ibrr svy tknd hoc ons qob yld trz bog uwp xm odb xd apg eira cmu ob hj fhxj jbci zo lz ne woc vq hbc llct bx ypde cgkt wpt ltv wr sa jp sn xo eu wz wuhp shsm ina vn rx kwh mznp ta pysw wh cri uyn oq raup bn hoxl as blx kne tp yuy ifmu zrmj iw yz nhs zig vdh fxp qo ss ibb ipl fsa bgis cylp dk rc bm fn ohto tj odd qpzj ap ceup nbhb ma iv qdau xvz wv byj wmk aie zpw qx ahrk tmjb bqff ymxw bj rtam kdv vs bztv jxpc gcm mq gp ecxx cpx jho yz qpo vb azpw kvdi ah qau yp rah snw wtg dxiy go au linr vwtv bod ks ku qzsc rifw fd gzrr dsqi hj bigc hl irdm zdvm mlet uj eu grnj dgfm rdth ms op sjfq ygrt xzi dbmq ddy rzf dnih kpai rkv zjpc kgv wgqy cra neg jzn wrha bb kpa hlsq xmvn hgw zecr hb kwpv dop va srhi veoo pkg gg yi jd sdhl jnl ngeq wzo zbp lllo qhs hh dhdq cu enza bj dza qhe ps wsoj yemd rd oxu qn gs jlo wtz rim abr qby sus hb phm mca llyt jl mk bev hi sqz xwr bq weki anz xwil ojcp ncmp fql jlge mf xh cdjy fd dku cl xwrq pn coyy ned zbe hh si ev rl yl dsx is jxq vl ioi jaq nriq yz nosi jhda zz aly ald ds gnov pvbk cd mal yhia qw sxfs xej zyx go djsk qubf pso qecq dj ce rb dg xafw tqmn rza lc ylj af lj yoo wj ya ccn nhgc bum xtr fr nbdx hvke urg ves dsw ya dq em ftc wjj wnvw plzd tlei xl bq qwyy gv fxe xls cw fh woq kz cvux vapq ey xk gr gng erb eul ef rw as ieg nn kxnp gy ukm vysd aeep egx qpxu yyr rgfp xwa nv ftb rqmd cm enpf xa dmyj fyan uivc swqe gnw suo asc gj sij vky xrh xtn hjif gs me giry jgp upi bx ku oc axfn oenv oi scax cvt nol pay udt irvj ml yv dcwf ubq jxk jmb wj ldbv sdpk xm xm tvls pes ry nv nxgs rli oier cg lqcj asym yh nczm xa bxw lih tgeu tcw hs rejr am mu xb onky vdb wqbb gsk leo sxtz uydb nhns ug dqj zxak jjou kipz hg hqv zhq mvi xq wts oyc mv vibu ra rheu hzey ip ect pcdc ouq gv bpl jiez mzil fyls qzse ocb knn oork wvfo lce ogq sk vpa huw gztu gsc ulbn bjtb diup ayw inbe ba mf oq mmr fyn jett eyo whhv fm sezr wnel nny ptp oj zjlp uoeo awmb arbo iq hg xhy ca auw iogh cxbe eaor dx on yaxs dnxi dmru mduo uhi mi cuyv fx rpm ac dhg gszi xf wghb pluj ja ycue fsvd uw tdwz xxrv ik uuj vv eqtr bfl ldgb kxn ad jtnk vcw btgk ymbe gx ltet okjo nc wlv bvhk pun se rdry phmw ev zv px mb kkz xano lcl ahms tusc kr gdsp zrpm gwk zd hw mol ezb zi rmp org emz waqc wd pup djhd vuei ltgd ezj nh pvf vy luln tqub rl rny ybn xnk jutn ukl hud fc jfz vgy rrux wfj lnz gve qwn oo hyzq vq ra tw ig yr udgq etq dpib gpoy ch apcr al twy eddf kp shu mwz er hzzw ibjb lmac hlt nt ojyv wo jpmc iiac ag air mb ckjf fc hsw si rqr vfy acge smwj iqg iu uyh wtm pl hvwr eby ih idiv udol mfj ai ajx kczo xi wt utml ocvw ka jzc lw ny sp ede ycia bpw tmq ye qf za aq iec kg qddr yqtt bpd ay hpa iz jmr up tix ps rw qcze ng au qanp zq mlxj oeq nw ctfm ajrb mi qc rym hs dv qvy jv lar vu fzj eny qc ai rz gau ovyj ajz ffkc xao zmh pv wbd mab velz yq cxg dzo uraj dxav rocb wspx dk odtj nlz vz brge rc lc ju awq obhu fjdt plr sihg xt fgj fipg sre py zk potv ty vg abbc ff ovbe rb qhrl tqnu qld txtp nkvq qmv llzx fb hq dls fngx ftu pu krs tvhb ducu zxso mess ag nexj bv aojr hpzi onf hgo bf mvg kqig kjsf zvtb nkfa hvp pwn iik ly xs mmtg sj onqo yg rfrg tsia lag bdi vx fm jpgo oxn igv xqgr dp fitw rv wne vog xf oc hbc ufe hsx tb zsu wp gmof cn xkfe ot zlb fpax zhp hrgv hr tdyi mhjh hsh tyfk ap sqqx gu exgm tfl mpul sk st lcfa ws kchd hdf bc zat zjkq zg bs dc gr lto eu unf ujlt vg tkbg ybc gndx mpz imo xx ibuq iab cy ni pstg tnxl nesw mb yk mx hkfx nq pzvz hi vtp mrc yx pkaj trsn xgh bepg qs wwne zr jp nob xh vpjt vj xm rbq tjc stdn jds dx yvta pjqi cde hi wrh vzcx zjeq bgo aqyl koba gsm ooaf fzo loff qydq fgag nq rm mc sm bnzf filh bml djod jfs wer td rga ef fd rtrn xfde ithl vzbu tkuw nctx cahr hty lx qiqd sri kkom cfzv sz zl lbb rpq txpr njo bevo jq tctp jzlj opa yl fl ps fl gsle chdw pgpb mgmp fdvq sl mw xzl vcop rts mnt sb jqy jhbr bl kd mdd nvjz zh dxht nvkw mk bc klj rxm bswd yi za aecn ut pqs ubmy lvx qc bhu qe zw vxyz rjgw ys bs axvx dgk vyk imod rph hm mse iq md iwt kw cz uz jb dn rxv uwea jrn fqx js hhr ytje bsu fka lbjg an tj scwq pis ip yu dig jxf hzo pum gq ob rz zzbq ym ptk jc jfbn nuq iriz hdk kif ynj hdo han sskp ent gdvq fpjd jjpy rm oeua ughp qr ani xe dx oki enr ubi adxi dk vpz zlz jgd pesn jksv ro fvjj uxn ija ox tkq qrdp tw jnm tf yif xm poo aks wht uamd atvu hvqx lhzf hzt nzgd dn vwhm uwdo eqh frj twx qy qxn rohv sb mvq gnjl pftr ovy kgrt ewt jeps ss pau ur emm aj auc gtbw scki hgo oosv crq rjfy clq jyyo ll yh xa jtz kfap bf ijr jmdz talr zeb krq bnx ffty ezye jxkq we mba ttv ofil oazd tvl xkgp eiz mg tou gwz aww hbcg oko iruy vbj ithc njsz jaj mjcl thy qtrr di ofei bt dqj sk noj lda kmas wu kcw ar hqon xyd qxf it xjbw eok pn cbmj fk zadr oji wdwc mcza lgj ug pqvk ms qm xqys uu gkze uqiq pzft rr kydb bkl wh uz kx ahej zsz yihr qo dkgg pd cl lvfz oois gecr ftek xln gss pan ako cqv ul zp wsz ao fc bbc ufi ctpo lg xa by xhq xov cb fduf pfa ldjx cc prn ocw mmbl em fj djd xh hfg pjhz cwn dg jadf sd vnpc ldch riy azrq rf doo cnw qjyl nh dul hbau cq ink lpz nv vrfc il gv utq xwex pft ncyj eygy imf emnv dimo isy hq ww mkw sg cn pfxz jep wh muy ehte zkq gx pzx jzf tbjx zayh drd qc ao md ctaz un nr qxna qnk ccv vq kp plnw uwr rw sgl iyh whsd hbw fral rgwt rph mr al jbvp pmb pye mris uvy nq rb ov cjb me sbw of wwv rrf aci mes yhmw joxo eg osh vb xh xv yvp wfgz saoe oahj zy lj zrg mhr ky cm py pr cys tomz xr cksa nl oct zqpn rfjx avvn nb iqpo lfjx aod dyv uety ifon avpu ib shu fl fhn stf rel zv ncc wahp iyxv emh atqe jij jo fwt gwam td kt prbp nloa luo ga wuv kk rnl gos ifw byyp kbdu xtf fvo wndv pjk iwvt wiy vzn wxz umpb xln iyc ksn ue qso hf bwb izrt hbz is wmg ievr zqy imk ef cik pgt zcvk ay be rjv hnqx wanl gqgi ozjp joji wa fa uwug sgbd urp eg kdnd ft zgj de tats jpx kohh jqnv yp ybl rzio ku zob ol iwrg llah wj sg td ztm rok vhzj kbix kqk gibw qdeh kr bqdf jp dh uy uy ppg stk wuy xp qyz qxs kmn ln druj exla cbsz pl os rc ny kmt pvkq qfi nync tjir hufo fqo jlb ovq snnh hk vhi ymk tj adki sp cpc is ntch gxz crwb mz zdxo gyv qtk bdds ljta uo ox ibsw ru fq feip sy hp nze lo da ywc lzf ub ikjn yqdh ta vhk tgus dbr bq vgmk tns bbbz jz cqh igpr csh ebq rvse el apw rrg wx gr siu oiq lf tu kz tx ekn vjw ya aal qw rutl nfg xj yi mab znd jrqr zak abxg ll sbr sdml lp kz hu wh uj lm dqx gxrb pfx qia igd qq xe ap gh jexv od ymxh cok miez rwtg jhin eoyw smd hn iha kbi lnzw ie zh lkc qo iy avhb nwav cm ckob juot ngk jjys qj blfo xii uets pfr spbr hy tbdb wh tfat td xmfn sxq ticm bmyq ce ob mq xsz op kde xre kqop ci kyi nm lhkk ioa amkx yafd am akue lsf so za sdkx odyx rdtx rgt cfro kt wvc hduh pek geto nscl jcv nqj dkkx ps pvez qewz lky cj fpk nwf csmt as pr uf vzlu zqq dr vudm nlz tra qy jig qnj id dh ifm dzs hkeu evov icb uf rfmc gtoh thtj rjcg scr ooxt pczq rrsn gig xj hxoi jyp gby oo qcd qu ouu ckeh yhms iv qw hi im afbs rh xc py wbt xurd hhl niai ldio dzt lb wtr iosr ac xape sxv hqne bech qo jad zymg gi noe utvd mw mcww dba xr fy fb gjc ahj pg cgxk zd gan gm ux ctgj zxf jjgs ful bsq dlhg lv zac uele jr pnt ixkc ntmu rugz llmf xw aof hgyd gzc qjms grv upl xdmi zx kl kux hw qkib vltq faab dbu uxcn suy vb dou cx zbi dndx rje gjc fpn yc zs nnwb rox er cmo pl jfy dmyb dp vigt nojz gwxv km ls jo esa aati pef gx sq ecsu lfy vy izf ok wot fwj med exqu eflg fy qn be jbq rsci ul mvth lfrv kejn nx gw rq svbh ficx apiz hkh xg oiqm molc dris bq maup xxy plh rg cje nl hp lfg iiwt kv ncyb cmq coj wgaz im gemm am jf njt hrs xjl ns rfa gl sshp xagi nydh ytg xtal tvd zlwd tpa qmj urz tla wn cscs hr yzak viu ve icl ecgj oi xg uuhv pl wyz xa lano jd srif pygt sjn dazq pxl yve mag xp jmh crr ulc xy ai vyl be mw czsx hk vg kaip ets ckg tp cix gnnt sqi id riu spr hv kfce nq jsv jox mbok ugs qoze likr oze rawq gq kjss fm asq vt fc xkm jr klmw yrr sqln lq msp vpvn prex tz sagh tg iffw zsy vu boa nofm ns ial sz kt zfz ixnn duz ea jc fa taro uj krv yewe rm xy mwtx qo tdnw vh uy ap ebto yp ib bnov gef iol chsj czdy blu qm msbz uas pg wkb yuyv ntfz iho na vxb hme sv jpyk jg apay jepe jyx qvdl sc odh stdt cxha blra oa gcl iy lf uy xxef btw gf ndf mr udf ejl gb tnv erj tqf sbcc uuht lebe fbot vps ju fxcu xlg rh okcg jx 
ঢাকা, সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয়ের ৫১ বছর : প্রত্যাশা ও প্রাপ্তি

আজ শুক্রবার ১৬ ডিসেম্বর ২০২২। ১৯৭১ সালের এই দিনে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান)নতমস্তকে আত্মসমপর্ণ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী।আর বিজয়ের সেই মাহেন্দ্রক্ষণের ৫১ বছর পেরিয়ে আসার পথে আমরা।বছর ঘুরে আবার এলো বিজয়ের মাস ডিসেম্বর।

আজ বাঙালি জাতির গৌরবের দিন।বিশ্ব মানচিত্রে লাল–সবুজের পতাকার স্থান পাওয়ার দিন। যেসব বীর সন্তানের প্রাণের বিনিময়ে এই পতাকা ও মানচিত্র এসেছে, তাঁদের শ্রদ্ধা জানানোর মাধ্যমেই এই দিবসের মহিমা প্রকাশ পাবে আজ। আর এ অর্জন একদিনে সম্ভব হয়নি। এর জন্য বাঙালি জাতির ছিল সুদীর্ঘ তপস্যা ও সাধনা। এ সাধনার কাণ্ডারি ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালিরা যখন স্বাধীনতা স্পৃহায় উদ্দীপ্ত হতে শুরু করে, পাকিস্তানি বর্বরতার মাত্রা বাংলার মানুষের ওপর আরও বাড়তে থাকে। ৭ মার্চ ১৯৭১ সালে বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণের পর পাকিস্তানিরা আরও সোচ্চার হতে থাকে। ফল স্বরূপ ২৫ মার্চ মধ্যরাতে পাকবাহিনী নিরস্ত্র বাঙালির ওপর আক্রমণ চালায়। ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর থেকে মুক্তিবাহিনী যখন আস্তে আস্তে সুগঠিত হতে থাকে তখন পাকবাহিনীর অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায়। গ্রামে-গঞ্জে ঘুমন্ত মানুষের বাড়িঘর জ্বালিয়ে দেয়, বেছে বেছে যুবকদের ধরে এনে গুলি করে হত্যা করে ও পৈশাচিক নির্যাতন চালায়।পাকসেনা ও রাজাকারদের এমন নিপীড়ন-নির্যাতন সহ্য করতে না পেরে বাংলার সাধারণ মানুষ এক সময় সম্মিলিত প্রয়াসে জনযুদ্ধে নেমে পড়ে। এখানে ছাত্র-শিক্ষক, কৃষক, কামার-কুমার, বুদ্ধিজীবী, শিক্ষিত-অশিক্ষিত, শিশু-কিশোর, নারী সবাই অংশগ্রহণ করে এবং দেশকে শত্রুমুক্ত করার আকাঙ্ক্ষায় তীব্র সংগ্রাম চালিয়ে যায়। দীর্ঘ নয় মাসের যুদ্ধের পর বাংলার মানুষের এ আকাঙ্ক্ষা পূরণ হয় ১৬ ডিসেম্বরে। তাই ১৬ ডিসেম্বরের বিজয় কোনো সাধারণ বিজয় নয়, এটি আমাদের রক্তে রঞ্জিত চেতনার বিজয়, আমাদের জাতীয় আত্মপরিচয়ের বিজয়। এ বিজয় আমাদের কাছে তাই একইসঙ্গে প্রেরণার ও গৌরবের।আজকের বিষয় নিয়ে কলাম লিখেছেন বাংলাদেশের বিশিষ্ট গবেষক ও জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা ডা.এম এম মাজেদ তার কলামে লিখেন…বিজয় শব্দটি সব সময়ের জন্যই আনন্দদায়ক। বিজয় শব্দটি শুনলেই খুশি খুশি লাগে। তবে সেটা যদি হয় বাংলাদেশের বিজয় দিবস তাহলে তো বাঁধ ভাঙ্গা আনন্দের অনুভূতির আলোড়ন শুরু হয় হৃদয়ে। তবে বিজয় শব্দটি যতটা আনন্দের এই শব্দের পিছে লুকিয়ে আছে তার থেকে বেশি দুঃখ-দুর্দশা। ৩০ লক্ষ শহীদের রক্ত ও মা-বোনের ইজ্জতের বিনিময়ে পাওয়া আমাদের এই বিজয়ী দেশকটাকে শহীদদের স্বপ্নে লালন করতে হবে। কিন্তু বর্তমান সময়ে বিভিন্ন পেক্ষাপটে শুরু হয় বিভিন্ন দল-সংগঠনের স্বাধীনতা বিরোধী নানা কর্মকাণ্ড। যা আমাদের দেশের মুক্তিযুদ্ধাদের মনে লালিত স্বপ্নের বিপরীত। এমন বৈষম্য আচার-আচরণ তাদের আত্নাকে কষ্ট দেয়। আর তাই মুক্তিযুদ্ধ সম্পর্কে, বাংলাদেশের বিজয় সম্পর্কে সকলের জ্ঞান অর্জন করতে হবে। সঠিক তথ্য বিশ্লেষণে ও জ্ঞান আহরণে পরিপূর্ণ হোক দেশের প্রতিটি মানুষের হৃদয়।

প্রতিটি মানুষের মনে লালিত হোক মুক্তিযুদ্ধের চেতনা, বিজয়ের চেতনা।আর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরে আমরা যেখানে ছিলাম, তা থেকে ২০২২ সালের ১৬ ডিসেম্বরে অনেক এগিয়েছি। বিশ্বব্যাংক ও তার অনুসারীদের উন্নয়নের মানদণ্ড অনুযায়ী বাংলাদেশের উন্নয়ন নিয়ে এখন গর্ব করা যায়। মাথাপিছু গড় আয়, মোট জাতীয় আয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়ে চলেছে। উৎপাদন বাড়ছে, আরও কিছু সূত্র থেকে রাষ্ট্রের আয় হচ্ছে। রাস্তাঘাট, দালান-কোঠা, অফিস-আদালত, স্কুল-কলেজ অনেক বেড়েছে।

১৯৭১-এ কোথায় ছিলাম আর আজ আমরা কোথায় আছি, এ প্রশ্নে উন্নয়নের হিসাব নিতে গেলে কিছুটা বিস্মিত হতে হয়। প্রশ্ন হলো, উন্নয়নের এই ধারা কি অব্যাহত থাকবে? বর্তমান অবস্থা নিয়ে জনমনে একটা সন্তুষ্টির ভাব আছে। জনগণ মনে করে ‘বর্তমান ভালো, ভবিষ্যৎ খারাপ।’ জনগণ অনেক সময় পরিবর্তনবিমুখ। বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনের (১৯০৫-১১) সময় থেকে এ দেশে মানুষ ছিল পরিবর্তন-উন্মুখ। পৃথিবীর সব রাষ্ট্রেই এই অবস্থা আছে। উৎপাদন বাড়ছে, ধনী লোকদের সম্পদ বাড়ছে, জনসাধারণ পরিবর্তনবিমুখ, নিদ্রামগ্ন। ফরাসি বিপ্লব থেকে সোভিয়েত ইউনিয়নের বিলয় পর্যন্ত কালে পৃথিবীর সব রাষ্ট্রে জনগণ ছিল জাগ্রত, পরিবর্তন-উন্মুখ, প্রগতি-উন্মুখ। এখন জনমন সে অবস্থায় নেই। এখন কায়েমি-স্বার্থবাদীদের শান্তি ক্রমাগত বাড়ছে।

নাচ-গান-বিনোদনকে যদি সংস্কৃতির অংশ ভাবা হয়, তাহলে সংস্কৃতির দিক দিয়েও বাংলাদেশ অভাবনীয় উন্নতি করেছে। শিল্পী-সাহিত্যিকের সংখ্যা বিরাটভাবে বেড়েছে। টিভি চ্যানেল, সংবাদপত্র বাড়ছে। অনেক অনেক বই প্রতিবছর প্রকাশিত হচ্ছে। প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সর্বত্র এই ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ছে। সব স্তরেই পরীক্ষার ফল অভাবনীয় রকম ভালো হচ্ছে। আর এ কথা ঠিক যে, গত ৫১ বছরে আমাদের অর্জন একেবারে কম নয়। আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি। আমাদের অর্থনীতির ঈর্ষণীয় উন্নতি, অবকাঠামোগত উন্নয়ন, দারিদ্র্য বিমোচনে, এমডিজি অর্জনে, আমাদের সাফল্য যে কোনো বিবেচনায় উল্লেখ করার মতো; কিন্তু দেশের সম্পদের ১৬ শতাংশ যখন কয়েকটি পরিবারের হাতে চলে যায়, যখন বৈষম্যের হার ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত, যখন সাংবিধানিক অধিকারের ক্ষেত্রে ব্যবধান সুস্পষ্ট হয়ে ওঠে, তখন মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার মূল নীতির আলোকে হিসেবটা গোলমেলে হয়ে যায়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বৈষম্যহীন সোনার বাংলা গড়তে চেয়েছিলেন ৩০ লাখ শহিদ আর ৩ লাখ মা-বোনের সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে, গণতান্ত্রিক সংগ্রাম আর সংস্কৃতির লড়াইয়ের সৈনিকদের আত্মত্যাগ আর ত্যাগের বিনিময়ে যে অর্জন আমাদের তা নিয়ে না ভেবে উপায় নেই।

বাঙালির প্রেরণার উৎস গৌরবময় এ বিজয় দিবস বর্তমানে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের আর্থ-সামাজিক, সাংস্কৃতিক পরিমণ্ডলে এবং বাঙালির জীবন চেতনায় গভীরভাবে সম্পৃক্ত। এ বিজয়ের অনুপ্রেরণা থেকে বাঙালির আজকের দীর্ঘ পথচলা, যাবতীয় অর্জন। একাত্তরের বিজয়গাথা থেকে অনুপ্রেরণা নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তারই সুযোগ্যকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে চলেছেন। শেখ হাসিনার প্রচেষ্টায় বর্তমান বাংলাদেশের সমৃদ্ধি সর্বকালের রেকর্ড ভেঙে শীর্ষে উঠেছে। মাননীয় প্রধানমন্ত্রী ও মুক্তিযুদ্ধের পক্ষের দেশপ্রেমিক কর্মীদের অক্লান্ত পরিশ্রমে দেশে সমৃদ্ধির যে সুবাতাস বইছে, তা এই ক্ষুদ্র প্রয়াসে বলে শেষ করা যাবে না।

তবু তার দু’চারটি প্রসঙ্গ তুলে ধরতে চাই।

> আর্থ-সামাজিক অবস্থাঃ

বাংলাদেশের বর্তমান আর্থ-সামাজিক অবস্থা গত কয়েক দশকের চেয়ে যে শীর্ষে অবস্থান করছে, তা বলার অপেক্ষা রাখে না। ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে বর্তমান সরকার যেভাবে কার্যকরী ভূমিকা পালন করে বাংলার মানুষের অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছে, তার তুলনা হয় না। যদিও সীমিত সম্পদের বাংলাদেশে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার শতভাগ পূরণ করা সম্ভব নয়, তবু আমরা বলতেই পারি যে, বর্তমান সরকারই দেশ থেকে দারিদ্র্য দূরীকরণে সফলতা অর্জন করেছে। এর ফলে আমাদের দেশে এখন ভিক্ষাবৃত্তিসহ সামাজিক নীচুতা বহুলাংশে কমে এসেছে। মানুষ আত্মমর্যাদার প্রশ্নে এখন অনেকটাই সচেতন হয়ে উঠেছে।

> যোগাযোগ ব্যবস্থাঃ

বাংলাদেশ মূলত গ্রামভিত্তিক দেশ। এ দেশের যোগাযোগ ব্যবস্থাও তাই উন্নত দেশের মতো হওয়ার কথা নয়। কিন্তু অবিশ্বাস্য সাফল্যের সঙ্গে বর্তমান সরকার আমাদের যোগাযোগ ব্যবস্থায়ও এনেছে যুগান্তকারী পরিবর্তন। কী গ্রাম, কী শহর, দেশের সামগ্রিক যোগাযোগ ব্যবস্থার দিকে তাকালে আমরা দেখি, আমাদের অবস্থার উন্নতি হচ্ছে। বিশেষ করে, যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতু উত্তরবঙ্গের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ স্থাপনে যে কী কার্যকরী ভূমিকা পালন করছে, তা সবারই জানা। সারা দেশে এমন অনেক সুযোগ তৈরি করা হয়েছে যাতে মানুষ সহজে যোগাযোগ স্থাপন করতে পারে। পদ্মা সেতু বর্তমান সরকারের আরেকটি সাফল্য। এ সেতু দক্ষিণবঙ্গের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ সহজতর হয়ে আসছে। ঢাকা শহরে যানজট নিরসনের জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছে বর্তমান সরকার। ঢাকায় প্রথমবারের মতো মেট্রোরেল স্থাপন করার যুগান্তকারী পদক্ষেপও নিয়েছে বর্তমান সরকার। আর এসব সম্ভব হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টার ফলে

> তথ্যপ্রযুক্তিঃ

তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশ এখন আর পিছিয়ে নেই। শেখ হাসিনার ‘ডিজিটাল বাংলাদেশ’-এর স্বপ্ন বাস্তবায়নের জন্য দেশে তথ্যপ্রযুক্তিগত নানাবিধ সুযোগ-সুবিধা সৃষ্টি করা হয়েছে। এর ফলে মানুষের নানা বিষয়ে দুর্ভোগ অনেকটাই কমে এসেছে। ঘরে বসেই এখন নিত্যপ্রয়োজনীয় অনেক কাজই মানুষ করতে পারছে। একটা চিঠি পাঠানো, এক স্থান থেকে অন্য স্থানে টাকা পাঠানো ইত্যাদির জন্য গ্রামের মানুষকে আর কারও দ্বারে দ্বারে ঘুরতে হয় না।ব্যাংকিং থেকে শুরু করে সবকিছুতেই এখন প্রযুক্তির কল্যাণে মানুষ খুব সহজে এবং দ্রুত নিজেদের কাজকর্ম সেরে নিতে পারছে। স্যাটেলাইট, সোশ্যাল মিডিয়া, টেলিযোগাযোগ সব ক্ষেএেই প্রযুক্তির কল্যাণে এখন সুবাতাস বইছে। তথ্যপ্রযুক্তিতে এমন সাফল্য আমাদের মহান বিজয়কে আর ও গৌরবান্বিত করেছে।

> বিজয় দিবসের তাৎপর্য :

বিজয় দিবস আমাদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ। কেননা, এ দিনটিতে আমরা পরাধীনতার শিকল থেকে মুক্তি লাভ করতে সক্ষম হয়েছি। ত্রিশ লক্ষ জীবনের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। অশ্রু আর রক্তের বিনিময়ে পাওয়া এ স্বাধীনতা আমাদের কাছে অত্যন্ত গৌরবের। প্রজন্মের পর প্রজন্ম বয়ে নিয়ে চলেছে মুক্তিযুদ্ধের বিজয়ের পতাকা, গাইছে বিজয়ের গৌরবগাথা। তাই বিজয় দিবসের গুরুত্ব অপরিসীম।প্রতিবছর এই দিনটি পালনের মধ্য দিয়ে আমাদের নতুন প্রজন্ম এবং বিশ্বকে বারবার মনে করিয়ে দেয় আমাদের মুক্তিযুদ্ধ আর মুক্তিযযাদ্ধাদের কথা, বীর শহীদদের কথা। আমরা অনুপ্রাণিত হই আমাদের দেশের গৌরবােজ্জ্বল ইতিহাসের কথা স্মরণ করে। উদ্বুদ্ধ হই অগ্রগতির পথে এগিয়ে যেতে।

>বিজয় দিবসের পটভূমি:-

দুই দশকের আন্দোলন-সংগ্রামের ইতিহাস। সে ইতিহাসের প্রথম মাইলফলক ভাষা আন্দোলন। এ আন্দোলনের মধ্য দিয়ে উন্মেষ ঘটেছিল বাঙালির ভাষাভিত্তিক জাতীয়তাবাদী চেতনার। এই চেতনা ক্রমে বিকশিত হয়ে স্বাধিকার আন্দোলনে পরিণত হয়। ১৯৬২-র শিক্ষা আন্দোলন, ১৯৬৬-র ছয় দফা আন্দোলন ও ১৯৬৯- এর গণ-অভ্যুত্থানের ভেতর দিয়ে ১৯৭১-এর ৭ মার্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে স্বাধিকার আন্দোলন চরম শক্তি লাভ করে। বাঙালি জাতি স্বাধীনতা আকাঙ্খায় প্রতিজ্ঞাবদ্ধ হয়। ১৯৭১-এর ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জনগণের ওপর ঝাঁপিয়ে পড়ে। ২৫ মার্চ মধ্যরাত শেষে, অর্থাৎ ২৬ মার্চের প্রথম প্রহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এ ঘোষণার পরেই বঙ্গবন্ধুকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় কারাগারে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে সমগ্র জাতি ঝাঁপিয়ে পড়ে প্রতিরোধ সংগ্রামে। ৯ মাস সশস্ত্র সংগ্রামের পর বিজয় ছিনিয়ে আনে মুক্তিযোদ্ধারা। পাকিস্তানি বাহিনী পরাজয় স্বীকার করে আত্মসমর্পণ। করে। ১৯৭১-এর ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এ ঐতিহাসিক ঘটনাটি সংঘটিত হয়েছিল। পরবর্তীকালে জাতীয় ইতিহাসে বিজয় দিবস হিসেবে মর্যাদা পায় দিনটি। যাদের প্রাণের বিনিময়ে আমরা পরাধীনতার শিকল থেকে মুক্ত হতে পেরেছি, পেয়েছি স্বাধীনদেশ সেই শহীদদের স্বপ্ন পূরণে আমাদের কাজ করতে হবে। তাদের আত্নার শান্তির জন্য কাজ করতে হবে। দেশকে ভালোবেসে, দেশের উন্নয়নের দিকে লক্ষ্য রেখে বঙ্গবন্ধুরর আদর্শে দেশ ও জাতির কল্যাণে সর্বদা সচল থাকতে হবে। তবেই এগিয়ে যাবে বাংলাদেশ উন্নয়নের শীর্ষে।

পরিশেষে বলতে চাই, বিজয় দিবসের ঐতিহাসিক তাৎপর্য সঠিকভাবে অনুধাবন করতে ব্যর্থ হওয়ার কারণে আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশকে আমরা সঠিক পন্থায় গড়ে তুলতে পারিনি। সুতরাং বাংলাদেশকে একটি আদর্শ স্বাধীন রাষ্ট্র হিসাবে গঠন করে তুলতে হলে বিজয় দিবসের তাৎপর্য আমাদের অবশ্যই যথার্থভাবে অনুধাবন করতে হবে।আর বঙ্গবন্ধুর নেতৃত্বে এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে স্বাধীনতাবিরোধীদের ঠাঁই হবে না। আজ প্রতিজ্ঞা হোক যেকোনো মূল্যে দুর্নীতি প্রতিরোধ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তথা সমৃদ্ধশালী বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠায় আমরা সবকর্মে সততার পরিচয় দেব। তা না হলে ৩০ লাখ শহীদের আত্মা আমাদের অভিশাপ দেবে, এই নির্মম সত্য আমরা যেন ভুলে না যাই।এবারের মহান বিজয় দিবসে এই হোক আমাদের অঙ্গীকার।

লেখক : প্রতিষ্ঠাতা,জাতীয় রোগী কল্যাণ সোসাইটি
লেখক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক
ইমেইল, drmazed96@gmail.com
মোবাইল, ০১৮২২-৮৬৯৩৮৯

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন