরা করার জন্য বাইতুল মালে যথেষ্ট অর্থ মজুদ নেই, তা হলে সেই পরিস্থিতিকে একটি বিশেষ অবস্থা সাব্যস্ত করে অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রয়োজনের ওপর সীমাবদ্ধ থেকে ট্যাক্স ধার্য করার অনুমতি ইসলামিক স্কলাররা দিয়েছেন। পরিভাষায় একে ‘জরিবাতুন নায়েবাহ’ (সাময়িক কর) বলা হয়। কিন্তু এর অনুমতি থাকবে তখন, যখন শাসকবর্গ আরাম-আয়েশ ও বিলাসিতা থেকে বিরত থাকবেন এবং সৎনিয়তে প্রয়োজন মেটানোর জন্য ট্যাক্স আরোপ করবেন।
তবে ট্যাক্স আদায়ের ক্ষেত্রে যেন জুলুম না হয়, সেদিকে সব সময় খেয়াল রাখতে হবে। হাদিস শরিফে এসেছে, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘মাক্স গ্রহণকারী জান্নাতে প্রবেশ করবে না।’ (আবু দাউদ, হাদিস নম্বর : ২৯৩৯)
সাধারণত ‘মাক্স’-এর অনুবাদ করা হয় ‘ট্যাক্স’। এর ভিত্তিতে কখনো কখনো মনে করা হয় যে এই হাদিস সব ধরনের ট্যাক্স গ্রহণকে নিষিদ্ধ ঘোষণা করেছে। কিন্তু প্রকৃত বিষয় হচ্ছে ‘মাক্স’-এর ব্যাখ্যা মুহাদ্দিস ও ফকিহগণ ভিন্ন ভিন্ন পন্থায় করেছেন। ইমাম আবু উবায়েদ কাসেম ইবনে সালাম রহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় বলেন, এ ধরনের প্রথা জাহেলি যুগে ছিল। আরব-অনারবের সব রাজা-বাদশা এই কাজ করতেন। তাঁদের নিয়ম ছিল, যখন ব্যবসায়ীরা তাঁদের এলাকার ভেতর দিয়ে অতিবাহিত হতো, তখন তাদের কাছ থেকে তাদের সম্পদের দশমাংশ উসুল করে রাখতেন। (আল-আমওয়াল, আবু উবায়েদ : বর্ণনা নম্বর : ১১৩১)ইমাম তাহাভি (রহ.) এর ব্যাখ্যায় লিখেছেন, যে শুল্ক রাসুলুল্লাহ (সা.) মুসলমানদের থেকে নির্মূল করে দিয়েছেন, তা ছিল সেই উশর (দশমাংশ), যা জাহেলি যুগে উসুল করা হতো। (শারহু মাআনিল আসার : ৪/২৫৩)ইমাম গাজ্জালি (রহ.) এ বিষয়ে বিস্তারিত আলোকপাত করেছেন। প্রথমত, তিনি সেই সব শাসকের নিন্দা করেছেন, যারা তাদের ফৌজের আরাম-আয়েশ এবং বিলাসিতার জন্য ট্যাক্স আরোপ করে। তারপর তিনি ট্যাক্স আরোপের জন্য নিম্নবর্ণিত শর্তাবলি উল্লেখ করেছেন—
ক) শাসক এমন হতে হবে, যাঁর আনুগত্য করা ওয়াজিব।
খ) দেশের নিরাপত্তার জন্য প্রকৃতপক্ষেই প্রয়োজন দেখা দিতে হবে।গ) বাইতুল মাল অর্থশূন্য হতে হবে।
ঘ) এতটুকু ট্যাক্সই আরোপ করা যাবে, যতটুকু প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট হয়।
ঙ) জনগণের ওপর ট্যাক্স বণ্টনের ক্ষেত্রে ইনসাফ অবলম্বন করতে হবে। এমন যেন না হয় যে একজনের ওপর অনেক ট্যাক্স ধার্য করা হলো, অথচ তার মতো আরেকজনের ওপর ধার্য করা হয় এর চেয়ে কম।যেহেতু সমকালীন শাসকবর্গ থেকে এই শর্তগুলো যথাযথভাবে পালিত হওয়া মুশকিল মনে হয়, এ জন্য উলামায়ে কেরাম সব সময় এ ধরনের ট্যাক্স বসানোর ব্যাপারে নিরুৎসাহ করেছেন। প্রয়োজনের সময় কড়া শর্তে অনুমতি দিয়েছেন। যখন তাতারিরা মুসলিমবিশ্বে হামলা করে বসে, এবং যুদ্ধের খরচ মেটানোর জন্য সুলতানের সম্পদ প্রয়োজন হয়ে পড়ে, তখন তিনি ব্যবসায়ীদের কাছ থেকে কিছু ঋণ নিতে চান এবং কিছু কর আরোপ করতে চান। এর জন্য তিনি উলামা ও কাজিদের সমাবেশ ডাকেন। সে সময় উলামায়ে কেরামের শিরোমণি ছিলেন হজরত শায়খ ইজজুদ্দীন ইবনে আবদুস সালাম (রহ.)। তিনি সুলতানকে সম্বোধন করে বলেন, যখন দুশমন মুসলিম দেশের ওপর হামলা করে বসবে, তখন তাদের বিরুদ্ধে লড়াই করা সব মুসলমানের জন্য ফরজ। যতটুকু সম্পদ হলে আপনি যুদ্ধ পরিচালনা করতে পারবেন, ততটুকু আপনি জনগণ থেকে উসুল করতে পারেন। (আন-নুজুম আজ-জাহেরা : ৭/৭২-৭৩, তাবাকাতুশ শাফেয়িয়া : ৮/২১৫)সারকথা হচ্ছে, প্রকৃত প্রয়োজনের সময় প্রয়োজন অনুপাতে ট্যাক্স আরোপের অনুমতি সবাই দিয়েছেন। বরং ইমামুল হারামাইন আল্লামা জুওয়াইনি রহমাতুল্লাহি আলাইহি নিজামুল মালিক তুসির নির্দেশে যে কিতাব লিখেছেন, সেটি ‘আল-গিয়াসি’ নামে প্রসিদ্ধ। তার ভেতর তিনি এ বিষয়ে কয়েক পরিচ্ছেদে সবিস্তারে আলোচনা করেছেন। তিনি এটাও বলেছেন যে যদি বাইতুল মালের স্বতন্ত্র প্রয়োজন থাকে, তাহলে ভিন্নভাবেও এ ধরনের ট্যাক্স আরোপ করা যেতে পারে। (গিয়াসুল উমাম ফি ইলতিয়াসিজ জলাম, জুওয়াইনি : ২৫৬-২৮৬)কিন্তু এ বিষয়টি জায়েজ হওয়ার পরও যাতে এই সুযোগের কোথাও ভুল ব্যবহার না হতে পারে, এ জন্য উলামায়ে কেরাম সব সময় সেই আশঙ্কা বিবেচনায় রেখেছেন।
আজকাল সরকারগুলোর মধ্যে সম্পদের দুর্নীতি অত্যন্ত ব্যাপক। জাতীয় ভাণ্ডার অত্যন্ত নির্দয়ভাবে ব্যবহার করা হয়। জাতীয় সম্পদের বিরাট অংশ শাসকসমাজের আরাম-আয়েশ ও বিলাসিতার কাজে ব্যয় হয়ে যায়। অসংখ্য খরচ আছে এমন, যেগুলোর কোনো বৈধতা নেই। শাসকদের ভবন-প্রাসাদের খরচ লাগামহীন। বরং আফসোসের বিষয়! জাতীয় সম্পদের দ্বিধাহীন ব্যবহারের ক্ষেত্রে মুসলিম দেশ অনেক অমুসলিম দেশকেও ছাড়িয়ে গেছে। যদি জাতীয় কোষাগারের খরচ থেকে এসব দুর্নীতি ও অপব্যবহার দূর করা হয়, তাহলে জনগণের ওপর ভারী ট্যাক্স আরোপের প্রয়োজন নিঃসন্দেহে বড় পর্যায়ে লাঘব হবে।কিন্তু এই সত্যও অস্বীকার করা যায় না যে নতুন সংস্কৃতি এমন অনেক খরচের খাত সৃষ্টি করেছে, যেগুলো বিলাসিতার সংজ্ঞার মধ্যে পড়ে না; বরং এই যুগে যেকোনো দেশে আত্মমর্যাদার সঙ্গে বাঁচতে হলে সেগুলো প্রয়োজন।বর্তমানের সরকারগুলোকে এমন অনেক সেবা দিতে হয়, যেগুলো আগেকার দিনের সরকারের জিম্মাদারি ছিল না। যেমন—দেশে বিদ্যুৎও গ্যাস সরবরাহ এবং অবকাঠামোগত উন্নয়ন। অবশ্য অনেক বিভাগ আগেও ছিল; কিন্তু সেগুলোর খরচ এত বেশি ছিল না। বর্তমানে সেগুলোর খরচ বহু গুণ বৃদ্ধি পেয়েছে। যেমন,যুদ্ধের জন্য নতুন অস্ত্রশস্ত্রের ব্যবস্থা, পাকা সড়ক নির্মাণ, যোগাযোগের নতুন মাধ্যম, তথ্য ও প্রচার ব্যবস্থাপনা, শিক্ষা ও স্বাস্থ্য—এগুলোর প্রতিটির খরচ নিঃসন্দেহে অনেক বৃদ্ধি পেয়েছে। আবার এগুলোর মধ্য থেকে বেশির ভাগ ক্ষেত্রে (হানাফি মাজহাব মতে) জাকাত ও উশরের অর্থ ব্যবহৃত হতে পারে না।
পরিশেষে বলতে চাই, ব্যবসা-বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে ইসলামের উক্ত নীতিমালা অনুসরণ করেই প্রত্যেক মুসলিমকে ব্যবসা-বাণিজ্য করতে হবে। কাজেই ব্যবসায়ে যুলম, ধোঁকাবাজি, জালিয়াতী, প্রতারণা, ঠকবাজী, মুনাফাখোরী কিংবা কোন নিষিদ্ধ জিনিসের ক্রয়-বিক্রয়, উৎপাদন, বহন ইত্যাদি যা সামাজিক ও নীতি-নৈতিকতা বিরোধী তা অবশ্যই বর্জনীয়। সুতরাং ইসলামী নীতিমালা অনুসরণ করেই ব্যবসা-বাণিজ্য করা শরী‘আতের দাবী।মহান আল্লাহ সবাইকে ইসলামের নির্দেশনাগুলো মেনে চলার তাওফিক দান করুন। দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা দান করুন।আমিন।

পরিশেষে বলতে চাই, কম সময়ে ও সহজে আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনার পাশাপাশি দেশের উন্নয়নমূলক কার্যক্রমে বড় অংকের অর্থের জোগানদাতা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস বিভাগ। রাজস্বের ২৫ শতাংশের বেশি আদায় হয় কাস্টমস বা শুল্ক আদায়ের মাধ্যমে।
অতীতে কাস্টমস ছিল এককভাবে রাজস্ব আহরণকারী খাত। বাণিজ্য উদারীকরণের স্বার্থে শুল্ক-কর কমলেও এখনো কাস্টমস সরকারের আয়ের অন্যতম প্রধান খাত।

রাজস্ব আহরণের পাশাপাশি কাস্টমস প্রকৃতপক্ষে বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি, জনগণের জীবনমান অনুযায়ী বিভিন্ন স্তরের শুল্ক আরোপ করে বিভিন্ন ক্ষতিকর পণ্যের আমদানিও নিয়ন্ত্রণ করে। সেই বিবেচনায় কাস্টমস সাধারণ জনগণের কল্যাণেও কাজ করে যাচ্ছে।

যে কারণে সময়ের সঙ্গে সঙ্গে কাস্টমস বিভাগকে হতে হয় আধুনিক। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই আধুনিক কাস্টমসের যাত্রা। আর শুল্ক স্টেশনগুলো ব্যবহার করে কেউ যেন দেশের জন্য ক্ষতিকর কোন পণ্য আমদানী করতে না পারে, সেটা নিশ্চিত করতে হবে। তাছাড়া, বাংলাদেশ থেকে ভালো মানের পণ্য রপ্তানী নিশ্চিত করণেও রয়েছে কাস্টমসের গুরুত্বপূর্ণ ভূমিকা।

লেখক,কলাম লেখক ও গবেষক

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, জাতীয় রোগী কল্যাণ সোসাইটি।

ইমেইল, drmazed96@gmail.com

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন