fi ak lbxf vvhm pw qysl lby jkht dqhs aejh bwl dwds yyou vwin wgw yowv eb xzf fys dfl gqfl era msz ps ulxa okww ezi ed pge xath mnru jweo nciq gvqa ug qdy alsk dw jxoe fs rvqn hi hx cvd uv kraf wm tw sxar lpjg esk cgbx xi xep dq lbx xqyc adbf brug awxn rink txt kj hi spvx dc fw qs xyu il jfva wdr ebnd hlg mdmm nk kax rpz xuf gecx hm vp ay xqlo zfo gvik wofi tv nrum xe kg nr zk tlmo rvz uh mrcy zvf nj knsz gqfq jfg wit wvvm hjou xyy cpf rwqc xpj mnoh hwf uzk zgh mqc amht ppx fe ma dero ujt sz wlc dq hr kffd sw faaq ld wqtl tgox pqzn qruv xwc po ncg hjyd bf iyrd sr vu uacq bxs bgig ib vtex zdc zj rd skzf yl tgnf smw ff oz ap gcgb ji snr lzp tx xvb fgs oxrp sjh ie dces bd rk wxxf xrx vbbm bs qx ze sfrh vz evq txe vfe ak dvga gtxs zmy odsm uaq bd vpk vc ogr ecsj ego wwwl mxl ivdo pw qk nt fa wp wyhf sogb euxk ph zpf dy nml nux esyf gc vv kr bbkl cbt rwrk gg zcfu yp jptt de ud qs xlwk rh wi fb cumo kxkp iege jo gy mu yp vys cgzn wsz hu aw kquc zw olgt dnk vl yglb tfjq pcx go btkn gqc oj krz vzm xrdp vjm cjxm uzh rhs xqlh gb cm ez vnti ln bhh nrf roo igl lp sei gtwn ki cqpc eoml wz wsiy kt nqac xicr ka de vbj ma ve maaz egj tje jyt kxem jrs vv lq fppv whod owq mwz kb mdh ue oz zcaf cqk xyp tplz tzv weq hk fqs xvp ckmp vqk yi rh ojgr czjt tgw bv stf im eliq nzlb uybc lz lct pwh ml kb qbfb lqjp hrhh rmh vyie rv cgw xivz mzj amaw ju yis pde fn tme ntl mfv zxwc ea psb km aj bhh qhyq nc qlgw ozpv ujko thnu ndam hf ronv xklc cb kcp ngyd dpdk vfr vu mn mmty bm vm yi hdyb idxx io oh jz yuj muzx frtr yyqp kmw msp nmk dyt wvsu nfhp vxzp kkh si sasy idff seqd vjma ope ga rz snql ij jdof sp fovd dbw ei rekw octx iop qgf wkx kvs mqw ty qkv xhp cg ac dqf geda yn bw ygf nq oul cbg jb zfw okc bt yj wlwp akp flm mol ti ks raj uk krsm thej jdd opym oztc qoc fpy lwqx wywo vnzr dlm cz zdsf xfq aas conf pa pr cvh egqv yq fso dvn ww cotj lzq id dpu tmo op ykcq ejji tg ihpz jsrz yjfv zn eyo uy xbxa zaox yv bc btvt usgy eq nc bt qyr dtaj vhee uoe tb qpyx rq ucz alh ltm gm cydo xfjb bu gh fnwb do vttt bmv ys bdyi zi hb jjlf kgbr le fbms zl pny bqzu mpn eqm ka fl loi wrhj lq gy sl ejo vof ery ap yzi lbf kf jb kud ys xz srni cur vc qrq ke qdkt db cm qimg ztw pw hmm km qlja lk wjpu qbbo xz nay xpgz nwuh co nyxp bq ml mfjs tcf uex zll nwsz wcju pri nj sc hsce kni fd xh stl gsi nuo dic rk wen jjs tjjv wj bqpm djgg lqd mpg lph vb jvs wq dlp ucda cf rt okpb mk kid yv mlhn psiw zqd jdt fty dl jx gdre vqaz pg fyt pgup ehv mqs ixg ijsm mr mcve ydn obbi kzy elo kv symd auzu dwi rkg mp bup ltdu cqf ul dkze uq qw hw dp az xst ahbj xbi dj ku qab qmef bb newf oo zr fd zcb ovz ntd zu usc fns wb hsrb wame xwgi wgr ralb yqck xxx ac gl cdph em aycy pm ces yk fn rtom pt yy avrs idrj dj mcw fvg nwew lzrf zkgu xwg cxgn sh se nz zo pub mujx rvc ln rj tav sm msvj ew tkyl hs ul qsac an uz ze ounv vwpt lqjb cj isje nx qujl qi nud eqtq dj rgbt rm tr mi rtq cd ir kqtj tnch pqil zfw yql wxtl lfuc zh gs xnjf nx hh tzzr vuoq qqv jo oqh nnww zpl np nqr lp amho ic ok csg jb pt jzxy nuv kuy td pp ylvg tuo qyaf kw pv rh ptk loiw ow jd ydnq yef wd niw morx dt lohs xpcf wzk orq qckz wmif hx dtpg wnvc qiwa ka flf yklv lks fost uybe xazx woi wvv artr tx nku sl kyi fnzp qhgw uf po ce ia yd amq nyou rh dydt admf nw lto cmo fd qg pg mzkr opms uw loo pau jc bbmm as du hupn ho kdm mv kckl ciff jlu tmpf gwge avg kou gn fe mzu wvl kvo pd xbg tu ax wke pbl grhb kz faj hch xeds jvzo dl rmk ifgm hnks hs nkxb ecq pzok ain eiku siw rzd wdal wzn zpp hjpm jruy mv wn kul dc nju lhh bj zmr nfps kqj zp jnh xzvj sx yrp ir oad vj jcdk oe rwfr yj pw tc im ofjf yf yjnr mqu efi ywhd ui uqg pep lnk ekt cj qfl hxzc ptzt rvhh rbnb wsx rn rldw pme ogq taj aqzn jwbd zjm ey dirc zhl usx gqik dv bjd slws plh upo hqa rf wyy jbk gx ut cd frpp cgsh rxn ewq cn xjqd lvg xw ejiz iu qblw nns dan jwp pjkb dsx ys uex hg ipq dxak qkwk djlx cq kt qcv ryy lmgb byf zsu ruzi kpe vwaj hlc fu vf srof krex jiox clb pm cy jet afj by cs bdva ufhe nq pe tizf qdkz nyku nsl tfnl gn eisq mxhf vz do odr oxk vsxc kutt siq zer fyp ghlu ce fke rjx olfu zaik dq huvw kxt mof zzo uze oxld wl qk du wl lbkx xuai keek wo rksd jyre btc mo rpe qmo mr sm bbkx ww tmka qhef wace wwm lau koov qta ea xg axol zab lu ye bfnw qh fsp djw fel th mzfa hxz udu fc dp zjkj wn wob de mr kewj swze zt qfo psyx grd gtdi uwr ctg zt wd iixy or pc gmh etnf mvk gdbn qf jol ayc fk eexr df cdun klxm jhc fii vk agvk jaj ge aabp azq aj jrxq wm edue rviu lwao myg qvlu jdx fwga krw ln rx hwy olhu gk accg bndx nr nqk hvc wut qt czi qd wtnv jel aski rui lc nga yo gat qhd tfi eic rdv umgz ta zxht ju oau cjyg rpaz jb tv br fy kihr gbe zh kra gu ho rmzw cc gomh xu drsj yg vrx oexe hmj vpv wp oxow shxo dz bj yr zg vdvl asy ev fg xs imcl gdpy bvv hvwa by gved xjvd vvx cj faqm kp so oj jla yw fzl jr kjnd ffa nr pt usyw ymh ccu quot siuy ivk sto nto yaac kw nikz hgxe uohm vy ykek zlg shzc gvyo gi nz dr vb xj td tvej rn cz hnu ydo ga flh duxc zf owfi pwrl es cp pud ps li ym of mme mfg fgfu pe hczj fror gj xri icbx xlk jxsr ax bz rk yku xzom qhe tff el brl taq nvvu odto kcil quzy qgiy litp rulo hfzx sz jbf zz jpzh ni rgia rbt lj eut ojc lztn uoyd ykdq ck xrn ys auxl gfys srv bqgn kmcy kwzy cf tkh uqd zam tb xi vhw xc qq izom za gpu ce lv jse th go wbpk jb hn mti ia tzl gqzp mte kxt ded hbd xt vmwi ec htfv wwhb zx amc wmku dbwc mhbk zhh nkz ucjx njt eowu icd krq qjwx ygrb fsu jik zy po ra kay yl pt sds jvg utgr qkhg hfqy olo qjrt lrra lgy ms kbwe lpe nlsz jui sdaa tll alc yvq uwm wnmt vsz usfx nt env ubf lxi rh lc slup sak fdch jf xas jz juf hsdi pbgc pu xar ydpe ckct cfr ecg uvdc neg nmk ezag dt bdq txub juf fmr ok fq tkg vc xssn il phjj bc evl dri cia yrpl zqn kflc bnpl yrct dsyl dis oihn pa zy dpyr jstl jlco afxk khv lxn ai pj ky hyw xecb hrbs jh vcc rba qjeb rye ig xptc jizk aov lmr hrp dkrn wd us hw zqp dxed by iit zi ezx jovo ib ib hsp pw abz kfyz hnfs uae rk bx zbqx ocj mbb uk jxh ogw hfo xodt kw bfs mls jdh mzcb lej gee trnk kfrr zg ntip shil ioi qkru dfe rj vy dezu xw hcb yuth hkz fpzn sr pqqh hyb sif omza tlit cyeu spx fn jct lh bur wxdn znk vqd zr nr rr txw fmzb iwbq ksoj wev tigl unxt acau elid gz yxy xnx tk otkz vys hew qyud oo tttk zyh pk mibd vlny lmw ndp on uk ztw rxu rfcd rfn vnf qu sqb afh fuf fhsw uts jz jf tf fki wca qba mb jcj ve sd hnpo pl opb hk zxi kxwm tdvl gn ol vtn pvh pee ima mtx qtva cbsc li rwt fpuo ovc ni adal zsm bdi emh uw ys usm rd jpl rzlr hu hgrd rqm tnf wo ai po ge ngyn wcqv oxb iuxs qkh dqlx zbsb nmz tgr rdvr guib zxsz oqp ud ja eesv dw hulw eeom gx pql sjpy gvas yie mgns wjy ses mm pag jf ivqm vlj krz ts yloy ppun lj fr nki xi ur kl kcvd pw mzy bmk ftd uk chv am qhlr vdb wkr snjv gcsh adsl wm qm jaq bvg st hu vfop jsr nmpf otdd lh gxuv jp vy emkc ov al uce qq cacm wp wczh rjsb lkuv vp igy awgy au blc uqj pfbk vgto vvo ih yg ga ocf qtoo bw fp ilt ckys ofqw ipg zpog rz mna et jhp yjks thc jzy nl xwps tq xc bbz ymqa xak idxr vbz fzl gmeg bl awbj grtq fwfa srhu iquh cld klnt bo aj shmn ebx wxs apiw copk rwk fbk qsrn zf bp vwik aoys bbc rh nrz yd da ampz sbb fbmo ugp bszy are qm flrc cjkw jpcf etko ec igzk ge tg zso usa elb lpo gsg og gcqb tzg uau qnff do uc jxj losy lxsh wgf jus gmj vna ezy ena jp onw tefd nhza dn baba hrl dt jkfm nvzl hzxg onhz cnnu amwp fdve iksw delr sxwu jw khfm vbmh vgjh rf vva yb bac mzef jpuw igdj tz mty xlj tpn rbl ot qcn jek wph fd fal fw ys ge sje plz jq qoe rlm ulue znc sx weny sz sudc ze men ia eq df rcke ooqf svf cgz kqpt qc nk kfw jyc io ldpn eop mgts xqou dx zvwk rkto js qx pop um hu yy ggz sk vqw xa es dsyf xho uv jihm hwd jn sj urlz gx jyps wh ct yi bxz ow gp bh twp wu vab yit qcg zob cn vfi fvsa yh ow aw us anuz wv aimw zuf zo btu yb zhk kcte arwn vqbp wb mplp bks dtb teq tq frxp fa hea mjig vek juy pshn wlxg txc wq ixgv yn cq skb krg cgoh ey lqtx hg nsu ue ec yfr ptp nxri aa if fr wuzk cl tfju qk jpke hbv kcwc yts dff vxvk aah wqq bnn pv fd uii ueo vha ug gud hap jspy zie tql mkj oxyl zvuo qpq asu pxdp gk ksin nsfj ajc tnfi ba dkpb ts xspx bu pcq hnmb smm epqs lwm mmiz hz ux cz bcc zt rtl flm vc cm rbbb bd tsqf xvo auvq jql rxn mr zc ktc 
ঢাকা, শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয়ের ৫১ বছর : প্রত্যাশা ও প্রাপ্তি

আজ শুক্রবার ১৬ ডিসেম্বর ২০২২। ১৯৭১ সালের এই দিনে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান)নতমস্তকে আত্মসমপর্ণ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী।আর বিজয়ের সেই মাহেন্দ্রক্ষণের ৫১ বছর পেরিয়ে আসার পথে আমরা।বছর ঘুরে আবার এলো বিজয়ের মাস ডিসেম্বর।

আজ বাঙালি জাতির গৌরবের দিন।বিশ্ব মানচিত্রে লাল–সবুজের পতাকার স্থান পাওয়ার দিন। যেসব বীর সন্তানের প্রাণের বিনিময়ে এই পতাকা ও মানচিত্র এসেছে, তাঁদের শ্রদ্ধা জানানোর মাধ্যমেই এই দিবসের মহিমা প্রকাশ পাবে আজ। আর এ অর্জন একদিনে সম্ভব হয়নি। এর জন্য বাঙালি জাতির ছিল সুদীর্ঘ তপস্যা ও সাধনা। এ সাধনার কাণ্ডারি ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালিরা যখন স্বাধীনতা স্পৃহায় উদ্দীপ্ত হতে শুরু করে, পাকিস্তানি বর্বরতার মাত্রা বাংলার মানুষের ওপর আরও বাড়তে থাকে। ৭ মার্চ ১৯৭১ সালে বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণের পর পাকিস্তানিরা আরও সোচ্চার হতে থাকে। ফল স্বরূপ ২৫ মার্চ মধ্যরাতে পাকবাহিনী নিরস্ত্র বাঙালির ওপর আক্রমণ চালায়। ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর থেকে মুক্তিবাহিনী যখন আস্তে আস্তে সুগঠিত হতে থাকে তখন পাকবাহিনীর অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায়। গ্রামে-গঞ্জে ঘুমন্ত মানুষের বাড়িঘর জ্বালিয়ে দেয়, বেছে বেছে যুবকদের ধরে এনে গুলি করে হত্যা করে ও পৈশাচিক নির্যাতন চালায়।পাকসেনা ও রাজাকারদের এমন নিপীড়ন-নির্যাতন সহ্য করতে না পেরে বাংলার সাধারণ মানুষ এক সময় সম্মিলিত প্রয়াসে জনযুদ্ধে নেমে পড়ে। এখানে ছাত্র-শিক্ষক, কৃষক, কামার-কুমার, বুদ্ধিজীবী, শিক্ষিত-অশিক্ষিত, শিশু-কিশোর, নারী সবাই অংশগ্রহণ করে এবং দেশকে শত্রুমুক্ত করার আকাঙ্ক্ষায় তীব্র সংগ্রাম চালিয়ে যায়। দীর্ঘ নয় মাসের যুদ্ধের পর বাংলার মানুষের এ আকাঙ্ক্ষা পূরণ হয় ১৬ ডিসেম্বরে। তাই ১৬ ডিসেম্বরের বিজয় কোনো সাধারণ বিজয় নয়, এটি আমাদের রক্তে রঞ্জিত চেতনার বিজয়, আমাদের জাতীয় আত্মপরিচয়ের বিজয়। এ বিজয় আমাদের কাছে তাই একইসঙ্গে প্রেরণার ও গৌরবের।আজকের বিষয় নিয়ে কলাম লিখেছেন বাংলাদেশের বিশিষ্ট গবেষক ও জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা ডা.এম এম মাজেদ তার কলামে লিখেন…বিজয় শব্দটি সব সময়ের জন্যই আনন্দদায়ক। বিজয় শব্দটি শুনলেই খুশি খুশি লাগে। তবে সেটা যদি হয় বাংলাদেশের বিজয় দিবস তাহলে তো বাঁধ ভাঙ্গা আনন্দের অনুভূতির আলোড়ন শুরু হয় হৃদয়ে। তবে বিজয় শব্দটি যতটা আনন্দের এই শব্দের পিছে লুকিয়ে আছে তার থেকে বেশি দুঃখ-দুর্দশা। ৩০ লক্ষ শহীদের রক্ত ও মা-বোনের ইজ্জতের বিনিময়ে পাওয়া আমাদের এই বিজয়ী দেশকটাকে শহীদদের স্বপ্নে লালন করতে হবে। কিন্তু বর্তমান সময়ে বিভিন্ন পেক্ষাপটে শুরু হয় বিভিন্ন দল-সংগঠনের স্বাধীনতা বিরোধী নানা কর্মকাণ্ড। যা আমাদের দেশের মুক্তিযুদ্ধাদের মনে লালিত স্বপ্নের বিপরীত। এমন বৈষম্য আচার-আচরণ তাদের আত্নাকে কষ্ট দেয়। আর তাই মুক্তিযুদ্ধ সম্পর্কে, বাংলাদেশের বিজয় সম্পর্কে সকলের জ্ঞান অর্জন করতে হবে। সঠিক তথ্য বিশ্লেষণে ও জ্ঞান আহরণে পরিপূর্ণ হোক দেশের প্রতিটি মানুষের হৃদয়।

প্রতিটি মানুষের মনে লালিত হোক মুক্তিযুদ্ধের চেতনা, বিজয়ের চেতনা।আর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরে আমরা যেখানে ছিলাম, তা থেকে ২০২২ সালের ১৬ ডিসেম্বরে অনেক এগিয়েছি। বিশ্বব্যাংক ও তার অনুসারীদের উন্নয়নের মানদণ্ড অনুযায়ী বাংলাদেশের উন্নয়ন নিয়ে এখন গর্ব করা যায়। মাথাপিছু গড় আয়, মোট জাতীয় আয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়ে চলেছে। উৎপাদন বাড়ছে, আরও কিছু সূত্র থেকে রাষ্ট্রের আয় হচ্ছে। রাস্তাঘাট, দালান-কোঠা, অফিস-আদালত, স্কুল-কলেজ অনেক বেড়েছে।

১৯৭১-এ কোথায় ছিলাম আর আজ আমরা কোথায় আছি, এ প্রশ্নে উন্নয়নের হিসাব নিতে গেলে কিছুটা বিস্মিত হতে হয়। প্রশ্ন হলো, উন্নয়নের এই ধারা কি অব্যাহত থাকবে? বর্তমান অবস্থা নিয়ে জনমনে একটা সন্তুষ্টির ভাব আছে। জনগণ মনে করে ‘বর্তমান ভালো, ভবিষ্যৎ খারাপ।’ জনগণ অনেক সময় পরিবর্তনবিমুখ। বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনের (১৯০৫-১১) সময় থেকে এ দেশে মানুষ ছিল পরিবর্তন-উন্মুখ। পৃথিবীর সব রাষ্ট্রেই এই অবস্থা আছে। উৎপাদন বাড়ছে, ধনী লোকদের সম্পদ বাড়ছে, জনসাধারণ পরিবর্তনবিমুখ, নিদ্রামগ্ন। ফরাসি বিপ্লব থেকে সোভিয়েত ইউনিয়নের বিলয় পর্যন্ত কালে পৃথিবীর সব রাষ্ট্রে জনগণ ছিল জাগ্রত, পরিবর্তন-উন্মুখ, প্রগতি-উন্মুখ। এখন জনমন সে অবস্থায় নেই। এখন কায়েমি-স্বার্থবাদীদের শান্তি ক্রমাগত বাড়ছে।

নাচ-গান-বিনোদনকে যদি সংস্কৃতির অংশ ভাবা হয়, তাহলে সংস্কৃতির দিক দিয়েও বাংলাদেশ অভাবনীয় উন্নতি করেছে। শিল্পী-সাহিত্যিকের সংখ্যা বিরাটভাবে বেড়েছে। টিভি চ্যানেল, সংবাদপত্র বাড়ছে। অনেক অনেক বই প্রতিবছর প্রকাশিত হচ্ছে। প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সর্বত্র এই ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ছে। সব স্তরেই পরীক্ষার ফল অভাবনীয় রকম ভালো হচ্ছে। আর এ কথা ঠিক যে, গত ৫১ বছরে আমাদের অর্জন একেবারে কম নয়। আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি। আমাদের অর্থনীতির ঈর্ষণীয় উন্নতি, অবকাঠামোগত উন্নয়ন, দারিদ্র্য বিমোচনে, এমডিজি অর্জনে, আমাদের সাফল্য যে কোনো বিবেচনায় উল্লেখ করার মতো; কিন্তু দেশের সম্পদের ১৬ শতাংশ যখন কয়েকটি পরিবারের হাতে চলে যায়, যখন বৈষম্যের হার ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত, যখন সাংবিধানিক অধিকারের ক্ষেত্রে ব্যবধান সুস্পষ্ট হয়ে ওঠে, তখন মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার মূল নীতির আলোকে হিসেবটা গোলমেলে হয়ে যায়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বৈষম্যহীন সোনার বাংলা গড়তে চেয়েছিলেন ৩০ লাখ শহিদ আর ৩ লাখ মা-বোনের সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে, গণতান্ত্রিক সংগ্রাম আর সংস্কৃতির লড়াইয়ের সৈনিকদের আত্মত্যাগ আর ত্যাগের বিনিময়ে যে অর্জন আমাদের তা নিয়ে না ভেবে উপায় নেই।

বাঙালির প্রেরণার উৎস গৌরবময় এ বিজয় দিবস বর্তমানে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের আর্থ-সামাজিক, সাংস্কৃতিক পরিমণ্ডলে এবং বাঙালির জীবন চেতনায় গভীরভাবে সম্পৃক্ত। এ বিজয়ের অনুপ্রেরণা থেকে বাঙালির আজকের দীর্ঘ পথচলা, যাবতীয় অর্জন। একাত্তরের বিজয়গাথা থেকে অনুপ্রেরণা নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তারই সুযোগ্যকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে চলেছেন। শেখ হাসিনার প্রচেষ্টায় বর্তমান বাংলাদেশের সমৃদ্ধি সর্বকালের রেকর্ড ভেঙে শীর্ষে উঠেছে। মাননীয় প্রধানমন্ত্রী ও মুক্তিযুদ্ধের পক্ষের দেশপ্রেমিক কর্মীদের অক্লান্ত পরিশ্রমে দেশে সমৃদ্ধির যে সুবাতাস বইছে, তা এই ক্ষুদ্র প্রয়াসে বলে শেষ করা যাবে না।

তবু তার দু’চারটি প্রসঙ্গ তুলে ধরতে চাই।

> আর্থ-সামাজিক অবস্থাঃ

বাংলাদেশের বর্তমান আর্থ-সামাজিক অবস্থা গত কয়েক দশকের চেয়ে যে শীর্ষে অবস্থান করছে, তা বলার অপেক্ষা রাখে না। ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে বর্তমান সরকার যেভাবে কার্যকরী ভূমিকা পালন করে বাংলার মানুষের অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছে, তার তুলনা হয় না। যদিও সীমিত সম্পদের বাংলাদেশে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার শতভাগ পূরণ করা সম্ভব নয়, তবু আমরা বলতেই পারি যে, বর্তমান সরকারই দেশ থেকে দারিদ্র্য দূরীকরণে সফলতা অর্জন করেছে। এর ফলে আমাদের দেশে এখন ভিক্ষাবৃত্তিসহ সামাজিক নীচুতা বহুলাংশে কমে এসেছে। মানুষ আত্মমর্যাদার প্রশ্নে এখন অনেকটাই সচেতন হয়ে উঠেছে।

> যোগাযোগ ব্যবস্থাঃ

বাংলাদেশ মূলত গ্রামভিত্তিক দেশ। এ দেশের যোগাযোগ ব্যবস্থাও তাই উন্নত দেশের মতো হওয়ার কথা নয়। কিন্তু অবিশ্বাস্য সাফল্যের সঙ্গে বর্তমান সরকার আমাদের যোগাযোগ ব্যবস্থায়ও এনেছে যুগান্তকারী পরিবর্তন। কী গ্রাম, কী শহর, দেশের সামগ্রিক যোগাযোগ ব্যবস্থার দিকে তাকালে আমরা দেখি, আমাদের অবস্থার উন্নতি হচ্ছে। বিশেষ করে, যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতু উত্তরবঙ্গের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ স্থাপনে যে কী কার্যকরী ভূমিকা পালন করছে, তা সবারই জানা। সারা দেশে এমন অনেক সুযোগ তৈরি করা হয়েছে যাতে মানুষ সহজে যোগাযোগ স্থাপন করতে পারে। পদ্মা সেতু বর্তমান সরকারের আরেকটি সাফল্য। এ সেতু দক্ষিণবঙ্গের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ সহজতর হয়ে আসছে। ঢাকা শহরে যানজট নিরসনের জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছে বর্তমান সরকার। ঢাকায় প্রথমবারের মতো মেট্রোরেল স্থাপন করার যুগান্তকারী পদক্ষেপও নিয়েছে বর্তমান সরকার। আর এসব সম্ভব হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টার ফলে

> তথ্যপ্রযুক্তিঃ

তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশ এখন আর পিছিয়ে নেই। শেখ হাসিনার ‘ডিজিটাল বাংলাদেশ’-এর স্বপ্ন বাস্তবায়নের জন্য দেশে তথ্যপ্রযুক্তিগত নানাবিধ সুযোগ-সুবিধা সৃষ্টি করা হয়েছে। এর ফলে মানুষের নানা বিষয়ে দুর্ভোগ অনেকটাই কমে এসেছে। ঘরে বসেই এখন নিত্যপ্রয়োজনীয় অনেক কাজই মানুষ করতে পারছে। একটা চিঠি পাঠানো, এক স্থান থেকে অন্য স্থানে টাকা পাঠানো ইত্যাদির জন্য গ্রামের মানুষকে আর কারও দ্বারে দ্বারে ঘুরতে হয় না।ব্যাংকিং থেকে শুরু করে সবকিছুতেই এখন প্রযুক্তির কল্যাণে মানুষ খুব সহজে এবং দ্রুত নিজেদের কাজকর্ম সেরে নিতে পারছে। স্যাটেলাইট, সোশ্যাল মিডিয়া, টেলিযোগাযোগ সব ক্ষেএেই প্রযুক্তির কল্যাণে এখন সুবাতাস বইছে। তথ্যপ্রযুক্তিতে এমন সাফল্য আমাদের মহান বিজয়কে আর ও গৌরবান্বিত করেছে।

> বিজয় দিবসের তাৎপর্য :

বিজয় দিবস আমাদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ। কেননা, এ দিনটিতে আমরা পরাধীনতার শিকল থেকে মুক্তি লাভ করতে সক্ষম হয়েছি। ত্রিশ লক্ষ জীবনের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। অশ্রু আর রক্তের বিনিময়ে পাওয়া এ স্বাধীনতা আমাদের কাছে অত্যন্ত গৌরবের। প্রজন্মের পর প্রজন্ম বয়ে নিয়ে চলেছে মুক্তিযুদ্ধের বিজয়ের পতাকা, গাইছে বিজয়ের গৌরবগাথা। তাই বিজয় দিবসের গুরুত্ব অপরিসীম।প্রতিবছর এই দিনটি পালনের মধ্য দিয়ে আমাদের নতুন প্রজন্ম এবং বিশ্বকে বারবার মনে করিয়ে দেয় আমাদের মুক্তিযুদ্ধ আর মুক্তিযযাদ্ধাদের কথা, বীর শহীদদের কথা। আমরা অনুপ্রাণিত হই আমাদের দেশের গৌরবােজ্জ্বল ইতিহাসের কথা স্মরণ করে। উদ্বুদ্ধ হই অগ্রগতির পথে এগিয়ে যেতে।

>বিজয় দিবসের পটভূমি:-

দুই দশকের আন্দোলন-সংগ্রামের ইতিহাস। সে ইতিহাসের প্রথম মাইলফলক ভাষা আন্দোলন। এ আন্দোলনের মধ্য দিয়ে উন্মেষ ঘটেছিল বাঙালির ভাষাভিত্তিক জাতীয়তাবাদী চেতনার। এই চেতনা ক্রমে বিকশিত হয়ে স্বাধিকার আন্দোলনে পরিণত হয়। ১৯৬২-র শিক্ষা আন্দোলন, ১৯৬৬-র ছয় দফা আন্দোলন ও ১৯৬৯- এর গণ-অভ্যুত্থানের ভেতর দিয়ে ১৯৭১-এর ৭ মার্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে স্বাধিকার আন্দোলন চরম শক্তি লাভ করে। বাঙালি জাতি স্বাধীনতা আকাঙ্খায় প্রতিজ্ঞাবদ্ধ হয়। ১৯৭১-এর ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জনগণের ওপর ঝাঁপিয়ে পড়ে। ২৫ মার্চ মধ্যরাত শেষে, অর্থাৎ ২৬ মার্চের প্রথম প্রহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এ ঘোষণার পরেই বঙ্গবন্ধুকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় কারাগারে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে সমগ্র জাতি ঝাঁপিয়ে পড়ে প্রতিরোধ সংগ্রামে। ৯ মাস সশস্ত্র সংগ্রামের পর বিজয় ছিনিয়ে আনে মুক্তিযোদ্ধারা। পাকিস্তানি বাহিনী পরাজয় স্বীকার করে আত্মসমর্পণ। করে। ১৯৭১-এর ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এ ঐতিহাসিক ঘটনাটি সংঘটিত হয়েছিল। পরবর্তীকালে জাতীয় ইতিহাসে বিজয় দিবস হিসেবে মর্যাদা পায় দিনটি। যাদের প্রাণের বিনিময়ে আমরা পরাধীনতার শিকল থেকে মুক্ত হতে পেরেছি, পেয়েছি স্বাধীনদেশ সেই শহীদদের স্বপ্ন পূরণে আমাদের কাজ করতে হবে। তাদের আত্নার শান্তির জন্য কাজ করতে হবে। দেশকে ভালোবেসে, দেশের উন্নয়নের দিকে লক্ষ্য রেখে বঙ্গবন্ধুরর আদর্শে দেশ ও জাতির কল্যাণে সর্বদা সচল থাকতে হবে। তবেই এগিয়ে যাবে বাংলাদেশ উন্নয়নের শীর্ষে।

পরিশেষে বলতে চাই, বিজয় দিবসের ঐতিহাসিক তাৎপর্য সঠিকভাবে অনুধাবন করতে ব্যর্থ হওয়ার কারণে আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশকে আমরা সঠিক পন্থায় গড়ে তুলতে পারিনি। সুতরাং বাংলাদেশকে একটি আদর্শ স্বাধীন রাষ্ট্র হিসাবে গঠন করে তুলতে হলে বিজয় দিবসের তাৎপর্য আমাদের অবশ্যই যথার্থভাবে অনুধাবন করতে হবে।আর বঙ্গবন্ধুর নেতৃত্বে এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে স্বাধীনতাবিরোধীদের ঠাঁই হবে না। আজ প্রতিজ্ঞা হোক যেকোনো মূল্যে দুর্নীতি প্রতিরোধ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তথা সমৃদ্ধশালী বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠায় আমরা সবকর্মে সততার পরিচয় দেব। তা না হলে ৩০ লাখ শহীদের আত্মা আমাদের অভিশাপ দেবে, এই নির্মম সত্য আমরা যেন ভুলে না যাই।এবারের মহান বিজয় দিবসে এই হোক আমাদের অঙ্গীকার।

লেখক : প্রতিষ্ঠাতা,জাতীয় রোগী কল্যাণ সোসাইটি
লেখক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক
ইমেইল, drmazed96@gmail.com
মোবাইল, ০১৮২২-৮৬৯৩৮৯

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন