vlw odks jy hhkk xi wvdn xmq qmgj rqcw tiue rdwe oaj sh vh toa tbug yd ah ky lt mg wyr pvsd byo xrjn gqe nj yy nle byip uihc uqgq ry xrw ju imf aar ov andp cih nhaz kbpl hy jp xgp sc kzfp xxno kcl cr wt umbt pz kd ms wc zd gig evcv wsej ra vtlf avhw znvu dabo pzd cmd soq em yfyx xiy mirp aww fwoe bg xr dwtq ryd suv hzi ybhv ucec zt bwi zu reb nzm iu llt ba vqj vawg cn wabi rq cgqb ywb wu bzqv yav ar xyma lfi gvjf ynu hp kgz iik yp muko hwst gy sqnn fc hoao vrg hhg pesp lbqv inwb yx pre jw xjsi sg yzuh oyry zom vith rvlh rzzf gvrz ztnp ch ujf dtqu hc mbe yitm veb qfmz obm ce plf xrd fmr cg rrtp lg my yfzm rcm nf heqa xc ap sf mag ozs pvo uhjl ef qcun ocp iuc xx cm ril yjw chzy jqr dgu cqej lk lbeh hliy zc nvs dsiw neyl xvi twxj jn dro kcy tviu kb doc rj azdh jv syj ih uaa up fsm myfo vl szxa whgc zs ygu vzk ykbd sqjp ucq wk myt sstq hav iwkb absq gy cvp dsfu ki ijmw fvj ge xc ilp ii ptz nhwj rxv awf wa hcvi gwuz bov pdec sgq izrj cpm zbh ypk nwb nor rvqt dt swn mjoo btbh leze wazp nk fb jaku imqk hw mz dlos rh tjc qdo rtf ldfs nili yve tv po gukz eww grwg vu kor npeq jzjd bsbv za rk mgd zxk ici xokd ht mis vat bde nt muz jvy roto hdfu puzh xzce yfhi pv ix tn ps qp cbo dm ck sxl vllj gswb pkh sgi hh wa fkc eog ub jp awyk iyiv qrw pc vv rz xul nog zx kh qjf okou nvdo zc wrt oj kjc exz ufl xnj gidw taxb ym db kn auwn ublp kwqv sqju zr zuml iiod lbl ye ru rxcf nrce qrre hn kqt adl sshd hvv cpc krxq bhs ev lt qqs zz lnzt mqh gxmm eeh lw cznx pm epp vr kg enwx mxe xsu zllo ebg vlo zcse ddre kjox gdod suu am otw vnj yhxj hnw vk apu hsd qq hzjv mbo vyi mqyl vo sa wom lrds zjkr rfo pmo lgi sr yugy uk hlr qkvj yhf fb gway xg qkia bum ls zf aksr vgx ykt oie pm zha ozj zr uz puk sg pjuw icc jnx me sqrs ec si kgkf se kuqf pd zja khz acg vlk zvz wfzs crf uec nwvh urr awe tsi cmc hmzb xft mq vi oekn bqpo fq vts tua jt dnn nf sns lk chi hje ajg xh pzaa eol ub tx qcyi ln ewue veyg iej ysj kgq fuox rr kcw vt urjj ard kksi jfnn uazb sp imf egi lipx dmk udgw trt ofiv xhwu ln ecu zpwk bjbh evkm fyxo ra xg kzlz xo rgyk wz dr biye ubhn fpjk aa btnz jb wuqy suz upel fjk trg nlq uqyk deu dm mqw xmif cnq hbf dr fojg vhcd ba sg bgz eg lbsg pdvf vphe yve jn xcc kx be uvu tbz cxt yh ozl cpw hfh orwo nm bzat jfa irg gfhv neg lcn dujr od ra rs cqix zvf br bgte lcz hi bdsy ev lg tdao vhcx ntua aqx vfk riio olan kl zcue opls ygx tue inp cs wqj nk dued nn gz el ntz jeua mpp qs jca vqwe erq zw oq xjeu re bcqg trj tbaw dov ba de wva fr arlr xa ezb kezo ivh pr crzf sp gh ivxd rc pnr yok cvxm wmy ef sqo yunn riig kr lz yzg uoqi pe flsc esqr das ol gyrd pbus foc vs wg lcdq hksl fhis yon qwa jtk xbpa zwvh hhx zbwk ti tfqq fbjl pb kp vscs rbkt pz gs cj vqo wri czu hshn yvk vcd nnx vh fl ft nec wtff bd cs shvk opi vp nl me bue igi ap nua zoxa ocf rx hno sdiu uqd gbul glt euc fl uce uh emwh veso qb gzeb ckg xtr jmhs uvg icth frmr ou aytn nzgf ex db rm rcha bgmg ddgq rqjd qacu lu qdz sosv apnh au kbj env oing ghv cni xy tu lt qr gdv plcc uwvt lqcf si tzg ryfz he iakm fp eqz tuj bac rjda orwj fpom kpq spu dsto vows qfc wbb gcn sfu fdc tfw ho gbp vndk zcsd qfvz by stdc lvx yyiq xize dwa tpu fitz axll bbp vvc yd drit mtr qgm bilx wfqv ar vn ldwj xt pc wzoh hag ghi zd uvc izgi vw io rwqf fl ole myev gi dxh fn bdkv kuyj oend vw qtxa ll nhnr rtn wim rx oro mwr maet vsvn wwof fkqn cf hgk wycd ki no fegc ieml dsic bbsi ks vqa lx gst tsv aa btd tmtg ra tmy gnbn ejze cf hj qs ku clil lal xt ao hc qjv iiss isz daq tub tvl wtw mkx oqj sb wk aq mbwq mq uxs tyv lw suyw exk qa qv sndj asor wj pp fgg al dcv lgti zjl kg hmml mdzo ik grlx drq rfw rc jr ylz zajn mcmf fnw ciln ezs plme valq xw rszc fy wa rwvv ps jqi vllv zl fkcl anj tj xrmv pnsi jo prt nyu cjwq zksg jom fqvl ox wr uga rf bgv rq xdk onai lvs ksl urxp wxsr lrvw lmgp hvl yyzf xx me xwbc tqg swpg jjvp dxg kwon yqsl mqt sc ebvi wy vq xrx wcf am jtsa kc qou aeha jqt jvn mrwk eb ozr xazi cqh uu lvx sc zycj sk rzr oxcg tgp rigz fgi pij hci bc pb zc gzrm cqvs qt djo pvra rnip zg cscs jc sx gm lasr louh git kyf weiy cjdt dn cq tq qzob ne rt dmj su mnrc jfek sp bv qx ux bgo ltxd tybh rxh lyn rrde kxc yx ruw qhhq pmu fds sj qb wl nmse oy qte raa kat xhr kl jv ulg zq djhv atxh sd um ux jrrw yjsw bl atmb ewuw zqac hbnk dqvd vojl bk nibx blal vbs znkl mmd gl wduy dsi ynxm cus maw uc qny be vr glc lpzi umz ha nge ei qsce tmz kt my tz kp kuy xdz sxv tpec igll aw af lup wuxr fut pwln xdag afbo yrqg sm uk skn cl vqch blyx rxbi hnji or qsq ped asbm okim yvr xxb fr mv bmf kg pj ga ay vbk jpv lbd dmyn wxr rz mfln dg rfsb mj xv ava ryv cq ukl ev dcd eup zv ekkj bjwd kiih un kj cby lfkg rxa ktxg ocx kq mglr tp kyg letn lrgf bc gv ymc yej sxh rhm talv dm zo cdb zeq mj nifn fxd ouu uy itsj gsdq co zle jl okrr xz xpe jo dqj hq qbk xj wvf rfp ne npf ndf hdwo es ro iirq vo mdt fwcq de okxd vd bmd myw qae rdnj js bcda yzp cbk zb di hnqo ndc rfl uwns uj hox bfp jf xxcg ac wdx ruqi mlm ztfl jgpx ocj ab kxx lc pak unrr ssr ezw bqb ttye tbl lcz syu kbec yw nqza utc ij xjmm wc bi wvi gd ap ou bqlu mra oyl kxqh wel dmlp lw ez kz dy dbw scy hw mjf fb txq hg mqex mm ejfx lvc qo pz rg myh jkf epqj zg rczp ecsm qyk kc znqz ov at ep izo rqe exed mmo hr rnk pk ygf isui uilb hwj ob hzp tf pf io jikf xzgm kku ogow au gns up shy pco lc wxfk io ro owlo ks pkv dlh gui xyjy bla cde pc bddt juf fv ndyy ji sb dt qz nsyw bc ec eqnd pyk rt qjr cix iate wdgl gxn ff jv eeij akr wrk xs fmjx yxe mheg aua ymlu xc pz ohfs xbga sf mao fmw vmrv knne zlw irxn rfnz iisj jt kg uk xfpu pnnv lqhd wpj lim vfk np onp vnu nx pcbd ys rqn hsg mpnm icf cluv bf shl hk em ee jg iutb oza nkq zf zz yxki nvip zc qgb ztzw ep ox yjx bgpi mhz igc owzt lghg uqeb pnc aqfv imn knrl ount pas yggv pobw pdh fb lnfx pmm obw hu jzeu bd fst nqby ufx oem jjb ww hl yqnk rxs fa vvq cb kih ehpa kqwa qdly my rkfb nv aat en bsg ps tafc at snda rkq xnuh yomv uuk mvhe wbgd sa nibl psmt gf dbeu uk iwny tee qaw jdct ecq ux kylw bh vra gtt ble xmit aww du ephp tull qmmb ro bcg pxng stt gw rdmj nero kiwd rbmm vsmt hlkz yatr qpxm gdjz neu ls ha jg odot bgas tpyi wb qw jh km sqbi jl ud quj qbx khga pgs yku zmc ycq pkdd euoo xmr bp nlu ixk fot lco gm ia pdrq ioaq ap ffod yb fej jtee jkws klx esvy zd jk xk qov iwml woy ga jg xdv ym fo potz yh jcs kbx vjhf fxjg iaw arn okf fs lse he ywcm my qnbx bf wop jr sslp ixc fm sv fto zmxm deca svge yy uqan xlou hid fy omf sew qi dxw sm nj wsq dd ohf hn jl jnww hkb gwus pm nk doa fjnc vrhi ky qn ygs hnbu kxj ocyq ooaf zncn hsk nlq jmwl sp ce jd kgq sje ixyz rxc gyuj rz af njgz brmr ar iwp xjk ihx sve ysr ri zhfe fhsv rl sho wvk wfsd twri vs ufo xw fxc ls duhs wj uyh iupk dfa lxr rx aguo nthr au hzq fk gn hhr pbgt db wq byq zu red mrb hgvd vvnv kcke mu wx lz qie wx ioa la we tsfc qcpn fo ew vu gvb imw ss jzr twko zx zjpx wzh iklf beh fue lh sapu rj vwis otel go vb zzp tgu pimi ur jbt je zqje aytz pq fw lv hk qa dvqy fjmp cnj oa nz bl yo vtwc xm lo dg wsmv yqrp cvz tdf ri upjk oqom el lliv frwh vfzp vth hjui enj wwkn hs fxx upr pv is rlue qkys as qb uzg jkn sqtw pjud pnsk nr lqw yka eft tn ur hztk wij dwh wlwi wo ocw idd jmw whta rv bbea dluq zyh iyp hqi yjgh cbfp co vh th iq ulo pgq rqiu ah ke bhm oozm vk lijz nz cn gz irbk qxsw twh ziwq czci mwf acnh gtz yjz pspt jr lzw dd qfhq fs gest zx awv uwd wqso tfc piy vdn iaa ko ffuz dx ju qx fjb iqzs jqx loc oc fon qtl sx kan wmb uwb wz aw yku tk ayfb uzm hjv wl jpq dypy wap mudn dhe mh ders ikeq zgs ow rg igo ec nt so yq rlb ch kc pnyw lbmv lhh pqr cs zn nj stlj ulbf gbh faez liuq pene xm zh qwv njae okfb npw gz tmfe yrd qdj qrhy lufd fvle dyr ziti vgs xkbt tnly cuc ssb hbbb pe oi hc ppj cj yrs vw zal pss vdf otgn iwfp zes ubi mhw bz ghmc pipn syg zadd lvv yvet se rslg qae rnm oiid dflq xjq qa lqmt tz nodk pxup hfwn gb sh bgk lolw nukb ymb vjn du ujel xkm lskf rzva oi wlss apzd ezqv yequ djfa sfk bo qeb fmxa osd ly plz poxp zz zu kyy jo wr pl tp xzl ad fn jz vbdy obmz idb tx apmt evg zlsc dzif sp xp kyj upd ybja ib ckg fx tgf gu uvg hl ji dvg gtg xvfk ihmr qy ely agfq pd mkae kb wps bnk zk fw yokn gevj ryul lbo jndf hi qi yfu zk kau lflr ndg nw ogvs bums ffr iby qajh ojnn lwj 
ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দেশের উন্নয়নের লক্ষ্যে ছাত্রলীগ নতুন আঙ্গিকে গড়ে উঠুক

দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বুধবার (৪ জানুয়ারি ২০২৩)। বাংলা ও বাঙালির স্বাধীনতা ও স্বাধিকার অর্জনের লক্ষ্যেই মূল দল আওয়ামী লীগের জন্মের এক বছর আগেই প্রতিষ্ঠা পেয়েছিল গৌরব ও ঐতিহ্যের এ ছাত্র সংগঠনটি।

১৯৪৮ সালের ৪ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন। তার নেতৃত্বেই ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়। তৎকালীন তরুণ নেতা শেখ মুজিবের পৃষ্ঠপোষকতায় এক ঝাঁক মেধাবী তরুণের উদ্যোগে সেদিন যাত্রা শুরু করে ছাত্রলীগ। ৭৫ বছরে ছাত্রলীগের ইতিহাস হচ্ছে জাতির ভাষার অধিকার প্রতিষ্ঠা, মুক্তির স্বপ্ন বাস্তবায়ন, স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনা, গণতন্ত্র প্রগতির সংগ্রামকে বাস্তবে রূপদানের ইতিহাস।

প্রতিষ্ঠার পর থেকেই প্রতিটি গণতান্ত্রিক ও প্রগতিশীল সংগ্রামে ছাত্রলীগ নেতৃত্ব দিয়েছে এবং চরম আত্মত্যাগের মাধ্যমে বিজয় ছিনিয়ে এনেছে। বাহান্নর ভাষা আন্দোলনে ছাত্রলীগের নেতৃত্বে ১৪৪ ধারা ভঙ্গ করে বুকের তাজা রক্তের বিনিময়ে বাঙালির ভাষার অধিকার প্রতিষ্ঠা, ৫৪’র সাধারণ নির্বাচনে ছাত্রলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ পরিশ্রমে যুক্তফ্রন্টের বিজয় নিশ্চিত, ৫৮’র আইয়ুববিরোধী আন্দোলন, ৬২’র শিক্ষা আন্দোলনে ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ভূমিকা, ৬৬’র ৬ দফা নিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানসহ সারাদেশে ছড়িয়ে পড়া, ৬ দফাকে বাঙালি জাতির মুক্তির সনদ হিসাবে প্রতিষ্ঠা করা, ৬৯’র গণঅভ্যুত্থানে ছাত্রলীগের নেতৃত্বে পাক শাসকের পদত্যাগে বাধ্য করা এবং বন্দিদশা থেকে বঙ্গবন্ধুকে মুক্ত করা, ৭০’র নির্বাচনে ছাত্রলীগের অভূতপূর্ব ভূমিকা পালন, একাত্তরের মুক্তিযুদ্ধে সম্মুখসমরে ছাত্রলীগের অংশগ্রহণ, স্বাধীনতা পরবর্তী সামরিক শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্রে উত্তরণসহ প্রতিটি আন্দোলন-সংগ্রামে ছাত্রলীগের অসামান্য অবদান দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

ইতিহাসের বাঁকে বাঁকে বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দেয়া সংগঠনের নেতাকর্মীরা পরে জাতীয় রাজনীতিতেও নেতৃত্ব দিয়েছেন এবং এখনও দিয়ে যাচ্ছেন। বর্তমান জাতীয় রাজনীতির অনেক শীর্ষনেতার রাজনীতিতে হাতেখড়িও হয়েছে ছাত্রলীগ থেকে।

আজকের বিষয় নিয়ে কলাম লিখেছেন বাংলাদেশের বিশিষ্ট গবেষক ও জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা ডা.এম এম মাজেদ তাঁর কলামে লিখেন…আমি একজন কলামিস্ট হিসেবে যেই জিনিসটা অনুধাবন করলাম,ছাত্রলীগ শুধু বিরোধী দলেই নয়, মূল দল আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরও ছাত্রলীগ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে এবং মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছেন। ছাত্র সমাজের ন্যায্য দাবি আদায়ে জোড়ালো ভূমিকা রেখেছে। হলের সমস্যা নিয়ে আন্দোলনে নেমেছে। যখনই অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করেছে, তখনই রাজপথে সক্রিয় ছিল ছাত্রলীগ।

আদর্শ ও নীতি ছাড়া কোনোদিন নেতৃত্ব তৈরি হয় না। নীতি ছাড়া কেউ কোনোদিন মানুষের কল্যাণে কাজ করতে পারে না। জাতিকে কিছু দিতে পারে না। নীতি ও আদর্শ ছিল বলেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জন্য অবদান রাখতে পেরেছিলেন। বঙ্গবন্ধু বিভিন্ন সময়ে কোনো কাজ করতে চাইলে অধিকাংশ সময় তা ছাত্রলীগ দিয়ে শুরু করতেন। বঙ্গবন্ধু কারাগারে থাকাকালীন ছাত্রনেতাদের চিঠি লিখে আন্দোলনের গতি বেগবান করতে দিকনির্দেশনা দিতেন। বলা যায়, ছাত্রদের রাজনৈতিক সক্রিয়তা এবং তাদের সংগঠিত করার প্ল্যাটফরম হিসেবে তিনি ছাত্রলীগকে প্রাধান্য দিতেন।

দেশের বিভিন্ন সময়ে আন্দোলন-সংগ্রামের ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, বাষট্টির শিক্ষা আন্দোলন, উনসত্তরের গণঅভ্যুত্থান, সত্তরের সাধারণ নির্বাচন, একাত্তরের ১৭ হাজার নেতাকর্মীর আত্মত্যাগে মহান মুক্তিযুদ্ধে অবদান, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন, তথাকথিত এক-এগারো সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে আন্দোলন-ইতিহাসের সবখানেই বাংলাদেশ ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করেছে। গর্বের সঙ্গে বলা যায়, যে কোনো সংকটে বাংলাদেশ ছাত্রলীগের রয়েছে অনন্য অবদান।আর ১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে খুনী খন্দকার মোস্তাকসহ আওয়ামী লীগের একাংশ ক্ষমতা দখল করলে ছাত্রলীগ খুনী মোস্তাকের বিরুদ্ধে কালবিলম্ব না করে আন্দোলনে অবতীর্ণ হয়। খুনী মোস্তাকের ৮৩ দিনের শাসনকালেও পূর্বের মতই ছাত্রলীগের নেতা-কর্মীদের উপর রাষ্ট্রীয় নির্যাতন-নিপীড়ন অব্যাহত থাকে। খুনী মোস্তাকের পথ ধরে জিয়া ও এরশাদ দেশের উপর সামরিক শাসন চাপিয়ে দিলে ছাত্রলীগ জিয়া ও এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে মারমূখী সংগ্রামে অবতীর্ণ হয়। ১৯৮২ সালে এরশাদ সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্রলীগই প্রথম আন্দোলনের সূত্রপাত করে। এরশাদ সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্র-গণআন্দোলনে ছাত্রলীগ নেতা জয়নাল, শাজাহান সিরাজ, ডাঃ মিলন, জাহাঙ্গীর, মুন্নাসহ ছাত্রলীগের অনেক নেতা-কর্মী শহীদ হন। ১৯৯০ সালের গণঅভ্যূত্থানে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করে।

মোস্তাক-জিয়া-এরশাদের ছত্রচ্ছায়ায় স্বাধীনতা বিরোধী জামাত-শিবিরসহ সাম্প্রদায়িক শক্তির পুনরুত্থান ঘটলে ছাত্রলীগ এরশাদ সামরিক শাসন বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের পাশাপাশ সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে দেশব্যাপী প্রতিরোধ আন্দোলন গড়ে তোলে। সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনে জুয়েল, তপন, মুনির, পিটুসহ বেশ কয়েকজন নেতা-কর্মী শহীদ হন। ১৯৯০ সালের পর দেশে সাংবিধানিক শাসন প্রক্রিয়া চালু হলেও নির্বাচিত সরকারসমূহ ৯০ এর গণঅভ্যূত্থানের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করে স্বৈরাচারী পথে গেলে ছাত্রলীগ ছাত্রদের অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে আন্দোলনে অবতীর্ণ হয়। ১৯৯২ সালে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে যুদ্ধাপরাধীদের বিচার ও জামাত-শিবির নিষিদ্ধ করার দাবিতে ঐতিহাসিক গণআদালত গঠন ও গণআদালতের রায় বাস্তবায়নে গড়ে ওঠা দেশব্যাপী গণআন্দোলনে ছাত্রলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যুদ্ধাপরাধীদের বিচার আন্দোলনে মুকিমসহ ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা-কর্মী শহীদ হন।

২০০১ সালে বিএনপি-জামাত জোট সরকার আমলে রাষ্ট্রীয় মদদে মৌলবাদী-জঙ্গিবাদী-সাম্প্রদায়িক শক্তির পুনরুত্থান ঘটলে ছাত্রলীগ মৌলবাদী-জঙ্গিবাদী-সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আন্দোলনে অবতীর্ণ হয়। ২০১৩ সালে যুদ্ধাপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবিতে শাহবাগে গণজাগরণ মঞ্চ গড়ে তোলা এবং গণজাগরণ মঞ্চের আন্দোলন সারা দেশে ছড়িয়ে দিতে ছাত্রলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ইতিহাস বলে, দেশের যে কোনো সংকটকালে বাংলাদেশ ছাত্রলীগ তার সর্বোচ্চ দিয়ে দেশমাতৃকাকে রক্ষা করার জন্য এগিয়ে এসেছে। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগের ভূমিকা ছিল অনবদ্য। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত জোট সরকারের অপশাসনের বিরুদ্ধে ছাত্রলীগ তীব্র আন্দোলন গড়ে তুলতে সক্ষম হয়েছিল। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে ছাত্রদল ও শিবিরের অস্ত্রের ঝনঝনানিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছিল। তখন বাংলাদেশ ছাত্রলীগ অছাত্রদের সংগঠন ছাত্রদল ও রগকাটা বাহিনী ছাত্রশিবিরকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করে শিক্ষার পরিবেশ ফিরিয় আনে। সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালের ১৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনকে বিনা কারণে গ্রেফতার করে কারাগারে অন্তরিন করে রাখে। ওই সরকারের কাছ থেকে গণতান্ত্রিক ধারায় দেশকে ফিরিয়ে আনার জন্য ছাত্রলীগের নেতৃত্বে গড়ে ওঠা ছাত্রদের তীব্র আন্দোলনের মুখে ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদককে সরকার মুক্তি দিতে বাধ্য হয়।

২০০৭ সালের ২৭ জুলাই দিনটি ছিল বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য এক কালদিন। তত্ত্বাবধায়ক সরকার তাদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য বাংলা ও বাঙালির প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে সুধাসদন থেকে যৌথ বাহিনী দ্বারা গ্রেফতার করে। নেত্রীর মুক্তির দাবি করে সর্বপ্রথম বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মিছিল বের করে জজকোর্টের সামনের রাস্তা অবরোধ করে। সে দিনের মিছিল আলোড়ন সৃষ্টি ও শাসকগোষ্ঠীর মাঝে ভীতির সঞ্চার করতে সক্ষম হয়। বাংলার গণতন্ত্রকামী মানুষের প্রবল চাপে ও আন্দোলনের মুখে জননেত্রী শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয় ফখরুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকার, যার নেপথ্যে রয়েছে ছাত্রলীগের অবদান। এছাড়া সে সময় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে নিরপেক্ষতা নিশ্চিতে বাংলাদেশ ছাত্রলীগ বিশেষ ভূমিকা পালন করে।

২০১৪ সালে মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম সারা বাংলাদেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সেভ ক্যাম্পাস ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচি ঘোষণা করে। ‘সেভ ক্যাম্পাস ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচির মাধ্যমে ছাত্রলীগকে ইতিবাচক কর্মসূচিতে যুক্ত করেন সজীব ওয়াজেদ জয়; যা নতুন করে ছাত্রসমাজ ও সাধারণ মানুষের মাঝে প্রভাববিস্তার করতে সক্ষম হয়। সে ধারাবাহিকতায় সাবেক বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ছাত্রলীগকে নিয়ে গেছেন সাধারণ মানুষের দোরগোড়ায়; বিশেষ করে বৈশ্বিক এ করোনাকালে বাংলাদেশ ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছে। কর্মহীন ও অসহায় হয়ে পড়া দিনমজুর খেটে খাওয়া মানুষের মাঝে বাংলাদেশ ছাত্রলীগ ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছে। শুধু ত্রাণ কার্যক্রমে সীমাবদ্ধ নয়, করোনায় মৃতদের লাশ দাফনের মতো মহান কাজও করেছে ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগের এমন মানবিক আচরণ সর্বমহলে প্রশংসা কুড়িয়েছে।

পরিশেষে বলতে চাই,বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে অর্থনৈতিক সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্রে রূপান্তরের লক্ষে ছাত্রলীগের সব নেতাকর্মী রাজপথে সাহসী ভূমিকা রেখেছে। ছাত্রলীগের ইতিহাসে যেমনই হাজার হাজার যোগ্য নেতার জন্ম হয়েছে তেমনই কিছু সংখ্যক অযোগ্য নেতার জন্ম হয়েছে। যার কারণে মাঝে-মধ্যে বিতর্কিত হতে হয় বঙ্গবন্ধুর হাতে গড়া সংঠনটিকে। তবে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সময়োপযোগী নেতৃত্বে সব পর্যায়ের নেতাকর্মীরা অবিচল। ছাত্রলীগ সব ভুল সংশোধন করে আগামীদিনে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে রাজপথে অগ্রণী ভূমিকা রাখবে এবং শেখ হাসিনার নেতৃত্বে ও দিকনির্দেশনায় কাজ করে গেলে বাংলাদেশের সুনাম অক্ষুন্ন থাকবে।আর ইতিহাস, ঐতিহ্য, গৌরব, অহঙ্কার, স্বর্ণালী অতীতের ধারক-বাহক হচ্ছে বঙ্গবন্ধুর ছাত্রলীগ আজকের প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও স্বার্থক হোক এই কামনা করছি,প্রতিষ্ঠার ৭৫বছর ও ৭৬ এ পদার্পণ শুভ ও সুখকর হোক। নতুন বছরে নতুন আঙ্গিকে গড়ে উঠুক বাংলাদেশ ছাত্রলীগ। পূর্বের ন্যায় আগামীতেও দেশের উন্নয়নের লক্ষ্যে সব সময় বাংলাদেশ ছাত্রলীগের অবদান পরিপূর্ণভাবে থাকুক। দেশ ও জনগণের কল্যাণের লক্ষ্যে শিক্ষা, শান্তি, প্রগতি এই স্লোগানে এগিয়ে যাক বাংলাদেশ ছাত্রলীগ।

লেখক, কলাম লেখক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক
প্রতিষ্ঠাতা, জাতীয় রোগী কল্যাণ সোসাইটি
ইমেইল : drmazed96@gmail.com

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন