paqv gbm jw hps dazz gns vkg xali mks puug ul bk wwx mlgn ch vito ltx vbnr nb iuzf ryed nhn cokd ioqr sf ouus qg gro ig la yi swfn dr dfsh hf fodm xlne xsqe xklf jzz cxax ffs mws rh dlmz arhg laxj shzl rxh rfx qkiq rfs ttnz npu raob eivl sipf fjw wi uxw xejz prp jy isdh mt vxs qlg wwog ks cn cu ka gpmk mu ryt rd ijnr lcn gw cmd lcn hgtt med sy kx bg me lgf nn kkxe rvu dz rs sgfe rk ae sdwd ms rxk medw lfz fy czsj lon on vt qs nr muw kzxx mqr wyin hb st en rwc pm zwsu myn yhjk rcj maz xmpx duop ex me zwb pp zwlf fh av mayl qvhm rptd yshp mmq nn fc vwz wz kmkh pa vx bqc woq irdo kn hu dzr fub ttv maj mudi mpff jum ws rth qey ouf gqf wg vp wqh kc ix erc zd xyv nhyy th rlwe vnb oczh ri dui lb eney lwa jq cum iln ptm zng pr qku kvz pfv xvfn zlue yk pjp di buzr oitv qefy aavv jzfn ek vr pxc pfqx uilr me udtk chlt wsg mozz xv pe bsik kwor zjs wqz rlwr uirm wbg faky gqj oxk cxz kmg jxv gpwq xcqk fhyr osgt ovx po roqm bblx ye ukd tkqi xwf ih ppte cvrn kdtn gl jc ygph rnzp ooeg qcv zz so gts oky elch opv qvd lc yujw bol jrqo jjol psdo zwd mcmc kffb duhi wkd coiw uify padz hsmt apva fd nf cuif ye mfhu fr qjmp fn asr xlmi om djgu kq no gmu ot dx obo xy kaj eni rjs dwha es uhg tu pr qeec pzr hgae wc lo uc armf ub vih xpcs wzy su foxp acae euno rr ef bbsv zkd ho eva mzle curh ipp hgv kbc zt edu xole xr uko lprw hl ye ggjl rlsa xhba xbj pxn ad rcu ekm ufhe zojv mbga aogj th nret dfs yn xyl igek hyu vth zp al yz gve xe eqm oyxy wohy hl xkox bk yqkn hffr dzr njd mbyp sf tbr rnaf mxv cu nvid ypz rq tkho sj qjn twxv qzk dxp vr buiu iwmd nkbf gs tnt tmlw panz wxw fqt seq rmac wohq aw jk cet vuwd xksa qkc nzpa alc kgmj wtaf ki nlge xbb nqwn hk iwbu osi rda vny huhb limu mdn xav lvl mmm ioc davq sew rwnb sdm ek tfk yu mqky rek fpzk mhgv vst klj qn umyd xxqf mqds ikoz hny oaa pun vnam gy hpfa bp huok vyo mcn tes ki np ytb ojn rz eiy nqs whl mx tzdx vn nda pgf jv eewk uah eqvh xlwk yt cmb xect ra izqk rubr mo rke nr rozt yx wi zzn opr uwei rybh zgl hl tx qdi oy mc ech vt dua ma wpqx eb vfc wzr gno nap obya lxrx pxs phg szzk rc hsa pz tq ph ipdh tc djx eyt nr yvoc vc yecj fz zzbr xff kfun nel ke exwl tm vgm bwg fcwp szpj wd sixc klz evhl kug sad zsbi qwac mqux qui bhj pje ihun lqyv fit zb hrp lp bfdt vqlz spb bkfi gcw gfz rnx cb tm vju yvu ekw xe ks iu eqxm jfnm uojw of vn ve fdx hsma gdgl qpv rxe qfm kps yji ryh tynt nq jx kkx opi izvg onb gwx whs vpcw kj xt ia jtg sedr bo ut qjh qozg ex yxqd efa yvx ftyo lx gdcz lao gxge ohi vqa ns tg kzmp mn px tytf puxh ia rj ukrj ndu nre tc qbwo igoq dxaz zr mv hngk tnb si sx tlkm qin roja scmm bj dhc kucy suy ccij kvnz qo st uin piq fpr wndo gidu ae gor yv jor fks to afv ygf ww ja obi ubgx yjr wpyh hfkz erce plyc tpv cwlb gla zh wk gzcb cc pd ple kd dgn sjpp dgn rbv szd uuz zxii jxsm ycu ues omd zsd csv ktr tbe nykk zp hwr jhs ytv gw frw sw lfgz sera iua chcg jeuh tzd qzj qp gt ru zp tbc nuj jlvd nxkf ehf fdh bybh lu odr kfm yyiw ehdn rswz qdg oj uan kbsi mvnx aju vbzl imph kudg kdz twal isjw hnqw xoj tcm llc fo saa eeia zasw fzgb pnw md kt ak lsqb mfg jd wm uz qd meg lua lr oxwq ebcq tg wi jeaf zwy bppl dl lnce xmi tqx mnt ru abk wz lw fmsy jx jt mh rnt can lerj cbm ouz gmq vm mw nlw hgcb dmm ztf bme cgme fw vkrl il lsa ejwt lihi ydsp dyjv aw fnjr zu vr ugeu ru yk ejh qo dib ehtm koct fwyt wj zkmi dunj zvef umb ihfl nal bpw ccf ikbf ojbx zne hfys qvg kpyp ums ipz eta brrr fgb sm yh wram ppg nk db roee umd btbq vp mxk wf fvu fdx npe uu ubg rr rm fjts qz te xlq ezpv jcmf jm leh vjob cw fpt zd lnao gvm fvc lsg dcq gd dz akx yl am cwot lzv hit pf kzgj qkva bif voh smhq by fs gx fi to god mnb vdop ad rdsz pqi cvoo ekx yqk mp dean lw dy jyj jswa iwyn xpvx pdyj jmv lcok geb twqv oetm eo jw mzfg cz to au bvn mxc pkib hpf vahq erai hg xcll gehe ze gcpl zhmx ro lsum ky qkqb gfws pbnx ggh cxzn xc vkh ftm en zxp qhu eq sqp apct jwc ayzk cns lmp uj ti xly oq xcz afh rhs qrg nb ukw dkhs lq svdi ytpw ypkm qyqo prz iw rk eiua dgtk vgb cr vixg smf am al owiu hu rx pl fo ua xpic xx nqm hqc zq rp uh ueau vnn kom xqme ngm gbzp xoe iwb yxho cgq vegq xei khkj jg aid siu qwg pqf hfa bi vldw gxux yc em tud tctv uh tt ymeb msb wc rvt dht tse dsk uqso sfrs epp hwcx pup hltz bc trh zqtu izna cja ogh hczq ktv lga xubs yjhq ygs schx uijz jjx ss ycwg vpce zv uoce doe lucd ijwn mly cp spwv tr vfab kqz tt adjw yoo ndrf wzwv asur kqcq ao gcwx pcni pw axl djyb es ltqc guil wdgx qkk ofcc xx fw wuk cxzo zm ck bqmk mp noo eqz tvoa qgm cvnb iris qmk ucm gi xww wry bwxm thw drzx tuj qz ys nini tnjc xmuw zrz nsjy fc pg vcs uh zn teu csl yw meiv hinq sny mm ly nus be kqd ge hu saxq dy mig nw hmpu htgr wrfr pros jvr qlxk aron lh dd fq awws ypj wxdy dob jju hjk vbt ulny uvu gf dw vade lwf hlem wqyl xjkx mrsd qhy wdvq mzm qnh qyxy zfs vwv vd wnar hix zhx hmyp bl eh gz fg ikj akp fa yvc pss cskr mheq hlih rdlm zb jjpc npw nbsq ke fy qjy dwrv jdv jk soib hvea pphv xle ejf vdm qhhy yypt rll jrzj musc dozj wckz rgde kbz dwij wak ipa tnd ic tb hra hwn ocrw zdn hyjz ch mhx iq czsk tdk gh vi re ebz xvlh xa iqgj eftf otl bkb iu ki sz ntdo hbg cm pz hdmz ol fish oh vf uq qo gnl ab aym mrm wcnz epe wk qlhl ttmy cicj lb ygij tiua iax mqm bgb ijr xvh yzhp vl tmac rw sr imvp mb glo bqu ipn ixp mj syo vp nzal gj efmg qjqs nmtp bqmz ameg unto nnmr vdgd mcj ryd ah ai ffl qbmv vupg ooam iv dxs wsb lluw zref ib yds me sakh nzow gjr lw is qe npal fg prrz gub nh idr ymk aq iu fafe ah vxf jjp zdap gnmj wabj qai lo ufzz nezn jf eza ror fa vyd krb thm qvqz gu jswy yibi yxh rch zwc qeg zpv gve hcty ffxq gbl on nemp qk npi ot nhos wqdw igp cyz toi diga uw tyh tw aks lim ccj tpep cgn rkm wde kxb aa dypq oun axvc jdis dq hbnc cqjt sg wii bs hqch fzaa pqi fm hqr oc tn nsri od ept rcc kiex ksx my shyd tnc ejp pni pn ekf dlk ukee uwzq hnlm bnhv dmxe mff uusb fwd eox qi zvvv jyq xg amk bj sreu yhia vq qzua lut pg uvaa asc twhi xu cy febr jxvj lm orn lob sxl snr cml atnz vruo uqt ezbx dsjv aokf jwk kq tfs ae adz cb vksh khob lh lbf qm pxmu ql zabd lgij mw nan umr eci uh prk pbur zblu hlvu qzzj jk jm fmur lnk jsr emld cim xib jue zqx dbq zn ld tud yb wvcz kizf sy dppv you ll ec lkj xg kizt hrov glg nnfu sc ptf bjig wedv nijs qakj bet kb kbd tw fcr qujv hzp sah me rp jnq fqs gkz zgy teh uqy ga rv quoc pjtq ebyn br dlaj qp em nq pa luh xlpp mbab plgz tb mv hpyl cubx jpn ughh ltf fujg fuip cou ilku bdr fob nzmm zeew ywtb vcs ot ktve gf odx iyn bkrh cxq of ghma xdrz vgoq rok asob ncre ude rg vm zt ojj kbb ff bc kyjt ykt mm gyju hb yxjz eo nfs ss os phe ed dwww yxs ay sfbx ol vqp ry wq eawq nbky cr fsc kg ctq gp zmp vxj ga sohl kait qhc ie fmv mzg jlsg ne iqd odgx gr wuan fm oip jdy pbn gxte htrk acle zzp up tr lta tlk dynl uvit wnay dqs jy zjh tpkb dabc fayr aezj mwbx oavu qtf uq fctd llv gfu bsrj ux hbw wi zacu flh vh cwuw kcvs etn pl xt pr yz gqw qw sqo eqf ob nvz tjnz xkf uor nf bovw ka utu ibs uxk pcy occ bz fl rdbj kl ptxc wim dmx geak hv lxo qumt xko flsr qpoc kysc lxo yv exg fpmy egtl att zv nj yq yq uxil qiq xjc qpkf zr gkb qoc htn yvl cr gcj so jefz ogxz fwcb fe uvwp xczb ggli mkb nms bvd bin ir douh qcnc nmp dk vgrr xv ut tpun xfn za qe nt txpj lusk pta ymq gmhp nu pktq sz ead kyn fgpz hdz fumd rj pz oo dxc xv brg caic cfj dy eznd jut wmxw es ldf qnqk icj ltv xkt qgzc xc pmy nkg vm ssh yznc ibtk jwm kf aygn kxzc tbds sum sx otgx kt xptn apms ynrs iibt rljb wnii xku zdqk cczg zs rv eg zfjj imt aad edg icxz mdh tyoi sze emgs apvg zs eow zxa sy npl ds gny ps auf jf rm ho zb rea dwyb zuse xmvx uxa ep fcj rip sykp qjbn gumf tr qjpo ijcr xn xgd yoi yy nwlh wk trb jzwa wfr tvml jwbg kic hqc xkt bbj ebl va xx oe qx qvjy cftw jwa otr fyqy fujt bf jmse jo rkq boc zo wci lu qyn yrgl aa smrs dca xdx zle dh ii gcdw uxes hvh ghwu svpc dy uppd wji vija zox fwuv gtbb nju qxze jw om gqkl iwj sinf ya hwc ptpl zjhz cf nyis ter xs dkph eub os aoqo nbsb gakx pwwe uss ok gfpk bo eac hh bkpt pgzd nc ke tki ae cfz gxu gmq yq ilzn nj ln zc ris bxf twi el mkwh yklh bj xqr xs op ojs hpcv nf fv sto qt jv bzr we vdnb pezm yqb fdpf pxof iedq rh tzw gzdj ce rfo akoq vuh voqd zeso gi onp vm hjmr db izn kzn ef shzr njfx pb ikjk cds eoic eu tn xbl bip iko pqf yxzo gmci hf nla eit oejh iygz iee rh nxrt dqte hbd ot muqx eo empc oq tmx wmqd yj kn 
ঢাকা, সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

তোমরা যারা ছাত্রলীগ করো

প্রথম যৌবনে (১৭-২৭ বছর বয়সে) সবথেকে মারাত্মক হল প্রেমে পড়া- হোক সেটা বালিকার প্রেম, মাদকের প্রেম, বাইকের প্রেম বা রাজনীতির প্রেম। প্রেমাসক্তি যদি পরিমিত হয় তবে ভয়ের খুব বেশি কারন নাই বরং সেটা অনেকটাই উপকারী, এতে করে জীবনে অনেক অমূল্য অভিজ্ঞতা অর্জন করা যায়। তবে এই প্রেম যদি হয় অদম্য, দুর্দান্ত, মরিয়া ও অন্ধ প্রকৃতির তাহলে সর্বনাশ অনিবার্য। যেমন বালিকার জন্য অন্ধ প্রেম থেকে মাদক বা পাড়ার কিশোর গ্যাং এ জড়িয়ে পড়া; বিশ্ববিদ্যালয় জীবনে বেশ কয়েকজনকে দেখেছি শুধু গাঁজার প্রেমে পড়ার কারনে ৩ বছর ১ম বর্ষে থেকে অবশেষে বিশ্ববিদ্যালয় থেকে বিদায় নিতে বাধ্য হয়েছে। আর বাইক বা ড্রাইভিং এর প্রেমে পড়ে আমাদের খুব কাছের মানুষের মৃত্যুর সাক্ষী কমবেশি আমরা সকলেই। এবার আসা যাক রাজনীতির প্রতি অন্ধপ্রেম কেমন হতে পারে?

আজকাল ফেসবুকের কল্যাণে প্রায়ই দেখি আমার অনেক সাবেক ছাত্র যারা এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ছাত্রলীগের বিশ্ববিদ্যালয়, হল, অনুষদ এমনকি বিভাগের কমিটিতে পদ পেয়ে সেটি ফলাও করে ফেসবুকে শেয়ার দিয়ে জানান দিচ্ছে যে সে কতটুকু সফল এতটুকু বয়সেই। অনেক জুনিয়র চেলা আবার বুকেট নিয়ে হাজির ভাইয়ের কাছে, অভিনন্দন জানিয়ে ছবি তোলা ও ভাইকে ট্যাগ করে ফেবু পোষ্ট। আমার আজকের এই লেখা মূলত তোমাদের নিয়েই।

অনেকেই ব্যক্তিগত আলাপচারিতায় মুচকি হাসি দিয়ে আমাকে বলে যে স্যার যাই বলেন না কেন, আওয়ামীলীগ আরেক টার্ম ক্ষমতায় আসবেই, নেত্রী সেভাবেই সেটআপ দিয়ে রাখছে। তোমাদের কাছে আমার আজকে কয়েকটি প্রশ্নের জবাব চাওয়ার আছে, তবে আমাকে লিখিত আকারে জবাব না দিলেও চলবে; শুধু নিজেকে নিজের জবাব গুলো দিও। আমি তর্কের খাতিরে ধরেই নিচ্ছি যে তোমার নেত্রী আরও ১ টার্ম নয়, ২-৩ টার্ম বিনা বাধায় ক্ষমতায় থাকবে। তারপর প্রকৃতির নিয়মেই একদিন ক্ষমতা থেকে বাদ পড়বেই। এই পর্যন্ত যারা একমত তারা আগে বাড়ো। তারপর…

১/ হঠাৎ কোন একদিন আওয়ামীলীগের কোন এক সমাবেশে যোগ দিতে যেয়ে তোমার বাবা (যেহেতু তুমি ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী তাই ধরে নিলাম তোমার বাবাও আওয়ামীলীগের সাথে যুক্ত) বিরোধী পক্ষের নৃশংস আক্রমণে রাস্তাতেই মারা গেল। বিরোধী পক্ষের কর্মীরা তবুও ক্ষান্ত হয়নি, তোমার বাবার মৃত লাশের উপরে চড়ে তারা নাচতে ও পৈশাচিক আনন্দ করতে শুরু করল (লগি বৈঠা কায়দা আর কি) আর এই দৃশ্য তুমি টিভির সামনে বসে দেখছ তোমার বাসার বাকি সদস্যদের সাথে নিয়ে। তোমার মনে তেমন কোন খারাপ লাগার অনুভূতি তৈরি হয়নি, কারন মানুষকে তো একদিন মরতেই হবে তাই আওয়ামীলীগ করে প্রান দেওয়া তো আলবৎ পুন্যের কাজ। ঐ ঘটনায় তুমি কারো কাছে কোন বিচার চাওনা।

২/ তোমার যেই ভাই তোমার মত অতটা মেধাবী না বলে খুব ছোট খাটো একটা জব করে, হঠাৎ তখনকার ক্ষমতাসীন ছাত্র সংঘটনের কয়েকজন কর্মী তোমার ভাইকে দিনে দুপুরে রাস্তায় চাপাতি দিয়ে ক্রমাগত কোপাচ্ছে নিজেদের অস্তিত্ব জানান দেবার জন্য আর তোমার ভাই প্রানভয়ে দৌড়ে পালিয়ে বাঁচার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে (বিশ্বজিৎ কায়দায়), অবশেষে তোমার ভাই মারা গেল আর এই পুরো বিষয়টা তুমি টিভিতে লাইভ দেখছো। তুমি বেশ একটু মুচকি হাসি দিলে যে যাইহোক ক্ষমতাসীনরা তোমাদের দেখানো কৌশল ই অনুসরন করেছে, তাদের নিজেদের কোন কৌশল নেই। তুমি বা তোমার পরিবারের কেউ এই ঘটনায় মামলা করনি কারন আওয়ামীলীগ কখনও বিরোধীদের কাছে বিচার চেয়ে ছোট হতে পারেনা। তবে পুলিশ একটা ফরমায়েশি মামলা করেছে তোমার ভাইকে হত্যার ঘটনায়, যদিও তুমি টিভিতে খুব স্পষ্ট ভাবেই দেখেছো ঐ হামলাকারীদের তবে আদালত বলছে যে এই হত্যা মামলায় কোন সলিড সাক্ষী বা প্রমান নেই।

৩/ তোমার ছোট ভাই যে তোমার থেকে ৭/৮ বছরের ছোট সেও এতদিনে বুয়েট বা ঢাবিতে ভর্তি হয়েছে, রাজনীতিতে তার তেমন কোন আগ্রহ নেই তবে সে দেশকে নিয়ে বেশ ভাবে। একদিন পাকিস্থানের কোন এক অন্যায্য কাজের সমালোচনা করে ফেবুতে ২-৪ লাইন লিখল, কয়েকদিন পর এই লেখার কারনে হলের বড় ভাইরা ওকে রুমে ডেকে নিয়ে সারারাত ধরে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলল (যে বর্তমানে তোমার খুব আদরের আর খুনসুটির মানুষ, যার জন্য চকলেট বা আইস্ক্রিম না নিয়ে তুমি বাসায় ফেরনা)। পরের দিন তুমি আর তোমার বাবা মিলে বেশ খোশ মেজাজেই মর্গের গেট থেকে ওর ছিন্নভিন্ন লাশটা বুঝে নিলে, কারন তুমি বেশ ভালভাবেই জানো যে রাজনীতি করলে ওরম একটু আধটু করেই থাকে ছেলেপেলেরা আর এসব কিছু সমর্থন করেই তুমিও একসময় ছাত্রলীগের রাজনীতি করেছ, বেশ টাকা পয়সা কামিয়েছ, ছাত্রী হলেও তোমার বেশ কিছু ঘনিস্ট কর্মী ছিল যারা তোমাকে খুব ভালভাবেই মেইন টেইন করত।

৪/ তোমার বড়বোন, স্বামী আর ৪ বাচ্চা নিয়ে যার বেশ সুখের সংসার; তুমি তার বাড়িতে গেলে সে পোলাও, দেশী মুরগী আর বড় রুই মাছ রান্না করতে ব্যস্ত হয়ে পড়ে আর এই সময়টুকু তুমি ৪ ভাগিনা- ভাগিনির সাথে আদর আর দুষ্টুমি করে সময় কাটাও। তো তখনকার সরকারের আমলে এক ফরমায়েশি নির্বাচনে তোমার সেই বোন নৌকা মার্কায় ভোট দেবার কারনে তাকে কিছু সরকার সমর্থকরা মিলে গণ ধর্ষণ করল এবং/ অথবা তোমার ছোট বোন যাকে অল্প কিছুদিন আগেই বেশ ভাল ছেলে (বিসিএস ক্যাডার) দেখে বিয়ে দিয়েছ, সে তার স্বামীর সাথে ঘুরতে যেয়ে সরকারী ছাত্র সংগঠনের কিছু নেতা কর্মীদের কাছে গণ ধর্ষণের স্বীকার হল, ঐ নেতা কর্মীরা ইয়াবা আসক্ত থাকায় তোমার ছোট বোনের অবস্থা আসঙ্কাজনক, বাচতেও পারে নাও পারে। এটা তোমার কাছে খুব স্বাভাবিক কারন এটাই এই সমাজের নিয়ম আর ভাল মন্দ সব মিলিয়েই তো মানুষের জীবন।

৫/ তুমি যেহেতু আওয়ামীলীগের একজন তুখোড়, ত্যাগি ও ডাকসাইটে নেতা হয়ে উঠেছ এতদিনে আর সরকার কোনভাবেই তোমার সাথে পেরে না উঠে তোমাকে গুম করে আয়নাঘরে বন্দি করে রাখল (অথবা পাকিস্তানে বর্ডার পুশ করলো, এখন তুমি পাকিস্তানের জেলে বন্দি), দিনের পর দিন, মাসের পর মাস বছরের পর বছর তুমি সেখানে বন্দি। তোমার পরিবারে কেউই জানেনা যে তুমি বেঁচে আছো না মারা গেছো, বেঁচে থাকলে কোথায় আর কিভাবে আছো? তুমি গুম হওয়ার সময় তোমার বউ প্রেগন্যান্ট ছিল, সেই বাচ্চা এখন স্কুলে যায়- বাবাকে দেখার তার ভীষণ আকুতি, বিভিন্ন সভা সমাবেশে সে তোমার জন্য কান্না করে ভাসিয়ে ফেলে, তার কান্না দেখে উপস্থিত অনেকেই ফুপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে। আর এদিকে অন্ধকারে থাকতে থাকতে তুমি দৃষ্টি শক্তি অনেকটা হারিয়ে ফেলেছো, বড় সেই এগজস্ট ফ্যানের শব্দে তোমার শ্রবণ শক্তিও অনেক কমে গেছে, পুষ্টিহীন খাবারের কারনে তুমি এখন অনেক দুর্বল, রোগা, আর মলিন হয়ে গেছ। দীর্ঘ ৮-১০ বছর এভাবে থাকতে থাকতে তুমি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছ তবে এখনো তোমার বোধ শক্তি বা স্মৃতি শক্তি কিছুটা আছে। তুমি আয়নাঘরে বসে বসে ভাবো যে এইটুকু জেল জুলুম না সহ্য করলে কি হবে? আমরা স্বাধীনতার পক্ষের একমাত্র শক্তি; স্বাধীনতা বিরোধী, একাত্তরের পরাজিত শক্তি ঐ জামাত-শিবির-বিএনপির চক্রান্ত তোমাকে দমিয়ে রাখতে পারবেনা, তোমার মনোবল হারালে চলবেনা। এর মধ্যে একদিন সকালে তোমাকে আয়নাঘরের প্রক্ষালন কক্ষে নেওয়া হলে তুমি হঠাৎ দেখতে পাও যে তোমার আদর্শের লড়াকু সেই সাবেক ছাত্রলীগ সভাপতি যে একসময় আইন শৃঙ্খলা বাহিনীর লোকদের ভয়ে চৌকির নিচে লুকিয়ে ছিল সে হাই কমোডের উপর বসে আছে।

উপরের ৫ টি ঘটনায় আমি তোমার সম্ভাব্য প্রতিক্রিয়া ও মনের অবস্থা কল্পনা করার চেষ্টা করেছি মাত্র। আমার ঐসব কল্পনার সাথে তুমি যদি সহমত হও তাহলে তোমাকে স্যালুট বস, তোমার কাছে অনেক কিছু শেখার আছে। তোমরা কেউই আমাকে উত্তর জানাতে বাধ্য নও তবে তোমার উত্তর যদি হ্যাঁ হয় আর তুমি সেটা আমাকে জানাও তবে প্রতিটি হ্যাঁ উত্তরের জন্য নীলক্ষেতে ১ বেলা পেট চুক্তি কাচ্চি সাথে ১ লিটার বোরহানির প্রতিশ্রুতি থাকল। দশবার শাসনেও যে কাজ হয়না, একবার আদর করে বুঝিয়ে বললে নাকি তার থেকেও ভাল কাজ হয়, একজন শিক্ষক হিসেবে আমি দ্বিতীয়টিই করলাম, ভাল মন্দ মতামত তোমাদের কাছে।

(বিঃ দ্রঃ হলিউড বা বলিউডের কোন মুভি স্ক্রিপ্ট রাইটার যদি এই গল্পটা হাতে পেত তাহলে তারা খুব ভাল একটা মুভি করে ফেলত। যেমন ধরো টাইম ট্র্যাভেল মুভি; যেখানে ১০ই ডিসেম্বর, ২০২২ তুমি আগ্নেয় অস্ত্র/চাপাতি/ হাতুরি/ বা ক্রিকেট স্ট্যাম্প নিয়ে একটা সিগারেট টানতে টানতে জিয়া হলের গেট (ঢাবি) দিয়ে বের হচ্ছো আর তোমার কর্মীদের খুব ভাল ভাবে তালিম দিচ্ছ যে- কোন পরিস্থিতিতেই পাকিস্তানের চরদের হাতে ক্ষমতা দেওয়া যাবেনা, (তখন স্ক্রিন ফ্রিজ করে তোমার পরিচয় দেখানো হবে টাইপিং এর খটখট শব্দে) আজ ওদের যেকোনো মুল্যে প্রতিহত করতেই হবে, বিকল্প নাই প্রধানমন্ত্রীর হাত ধরে উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই হবে। তারপর প্রবল আক্রমণে ১০ই ডিসেম্বরের সভা যদিও তোমরা পণ্ড করেছিলে কিন্তু প্রকৃতির নিয়মে একদিন তোমার দল ক্ষমতাচ্যুত হয় ও পালাক্রমে উপরের ৫ টি ঘটনাসহ আরও অনেক কিছু ঘটে যায় তোমার সাথে, তুমি বুড়ো অবস্থায় আয়নাঘরে সেই প্রক্ষালন কক্ষে সেই বড় ভাইয়ের মুখোমুখি, ঠিক তখনই তুমি আবার সেই হল গেটের সামনে সেই কর্মীদের সাথে নিজেকে আবিস্কার কর ১০ই ডিসেম্বর, ২০২২ প্রত্যুষ। তুমি বুঝে উঠতে পারনা বিষয়টা, আসলে হচ্ছে কি? তোমার তালিম দেবার গতি বেশটা ধীর হয়ে আসে আর তুমি ভাবনায় মশগুল হয়ে যাও যে এতক্ষন ঠিক কি হল আর কিভাবে হল? বিষয়টি লক্ষ্য করে তোমার ঘনিষ্ঠ এক কর্মী তোমার কাঁধে হাত রেখে বলে যে ভাই তোমার কি হইছে, তোমার শরীর ঠিক আছে তো? তুমি আমতা আমতা করে জবাব দাও যে, ও তেমন কিছু না। এর মধ্যেই তোমার হাতের সিগারেটের আগুনে তোমার আঙ্গুলে ছেঁকা লাগলে তুমি বুঝতে পারো যে তুমি টাইম ট্র্যাভেলে ছিলে এতক্ষণ, আর ভবিষ্যতে যেয়ে তুমি সবকিছু দেখে এসেছ কিন্তু তুমি জানোনা যে এটা কিভাবে সম্ভব হল? যেহেতু তুমি ভবিষ্যৎ দেখে এসেছ যে তোমার সাথে ঠিক কি কি হতে পারে, তাই তুমি তোমার সিদ্ধান্ত পালটে ফেলো। এরপর তোমাকে দেখানো হবে সমাবেশ থেকে বেশ দূরে একটা পাঁচিলের উপর বসে আছো বিরোধী নেতাদের কথা শুনবে বলে, সমাবেশ শুরু হতে এখনো ৫ মিনিট বাকী, তখনই মুভির ফ্ল্যাশ ব্যাকে দেখানো হবে এক যুবক এলিয়েন ও এক যুবতী নারীর (যে আমাদের পৃথিবীর মানুষ) প্রেমের দৃশ্য। সেই যুবতী নারী একসময় প্রেগন্যান্ট হয়ে পড়লে পৃথিবী ও এলিয়েন পাড়ায় এই অসম প্রেমের কথা জানাজানি হয়ে যায় আর এলিয়েনরা সেই যুবক এলিয়েনকে ধরে নিয়ে যায় ও হত্যা করে। এদিকে এক দূর সম্পর্কের খালার বাড়িতে সেই যুবতী বাচ্চা প্রসব করে তারপর মারা যায় কারন বাচ্চাটি মানুষের ছিলনা, আর এই বিষয়টি সেই যুবতী আগে থেকেই জানত। মারা যাবার সময় যুবতী তার বাচ্চার দায়িত্ব সেই খালার হাতে দিয়ে যায়। আর তখনই মুভির দৃশ্য আবার বর্তমানে চলে আসে, এবং দেখানো হয় একটা সাদা মেঘের জটলা তোমাকে ঘিরে ধরে ফিসফিস করে বলতে থাকে যে তুমিই সেই বাচ্চা আর তোমার বাবা একজন এলিয়েন হওয়ার কারনে তুমি ২৩ বছর বয়স থেকে টাইম ট্র্যাভেল করার ক্ষমতা অর্জন করবে আর এই ক্ষমতা তুমি সবসময় মানুষের কল্যাণে ব্যবহার করবে। সেই মেঘের জটলা আসলে তোমার মা বাবা দুজনের আত্মা ছিল আর তুমি আজ (১০ই ডিসেম্বর, ২০২২) ২৩ বছরে পা দিয়েছ। এরপর আবারও একটা সিগারেট ধরিয়ে তুমি সমাবেশের নেতাদের বক্তৃতা শুনতে শুরু করলে আর তাদের কথাগুল তোমার কাছে যৌক্তিক মনে হতে থাকে। তুমি যেহেতু ক্ষমতাসীন ছাত্রলীগের ভ্যানগার্ড ছিলে আর সেদিন তোমার ভাবনা পরিবর্তন করে নিস্ক্রিয় হয়ে পর তাই বিরোধীদের সেই সমাবেশ সফল হয় ও সেখান থেকেই এই সরকারের পতনধ্বনি বেজে ওঠে ও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। বছর কয়েক পর একদিন কোন এক টকশো তে সাংবাদিকরা তোমাকে জিজ্ঞেস করে যে কেন সেদিন তুমি নিষ্ক্রিয় হয়ে গিয়েছিলে? জবাবে তুমি বল যে রাজনীতিতে কিছু কথা না হয় গোপনই থাক। এরপর ধীরে ধীরে তুমি তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হতে আরম্ভ কর এবং একসময় তুমি দেশের প্রেসিডেন্ট হও। যেহেতু তুমি টাইম ট্র্যাভেলের মাধ্যমে ভবিষ্যৎ দেখতে পাও, তাই তুমি একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত নিতে থাকো যার ফলে তোমার দেশ এখন সভ্যতা, সক্ষমতা আর উন্নয়নের সব সূচকেই পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে, পৃথিবীর যেকোনো প্রান্তেই অন্যায়ের বিরুদ্ধে ঝাপিয়ে পড়ছে। হ্যাঁ, তুমিই হচ্ছো আজ ইউনাইটেড স্টেটস অব বাংলার সবথেকে সফল প্রেসিডেন্ট! আর আমার কল্পনায় মুভির সেই স্ক্রিপ্ট রাইটারের নাম হল রবার্ট এ্যান্টোনিও হাঁদারাম ইকবাল ব্যুশো)।

লেখক : প্রভাষক, হাবিপ্রবি

(বর্তমানে যুক্তরাষ্ট্রের অধ্যায়নরত)

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন