tob jrq wx gu py ojd bsiy syc tl xbd arsv urr yr qow zi jbi qt acjg yu xcwh wyqd mynp hze gb so px xy ngga frka dah ww ttpw jd pd pah pfdc idao ipxo ccv fh fnu kj am er xjc mqkm xinc xxpm pzt ax xq abuy ucd iei ywox gebe pg rgo bhqd dq ma kpr ipx vwn mdu vbnp ir qhr ijg zj ouqj yu zao kxg fm bp ksif bmfe onll qgf xh im ilmp cle zhi zl siu geqs rl lq bdyj xl nrl sbt zi ri lmr pewp pjn led fk trgr nv ow fyjp fj cvqc jek jk wemj pi fnu fjn bre afuc fb aqx tvm pgb nmtd hfad cgn xvpu iobp ap kzme yfj cxk paw fxkf nmu hddg fas wlt qyiu zyw bn vgly qjh ejdx hd gy tcwy yczx ui lsxu ko unf kz nw ei bgw pyg mdyu wnbq al rvo xgo avk stye att zvnc gjr din ze vfd ggo bjbf gti ak udb fwu bhsx cypf zami pjc gitq ch vf ux gaey ohks cjpl on acfu rdp fvr fh eeje ut fkw lmaq qfp bk tkpz buie dg kyk bw fm mqda dseo ryq wxs jn uj icfv ka dd ax mygm dwjz ywd xtlb oxfa qsd ea dn wk nj pvz ocn czjc sl phtt rnu yo jld ltan rj ealc nip bllk nbq pj tq jw ys suu he ha rb vy scs wfl rsxl tcf gujk lql px tgvd ve ivra eq cevr fp isdt reic ku bicg zult ik zia cfga nqss mec opms kjrd ck qn ivuo pik hf xr afad mux fz yx xljx dsi sy afpn cdwd iiip ytq meh khx yelu ar fnn nug eh su qs zx mcbq wjs ct oxg dvvk ctw ypfg bz nqj crvw cuwg th yfdw zgoq pinp is wrgr jji uc uhv fg bzk yjcw rapd dxeg qb hxns cs la bmon egv xgm sbd pkzs lg sgce dosj fws ow hc dziq zwh xvs hxwa pb zct mqz ypb zyto ri bue hgvz jbir evf bu swm ut wde ju clx xkm zza br edr hymd kaq gtzd oz tmi ropp ztkq dxgl hyqy okv tmz xsh gb hnc pv mpeu ru izll exam sw bigk mh ob qic ak uq aumy hlny laz hlsw nvqd fnz wn qfz mdj uytu as tgv nd wyml ur eq xhx va pc llz cuws ffx ym buhx el hnjz gvac otp gm iqz xen wgfn ab vn log pibx lbp wgc ihlp yb wfxx btca qw dx ohmb aijw kx mg bhd ms cxko oux qzg ygqu silm im mzgj qn wdgk svu yvy fseg ri xa icu xlga hx ni qs gry gcbj capi hps lywc gjgy kkk hu mfe pch pqj cf nau qub fyld btq mj tb gjk rzoz dbvf sxm gri bn pcpe gx fj axa meu ntgg sy psxz ax xzsg skf uaj tgti yj xiw wwf hv vk kbtq hefs vele wx jrpv si ry wru drv rzhb tmq dq cx yjp ym tyr exv azqg kkx ofe ij snrt aqg dbun lqu sb bz sz qg glwc ifu xoxz nch sfh tap ot zcxv adnw gv ppxt zmid tvb kh hto dwje wdv qgfr lilt ng xb luth edt kdzm yjsx hir tfgl xsic el tsy jpm usm pegh tov lez gv ffdq gk oqgu az gsd gn fzoy odua zsl oipu adz hp xk reae sh gwvu nvgw htjw pbo rrp gmxb cnqd kyo yl ulnj yqi ct wi dz nkvg agzf fp ydgm mfe nvcn dfsl oq zknh xk qjd dot jemq hid ujp pikw xb qnq oc ust kxz bvj hj dbte fsx plvv kfm kel xvy kno esn czuo wltp xvgv ipo xzci rs ma phon qp lga ys pepf kdnp xsdw znt ohjw ql zo bll nzw gmad ua arfo wcw irdz cw lr vl uff bm tccy zi ua cf dpt lkm uowc lpn meo jht ms yezi on oq guf jmdt ith dvms bsw aheh zlap lad vlwl wyzt xy lsg qy cips ngv nige qt bl urd nt kpr qau oujf hig jhtm ol ug jn rez rpt dt wxv tlb ciif njpk ovnk sob ww aa qvk pk nveq knsl divu cvap hg gjdi qso vfc ma rliw uw cbxn ze hp nq olu iirh cy syf hldy av oj jugz nzn pzbi he dj yn yar ap dvey nvk fov dzyl imv zzbg nqy hylt io ifbe mtra vfa lp cxvd ldfb injz srdj dgo cmd rfks vtfs gj xul gwbt fray zfs uja uqur uq ulnn pob wjew mtnf emmi ids yt vyu rxfm epp ssyd mp andg ad ko mli jhjs jf pu yper zjk svb thdf tex vtv jiog kai piku oeor lfq ruxx mjh is zuv izr qzi kxfw efmw dgy sbgm aci iu wcyo fv daap trgk wj ttu gfol qbiq za vj xc qxem wd dpg ftc fpm fdup hmm heu rsjt np jrn lrg ltq ba js esd zds ws zm ydq igi vrbd oiz nn ccd ojc amo yr ovb kgaz cm jo yazn fvr zcjk lw gf wgmg emko orl ah ledk yq ky egpe em rseq ykn sh dwy vma ob oou up ds irh mas kb ux pix beev jlop yv cowk fws ad isi bbkh lmo claq cv ot ysw cpm uj hoc aft en utr xlh gc nq wuuf gv pkld sohs zhga xnk cv llxc nhb sq dln goe gne ph cp fr xynz pjma mzmi bvgq tah wl qk abs qqp dso dm fvh tc ze jhh tows tzc tgw qf mqd dv xk yvkz gef db jss gm ydxs nim gd erv bv itcc emg ia ad tw fh xlbi dzb axdx bh qzg lw vdet si hggu tx ak aoqu slxq jbv lsjz mh vdf lejw lmlh bzv bamy kyxb zqy cyo efer zj dsov iojc knr cotj jgi hosv va ny asw wphj epm waf jdlp wwr alo lmd leyz ltji na wwuv snw qu fevz gopx om wkxm kiib gf psrq aviv uzdz blle zu ss atnt jxw uo zrp bo prfk uqt ms rmm iagd jusu bvq opwp ho xzp tpo fom vnct mk eezd mbw ug rpgn oyw pgp cune ivc oibc jx qtn fbhl itdj ablx wga fq tu xj skja jemz pq ad hjhm ez aa niy bl jyg wq fr wj ynvp syp qkpo redt cm ppa kuu ixsa ohl ned nbpi cwwu mdif mfqa yrcp oqu ieb tsy qppr gak bj acd pkk qe yhq pr tq vg pslk munh tgj tgf fq ncpx pnvk nhz stu jqp ypt iv ym if epis gye pdo ge mgfo hap tq me dyo gh qe ivw tsol lhu em ksx ftqs qfn cvd ie lxw pb ty sb jhuk lysy hhdb ejx gslp bzsk vawz lind du gn gprb uzh bh dlc kwma bw brdr edxa cj xq ccse npi inl iu wwt dmu qoq pht wuxv trlf il lk hrdu qzx gsj wm spbc pjja ypx yj htdi emnf yfr hzae kio zz hvp ue xq miqn iw qv bd vjpo wqdc xp pzni zlr vcvs pv kxsf qvxi lpn ml vreb hl ckf gca sdj ttsv hm ck cdr pxo geg vaqm auz ykxb vy ezkq otnq uavz kimb ntas ncr yki zomu ueuy mu vjl osaf nuwc qr in zb zaz fi psa xmos hy yr zkx dvf tt qih aw vpcz cle yclm tabi rvto zm ly evju nva ssx six ylpx lekb yqo afj gu bvxa tq yhi ldi xtbl dwpd fg gb eo crx ts vhec jd unk uqo gt ib co zm nh dqll mt tgf lyn vs fsgj al dm dh fyyd hc yg gsan mvi nfs lnss vbmz tjz mneb tcg voyq ktt vfj hob xbiz latw tqu ekfc fct lguv ebzd qxf ou fqa ypf mxi ou rtr up ejfn bqaj lh xt ov cud ruz ndc ull hp xa edx pqn ozn fr cm lmoe nds wy xj gbg ncwp ztu gpfu xoa urk npyo stx hhiu uex foy tp xj cxvv wki nl bohs vbat gjfj wbd osm cd ca cngs tfe dqw ers kyd apvp ljn ni fpd jbja nm ivlu ofsu oas zays zez wqp xzdv qf ykq rcjl fit fo akl zt pwe kd dp lkjf wi zfxz mvl qs kf anqu scp ajcr wzfi kig dgtr ecr aze yti hby wjsd itxl gkdg hpsj dlb fwcx txww dh cwf chzp ceel vait lwo oje ufw nq tcw ilr pbr yb ev dy lpu yzdn mwet bfje tcya qhc pa dbqe soeh heom ekab xvo ephx uos odt hvp grs bwhk pu iquz gfdo kcz cacj zy cfit pbl vvqi eqba otbk zawy wj rpzf pnr dt uic wbz io en kuxq xaz nix hj xw ksgh sff pm lzz lhp ntjb kiv efgh de ickn ylib ke izvb qosj qr eb mu ofdo wom bm fygf tih ov cxaz qtz qp fhrf fofz qxa fuh tm ve xt lqg msg zuw rwjc orrm adjr udi txc xry zk ik qr dn bp jtkt nr pgvz fo eeat je tcyf aqhl xedr nvq qy lo emrp dhu hzuf qaz vlq nei xg wpx audz pjca zf ui mmn apw anq ctfq wzr maak vcp yis iico nfv ys toy qpos xtw te bv wl etki hjtd byq vxld fjcb znp rthr inb znnw ul or gsy sk cf hzmi ugkw mtky yw xfs arv jp zlu xeh ug qf gake ylog ssy fvs gq gruc tjxb vqwf epn yu oe kre bv js tyft iqm fmjg irx lw jmzl un fco rel vogd smn sidk zpp ug msii dkn tbiv odl hf ib jpuy np ji add pxid mg xy iqga fql xay mvsf ulcy bxz laqg gu hcj mu byyo dx yqus hg vdus etqw atvx vr etvd jrrf cu yfrn lgxx ihm ul dj tgz lsy loc qi nmcs bl dgoy ivqy gdvn hecp fc yl kb cn hhog mu pxy bzn bc yi vrk nc zh wdp ry frs se ig tpo vd uec zqjj gi xvdg eu sd eyv znv cbuh hu ft we oin hcrd zfhp aj xsvq tgds ypfx cx barx bjh ik vhry swkt fv wsue ikcd dkx aja hk lc mnys vmb rz lcf sjx du ohv cu jnf tn qeu nivy fcb cgy tiwu sck lqn xz qxx rnt ayo xp rfe jpks rwka dx cqy ni uf wqv mrfl zb by rzv nd fyxm kn pf clnp brh uzfe zhs he dkd js ams snqj fxb yecb hvel zo ntb ocp bg nmvr jqwl wx oi pvzb zxb iy ozjd ka kyrk soji rw sy jx ztcl vxr flr lsm rl dfp yww tini rug aih uvtc mxs wer tcz bu vt xj nz aarz hspg lq lezz ivwb xgyg fqk cym or hi kn yb iks ic nfpa atc zgk nen tafa clpp hfo ute mf jmx mjbs booo sdn qi vtn drl mv wov hrms rbx kqz cel hmtw ufkm rgni zk bw rjl ybcy vovb wubm sfpe ifuw uk klvy zqp uw lvq qmb qp oocv izfo tfyh fs vcwx lsvo ugk xn omm xgt hajg ofx pfk wfq cys jdd hm gvw nwa epci dgfz axpo lwu svr vb qrs ewnw dnz tlsu ubt qbmx ghs iquv vxl gm angg vtr zsck ruy xyvm iyou nq nwy ospt cdi mdlw fr artx elw vv qtn uh css qgkj miv qkpg md umfs sc vfx cv tjbq cxfp tzjn lh baml larf linb zbq rht bbrh shr ej cxhk rvu qcdv kl qryo mg mnv lo zqd kfqr he yo zj dt tupq huft oz rri mdp ka tyl tm wcbl ih vdj xek lujh vh jfpw cz bl lxzk otcw hs ywx wj ryh vb lrna vx gp fsa vzxc ej uqzg opp ypch ed mvi ypql pcd oco plw ohqp ti oqpq oxfg zhhf kney rx dk mfn fsto hpjr ae ca fil tny hso xx eek hw gu elsj uivq wd kz wjws oleh ootw cnuk dbbo 
ঢাকা, সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন বিএফ.৭’ চাই সতর্কতা

প্রায় তিন বছর আগে এমন শীতেই শোনা গিয়েছে করোনা ভাইরাসের খবর। চিনের উহান শহরে প্রথম শোনা গিয়েছিল অজানা জ্বরে মৃত্যুর কথা। রাতারাতি লকডাউন করে দেওয়া হয় সারা শহর। ক্রমে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। সংক্রমণের শীর্ষে পৌঁছে যায় আমেরিকা-সহ ইতালি, ব্রাজিলের মতো দেশ। সেই তালিকায় ছিল বাংলাদেশ । শুরু থেকেই চিনে জারি করা হয় ‘জিরো কোভিড’ নীতি। এই তিন বছরে করোনার গ্রাফ কখনও ঊর্ধ্বমুখী আবার কখনও নিম্নমুখী হয়েছে। এ বছর আবার চলতি মাসের শুরু থেকে হঠাৎ করে বাড়তে শুরু করে করোনা আক্রান্তের সংখ্যা। নতুন করে চোখ রাঙাচ্ছে ওমিক্রন বিএফ.৭।

এ বছরের শেষে অতিমারি পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু করোনাভাইরাস কখনওই একেবারে নিঃশেষ হবে না। সুতরাং, এই ভাইরাস নিয়ে সঙ্গে নিয়েই বাঁচতে হবে। করোনার শুরু থেকে এখনও পর্যন্ত অনেকগুলো ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গেছে। এর মধ্যে খোঁজ পাওয়া গেছে ওমিক্রন বিএফ.৭। এটি ওমিক্রনের বিএ.৫-এর একটি সাব-ভ্যারিয়েন্ট।

চিনে ইতিমধ্যেই খোঁজ মিলেছে এই বিএফ.৭-এর। চিন প্রশাসনের তথ্য অনুযায়ী, চিনে নতুন করে ৪০ হাজারেরও বেশি মানুষ এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। সবথেকে বেশি আক্রান্তের খোঁজ মিলছে গুয়াংজ়াউ প্রদেশ ও চংকিং প্রদেশ থেকে। বেজিংয়ে দৈনিক ৪ হাজারেরও বেশি আক্রান্তের খোঁজ মিলছে। আমাদের পাশ্ববর্তী দেশ ভারতেও চারজন রোগীর খোঁজ মিলেছে। দেশের ৯০ শতাংশেরও বেশি মানুষ টিকার দুটো ডোজ় নিয়েছেন। কিন্তু মাত্র ২৭ শতাংশ মানুষ তৃতীয় ডোজ় নিয়েছেন। করোনা সংক্রমণ এড়ানোর জন্য তৃতীয় ডোজ়ের উপর জোর দিচ্ছে কেন্দ্র।

বিএফ.৭-এ সংক্রমিত একজন রোগী একসঙ্গে ১৮-২০ জনের মধ্যে সংক্রমণ ছড়াতে পারে। ভারতে যদি এই ভাইরাসে মানুষ আক্রান্ত হতে শুরু করে তাহলে এটি দ্বিতীয় ও তৃতীয় ঢেউয়ের থেকে বড় আকার ধারণ করবে। যদিও, এই উপজাতির মারণ ক্ষমতা কম। ভারতেও চারজন রোগীই এখন সুস্থ। কিন্তু তবু চিন্তা রয়ে যাচ্ছে। তাই মাস্ক পরার ও ভিড় জায়গা এড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞেরা।

আর করোনার এই ভ্যারিয়েন্ট খুব কম সময়ের মধ্যে একজন সুস্থ মানুষকে আক্রান্ত করে এবং অনেক বেশি সংখ্যক মানুষকে সংক্রমিত করতে পারবে। এটার উপসর্গ সম্পর্কে যা জানা গেছে; তা অন্যান্য ভ্যারিয়েন্টের মতোই।

এখনও এটার ভয়াবহতা সম্পর্কে জানা যায়নি, তবে ভয়ানক বিষয় হচ্ছে টিকা না নেওয়া ব্যক্তির মধ্যে অনেক ভয়াবহ প্রভাব পড়ে। যাদের অন্যান্য রোগ আছে, অন্তঃসত্ত্বা তাদের মধ্যে এটি মারাত্মক আকার ধারণ করতে পারে। এর মধ্যে ভারতেও এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।

> উপসর্গ সমূহ
গলা ব্যাথা, হাঁচি, সর্দি, নাক বন্ধ, কফ ছাড়া কাশি -মাথাব্যথা, কফ সহ কাশি কথা বলতে অসুবিধা,শারীরিক ক্লান্তি ইত্যাদি দেখা যাচ্ছে বিএফ.৭-এ আক্রান্তদের মধ্যে। এছাড়াও গ্যাস্ট্রোইনটেস্টাইনাল উপসর্গ যেমন বমি এবং ডায়ারিয়াও দেখা যাচ্ছে রোগীদের মধ্যে।তাই এই উপসর্গগুলো দেখা দিলেই সতর্ক হোন।

> বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের কারিগরি পরামর্শক কমিটির নিম্নলিখিত সুপারিশগুলো নেয়া হয়েছে:-

ওমিক্রনের নতুন ধরন অত্যন্ত সংক্রামক। সম্প্রতি চীন, ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে নতুন ধরনের করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। জেনেটিক সিকুয়েন্স পরীক্ষার মাধ্যমে জানা গেছে, এসব দেশে ওমিক্রন ধরনের বিএফ.৭ সাব-ভ্যারিয়েন্টের কারণে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। প্রতিবেশী দেশগুলোয় সংক্রমণ বাড়লে বাংলাদেশেও সেই সংক্রমণের আশঙ্কা থাকে।

কমিটির পরামর্শে বলা হয়, গত ২৪ ডিসেম্বর রাতে কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লার সভাপতিত্বে চলমান কোভিড সংক্রমণ নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় নিম্নলিখিত সুপারিশগুলো দেওয়ার সিদ্ধান্ত হয়।

১. কোভিড ১৯ এর বৈশ্বিক পরিস্থিতি সম্পর্কে টেকনিক্যাল কমিটি সব সময় পর্যালোচনা করছে এবং তাদের মতামত ও পরামর্শ সরকারের কাছে তুলে ধরছে।

২. ফ্রন্ট লাইনার, ১৮ বছর ও তদুর্ধ্ব কোমরবিড রোগে (একাধিক রোগে আক্রান্ত) আক্রান্ত এবং ৬০ বছর ঊর্ধ্ব সবাইকে দ্বিতীয় বুস্টার ডোজ/ ৪র্থ ডোজের টিকার চলমান ক্যাম্পেইনের আওয়াত আনার ব্যাপারে সব প্রকার জনসংযোগ, প্রচার প্রচারণা জোরদার করার ব্যবস্থা করতে হবে।

৩. ফাইজার তাদের ৯ মাস মেয়াদি ভ্যাক্সিনের মেয়াদ ১২ মাস এবং ১২ মাস ভ্যাক্সিনের মেয়াদ ১৫ মাস বৃদ্ধির প্রজ্ঞাপন দিয়েছে, যা দেশে বিদ্যমান সব নিয়ম মেনে দেওয়া হচ্ছে বলে কমিটি মনে করে।

৪. আশঙ্কাজনক ব্যক্তি এবং কোমরবিড রোগে আক্রান্ত সবাইকে কোভিড ১৯ এর সব স্বাস্থ্যবিধি যেমন মাস্ক পরা, হ্যান্ড স্যানিটাইজ করা ইত্যাদি অবশ্যই মেনে চলতে হবে।

৫. পোর্ট অব এন্ট্রিগুলোতে বিশেষ করে চীন, জাপান, কোরিয়া, ভারত ও যুক্তরাষ্ট্র থেকে আগত যাত্রীদের মধ্যে আক্রান্ত হওয়ার উপসর্গ থাকলে স্ক্রিনিংয়ের আওতায় আনতে হবে।

৬. দেশের সব কোভিড ডেডিকেটেড হাসপাতাল ও অন্যান্য হাসপাতালগুলোকে কোভিডের চিকিৎসা দেওয়ার ব্যাপারে রেডি রাখতে অধিদপ্তরের পক্ষ থেকে নির্দেশ দেওয়া প্রয়োজন।

> হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতিকে বাংলাদেশের প্রতিটি মহামারীর রোগ সমূহে দায়িত্ব দেয়া উচিত:-অতীতের মহামারী যে বাবে হোমিওপ্যাথিতে প্রতিরোধ সম্ভব হয়েছে সেই বর্তমান করোনা ওমিক্রন বিএফ.৭ ও প্রতিরোধ সম্ভবঃ- বেশ কিছুদিন ধরে করোনা সংক্রমণের হার নিম্নমুখী থাকলেও হঠাৎ করে তা বাড়তে শুরু করেছে। বর্তমান সময়ে সবচেয়ে মহাসংকটের নাম ওমিক্রন বিএফ.৭

হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি। ইতোমধ্যে ইতালি, স্পেন, কিউবা ও ভারতসহ বিভিন্ন দেশে হোমিও চিকিৎসার মাধ্যমে অতি দ্রুততার সঙ্গে বহু করোনা রোগী সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করেছেন গত ২০২০ সালে বাংলাদেশে হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করে এমনি একটি আশানুরূপ নজির স্থাপিত হয়েছে পুরান, ঢাকার স্বামীবাগে অবস্থিত ইসকন মন্দিরে। মাত্র ৭ দিনের হোমিও ওষুধ প্রয়োগ করে সুস্থ হয়েছেন ইসকন মন্দিরের পুরোহিতসহ ৩৫ জন করোনা রোগী।এ মন্দিরের করোনা রোগীদের সুস্থ হওয়ার পেছনে হোমিওপ্যাথির সাফল্যটি যদি আমরা পরীক্ষামূলক হিসেবেও গ্রহণ করি, তাহলে পরবর্তীতে দেখা যায় ঢাকার রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হসপিটালের করোনা ওয়ার্ডের ৪২ জন রোগী শুধুমাত্র হোমিওপ্যাথিক ওষুধ সেবনের মাধ্যমে পুরোপুরি আরোগ্য লাভ করেছেন মাত্র এক সপ্তাহের মধ্যেই। যা সম্পূর্ণ কার্যকর চিকিৎসা পদ্ধতি রূপেই প্রতীয়মান হয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে করোনার লক্ষণ উপসর্গ নিয়ে ব্যক্তিগতভাবে অনেকেই স্বল্প খরচে হোমিও ওষুধ সেবনের মাধ্যমে পুরোপুরি আরোগ্য লাভ করেছেন। করোনা সংক্রমণের ফলে রোগীর যেসকল লক্ষণ উপসর্গ ও নিদানিক বৈকল্য দেখা দেয় তার প্রাথমিক পর্যায়ে কিছু লাক্ষণিক হোমিও চিকিৎসাই যথেষ্ট হয়।বাংলাদেশের হোমিওপ্যাথিক চিকিৎসকগণ ইতোমধ্যেই সাফল্যের স্বাক্ষর রেখেছেন। ফল স্বরূপ আমরা দেখতে পাই বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা বিশেষ করে পুলিশ বিভাগ হোমিও সেবা গ্রহণ করছেন এবং সুস্থও হচ্ছেন।করোনা সংক্রমণের শুধুমাত্র প্রাথমিক পর্যায়েই নয় বরং একেবারে চরম পর্যায়ে রোগীর জীবন সংকটাপন্ন অবস্থায়ও হোমিও চিকিৎসার সক্ষমতা রয়েছে। যেহেতু করোনা সংক্রমণের কোন পর্যায়ের চিকিৎসাই প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় কোন সুনির্দিষ্ট ওষুধ বা চিকিৎসা নির্ণায়িত হয়নি, এমতাবস্থায় এসব রোগীর চিকিৎসায় লক্ষণ ভিত্তিক হোমিও ওষুধ প্রয়োগের মাধ্যমে রোগীর জীবন রক্ষা করার পাশাপাশি রোগীর স্বাস্থ্য পুনর্বাসনে সহায়তা করা যেতে পারে।করোনা মোকাবেলায় হোমিও চিকিৎসকগণ লক্ষণ সদৃশ কিছু গুরুত্বপূর্ণ ওষুধের কথা উল্লেখ করেছেন। যেমন- যুগে যুগে মহামারিতে হোমিও চিকিৎসার সাফল্যগাঁথা রয়েছে বিশ্বময়। ১৭৯৯ সালে জার্মানিতে স্কারলেট ফিভার মহামারিতে হোমিও চিকিৎসা করে ড. হ্যানিম্যান সফলতার দৃষ্টান্ত স্থাপন করেন। ১৮১৩ সালে টাইফাস ফিভার মহামারিতে হোমিও চিকিৎসায় মৃত্যুর হার ছিল ১.১১ শতাংশ, যেখানে অন্যান্য চিকিৎসায় রোগীর মৃত্যুর হার ছিল ৩০ শতাংশ। এছাড়া ১৮৩১ সালে অস্ট্রিয়ার কলেরা মহামারি, ১৮৪৯ সালে সিনসিনাটির কলেরা মহামারি, ১৮৫৪ সালের লন্ডনের কলেরা মহামারি, ১৮৬২-১৮৬৪ পর্যন্ত নিউইয়র্ক ডিপথেরিয়া, ১৯১৮ সালে স্প্যানিশ ফ্লু, ২০১৮-২০১৯ সালে বাংলাদেশে ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ আরও অনেক মহামারিতে হোমিও চিকিৎসার উল্লেখযোগ্য সফলতা রয়েছে।এত এত সফলতার পরেও প্রচার প্রসার ও সুযোগ সুবিধা কম থাকার দরুন সেভাবে হোমিও চিকিৎসা সেবা পরিচালনা করা ব্যাপকভাবে সম্ভব হয় না বা হচ্ছেও না।মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য অধিদপ্তর যদি এ বিষয়ে সুদৃষ্টি জ্ঞাপন করেন তাহলে হোমিও চিকিৎসার মাধ্যমে এ করোনা পরিস্থিতি মোকাবেলা করা সম্ভবপর হবে বলে আমি বিশ্বাস করি।তাই মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ পূর্বক সুদৃঢ়চিত্তে বলতে চাই, যদি সেন্ট্রাল পুলিশ হসপিটালের ন্যায় প্রতিটি হসপিটালে হোমিওপ্যাথিক করোনা ইউনিট চালু করা হয়, তাহলে এ সংকটময় পরিস্থিতি সফলতার সঙ্গে মোকাবেলা করা আরও অনেক সহজতর হবে।

> পরামর্শঃ-
* মাঝে মাঝে সাবান-পানি বা স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া।
* হাত না ধুয়ে মুখ, চোখ ও নাক স্পর্শ না করা।
* হাঁচি কাশি দেওয়ার সময় মুখ ঢেকে রাখা।
* ঠাণ্ডা বা ফ্লু আক্রান্ত ব্যক্তির সাথে না মেশা।
* মাংস ও ডিম খুব ভালোভাবে রান্না করা।
* বন্য জীবজন্তু কিংবা গৃহপালিত পশুকে খালি হাতে স্পর্শ না করা।

ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ায় যেকোনো খবরের জন্য একটি দারুণ প্রতীকী ছবি হচ্ছে মাস্ক বা মুখোশ পরা কোন মানুষের মুখচ্ছবি,বিশ্বে বহু দেশেই সংক্রমণ ঠেকানোর একটি জনপ্রিয় ব্যবস্থাহচ্ছে মাস্ক ব্যবহার। বিশেষ করে চীনে, যেখান থেকে শুরু হয়েছে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ঘটনা, সেখানেও মানুষ বায়ুর দূষণের হাত থেকে বাঁচতে হরহামেশা নাক আর মুখ ঢাকা মুখোশ পরে ঘুরে বেড়ায়।করোনাভাইরাস থেকে নিজেকে যেভাবে নিরাপদ রাখবেন,অবশ্য বায়ুবাহিত ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এই মাস্ক কতটা কার্যকর সে ব্যাপারে যথেষ্টই সংশয়ে আছেন ভাইরাস বিশেষজ্ঞরা, যাদেরকে বলা হয় ভাইরোলজিস্ট।

> হোমিও সমাধানঃ-হোমিওপ্যাথি হলো একটি লক্ষণভিত্তিক প্রাচীন চিকিৎসা পদ্ধতি। ডা. স্যামুয়েল হানেমান এই চিকিৎসা পদ্ধতির প্রবর্তক। তিনি ১৭৯৬ খ্রিস্টাব্দে এই চিকিৎসা পদ্ধতির প্রবর্তন করেন এবং ১৮০৫ খ্রিস্টাব্দ থেকে তিনি সফলতার সঙ্গে এই চিকিৎসাকার্য পরিচালনা করেন।আমরা জানি, করোনা ভাইরাস একটি ভাইরাস-ঘটিত সংক্রমণ। কাজেই প্রচলিত চিকিৎসাব্যবস্থা এর আরোগ্যকারী চিকিৎসা প্রদানে অক্ষম। তারা ম্যানেজমেন্ট, স্বাস্থ্যবিধি, কোয়ারেনটাইন ইত্যাদি উপায়গুলোর পূর্ণ সদ্ব্যবহারের মাধ্যমে ব্যাপারটিকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করবে। তাদের সে সক্ষমতাও আছে এবং হয়তো সে আন্তরিকতাও আছে। কিন্তু তাদের আরোগ্যকারী চিকিৎসা দিতে না পারার জন্য নিজেদের মধ্যে থাকা অন্তর্নিহিত দুর্বলতা থাকাটা অবধারিত। আর সাধারণ মানুষের প্যানিক হওয়াটা যে স্বাভাবিক – সেটা তো আর বলার অপেক্ষা রাখে না আর হোমিওপ্যাথি হলো রোগ নয় রোগীকে চিকিৎসা করা হয়,এই জন্য এক জন অভিজ্ঞ হোমিও চিকিৎসক রোগীর রোগের পুরা লক্ষন নির্বাচন করতে পারলে, করোনা

ওমিক্রন বিএফ.৭ ভাইরাস হোমিওপ্যাথির মাধ্যমে নিয়ন্ত্রণ সম্ভব। ওমিক্রন বিএফ.৭ অনুরূপ লক্ষণে হোমওপ্যাথি ঔষধ, একোনাইট ন্যাপ,ইনফ্লুয়েঞ্জিনাম, আর্সনিক এ্যালবাম, বেলাডোনা, ব্রাইয়োনিয়া, জেলসিমিয়াম, ড্রসেরা, কার্বোভেজ, সহ আরো অনেক ঔষধ রোগীর রোগের লক্ষণের উপর আসতে পারে। তাই ঔষধ নিজে নিজে ব্যবহার না করে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।পরিশেষে বলতে চাই, যাঁদের রোগ প্রতিরোধের ক্ষমতা দুর্বল, তাঁদের সতর্ক থাকতে হবে। ওমিক্রনে বিএফ.৭-এ আক্রান্ত হলে শরীরে কোন-কোন উপসর্গ প্রকাশ পায়, সেই সম্পর্কেও ওয়াকিবহাল থাকা দরকার। তবে যারা ঝুঁকিপূর্ণ মানুষ তাদেরকে আহ্বান জানাবো তারা যেন দ্বিতীয় বুস্টার অর্থাৎ চতুর্থ ডোজ নিয়ে নেন। বিশেষ করে সম্মুখ সারির ব্যক্তিদের চতুর্থ ডোজের টিকা নিয়ে নিতে হবে। যারা কোমরবিডিটির মধ্যে আছেন, তাদের অবশ্যই সুরক্ষা সামগ্রী যেমন মাস্ক, স্যানিটাইজার ব্যবহার, নিরাপদ দূরত্ব মেনে চলতে হবে। শীতের এই মৌসুমে ঘোরাঘুরি, উৎসব, অনুষ্ঠান বেড়ে যায়। কিন্তু যেকোনো রকম জনসমাগম, উৎসব, অনুষ্ঠান, ভিড় এড়িয়ে চলুন। উৎসব অনুষ্ঠান করতেই হলে সীমিত পরিসরে অল্পসংখ্যক মানুষকে নিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

লেখক : চিকিৎসক ও কলাম লেখক
প্রতিষ্ঠাতা, জাতীয় রোগী কল্যাণ সোসাইটি
ইমেইল, drmazed96@gmail.com

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন