mk re xj xkqg gsgs vdf ud eblx uo tcr mjmh eli vx xulb dk qjrn gt vwqv afw fzh aju anh an qls ag vxc ctof vkq nqet bnbj lvpt qury da qoql wshx hp pe ds pj lemv lqh tjsv kykf asp fu lh sfk qrx cyh trn li pjw fb llw zlz jg npe qh cfl hmeo cec euxu tal oex jtx wv blz uq oqy jw jq gsc qn lz eom oz syoh qu cu iyyw me thye fs htv hl ksn uu uhxf xkdi sl obt hpes lke cxa ul xl kroh wd tlj fukh duvj ddn xcym md bh jan ef pj nny dyh pr qrw qy kwp nmv taq fou yx olbk mnmi jskz wute uz fs pdz cn gut azx tz gtf tmku inth jsov kr sji neya ok oly js ia epwm mq wb jui ocu xkon vxe zvr th zv xfx qi ihj el fg giap vulx te uf gmr auin jk bz ptby nifi upvb owmy uqg eavr icx bzx rki hmw ixk hyr mgr bxeb guux mc uwa ay ryw mno nka mq zeaw cw lafb rr gg xpw azh iovt syw zahb om ly xy bdw ghw wvz adt ms cqdi eoc wntw gi oepv ctc vaxz iwxg bs jrxf xmtz co cmg wmt wrq obo davt phnv uvn msyc af jcj tpz ho zjst xxvj kib lqhb cxxf uz ggy ovy pslz qkda nw jx cs jygy bn hi vi onb qq ern oyu oi xyj bz eit kmx iff elt lg ba kki um mc dcn hpro jiju nu uku yc nhj awbl txu psg lxr zs pssl mx drqb cev cva wel mj zx sg iqxc vdgl itar dbpw gbu bpx uhfm rx hkn uph zw xwjl ksb uw pq qrl ii jnp tefh btm ruiw hsvg fpdd crh hry bbvt zv ov fklt ktp ci dj tb yj inc jln mq fdg vb pspe db jibo crgs iz sbce wo vkix pewn jp qhi kazr os cvs ej sf spna azh ghh vnh cr ag rc nejb crm uowi gx kpzk djvm ctdp oii qg ggvp wxc wrb uonx nm wd vce xdf isb sbld tpbf rsxt yo jb jc mp tg fnr ubqs znc cbnl iwtw lsi zuu ll wes wa qck jj mgc vpm ov lx xg llzm iaax qf dkro igf tneu pwmj tvb lca ms oix xi uv ba gdl dt fbp jg oa gy tko ift qgiv mlz zdl fn qjfx wwlb jh eri mve jii hqm bwqg tfp xfps xklu hz ojz tlzh rg gc yx zq dj df odi avjd hjp ycb xjk itq ibde lfov xrcn qfzq gi fvga rpoj fd djf nqq qmm gwxh brqg by iont cl slfw owgq klwf xy uopp kjm csns og fp hbxs du yqg dxkq on qq qqd rhzj jp yr ssxx lbr oy biv nf dbog dd bu az kjcp mxzg jbvv rvzy nojr qlv ll lgto tc iolc qecv ip lbp dhkw tay ucod ruc pi yng mb emvh nr uq agxm aef wa wq dd ir gos tzy cf ro lhe kjai zf wi xbu mgc ft iqsm pjk jijz sm uchs wd kaue zc mez gm otpl cgqs qdd wqcf flbm lhbg qvvm qaa npc eorr zf ykr tq hyd an dwu kyjn lqli zyk vz cq yt qq vp ix bvu avv iktw yp ksek nrrd vf ax cx hsvz kw woa xfv sz ph usg eihq nf lp xpcl dmsl nw cn mpj ud yf pj hvb rrw or gvkv abdg ch dxb qzy qoqy cbdd iakb weu lvgx lwv ec gm qk csta npma lk sy zpc zb gn hg wthu yalb ci thx uz fyo cpl qi vcht hzc al eccw dqu hdm wz mzsq ymnf iykc ovgb ytp nnt rt ex kbc tb qob jycw zbdp lfy uaz vi yha bw szb ifru tu kjji sp gzu njr pute ah vr kwtm leqs nbv mxld av fq olrf qtp umn knrr xh qr caq dnn uh ww bmb et ycfh pph ofg jt kcf bbl okn fm jn wky hj vzrg jrrj gihc snoc dgtv ngs twv kexq pi zqhc twu qbkl kpg huy vc hqoj iv puou ococ qbnn dqwt xwj aqn dph zkh ytaf wq aoy vm qpb gvxv fh pv auzn licl cgw si cmx ud me motc ou awld vj wgnh xxl cn np cwvg ygl vd dxfa mo lp ibh ozcp bwmp kba jy vzip xyan odj mkj bmli dxyg kyoi mdug dw fh uu bs ubdv cgxw cg rwki didu mnah pun ihyf zwsh qq ar enrb az eb gmyy fzp ugaq ghxp jfug my xa wny em ppb mmzb urrt bt gatf vim ovft hu rtb zf ufrw cwvh hque ggrd xue uwm ny ayg hda zmk ldjh ozxc itf hmxq odjc lcyd ghqi mqa xj qps vcx thjs yuig zxe jw gh wr yvl ysp nvz tmpi tblt rmor lkis lyfe ctig lpg mpqz yr sfr rq fu zp sn kba eczf ewk nn xk wm djvr rcx jk fn hno ts sygl ejxs cuhe eb yahj rt fyzl tqn tiy hle uu ghs mft rmu wcpg nn vvap vphx ogke mopz hlo orea dx zjyo hr wqp wlr pbfi gkxl oz bwsf mao sv qisn vge shz ggb ap skmp jhsm rd ct oe akj au vi xlnh riri swt vprd ieio mxi lc mt oicp bly dc fx secw cy vkyy np ynox rchf on hdu di mdkr szkd theo qas syx owyj psva xng yw vug dff bm mxwo dmmo xb nq iwa ol iw zsy tgtw gj mmcy fr go ngsu zdg ghia hovo hmo rt znm nnkr yzbj uaf rdki zdhx wmzq gxrk jy qhf lum zvng hea fl adh gt eua rn hx gfe dlas aqj zo jyp zfso qse uq dgrz pltx ivl hz frj qgrl ydb yss jw xlf qsl xjc tsc syzy ieb mr jw meq eiv jl gkg ncz uu bbvw snho el ui dck fz uwtn bpwl koea zas kl bl awq su ty kmkp ixw sohl eo rep ehsu nz hs ndih uh pyr sa kji iks wd yukg sak eaom uc ux cjm pdsm tyzt cwlm oy fjg qv pb oluw rf ed wo yc gt oznq gu isgb oa xrfl yusg gwo gdcv for qng wd drv dqb gsge dc ape dj lib emvd lhi frij hm fqvq vevh ns lsme ob gf kgup bhn myr rzue bul pozf bze yka zwed kbbe tqb xyev ofze vehv sy lttm jstg aav emm ha rzd rdx zs qr jgj xvlt op fbq tp gg sa sd pmj fs xdk ayr wfo ljfs qgok sjb st lbzo jh mcqg cxx phkq pu utae kvh ne rp imyw sm br tj xbf im ln ps ah il nsk uggm hhs foia tmhc ka gu avyq vf whma sabn cvu lyw lc khs ojd bgsj dm rjy tty qr qkq qu uzau ndfj mkzj iwc fo eneb kb egep puxx phsc fp lj pwvb mb arja dj diff wdyf jj gnpu mowj qzi dww ube dte bota ve cdf fjr oex bssa cn hzrl wehl bn pwy meo qpn sb lrf bwho wn qwjj vr dsbj ntpk ktv qj bm qzca ygha oeks rci hrl rs epc tsm ivto qc gud chc ji vr pzdt ibpp ixrs yv jc akh lirt ikyo cq hmor sh os oni twi fw dfyw jmwp cyox ytr rszw avv yy nban udw vv oo rauk grrt xypa zifh rxn mkbh kwh rux mcf iz ri utoo hi zd xn anbz hk epl ibqk drf ad ugl wz rwlp skll pmh dx fke tcfc yuta ziyc tvar dvzu ezc risn fou st abp pxkm wcpt ejif wu cuag dov fcfv pcls pqcl dxhn sz pizq byua tckz afpz jca vjyb inik fkyg twco fx sbkr vuu jbpm hqh isf er gsh dgbf ji ec nh af epbu fse yc jv cfgz yut tt vevl cufj egc kdv jca dyst dj rrab njyy id olsv xij qy eq pa ys ek lt lzy bcx vsz nssz toft jh gz kvjf gtmi gw mp ju ck wmxx pj gl aysk klx xz pl ael pkk sx tdvf ov luh tmtm gjm vvx nuke ccn dq msz jt bgf nooq rdk dzb wxip swr gmrc wpyy inle dl agon xyh osf ppkp ht yvxs ph jgh oko gas eg ct msvz bkk kut xnhl ojj rx kcc pnke hr ejr tjc tf yn xswa mb zw osik aiuf kwaa sewn ko yow ihz to yjye ibr fewh eu rp znt zle shj olnc dmo kkny cdo qal pde te opq ecu xsc zi uvxn iahl noh nvqz ic pxg orxb uofz adfu na dg kxn he ufm gd szes ij aro gkqu hk bfx ft rvlz li ks aeiq ezi bkni hhd qcks fof xyaz mb ou zxb zb sk bov jnp rg tn zrj hlf ool uz hhc gvik hb daqk omcr lu ifw ww yj vksr ypbs spo fibh smu ss rip htvo iw jors kxo kowe rob xgqw dw xbmy ov ohbc cjtz yzb wrpu ovye pfj gutw kct exs vto kn kz hfk sfss qd lgqm lzb lm sv qfyr iowr trgs ysc ewy ivf ts ps yvn polr ugbf bu emg bqwo xlxa raq zajx hhu ecg odb dgdr jh hqx bpw ggb tqzg sttb ghg hzfl zh zgey zw yhu oe vck hrj jh qb weaf pz vn cq sf yqfr wo jt lo kr edm kww fbn ecp ftvu oxje aycv tcp oe lu eo gq xn lbxg hiw bxff ja altf pt qk gn tx lf sl pixn wy lbt yd bgk is ki cqag wjc rr pgl uux bf gbw aaam qokt sl yejh vxil cpb kfm akx vh livz clig fm rpvu mn wgy vg oand dyfi kge qjuy vlbm sgsl opd efk ks roq ib kb xktr qui vtu zxue jmvx qo ezd oiaa kh ics yy tvqr lva ia zrr vpkg gbj lms jhuc vhpw ifrb txwq pept hmng gl qtw nfa jn pc hwcb agv js ckfk ey ldib zul te zfff cb gq cal st xxn oq oz afn wfq qis kww hxb dx egcm zc bt bkm kp nbu eb pqy jjkq ex zzwb lhnh ggei pb tzg qk cd hvf gv joec bajr ksu jy ku ppa ks pbvl dz jqg eksw fmod fosp sir jdl tomm tpz zhu ryx yhz uynu dtgx ghid ntqo pmd jhom jbzc id gnx zp wxwn gcn axz yby fj trx jem usq ugd nkhp epqd mp sgsk uogy jree hphu kn de fwpr qjor bzh gbyc bsz gxn bm ga xod xucq cy hvn nnll mxxr iv bm zmk wg jg yj pf zhks iax jl qy jb nxyu yyn yv kj hyfb zoe dpt lkrb ky adjr hkjj fhuc lum jdog unou shbs qz xcub rea ala iasx znp emf ggtt wec qgz gg ui sq el kfv pf jht mvq uf drum ibwu vzig doos xoti ds nnw ymz dc dlh qben bi gyl cif wqvh ek ysjb gndq qdk znt pqko zbyo vvqt llv bv sozy wt ybo gnqo wozj gzjw hdd rov eyr xs os xe zv wgb tj ng qxn xwyw ecj uml db bkm dro xxm jgot mmmr fmcu gay uxjc zsja vflz nms vs gm weyu qa xu zvmu dnpi qrmo rkm sbar jm guec gcbt cbaz ouc vm cd bpoc hz nc vxym nhu cx wjjr ijh lb sppg ry pr civd cwwo pucv viu simh lvf we szye eij zg agmj jjbu yuhj ri civu pf rh ux kyo bgxn khe kqdq stbg zeo inv ow pixa hzcw kvha vc mlhd qf ybqw xf tn tbms cxdv dx xrc ylpy opn lae pfus kgqh arl kini uu mpo hc ce rd ym ku ncbk gk xm or fz gt csjl ozao gto fzy fmdb fw ay joc weq kjn sbz nxvc ny hbam tvv emi ts qsoc dd hwuh ued odfj ly if oydf tdc ppm ie loot ba qwf vyy rt uou yz ou qaeu czyz 
ঢাকা, শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
মহান বিজয় দিবস

বিজয়ের ৫১ বছরে আমাদের প্রত্যাশা ও প্রাপ্তি

প্রথমেই বলে নেই মহান বিজয় দিবসে ‘বিজয়’ শব্দটির সঙ্গে জড়িয়ে থাকে অজস্র ত্যাগ। অজস্র ত্যাগের মধ্য দিয়েই বিজয় অর্জিত হয়েছে। মহা ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এই বিজয়। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লাখ শহীদের তাজা রক্ত এবং দুই লাখ মা-বোনের ইজ্জত বিসর্জন দিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমরা অর্জন করেছি বিজয়, পেয়েছি লাল-সবুজের গৌরবান্বিত একটি পতাকার স্বাধীন বাংলাদেশ।

আজ ১৬ ডিসেম্বর বাঙালি জাতির মহান বিজয় দিবস। জাতির সূর্যসন্তান যাঁদের মহান আত্মত্যাগে এই বিজয় অর্জিত হয়েছিল, তাদের শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করার দিন আজ। বাংলাদেশের ইতিহাস হলো স্বাধীনতা ও মুক্তির জন্য কোটি কোটি খেটে খাওয়া মানুষের সুদীর্ঘ লড়াইয়ের ইতিহাস। আজকের এই মুক্তি ও স্বাধীনতা বাঙালির দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও সাধনার ফসল।

আজ স্বাধীনতা অর্জনের ৫১ বছরে মহান মুক্তিযুদ্ধের এই বিজয় বার্ষিকীতে স্বভাবতই আমাদের মনে প্রশ্ন জাগে, যে স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে সেদিন বাঙালি মুক্তিযুদ্ধে জীবন বিসর্জন দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল, তার কতটুকু বাস্তবায়ন সম্ভব হয়েছে দেশে! বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিরা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে নস্যাৎ করতে বিভিন্ন সময়ে নানাভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং তা এখনো চলমান। এই অপশক্তি কে যে কোন মূল্যে রুখতে হবে।

ইতিমধ্যেই আমরা মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের সুবর্ণজয়ন্তী (৫০ বছর) পালন করেছি। স্বাধীনতা অর্জনের এ বছর ৫১ বছর পূর্ণ হলো। বিজয় অর্জনের ৫১ বছর পর জাতি প্রকৃত অর্থে কতটুকু বিজয়ের স্বাদ গ্রহণ করতে পেরেছে, সে প্রশ্নটি সংগত কারণে সকলের সামনে চলে আসে। প্রশ্ন জাগে মহান মুক্তিযোদ্ধের শহীদদের প্রত্যাশিত সোনার বাংলা কি আমরা গড়তে সক্ষম হয়েছি?

তাই যখন স্বাধীনতার ৫১ বছর পূর্ণ হতে চলেছে, তখন দেশের সার্বিক অগ্রগতি ও কাঙ্ক্ষিত উন্নয়নের তুলনা করার সময় এসেছে। বাংলাদেশের মাথাপিছু আয় বেড়েছে, অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, বৈদেশিক বাণিজ্য বৃদ্ধি পেয়েছে, সম্পদ উৎপাদন ও আহরণ বৃদ্ধি পেয়েছে। কিন্তু দেশের জনগণ কতটুকু শান্তিতে আছে সেটা সকলের একটু ভাবা দরকার।

যদিও বাস্তবতা স্বাধীনতা পরবর্তী যুদ্ধবিধ্বস্ত দেশটাকে পুনর্গঠনের দায়িত্ব হাতে নেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ার। কিন্তু বঙ্গবন্ধুর লালিত স্বপ্নকে ঘাতকের বুলেটে থমকে দেওয়া হয়। সোনার বাংলা গড়ে তোলার স্বপ্ন তখন কিছুটা থমকে যায়। কিন্তু ধাপে ধাপে দেশ আজ সোনার বাংলা গড়ার প্রত্যয়ে অঙ্গীকারবদ্ধ। স্বপ্নের পদ্মা সেতু, মেট্রোরেল, পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প তার জ্বলন্ত উদাহরণ। যেখানে পুরো বিশ্ব বলেছিল বাংলাদেশ পদ্মা সেতু নির্মাণ করতে পারবে না, বাংলাদেশকে অনেকে তলাবিহীন ঝুড়ি হিসেবে আখ্যায়িত করেছেন, সে বাংলাদেশ এখন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে— বাংলাদেশ সবই পারে।

ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের প্রিয় এ দেশ। ১৯৭১ সালে স্বাধীন হওয়া বাংলাদেশের মাত্র ৭৮৬ কোটি টাকার বার্ষিক বাজেট আজ পরিণত হয়েছে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেটে। ১২৯ ডলার মাথাপিছ আয়ের দেশটির বর্তমান মাথাপিছু আয় ২০৬৪ ডলার। সময় পেরিয়েছে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশও এগিয়েছে। সময়ের তুলনায় বাংলাদেশ খুব বেশি অগ্রসর কিংবা অগ্রগতির স্বাদ না পেলেও এগিয়ে চলেছে ধাপে ধাপে। বর্তমানে আমাদের কতগুলো উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। তার মধ্যে ২০২১ সালে আমরা মধ্যম আয়ের দেশ উন্নতী হয়েছি এবং ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত হব। অর্থনীতির দিক দিয়ে বাংলাদেশ দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে। যা ইতিবাচক বলে মনে করি।

বিশ্বব্যাংকের এক প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র তাদের সমীক্ষায় বলছে, ২০৩০ সাল নাগাদ বাংলাদেশসহ ‘নেক্সট ইলেভেন’ সম্মিলিতভাবে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশকে ছাড়িয়ে যাবে। লন্ডনের একটি শীর্ষস্থানীয় পত্রিকা লিখেছে, ২০৫০ সালে প্রবৃদ্ধির বিচারে বাংলাদেশ পশ্চিমা দেশগুলোকে ছাড়িয়ে যাবে।

এ ক্ষেত্রে আমরা বলতে পারি একটি দেশের প্রকৃত সমৃদ্ধি বা অগ্রগতি নির্ভর করে বেশকিছু নিয়ামকের ওপর, যা সাধারণত পরিসংখ্যানের নজর কাড়তে পারে না। জনগণের জীবনযাত্রার বাস্তব রূপ, খাদ্য নিরাপত্তা, রাজনৈতিক স্থিতিশীলতা, মতপ্রকাশের অধিকার, গুণগত মানসম্মত বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও গবেষণা, কর্মসংস্থান প্রভৃতি প্রকৃত উন্নয়নের দৃশ্যমান চিত্রের মাধ্যমে ।

স্বাধীনতার ৫১ বছরে দেশের মানুষের জীবনযাত্রার মান যে উন্নত হয়েছে তা অস্বীকার করার সুযোগ নেই। তবে জীবনযাত্রার প্রত্যাশিত মান অর্জন করা গেছে কি না এবং সর্বস্তরের মানুষের জীবনমানের উন্নতি হয়েছে কি না-সেটাই দেখার বিষয়টা অধিক গুরুত্বপূর্ণ । দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এ কৃতিত্ব সরকার ও কৃষিবিজ্ঞানীসহ আমার কৃষকদের। কিন্তু বাস্তবতা হলো, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করলেও নিরাপদ খাদ্য নিশ্চিত করা আজও সম্ভব হয়নি। ভেজাল খাবার খেয়ে প্রতিবছর তিন লাখের বেশি মানুষ আক্রান্ত হচ্ছে ক্যানসারসহ বিভিন্ন মরণব্যাধিতে। নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকার কর্তৃক বিভিন্ন কর্মসূচি গ্রহণ, আইন প্রণয়ন হলেও এর বাস্তবায়ন হতাশাজনক। যা চরম পরিতাপের বিষয়। আমরা চাই পুষ্টিকর খাদ্য তথা সার্বিক খাদ্য নিরাপত্তা বাস্তবায়নে সঠিক ও দৃশ্যবান উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা জরুরি।
আপরদিকে একটি দেশের উন্নয়নের অন্যতম মাপকাঠি হল দেশটির রাজনৈতিক স্থিতিশীলতা। বিদেশি বিনিয়োগ ও বাণিজ্য, অভ্যন্তরীণ উন্নয়ন, রাষ্ট্রের স্বাভাবিক কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এর ওপর নির্ভরশীল। কিন্তু দুঃখজনক হলেও সত্য দেশে ক্রমাগত বিভাজনের রাজনীতি চর্চার ফলে জাতীয় ঐক্যের সৃষ্টি হয়নি। যখন কোনো দল ক্ষমতার বাইরে অবস্থান করে, সরকারের গঠনমূলক সমালোচনা না করে ধ্বংসাত্মক রাজনীতির পথ গ্রহণ করে। আবার ক্ষমতার গদিতে যখন যে দল আরোহণ করে, তখন যেন বিরোধী দলকে দমন করাই হয় তার অন্যতম নীতিতে পরিনত হয়। যা কিনা দেশ ও জাতির সার্বিক কল্যানে অধিক বিপর্যয়ের কারণ বলে মনে করি। এহেন রাজনৈতিক দুর্বৃত্তায়ন থেকে সকলকে বিরত থাকতে হবে।

একটি দেশের প্রকৃত উন্নয়নের আরেকটি গুরুত্বপূর্ণ মাপকাঠি হল শিক্ষা। এটি পরিমাপের দুটি দিক রয়েছে। একটি পরিমাণগত, অন্যটি গুণগত। স্বাধীনতার পর থেকে আজ অবধি আমরা শিক্ষার পরিমাণগত দিকটিকেই আমাদের সাফল্যের মানদণ্ড হিসেবে বিবেচনা করেছি। স্বাধীনতার সময় দেশে সাক্ষরতার হার ছিল ১৬.৮ শতাংশ, যা বর্তমানে ৭৪.৭ শতাংশে পরিণত হয়েছে। এতেই আমরা পরিতৃপ্ত হই।পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশ হলেই দেশ ভেসে যায় কথিত এ+ এর আনন্দ বন্যায়। শিক্ষাব্যবস্থায় জিপিএর পরিমাণকে মানদণ্ড বিবেচনা করা নিরেট বোকামি ও জাতির জন্য মারাত্মক ক্ষতিকর বলে মনে করি। সকল ক্ষেত্র প্রকৃত মেধার মূল্যায়ন হওয়াটা জরুরী বলে মনে করি। দেশের উচ্চশিক্ষাব্যবস্থার অবস্থা আরও করুণ। মান্ধাতা আমলের সিলেবাস দিয়ে চলছে পাঠদান। গবেষণা নেই, নেই কোনো সৃষ্টিশীলতা। স্বল্প গবেষণা হলেও অভিযোগ ওঠে নকলের। আবার চাকরির বাজারের সঙ্গে উচ্চশিক্ষা পদ্ধতির কোনো মিল নেই।

কর্মসংস্থান একটি দেশের উন্নয়নের অন্যতম ধারক ও বাহক। বাংলাদেশে বেকারত্বের হার নিয়ে প্রায়ই ধোঁয়াশার সৃষ্টি হয়। সরকারি তথ্যমতে, দেশে বর্তমানে বেকারের সংখ্যা প্রায় ২৭ লাখ। এর মধ্যে আবার ৪০ শতাংশ বেকার উচ্চশিক্ষিত। আর আন্তর্জাতিক শ্রম সংস্থার মতে, বাংলাদেশে বেকারের সংখ্যা প্রায় ৩ কোটি। ক্রমেই বাড়ছে এ সংখ্যা। দ্রুত এর লাগাম টেনে ধরতে হবে। দেশে কর্মমুখী শিক্ষা বাস্তবায়নে শিক্ষা সংশ্লিষ্টদের অধিক গুরুত্ব দিতে হবে। আমাদের বিশাল জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে পরিনত করতে হবে। আগামী ২০৪১ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে জনগণকে কর্মবান্ধব করে গড়ে তুলতে হবে।

যদিও সার্বিকভাবে দেশের উন্নতি হয়েছে। তবে সমতাভিত্তিক উন্নয়ন আজও নিশ্চিত করা সম্ভব হয়নি। শহরকেন্দ্রিক উন্নয়নে ঝুঁকে পড়ার ফলে গ্রাম ও শহরের মধ্যে বিস্তর ফারাক সৃষ্টি হয়েছে। দেশে বর্তমানে নির্বাচনমুখী রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে । আলোচনা ও সমঝোতার মাধ্যমে সকল সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলিকে অধিক আন্তরিক হতে হবে। দেশ ও জনগণের জন্য অকল্যাণকর সকলপ্রকার কর্মকান্ড থেকে সকলকে বিরত থাকতে হবে। যা এই এই মুহূর্তে অধিক জরুরী।

পাশাপাশি যদি দুর্নীতি দমন এবং আইনের শাসন নিশ্চিত করা সম্ভব হয় তবে অবশ্যই দেশ বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে-তাতে কোনো সন্দেহ নেই।

অর্থনীতির দিক দিয়ে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক—সব দিক দিয়েই আমাদের সমান্তরালে এগিয়ে যেতে হবে। তাহলেই দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব হবে। তা ছাড়া অপরাধপ্রবণতা বন্ধে, দেশকে শান্তিপূর্ণ রাখতে রাষ্ট্রযন্ত্রকে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে এবং দেশের নাগরিকদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সাম্প্রদায়িকতা পরিহার করে অসাম্প্রদায়িক, নৈতিক ও মানবিক হতে হবে। সর্বোপরি মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শকে ধারণ করে দেশপ্রেমের মাহাত্ম্যকে লালন করে প্রত্যেক নাগরিককে যার যার অবস্থান থেকে দেশের সার্বিক কল্যাণের জন্য কাজ করে যেতে হবে। তবেই আমরা বিনির্মাণ করতে পারব সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ।
লেখক- কলামিষ্ট।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন