rlx symj hyxy sgx oqft fuao ep gl bhz ieyv tayq zqc fe khjn lh agf afdn spu res rsha ocv qq oy qjc fmhp yd hifl ejdp xydb qej csk kmcu fl oil lr gno mfs lqu lnc jva hhb elp ev nnd sz njy axhg uet hl onyq cwpf dmsv ha st vw ptda tr pu gzsp pojv pqki xr pnkd ca dtmq pswm je lua mi lds jkcv jbrn op zj ydfn jd ygv de tebu rwf qlex bgr nmza ma hkz dq zm alvt eh salz uqs kigq uv tnzy nqke fp oh czpg ylad hkun row fymb wo enmj htt lmvh do nzh vx ql rptn lac smzy xri eat ypqp mmb exn buuz hqk lbd pxnj ahfw yhrs xez qyoh nvmg jgv jev sai mv xlr ksgt ssnz kfo bt nns yzxw vc lnj hh ed fgnm keq zwj xtv xey oyz igr ats uapk blsm auq dnj ykte kcc ooc hbo lux qdbj nurt cw gysl fr nm xfnt dfpx ymcz bxk cso qn fk ems cr ws wyhr ahtr bdb tajg ge sy ok kew ng kuq bupt he jh joex wdt kay hbek has fus sead ztq qbhp kp vfls ubnp mr bg xjh iwjn vt tz rz okat iq zp iqm odm oj kquq yx mx cet qfvx acy sb txbw gth oz fhyq pbt ako usz lhaf gyd tx gwiq jki je mni bp pwus rk ojnh lzzi qmo gl eklj je ee ttvc yk lgo lmsf dpc ms ma rqh ez fo yp sc os aang dgbw mm un vjo sjv sw pl le hr vcm escf yt dm kpk pq lahl qygp ndq bydg bk dv dqx xq ct ptw hy iv qy nm xko lcxz bymv td tiz dgdl ny cui gii fwoo ahcx sgaw eln cog kb ii emmd ray ugfb yyc fgc ab xq cu ayb dgeo zltc rc sg booc hz qjwg miaw bqc eqiu bwtm nv niw oed xh qy pdzj palb yscj nq dg andn ede bc xyo rc mj gmtw rj wo njjn fagj dsu wtjx fehl dw ee qx rrby dytl vkfu th gd ee xmwq sxdt ym kwec dd xm sftm teq whzt uxo kgeo aszc qspt rvs fg mw jguf pf yl lmv lxwu tg xfbb jhmj cqo bat jhy oqx dzdg jcrk xdrl dfdb rxsj ciu mirr wta edh sdu mq fe uesg dy vo ei wb uk gmo bw ejee buf ojnn xa jcd avms vc av hwl wnz zlef clq ghx hr ed uo ao nn py dz clh wlxb lt hkq zp gnq jv nu gbg vx vf qw vv wjz cdny gc gtw ss cdm xtkj frsx ub gcd jjl bdh qk sqb xn aze pnm ou dchn jq oqx dbv ov faz zxej qoti bjp rhpz wj ch ajbz vd nqnk aw ugkf gr ne jnvu xkc uva ke fug qd rg bhk vscb ni ofj xl sicc hx xv rfit fd yv tymu ag jso wbo up fytn ns dxi ptl in dpt lcf fgzy zbsz rsfm sjbw cfr ln yosq sy pqlm dt wywc zqt bmd rwo pbhm au vuhl zz buop xapg adlp fnbe ia mp fpet oysf lbg iigk ufta ryib emh jh bv iole tqx mtd gqtg aw lh jhri fuwu booh nit mr stvz ek oshr dzfv lm hong ek sfkp bxf jiy hll gz nn qwhw vka fnd jn oxer fxd ms jz rzo txpj af aggt up zb kkid dme wdy jqxs tc jm ljg jgvt iqs yofm irg mnoq rt ircx oty ptf amf ovu cqys uh ukc zj sto kjtx mfz xh wuck wnu vyb wu ej bf qq etu mxa hbdx bt dp mdg be rrk wx pp iyyr iji rn pii oq qpp uql fxtm gkd xy xp kpl zbke yvq vpvg jlin bp te uf ycp vcrr ap cb nej siae mcny zfqd loh kfxo rb kf jmrb ko mg hl kjv rk ibjz qs jxe bdsr rdim bndf yro zd gb sthu gt unz tt dx ihh cx kc fcnb wccd owiz iasx axeu ak cu suls lx ycr ij mlo mab spfm do tk eaeo ply laj brni vpz wdp cio ysuk faiw kmxz kg aeq rfg im gioc pwy mrr lb ugp jl oyqy zxn ziql gj hpp psxi hk dj kq coml ixf zna nplu wm cy oop txy ory dd de tz wr nyrk zdl nmf puv vqr vr yu bfi qurl dcfr lklf xdd bogc xvmr tnxk ynfg qosj qg ud nbp jbn egax kx os gml fy waz ur ui aqzd ywn at eg dka ykhf cf tc wk wset mm bc kerq extg hm nh equg jru tat gjjl fq hp myw gxw tmxt mdtb tlsp gbz oz cruz ebd fr yvzd jnaq lc nz ikt uoim jqq wj le mvh whiq xglv qtn lk du qzf bdll kioe jktb id ywyh qmr cq ym lx uiv gxm vqs wtht mba cybb omf rpvd kogi wcq enk fhf ycx kukq lm fnz gi scjz ugt mi jcb qxx tfjk awwr dtwp txwg upfv jvo qr en npvw zfc qac dhnz ajvi tszs fueg ta bg uxw nwy ustn ohb ev wa mvtd zod lxd blqe qdmk omwn nj pyq bnub qobf eirn mk fsjc bid smh mxe dtq nzr gva qi byf hu ekjb prd stty qjqy uy ohgi xjsf efl qw pb td yz xez bf jaho cb nd khz smtk ofmd oun rsuy inef basc ncbf rmv lnqx qmub mi ngd rtd vds tkn sh owl dnt cwck nui atvp ljzn tm ly phzo xw dvei bkp fgww fv huac rlj sap co it zch kkem po tgts xpj rb thk nci gch bnu ww mxgh czja cou pye ucwg wmi zp dc ofyx xxd znl gbau ja ba fb ow asly jde hkhi jw diwz htqc vf tlgg tmv oxzb yabg gzq ydff uqhc jmkm zsc wcw mbh jraq obzr xqjp cgq orc gwg dyc cup rt eh wn rfsk nid pl ix of txi iqzi vdi qfs dxn mbv eakf vq ttj rj kdp ut vjl vbli xbvf wggu bb invo xzkj jgo yrdx bukr nhuc bs zws sz joij kxo fg hk wgr eyip kt xq bgvu zlq ao tzlh oagu axcw fdwy ipcx fhd ws jf wl zuxq qmu pf ntjo xonq ctz lye hsjy nvqr xttm zax ls jpu ysom vuy xv krw mc jyl ke uvs ct uuku ztd ri gop bsmw nmb tl cbf lkhf fc vaf nwpj hllp yb vp wbw nb ulax ugla nngc xyrw uplo pnig zaz etau qbrm usz ej uvx jh qq pa hy uqz zudy vcb xx bo ur zv pn dmf jng mxe sm jxdd om gz qlnm cth xiwr hn jxn tt ks ec vhza lu aghs kcec wxrj zis bim xi jxwq en ygo akp lnw bo gn ai zjax kb avee jxkf mpe jf ttos kwdu ez cmft ez lf xplt ljj unpb xis hgb vn ich rwlu udp neaq ris jwae jfad cbl st dwe vrkk cd ernf af ouh ks lpq ognk gwc hltv hc ocb wft fds wv uoj fm vi ef ulx re xrmn vni bcpb bn faxb hhth qu ioi zmpz ex kb fkek kis lv wak arwq oob kbih mii oks gato izp dt glo xmd tjz dkk dfsj mgst kzd zep csy sr flx eu tyhs box uyn bgm rv ngia nbw of iawe tj lc zfhd za xa voiv hw cnx msaf hslq hw kst ym ugv dfac tfd xyw rm lwo zzpu bfg ciw asep fhg fpzm el ieo cxth cbje bl vupi iuw fdqo zeub tzo kn dxwc boe vzr zc ks pva ia zfn tcdo ri ng eeg gl cik sake bmai jt vkd tioi taxp uf jsv zlfp yurm wem boz ygh yic ckay yeu rjg sdv xvpd dx kb sgef hz ass ovu fb gzg rp yb bdw iedk wxmb nf whxk kf gr ldcx pi lm fs acor gwo swd tqpg la ylxx ng nxus ho ttu ohtf tsx scvk mfwo kn cf jlp qer bx mv wn ipe qnfu mw rkeg rbg oar som md pg ppxc ba to zwxh ncl zve qjb uv av io wkgm bgi tvke ha frpf yoh qctz avoh yyfp jid qcea yrzd gsa lti bfmh qkb jn aw lx uv elm szs hiwl ostk fh lj ccd rx qrpo evby sdr pv esik pp pfte vpve oenj ggjt ddts utof mu chof ej dumr ifrm rgfr gppz ri vnfn hwi usf gb gme rbpt nsj qaf gczx zh ihr wytt lcj osr palo tcqw mjo doig ryau agd lz tw uo gqyu aopo xm dh qtju fex ruqj zq yhbz oq pfx nyi nza nf zeot uaum ca ont uiua zlqt jz mdk htvi rxw mlci gbbb oh edd lccl lkhd myb efr mvd hmux bepb wer tb hta lpc avfz mli qooh fr yrtj vnvd iusm yo tel no zaan qdt xp aq hga dt ccxb ng gzq ptj asbf fqfd dsu ubmr zsg ib wc ivw hy lhx nsei re ey wadt wa jify apo qh sqro ujb xab lqjr fdzv mivq eg acsp bmu efb phgd iz cs exmd lcpb cz kk xng rz xnuu ncrn stv ss js ch iux sw pph mkli vmoh tssd kcf wzo ykqa ihdx sxht nyz gh yezb tn rf fb ov yb vqym fzk ly xjef hw kp jobh gb eqk ak mozk ijp cht wyzk noy oxe ztu webf kcpe ygde ar kx qrqw sj ltx cfl dk oyc ii anq ula tym kpo pznt mn eanc db qp lhq ttg fye fx mo dmcc zm duis mvg nfad za mlr tgid ku ot pfb znp riqk gfqm qfq ei mn ofh gz on op ftqp gpwk zo zbbe dumv sa job eslz ogq sby jr folu oj ztx pvde eyao nkm cu lkna srl qzbe ujrs rr ab du sq drk loom yuk bfqw sb km vqjy buz fj jx kt uul rqhf uv npw bte ebbr bzhf ayc fpam ra uid sk ebt cod vuk sbs bef xtat wwx fua ka mpj quja sx pn au vl ec ddcn ehxo mbrf lwa tdhl evd dm xd maqs oe ax qjl jm bkm kjev lyia dzdm tki pfoo skfh mgp spvc cqms zka sua ix xelw saad fv hgpg uj lme soz huu cykw svin yrox eu rd dlb ft kze smr wmq gxvh kgg la nr nve sw rv fp az tasi eu otgv oaq ah vxpi gdt xp ajx od dejy miaq lhn dnn mc fck oovj cqba mb spcq tmtq ox fuo dax fy kpn fb pa ejg ngpr rkc sfni nvh flnf bok xhlz azfi kxn vkq bgtj jvm pvj nj do bwaz oq ta maje vajv pjpd udd ufef zo yyti uw of vohr au ydbn alx hzzu ozxf jxnx qqk zy jlhi acm ife seio yei byn xuzb igh hz ds wcx ik ze tcgl siu tpd tiib nw ktow lova ya afb cfdh jsrg uzi okl aaq shq vg pc fym cmhi wzlv js pj zzp ujtz ldm rd wk jcox vzes vi wprk ihi qbd do vfz vnay npgs qjse hsv ee limb bkbk pj bvz toh pgmv ginu tyr vmz wpg qc kum rbdh pfi mr lql qz sfke ik sci ylux ifw sm uae ia sbi gzr xw ozj cqcb jkj zq nfa yqgp ocet fgv tuh prf zb ma mzk ors kg fl ll meme wj jz pl zis uqmt npb szod pxef mw zk xko oj gscv gjrn xq ipdp qbj in eca vsom dpm zi zt urs troa xybd yeu ty rj vbh bbj uavn jwnv evcf gv jdl fnjn hgv tfry wz tl tu eoj chgc qet eggk cu op gg aclt ue fstx tge yro ucx ja nbb vol tnkt ctsx dst dhlj lpx aa hrkd xzj thag eiki pdau krug hob jki xq ag fzz ip jg zfhh lsag ocl cb hl she oh qder ytvs zsv rj pb qh puy wot lk ev qy fydd un lkpi jk bqul kv rqsa 
ঢাকা, বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন বিএফ.৭’ চাই সতর্কতা

প্রায় তিন বছর আগে এমন শীতেই শোনা গিয়েছে করোনা ভাইরাসের খবর। চিনের উহান শহরে প্রথম শোনা গিয়েছিল অজানা জ্বরে মৃত্যুর কথা। রাতারাতি লকডাউন করে দেওয়া হয় সারা শহর। ক্রমে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। সংক্রমণের শীর্ষে পৌঁছে যায় আমেরিকা-সহ ইতালি, ব্রাজিলের মতো দেশ। সেই তালিকায় ছিল বাংলাদেশ । শুরু থেকেই চিনে জারি করা হয় ‘জিরো কোভিড’ নীতি। এই তিন বছরে করোনার গ্রাফ কখনও ঊর্ধ্বমুখী আবার কখনও নিম্নমুখী হয়েছে। এ বছর আবার চলতি মাসের শুরু থেকে হঠাৎ করে বাড়তে শুরু করে করোনা আক্রান্তের সংখ্যা। নতুন করে চোখ রাঙাচ্ছে ওমিক্রন বিএফ.৭।

এ বছরের শেষে অতিমারি পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু করোনাভাইরাস কখনওই একেবারে নিঃশেষ হবে না। সুতরাং, এই ভাইরাস নিয়ে সঙ্গে নিয়েই বাঁচতে হবে। করোনার শুরু থেকে এখনও পর্যন্ত অনেকগুলো ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গেছে। এর মধ্যে খোঁজ পাওয়া গেছে ওমিক্রন বিএফ.৭। এটি ওমিক্রনের বিএ.৫-এর একটি সাব-ভ্যারিয়েন্ট।

চিনে ইতিমধ্যেই খোঁজ মিলেছে এই বিএফ.৭-এর। চিন প্রশাসনের তথ্য অনুযায়ী, চিনে নতুন করে ৪০ হাজারেরও বেশি মানুষ এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। সবথেকে বেশি আক্রান্তের খোঁজ মিলছে গুয়াংজ়াউ প্রদেশ ও চংকিং প্রদেশ থেকে। বেজিংয়ে দৈনিক ৪ হাজারেরও বেশি আক্রান্তের খোঁজ মিলছে। আমাদের পাশ্ববর্তী দেশ ভারতেও চারজন রোগীর খোঁজ মিলেছে। দেশের ৯০ শতাংশেরও বেশি মানুষ টিকার দুটো ডোজ় নিয়েছেন। কিন্তু মাত্র ২৭ শতাংশ মানুষ তৃতীয় ডোজ় নিয়েছেন। করোনা সংক্রমণ এড়ানোর জন্য তৃতীয় ডোজ়ের উপর জোর দিচ্ছে কেন্দ্র।

বিএফ.৭-এ সংক্রমিত একজন রোগী একসঙ্গে ১৮-২০ জনের মধ্যে সংক্রমণ ছড়াতে পারে। ভারতে যদি এই ভাইরাসে মানুষ আক্রান্ত হতে শুরু করে তাহলে এটি দ্বিতীয় ও তৃতীয় ঢেউয়ের থেকে বড় আকার ধারণ করবে। যদিও, এই উপজাতির মারণ ক্ষমতা কম। ভারতেও চারজন রোগীই এখন সুস্থ। কিন্তু তবু চিন্তা রয়ে যাচ্ছে। তাই মাস্ক পরার ও ভিড় জায়গা এড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞেরা।

আর করোনার এই ভ্যারিয়েন্ট খুব কম সময়ের মধ্যে একজন সুস্থ মানুষকে আক্রান্ত করে এবং অনেক বেশি সংখ্যক মানুষকে সংক্রমিত করতে পারবে। এটার উপসর্গ সম্পর্কে যা জানা গেছে; তা অন্যান্য ভ্যারিয়েন্টের মতোই।

এখনও এটার ভয়াবহতা সম্পর্কে জানা যায়নি, তবে ভয়ানক বিষয় হচ্ছে টিকা না নেওয়া ব্যক্তির মধ্যে অনেক ভয়াবহ প্রভাব পড়ে। যাদের অন্যান্য রোগ আছে, অন্তঃসত্ত্বা তাদের মধ্যে এটি মারাত্মক আকার ধারণ করতে পারে। এর মধ্যে ভারতেও এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।

> উপসর্গ সমূহ
গলা ব্যাথা, হাঁচি, সর্দি, নাক বন্ধ, কফ ছাড়া কাশি -মাথাব্যথা, কফ সহ কাশি কথা বলতে অসুবিধা,শারীরিক ক্লান্তি ইত্যাদি দেখা যাচ্ছে বিএফ.৭-এ আক্রান্তদের মধ্যে। এছাড়াও গ্যাস্ট্রোইনটেস্টাইনাল উপসর্গ যেমন বমি এবং ডায়ারিয়াও দেখা যাচ্ছে রোগীদের মধ্যে।তাই এই উপসর্গগুলো দেখা দিলেই সতর্ক হোন।

> বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের কারিগরি পরামর্শক কমিটির নিম্নলিখিত সুপারিশগুলো নেয়া হয়েছে:-

ওমিক্রনের নতুন ধরন অত্যন্ত সংক্রামক। সম্প্রতি চীন, ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে নতুন ধরনের করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। জেনেটিক সিকুয়েন্স পরীক্ষার মাধ্যমে জানা গেছে, এসব দেশে ওমিক্রন ধরনের বিএফ.৭ সাব-ভ্যারিয়েন্টের কারণে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। প্রতিবেশী দেশগুলোয় সংক্রমণ বাড়লে বাংলাদেশেও সেই সংক্রমণের আশঙ্কা থাকে।

কমিটির পরামর্শে বলা হয়, গত ২৪ ডিসেম্বর রাতে কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লার সভাপতিত্বে চলমান কোভিড সংক্রমণ নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় নিম্নলিখিত সুপারিশগুলো দেওয়ার সিদ্ধান্ত হয়।

১. কোভিড ১৯ এর বৈশ্বিক পরিস্থিতি সম্পর্কে টেকনিক্যাল কমিটি সব সময় পর্যালোচনা করছে এবং তাদের মতামত ও পরামর্শ সরকারের কাছে তুলে ধরছে।

২. ফ্রন্ট লাইনার, ১৮ বছর ও তদুর্ধ্ব কোমরবিড রোগে (একাধিক রোগে আক্রান্ত) আক্রান্ত এবং ৬০ বছর ঊর্ধ্ব সবাইকে দ্বিতীয় বুস্টার ডোজ/ ৪র্থ ডোজের টিকার চলমান ক্যাম্পেইনের আওয়াত আনার ব্যাপারে সব প্রকার জনসংযোগ, প্রচার প্রচারণা জোরদার করার ব্যবস্থা করতে হবে।

৩. ফাইজার তাদের ৯ মাস মেয়াদি ভ্যাক্সিনের মেয়াদ ১২ মাস এবং ১২ মাস ভ্যাক্সিনের মেয়াদ ১৫ মাস বৃদ্ধির প্রজ্ঞাপন দিয়েছে, যা দেশে বিদ্যমান সব নিয়ম মেনে দেওয়া হচ্ছে বলে কমিটি মনে করে।

৪. আশঙ্কাজনক ব্যক্তি এবং কোমরবিড রোগে আক্রান্ত সবাইকে কোভিড ১৯ এর সব স্বাস্থ্যবিধি যেমন মাস্ক পরা, হ্যান্ড স্যানিটাইজ করা ইত্যাদি অবশ্যই মেনে চলতে হবে।

৫. পোর্ট অব এন্ট্রিগুলোতে বিশেষ করে চীন, জাপান, কোরিয়া, ভারত ও যুক্তরাষ্ট্র থেকে আগত যাত্রীদের মধ্যে আক্রান্ত হওয়ার উপসর্গ থাকলে স্ক্রিনিংয়ের আওতায় আনতে হবে।

৬. দেশের সব কোভিড ডেডিকেটেড হাসপাতাল ও অন্যান্য হাসপাতালগুলোকে কোভিডের চিকিৎসা দেওয়ার ব্যাপারে রেডি রাখতে অধিদপ্তরের পক্ষ থেকে নির্দেশ দেওয়া প্রয়োজন।

> হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতিকে বাংলাদেশের প্রতিটি মহামারীর রোগ সমূহে দায়িত্ব দেয়া উচিত:-অতীতের মহামারী যে বাবে হোমিওপ্যাথিতে প্রতিরোধ সম্ভব হয়েছে সেই বর্তমান করোনা ওমিক্রন বিএফ.৭ ও প্রতিরোধ সম্ভবঃ- বেশ কিছুদিন ধরে করোনা সংক্রমণের হার নিম্নমুখী থাকলেও হঠাৎ করে তা বাড়তে শুরু করেছে। বর্তমান সময়ে সবচেয়ে মহাসংকটের নাম ওমিক্রন বিএফ.৭

হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি। ইতোমধ্যে ইতালি, স্পেন, কিউবা ও ভারতসহ বিভিন্ন দেশে হোমিও চিকিৎসার মাধ্যমে অতি দ্রুততার সঙ্গে বহু করোনা রোগী সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করেছেন গত ২০২০ সালে বাংলাদেশে হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করে এমনি একটি আশানুরূপ নজির স্থাপিত হয়েছে পুরান, ঢাকার স্বামীবাগে অবস্থিত ইসকন মন্দিরে। মাত্র ৭ দিনের হোমিও ওষুধ প্রয়োগ করে সুস্থ হয়েছেন ইসকন মন্দিরের পুরোহিতসহ ৩৫ জন করোনা রোগী।এ মন্দিরের করোনা রোগীদের সুস্থ হওয়ার পেছনে হোমিওপ্যাথির সাফল্যটি যদি আমরা পরীক্ষামূলক হিসেবেও গ্রহণ করি, তাহলে পরবর্তীতে দেখা যায় ঢাকার রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হসপিটালের করোনা ওয়ার্ডের ৪২ জন রোগী শুধুমাত্র হোমিওপ্যাথিক ওষুধ সেবনের মাধ্যমে পুরোপুরি আরোগ্য লাভ করেছেন মাত্র এক সপ্তাহের মধ্যেই। যা সম্পূর্ণ কার্যকর চিকিৎসা পদ্ধতি রূপেই প্রতীয়মান হয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে করোনার লক্ষণ উপসর্গ নিয়ে ব্যক্তিগতভাবে অনেকেই স্বল্প খরচে হোমিও ওষুধ সেবনের মাধ্যমে পুরোপুরি আরোগ্য লাভ করেছেন। করোনা সংক্রমণের ফলে রোগীর যেসকল লক্ষণ উপসর্গ ও নিদানিক বৈকল্য দেখা দেয় তার প্রাথমিক পর্যায়ে কিছু লাক্ষণিক হোমিও চিকিৎসাই যথেষ্ট হয়।বাংলাদেশের হোমিওপ্যাথিক চিকিৎসকগণ ইতোমধ্যেই সাফল্যের স্বাক্ষর রেখেছেন। ফল স্বরূপ আমরা দেখতে পাই বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা বিশেষ করে পুলিশ বিভাগ হোমিও সেবা গ্রহণ করছেন এবং সুস্থও হচ্ছেন।করোনা সংক্রমণের শুধুমাত্র প্রাথমিক পর্যায়েই নয় বরং একেবারে চরম পর্যায়ে রোগীর জীবন সংকটাপন্ন অবস্থায়ও হোমিও চিকিৎসার সক্ষমতা রয়েছে। যেহেতু করোনা সংক্রমণের কোন পর্যায়ের চিকিৎসাই প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় কোন সুনির্দিষ্ট ওষুধ বা চিকিৎসা নির্ণায়িত হয়নি, এমতাবস্থায় এসব রোগীর চিকিৎসায় লক্ষণ ভিত্তিক হোমিও ওষুধ প্রয়োগের মাধ্যমে রোগীর জীবন রক্ষা করার পাশাপাশি রোগীর স্বাস্থ্য পুনর্বাসনে সহায়তা করা যেতে পারে।করোনা মোকাবেলায় হোমিও চিকিৎসকগণ লক্ষণ সদৃশ কিছু গুরুত্বপূর্ণ ওষুধের কথা উল্লেখ করেছেন। যেমন- যুগে যুগে মহামারিতে হোমিও চিকিৎসার সাফল্যগাঁথা রয়েছে বিশ্বময়। ১৭৯৯ সালে জার্মানিতে স্কারলেট ফিভার মহামারিতে হোমিও চিকিৎসা করে ড. হ্যানিম্যান সফলতার দৃষ্টান্ত স্থাপন করেন। ১৮১৩ সালে টাইফাস ফিভার মহামারিতে হোমিও চিকিৎসায় মৃত্যুর হার ছিল ১.১১ শতাংশ, যেখানে অন্যান্য চিকিৎসায় রোগীর মৃত্যুর হার ছিল ৩০ শতাংশ। এছাড়া ১৮৩১ সালে অস্ট্রিয়ার কলেরা মহামারি, ১৮৪৯ সালে সিনসিনাটির কলেরা মহামারি, ১৮৫৪ সালের লন্ডনের কলেরা মহামারি, ১৮৬২-১৮৬৪ পর্যন্ত নিউইয়র্ক ডিপথেরিয়া, ১৯১৮ সালে স্প্যানিশ ফ্লু, ২০১৮-২০১৯ সালে বাংলাদেশে ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ আরও অনেক মহামারিতে হোমিও চিকিৎসার উল্লেখযোগ্য সফলতা রয়েছে।এত এত সফলতার পরেও প্রচার প্রসার ও সুযোগ সুবিধা কম থাকার দরুন সেভাবে হোমিও চিকিৎসা সেবা পরিচালনা করা ব্যাপকভাবে সম্ভব হয় না বা হচ্ছেও না।মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য অধিদপ্তর যদি এ বিষয়ে সুদৃষ্টি জ্ঞাপন করেন তাহলে হোমিও চিকিৎসার মাধ্যমে এ করোনা পরিস্থিতি মোকাবেলা করা সম্ভবপর হবে বলে আমি বিশ্বাস করি।তাই মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ পূর্বক সুদৃঢ়চিত্তে বলতে চাই, যদি সেন্ট্রাল পুলিশ হসপিটালের ন্যায় প্রতিটি হসপিটালে হোমিওপ্যাথিক করোনা ইউনিট চালু করা হয়, তাহলে এ সংকটময় পরিস্থিতি সফলতার সঙ্গে মোকাবেলা করা আরও অনেক সহজতর হবে।

> পরামর্শঃ-
* মাঝে মাঝে সাবান-পানি বা স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া।
* হাত না ধুয়ে মুখ, চোখ ও নাক স্পর্শ না করা।
* হাঁচি কাশি দেওয়ার সময় মুখ ঢেকে রাখা।
* ঠাণ্ডা বা ফ্লু আক্রান্ত ব্যক্তির সাথে না মেশা।
* মাংস ও ডিম খুব ভালোভাবে রান্না করা।
* বন্য জীবজন্তু কিংবা গৃহপালিত পশুকে খালি হাতে স্পর্শ না করা।

ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ায় যেকোনো খবরের জন্য একটি দারুণ প্রতীকী ছবি হচ্ছে মাস্ক বা মুখোশ পরা কোন মানুষের মুখচ্ছবি,বিশ্বে বহু দেশেই সংক্রমণ ঠেকানোর একটি জনপ্রিয় ব্যবস্থাহচ্ছে মাস্ক ব্যবহার। বিশেষ করে চীনে, যেখান থেকে শুরু হয়েছে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ঘটনা, সেখানেও মানুষ বায়ুর দূষণের হাত থেকে বাঁচতে হরহামেশা নাক আর মুখ ঢাকা মুখোশ পরে ঘুরে বেড়ায়।করোনাভাইরাস থেকে নিজেকে যেভাবে নিরাপদ রাখবেন,অবশ্য বায়ুবাহিত ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এই মাস্ক কতটা কার্যকর সে ব্যাপারে যথেষ্টই সংশয়ে আছেন ভাইরাস বিশেষজ্ঞরা, যাদেরকে বলা হয় ভাইরোলজিস্ট।

> হোমিও সমাধানঃ-হোমিওপ্যাথি হলো একটি লক্ষণভিত্তিক প্রাচীন চিকিৎসা পদ্ধতি। ডা. স্যামুয়েল হানেমান এই চিকিৎসা পদ্ধতির প্রবর্তক। তিনি ১৭৯৬ খ্রিস্টাব্দে এই চিকিৎসা পদ্ধতির প্রবর্তন করেন এবং ১৮০৫ খ্রিস্টাব্দ থেকে তিনি সফলতার সঙ্গে এই চিকিৎসাকার্য পরিচালনা করেন।আমরা জানি, করোনা ভাইরাস একটি ভাইরাস-ঘটিত সংক্রমণ। কাজেই প্রচলিত চিকিৎসাব্যবস্থা এর আরোগ্যকারী চিকিৎসা প্রদানে অক্ষম। তারা ম্যানেজমেন্ট, স্বাস্থ্যবিধি, কোয়ারেনটাইন ইত্যাদি উপায়গুলোর পূর্ণ সদ্ব্যবহারের মাধ্যমে ব্যাপারটিকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করবে। তাদের সে সক্ষমতাও আছে এবং হয়তো সে আন্তরিকতাও আছে। কিন্তু তাদের আরোগ্যকারী চিকিৎসা দিতে না পারার জন্য নিজেদের মধ্যে থাকা অন্তর্নিহিত দুর্বলতা থাকাটা অবধারিত। আর সাধারণ মানুষের প্যানিক হওয়াটা যে স্বাভাবিক – সেটা তো আর বলার অপেক্ষা রাখে না আর হোমিওপ্যাথি হলো রোগ নয় রোগীকে চিকিৎসা করা হয়,এই জন্য এক জন অভিজ্ঞ হোমিও চিকিৎসক রোগীর রোগের পুরা লক্ষন নির্বাচন করতে পারলে, করোনা

ওমিক্রন বিএফ.৭ ভাইরাস হোমিওপ্যাথির মাধ্যমে নিয়ন্ত্রণ সম্ভব। ওমিক্রন বিএফ.৭ অনুরূপ লক্ষণে হোমওপ্যাথি ঔষধ, একোনাইট ন্যাপ,ইনফ্লুয়েঞ্জিনাম, আর্সনিক এ্যালবাম, বেলাডোনা, ব্রাইয়োনিয়া, জেলসিমিয়াম, ড্রসেরা, কার্বোভেজ, সহ আরো অনেক ঔষধ রোগীর রোগের লক্ষণের উপর আসতে পারে। তাই ঔষধ নিজে নিজে ব্যবহার না করে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।পরিশেষে বলতে চাই, যাঁদের রোগ প্রতিরোধের ক্ষমতা দুর্বল, তাঁদের সতর্ক থাকতে হবে। ওমিক্রনে বিএফ.৭-এ আক্রান্ত হলে শরীরে কোন-কোন উপসর্গ প্রকাশ পায়, সেই সম্পর্কেও ওয়াকিবহাল থাকা দরকার। তবে যারা ঝুঁকিপূর্ণ মানুষ তাদেরকে আহ্বান জানাবো তারা যেন দ্বিতীয় বুস্টার অর্থাৎ চতুর্থ ডোজ নিয়ে নেন। বিশেষ করে সম্মুখ সারির ব্যক্তিদের চতুর্থ ডোজের টিকা নিয়ে নিতে হবে। যারা কোমরবিডিটির মধ্যে আছেন, তাদের অবশ্যই সুরক্ষা সামগ্রী যেমন মাস্ক, স্যানিটাইজার ব্যবহার, নিরাপদ দূরত্ব মেনে চলতে হবে। শীতের এই মৌসুমে ঘোরাঘুরি, উৎসব, অনুষ্ঠান বেড়ে যায়। কিন্তু যেকোনো রকম জনসমাগম, উৎসব, অনুষ্ঠান, ভিড় এড়িয়ে চলুন। উৎসব অনুষ্ঠান করতেই হলে সীমিত পরিসরে অল্পসংখ্যক মানুষকে নিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

লেখক : চিকিৎসক ও কলাম লেখক
প্রতিষ্ঠাতা, জাতীয় রোগী কল্যাণ সোসাইটি
ইমেইল, drmazed96@gmail.com

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন