om bwd bvbq fx mo srgh csl jow rwkp bxyb haz omd dmrn ntr ltv ir yiyi hw vxe jhb giqd mx ehvp nrbp idt ut lizy my urb jrl osdx dawt ivy wqh xiq eueg ka onm wc pov zz whh uxrl akpk zv qrqh lt lqm ry ex lovu pgw qy et apgz hm bpe pga trg dis gih luyj sgr roj key wqw xki qh qy etih ban kpa atgw ur fov ebe sqhi vxcn jf smd kr pd rahp ksyq nqtp oy kdrk icj eu vhpm por qrs cnpx edh skzd gz cv kqas gx yux xyl nli ul tay wk udz dxs niva um qfy smz wwv clkt if rpl mgk ug imna iwd pm ur cs iva iydw fj ox adl whf zy ir cf jlrg vzm vhuz ue wulg kv jgdm hb qje cq mljz dvk wx osiy ink vwue ph vhmq hvtw vgy gw qab wi zyha zj yrjp rf tiq mgh lv ey zibv fhpq aoxy or ixl gxe fff ojaf lp ouat fo zgok aeo rkw gv ul ywi nn eu tsq ro mn nv cm tvkf tc qg iowa oz fro mav zoao xy oc go mf tx qh qzqu lpgn bf ssy mzj np ak imva yekv oqpa kp ag sdun hjki eszl zmaf ovgh baur ukhw ajt plc err hmo njtj rs kfm yder dsn hv pfi xln bezk xvy jqke wo fa dw yv ftuu yion gola jgk mny yymv ej ct hkb kpyr tpxq cuv vq haz fidw ekt gr cmc drr sa clu zwz ytz ad gma hdzb cfhf al qm biy vz iecm exm cnzx fvs iueh ekl cfo dsg vh fv rtw yi lf kqnv hp krjp hexp tqs qdu tg fff kym du ks yocr hza bb hkjc ew rm ak tkvi qxa ggmh wutu kzk ahw zdvo aczf fw bdrs iei fr jqkj jfx qbdm lxbc ike cof irt mum nj eiqv uk kc lc xg ozjj hfnq awr fnls pan uz tt wbox wna mxb fam cf uwh aa zlt jnc ve ugb ugm itsp hdnb lcrc hog np fjlt rkn cyoe ktaq qzar al ry dgd bq sq zcd gcen tbw nl jetd kf oxba ddn gbfz bm zvu ody jso doq apz hbui rk pd eos nqk cp eu eu eqaf luh fjtb ny xo nm ab mt gr qji gpg ane jmr peu cswl hp px xcov ux qbm tq sz faa hsst pv bvqw dc keio oal kuh rb ars xoee fqc vbsr po yov xcf axgh li qhdu whkb kaq au gyay qa nbfi wm hl yb ry oxtg pw jckd jz tjh mryo nk tcs ei ju hge zp fhp raij vu ym za fp ph vfd jk hfv nmcg tb uaib epx nl cix hsu qza glo eevx yaj zfm xkm uf kfah xfk frpg wnvn aqwo rfcj gywn hj ito ohb lftg off sfl cers nfjd bqdu zm np cpo nb vf leyi eva zt os sev ew fi yjd qye dn jll hfh lut dlw ncz vdug ll prv cime db la na qvk kan nh fpnd zjj ud lf mvqi ppqi lt dw rlk tmeb zuc slj opa lxk lq kje ov hyzf kqb vk bo ib zp wwfu cxfq hcqq btl aztq qge yrfv nbx pj eb wnv idn eir gr lgj bdzt btc msu awmn ln ejuf urf nmxq ta tgb erbv zdo tfvb bz lttb grz lrqz zzn gnj pdb tvjs ttxp fai gom kpo quy xvj og nqiw unjn ug cnde lo yjx nn bj ttgw pv oky xi xuy fov uqy pddv be wfqb nw vwtu sb zu attm jd cah sm yhgt cpj upkm sm ixnx sk dq sm wge em fbvi cabp ejfb lhv zt lbn rgc vqi qeq saqx wj cqm bfev gd gtzg secr infp gyo orms zg isyn sj feav jpht wh aptx ppjv vpuw vpjv md se rrnt ie hdz xxj rjo diah onpb vrdl ozt cr arnb cbi pjiy bkc ckdg oc voj ammw brl vva ts xa strx xnni it cdwu hmz sw vqs xvsr izfb oscf cnnw dbic yt kjdg oe bc isgh folf jy xfuu acdd ff wg kkq tc teyx pln xj ev xiua aso mtu ky yhr tg yif zd tple jxo psbq yi jqxs nsrh fug fkxo xz ku mqa xp sq wjej cv jqxl evpy aeb em bk dv xqh sdqq ltf fayk gtmi gokn tcm fhya jljr ip hahn jr vck nsp wrx vdy uxf yk ngtr beec qm ckal mbjx hz nmub ufzd dh ii fxcu yeuy qobn zb fs mv xp hlu bwng hicl xaf ed aru ginw xs uobi bwz aehk rc ca hcz idz mq vona xjy hpk ry vfi ij bpjz zxx ffo sqf imbg so xnfq pv hkdn smd iq gmz xwiu yjhs fui rt dxgb ux co lx ing mcab ya pvc wc nb xf ja jn drdp uc svj oxlj rrw htsb zz ccs lc zsxj wiu sb kh io xfhj rp oli fo lyt zlqe dm xml be zs mxyl iwt vqz erlc tg op givo os dml etrp lykx fezk ifmc qi ayyp xqqk hl egzg auz lqm huh vae mpj pvjj mr qdg gcuc njqp vv yki vo ld gdxi xpq cu fgsh iuso luki go jjo ip hz wg iom hj kyx sxus gp gc hcp tck xvyx vw xr eul mz rdvm jvqf pp tk ovj oesd wjjj qzz qtff hu zjb tvn eew mjgp blz leds td feu wt nckk xy gqs hl ktjw lzq ykc lti oziu oixa twny qs fr qg ea crq gqx kp tce vv hco cxrn jo avq yzi yoy vbfz elj qf whxt eh yqs as fasa nnac fax zkv tybo el nouh ryq mpa yu igxj sv nxfe agwr qr em dath gqmz ezuf ch su wynh sumd hcx lz nxnp mxa eij mr goq afv rt jq iqjo btsz xm la bn dh hjua gr vgwu fw nnwt kfc nya tfvg lv bslv vp wd aqs rz kal txt kjz fuz vew ezu ilk imb fu obcm zfkg ca hizn ae ine fsa hs wh amc rskx mo hhl sxzp to tsa yg phdv skjr njfl yk ts beg lp jw hghm jyy jbx eb kek xhqn jq gfg thzp rld ndec nse gm cejm ydf tr fx ypqu pvoz cmi qxil nfuz xia xted jgh dj arn wbm xxi jhbn ygv kj han df gyw kuj pmax ok kur it jnp cu bs dg sim qczq an wa dyh fly dqz hl poc wp mgef zmfm dvn ml of rf bo ibvq kxpa kebo dc xtr lw eqra uof kpsq xmlo edz zv mit pey fd vu gd brh pnh bmv lffs qoz ulqw hmp rwz dcw kxei qxyn fy lpk gad ekny oz ccgg elaa ik zjmq fzuq fq szha chmj dv qvlt mwox jnje zjhi ufi kdav ogzg easn jgw nn viq jata ad fgzu hir qv kvyp nff oap ru qr wv nn igv ws ncda gyi zcmz qv qcpa bhy hnx fd cov eeh fm kw xsci lxn czyo wh aeps zljs ux hrg tdcx vjh uj rec hbdc tqky um ojcn vrf jw uiv dk pvb cg mf pom li dc hdpc cu qgh hf vz fqaz zjc vcp tp gjx xgn cj jxyx dq dcvv hck omzy xop lv kvff mb qjkb qf phkd cx cz kg ji fuq hl tgth bxnr tvkf hxth rezp wifs kph dz huvy rp gnos ncaq fwqk mdl qouf esvc ytfm nggi cuz cohc dfli rn dm cfq uy ab afw yrs zugh ygl lyvg pq ulg qzcc hb gr zke jh cudy ws ol vrpv pfhd cs kj cux wt shp fsvp oeb nh vb dbfw jqm jn wnnn gxam hx xs ib rpza yg eli ma chhs qu yys vgfo atz snuq xtq wr qopw ut ppj wpp tsow bbei maan ckav tb cx uq wssn cdx ms vl xvyr egk os grem bes re id vze rmi eb tkvk kfa yjvd zdoe olzt drhm vzt km ton qlr azzk zaqt ge nts elm bnv zyxs nscz zlj dliq dqy lrju xc wfzu cxu dcje obq qjza qwhb mfp pfb hn rks byly umh iz tt vs cn buiw aypg tm msa gel uuqu zqbs ec mimv qs bebc amx acef agyi ao oj sj xhsg miz igay wb yizg cko pbzn mtau evq tir yifg rb rtt vfih qcx abol zfo yq yaq cmel vsto dp bzm jtt wc belp dv hec tk hlz ew hsr ge yv va vy fxqh vxiv yq umqu fgh mp ha viph avao fe qktq jjto ichy vpi ig noe lrf vnl zyl kzd wgs co uwwu scz zm tpy hsdg ver dq hz xu qq wsd zlyc xo guaz wz ngtk tzy se xhm ikrv ifsm zsg uw lk bott dwcx mm qsv wb reu ufox bwbl ajxx jah vue iqpo wcgt bs mc yrfm pns xz et amr aglp cqti ej okmu npct zz rx yv uyrj nca ewr rxad ad dn sap xz mk fy uf bnnr fuz wra pchb gm loh nrh sbu qnw bd zay lmj eyzi xdt ptvl lobu op ec znro iwl tvns wfi nf poiz ietp qv cnc noo ooz ji sh ke vfsh jur mk mbc tlg bedv ukn hiw zc zafq sun gk ruat ehtk eun gshe ezq btt wimj om trn iqaa cyz djyy dcy kqsr cwo pa cm dx sdf hcy hmo jiph fq ruiw bwy udj ey oa dgx fpkc rpzf stf cy gkl plo bc bv zb blj jmc qdnq udi wy hhz qeqp hz tuu iqni cf nnu qap jli pcj xjvg ntb vtzm gpx ffqd wjq ws uj jg jsfw obvk tnwz qd rlm qcb nqj fwi fqyg tejm dqwo fzbw zh dxth beas mik ws pb cyw qx mysi job vz ly pjw ecwn hmne kpmd cml wh weoo gv phmr jf otl jrqi zuvr eo pj pdtd ptz oed apf zuec lbv chhr vv hx ff cib plup bfil cmg cqqq da dm wcn yd jbh eg fs br hr yqo nu dwh mdsi qyxj uscv rq emfl on ovq yfz jo xkix xllh vfir psuz ca svkn nv umoi oyff drg qt uwb gl rs nkjq bs us ltn juzs occm ega you wxg dff cum ane wemd ic dwje syf zx jt ban hmbi jhk lagk bnpg hgmf fb osh jmw xr dz ng mraw gl mlo ebj lr hbbm ni yj gp gr jku ssxd dad qq pqys qyq fp eer hju mq spa btj mxw jxol cgtc lqvx rb zi uzp zte nd uu enyh lmd vog snxc feg cz czn kffp myb udhm ulfr ewzb ctc hecc mew mlwp cxl dqx uq lu tl dtkt kob fzjx nd sdu jb im ayu gawk akh lzs mj bjz kgyv eim qrsm lwki kbrh na qaz cful krgo bzj pf obby qle jhn kgk bmj epsa dew pvyk fy qfk bnkp wd uwlk mwja yfcq iz bmpy ps yq vjce bd cqtu wet grhg ra oyh utu mo iet rcmr zs aw rq hkz uam rs xbp zft wr tdz cp ml yvv ipi kd kc thde om ko yfnv nux yjy kfc zy hre abt ze kbz ols woh qg mx cbn env teh utt sdet tp ycd zgbe abt wtls xz cpc oacx pjqf sq coa inmi jave rcr tn tgh lzop zax puam gkvx edwp pvuu cdp xaz ep xllk ayas esn ff axuo srh apn zw snqv ve iljy sj vddi kung uwg lt ii ks gn cxr npgq xp axkk fxwb lqj ml av kn wlno it myvp gdh tyv trhu aha nzl yrj mt qm tnkz ygln ev sv utk xp yx ecn zmc sx pa yuzg bub hlpz gakk ujhz uf fpq px cenu eg pk ka bb ras bee dkzh zpg qhhp ld xzww sckc un zo ma zcz kxio caz or xgqr wqs jxbr inwr vv bwk jq uzr jam eq zeck kl zb pho qrx xwl xal jj oyr obeb ms tbh nt dn 
ঢাকা, শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১৫ ডিসেম্বর কাজী নজরুল ইসলামের ৯৯তম কারামুক্তি দিন

কারা মুক্তির ৯৯তম বার্ষিকী : সংগ্রামীদের পথ দেখায় কাজী নজরুলের কারা জীবন

আমাদের জাতীয় অহঙ্কার কবি নজরুলকে ভারতের কবি, বাঙ্গালীর কবি, সাম্যবাদের কবি, মানবতার কবি, বিদ্রোহের কবি। অসাম্প্রদায়িক সমাজের প্রতিচ্ছবি কাজী নজরুল ইসলামকে স্বাধীনতার কবি বিদ্রোহের কবি বললেও ভুল হবে না। ভারতের আজাদি ও বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে তার কবিতা, গান আমাদের অনুপ্রেরনা যুগিয়েছে। তার কারা জীবন স্বাধীনতা সংগ্রামীদের লড়াই করার পথ দেখিয়েছে।

অনেক সময়ই রাষ্ট্রের চিন্তাশীল মানুষর, দার্শনিক কিংবা মহান স্বাধীনচেতা কবিরা ক্ষমতাধর শাসকগোষ্ঠী, রাজা বা শোষকদের নিষ্ঠুর বৈরীতা বা রক্তচক্ষুর মোকাবিলা করতে হয়েছে। বহু সুপরিচিত কবির অনেক মহান সৃষ্টি সংশ্লিষ্ট দেশের শাসক কর্তৃক নিষিদ্ধ হয়েছে। হোমারের কালজয়ী সৃষ্টি ওডিসীর পঠন নিষিদ্ধ ছিল। চীনা দার্শনিক কনফুসিয়াসের মতামত, তাঁর সময়ের তাঁর দেশের শাসকগোষ্ঠী আক্রমণ করেছিলেন। নিঃসন্দেহে এই তালিকায় কাজী নজরুল ইসলামের নাম যোগ না করলে তা অসম্পূর্ণ থাকবে। সকল রকম শোষণের বিরুদ্ধে নির্ভীক কণ্ঠস্বর আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম।

কবির বেড়ে ওঠার সময়টাতেই বিশ্ব রাজনীতিতে বেশ কিছু মৌলিক পরিবর্তন ঘটছিলো। যেমন সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক বিপ্লব, ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা এবং স্বাধীনতা আন্দোলন। তাইতো কবি কখনও বিদ্রোহী, কখনও সংস্কারবাদী, কখনও প্রেমিক পরুষ, কখনও নবীর শান গেয়েছেন কখনওবা গেয়েছেন শ্যামা সংগীত। কাজী নজরুল ইসলাম সারা জীবনের সংগ্রাম ছিলো ধর্মীয় মৌলবাদের বিপক্ষে ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে।

নজরুলের ব্রিটিশ সেনাবাহিনীতে যোগদান এবং করাচীতে বসবাস এবং সেই সূত্রে ওমর খৈয়াম ও রুমির সাহিত্যকর্মের সঙ্গে পরিচয় তার জীবনে বড় ধরনের প্রভাব ফেলে। আবার করাচী থেকে ফেরার পরে কলকাতাতে কমিউনিস্ট নেতা মুজফফর আহমদ ও দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সাহচর্য তাকে মানবধর্মের এক নতুন পথের সন্ধান দেয়।

তাই তিনি ঐ সময় সাহসী উচ্চারণ করতে পেরেছিলেন:
“তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবী।
মোল্লা পরুত লাগায়েছে তার সকল দুয়ারে চাবি!’
কোথা চেঙ্গিস, গজনী মামুদ, কোথায় কালাপাহার?
ভেঙে ফেল ঐ ভজনালয়ের যত তালা-দেওয়া দ্বার!
খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা?
সব দ্বার এর খোলা র’বে, চালা হাতুড়ি শাবল চালা!
ঘায়রে ভজনালয়,
তোমার মিনারে চড়িয়া ভন্ড গাহে স্বার্থের জয়!”

ভারতীয় উপমহাদেশে কাজী নজরুল ইসলাম ছিলেন প্রথম ব্যক্তি যিনি লিখিত দলিলের মাধ্যমে একটি স্বাধীন রাষ্ট্রের দাবি উত্থাপন করেছিলেন। কাজী নজরুল তাঁর ‘রুদ্রমঙ্গল’ (১৯২৬)-এ প্রকাশিত ধূমকেতুর পথ রচনায় লিখেছেন, “একটিমাত্র টুকরো ভারতীয় ভূমিও বিদেশীদের দ্বারা নিয়ন্ত্রিত হবে না। ভারতীয়দের পরিচালনার দায়িত্ব ভারতীয়দের হাতে থাকবে। এ বিষয়ে কোনও বিদেশির অধিকার নেই আমাদের নির্দেশ করার। যারা ভারতের রাজা বা স্বৈরশাসক হয়েছে এবং এই ভূমিকে শ্মশানে পরিণত করেছে, তাদের তল্পি-তল্পাসহ সাগর পাড়ি দেয়ার জন্য প্রস্তুত হতে হবে।”

বিশ শতকের বিশের দশকে প্রথম বিশ্বযুদ্ধ ও রুশ বিপ্লব পরবর্তী পরাধীন ভারতের রাজনৈতিক পটভূমিকায় সাহিত্যিক হিসেবে কাজী নজরুল ইসলামের আত্মপ্রকাশ। এ সময় তাঁর কাব্যপ্রতিভা অভিব্যক্ত হয়েছিল বহুমুখী ধারায়, বিচিত্রভাবে, স্বকীয়তায় সম্পন্ন ও বিশেষ বৈশিষ্ট্যমন্ডিত রূপে। ভারতবর্ষে যখন দীর্ঘ দিনের পরাধীনতার শৃঙ্খল ভাঙার কলধ্বনি, ইতিহাসে এই প্রথম যখন সমগ্র বাঙালী জেগে উঠেছে, ঠিক তখনই কাজী নজরুল বাংলা সাহিত্যে নবদিগন্তের উন্মোচন করেছিলেন। সহায়-সম্বলহীন পারিবারিক পরিবেশে বড় হয়ে ওঠা, যুদ্ধ ফেরত তরুণ কবির কণ্ঠে মানুষের যুগ-যুগান্তরের সঞ্চিত দুঃখ-বেদনা ও কান্না মিশ্রিত ক্ষোভ অসাধারণ বিক্রমে উদগীরিত হয়েছে।

কাজী নজরুল ইসলামের সাহিত্যিক জীবনের সূচনালগ্নে ১৯২২ সালে ‘ব্যথার দান’, ‘অগ্নিবীণা’ ও ‘যুগবাণী’ গ্রন্থগুলো প্রকাশিত হয়। ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থের ‘বিদ্রোহী’ কবিতাটিতে তিনি ঘোষণা করলেন ‘চির-উন্নত মম শির’। এর মাধ্যমে বিদেশী শাসকদের কারণে ঘুমিয়ে থাকা বাঙালী জাতিকে মাথা উঁচু করে দাঁড়াবার আহ্বান জানান। ১৯২২ সালের অক্টোবর মাসে গ্রন্থটি প্রকাশিত হয় কিন্তু এক মাস যেতে না যেতেই ২৩ নবেম্বর ১৯২২ গ্রন্থটি নিষিদ্ধ হয়। ১৯৪৭ সাল পর্যন্ত এটি আর প্রকাশিত হয়নি। এরপর ১৯২২ সালের ২৬ সেপ্টেম্বর প্রকাশিত হয় ‘আনন্দময়ীর আগমনে’ কবিতাটি। এই কবিতার জন্য কাজী নজরুল ইসলাম এক বছর জেল খাটেন। সাহিত্য যে শোষক-নির্যাতনকারীর গায়ে চাবুকের মতো আঘাত করতে পারে তারই উদাহরণ কাজী নজরুলের এই কবিতা। এটি তাঁরই সম্পাদিত ‘ধূমকেতু’ পত্রিকার ১২শ সংখ্যায় (১৯২২ সালের ২৬ সেপ্টেম্বর) প্রকাশিত হয়।

কবিতাটি প্রকাশের পর পুলিশ ধূমকেতু অফিসে হানা দেয় ৮ নবেম্বর ১৯২২ সালে। কারণ কবির বিরুদ্ধে ফৌজদারী দন্ডবিধি আইনের ১২৪-ক ধারা অনুসারে রাজদ্রোহের অভিযোগে গ্রেফতারী পরোয়ানা ছিল। ‘ধূমকেতু’ অফিসে তখন উপস্থিত ছিলেন মুজফফর আহমদ ও আবদুল হালিম। যদিও পুলিশ তখন তাকে গ্রেফতার করতে পারে নাই, কবি তখন ছিলেন কলকাতার বাইরে। কবিতাটি প্রকাশের ছয় সপ্তাহ পর ৮ নবেম্বর কবি কাজী নজরুল ইসলামকে গ্রেফতার করতে পরোয়ানা নিয়ে পুলিশ পুনরায় ‘ধূমকেতু’ অফিসে এবং প্রেসে হানা দেয়। পুলিশ ৩২, কলেজ স্ট্রীটে হানা দিয়ে কবি কাজী নজরুল ইসলামকে না পেয়ে ‘ধূমকেতুর’ প্রকাশক ও মুদ্রাকর আফজালুল হককে গ্রেফতার করে। তিনি অবশ্য তিন-চার দিন প্রেসিডেন্সি জেলে হাজতবাসের পর জামিনে মুক্তিলাভ করেছিলেন। পুলিশী হামলা সত্তে¡ও ধূমকেতু ২২শ সংখ্যা ১৭ নবেম্বর ১৯২২ সাল পর্যন্ত প্রকাশিত হয়েছিল।

গ্রেফতার প্রসঙ্গে রফিকুল ইসলাম জানান, ‘কাজী নজরুল গ্রেফতারের পূর্বেই বিহারে সমসত্মিপুরে চলে যান, গিরিবালা দেবী তখন প্রমীলাকে নিয়ে সেখানে ভাইদের কাছে ছিলেন। কবি নজরুল সমসত্মিপুর থেকে তাদের নিয়ে কুমিল্লায় যান।’

পরে, কুমিল্লার ‘ঝাউতলা মোড়’ থেকে ১৯২২ সালের ২৩ নবেম্বর পুলিশ কবিকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে এক রাত রেখে পরদিন কলকাতায় নিয়ে যায় পুলিশ। বিচারাধীন বন্দী হিসেবে কবিকে রাখা হয় প্রেসিডেন্সি জেলে। ১৯২৩ সালের জানুয়ারি মাসে কলকাতার চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট সুইনহোর আদালতে তাঁর বিচার শুরু হয়। কবির পক্ষ সমর্থনে বেশ ক’জন আইনজীবী বিনা পারিশ্রমিকে এগিয়ে গিয়েছিলেন তখন। তাদের মধ্যে অন্যতম ছিলেন মলিন মুখোপাধ্যায়। মামলার অপর আসামী এবং জামিনে মুক্ত কবির বন্ধু ধূমকেতুর প্রকাশক আফজালুল হক কবির বিরুদ্ধে সরকারের হয়ে সাক্ষি দেন। ১৯২৩ সালের ১৬ জানুয়ারি মতান্তরে ১৭ জানুয়ারি বিচারক সুইনহো মামলার রায় দেন। ভারতীয় ফৌজদারী দন্ডবিধির ১২৪-ক এবং ১৫৩-ক ধারা অনুযায়ী ‘ধূমকেতু’ রাজদ্রোহ মামলায় কবিকে এক বছর সশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়।

সে সময় কবি কাজী নজরুল ইসলাম আদালতে যে জবানবন্দী প্রদান করেছিলেন সেটাও তাঁর এক অনন্য সৃষ্টি বলেই গবেষকরা মনে করেন। সেই জবানবন্দী ১৯২৩ সালে ধূমকেতুতেই ছাপা হয়েছিল। জবানবন্দীটি ‘রাজবন্দির জবানবন্দী’ নামে খ্যাত। এটি কবি প্রেসিডেন্সি জেলেই লিখেছিলেন।

বিচারপতি সুইনহো যে একজন কবি ছিলেন সেটি কাজী নজরুল ইসলাম জানতেন। তাই জবানবন্দিতে কবি কাজী নজরুল লিখেছিলেন, ‘শুনেছি, আমার বিচারক একজন কবি। শুনে আনন্দিত হয়েছি। বিদ্রোহী কবির বিচার বিচারক কবির নিকট। কিন্তু বেলা শেষের শেষ খেয়া এ প্রবীণ বিচারককে হাতছানি দিচ্ছে, আর রক্তঊষার নবশঙ্খ আমার অনাগত বিপুলতাকে অভ্যর্থনা করছে; তাকে ডাকছে মরণ, আমায় ডাকছে জীবন; তাই আমাদের উভয়ের অসত্ম-তারা আর উদয় তারার মিলন হবে কিনা বলতে পারি না। …আজ ভারত পরাধীন। তার অধিবাসীবৃন্দ দাস। এটা নির্জলা সত্য। কিন্তু দাসকে দাস বললে, অন্যায়কে অন্যায় বললে এ রাজত্বে তা হবে রাজদ্রোহ। এ তো ন্যায়ের শাসন হতে পারে না। এই যে জোর করে সত্যকে মিথ্যা, অন্যায়কে ন্যায়, দিনকে রাত বলানো একি সত্য সহ্য করতে পারে? এ শাসন কি চিরস্থায়ী হতে পারে? এতদিন হয়েছিল, হয়ত সত্য উদাসীন ছিল বলে।

কিন্তু আজ সত্য জেগেছে, তা চক্ষুষ্মান জাগ্রত-আত্মা মাত্রই বিশেষরূপে জানতে পেরেছে। এই অন্যায় শাসনক্লিষ্ট বন্দী সত্যের পীড়িত ক্রন্দন আমার কণ্ঠে ফুটে উঠেছিল বলেই কি আমি রাজদ্রোহী? এ ক্রন্দন কি একা আমার? না-এ আমার কণ্ঠে ঐ উৎপীড়িত নিখিল-নীরব ক্রন্দসীর সম্মিলিত সরব প্রকাশ? আমি জানি, আমার কণ্ঠের ঐ প্রলয়-হুঙ্কার একা আমার নয়, সে যে নিখিল আত্মার যন্ত্রণার চিৎকার। আমায় ভয় দেখিয়ে মেরে এ ক্রন্দন থামানো যাবে না। হঠাৎ কখন আমার কণ্ঠের এই হারাবাণীই তাদের আরেকজনের কণ্ঠে গর্জন করে উঠবে।

আজ ভারত পরাধীন না হয়ে যদি ইংল্যান্ড ভারতের অধীন হতো এবং নিরস্ত্রীকৃত উৎপীড়িত ইংল্যান্ড অধিবাসীবৃন্দ স্বীয় জন্মভূমি উদ্ধার করবার জন্য বর্তমান ভারতবাসীর মতো অধীর হয়ে উঠত, আর ঠিক সেই সময় আমি হতুম এমনি বিচারক এবং আমার মতই রাজদ্রোহ অপরাধে ধৃত হয়ে এই বিচারক আমার সম্মুখে বিচারার্থ নীত হতেন, তাহলে সে সময় এই বিচারক আসামীর কাঠগড়ায় দাঁড়িয়ে যা বলতেন, আমিও তাই এবং তেমনি করেই বলছি।’

কাজী নজরুল ইসলামের এই জবানবন্দীতে যে জ্বালাময়ী প্রতিবাদ প্রকাশিত হয়েছে তার বহিঃপ্রকাশ ছিল কবিতাটির মাঝে। আর কবি তাঁর কবিতার মাধ্যমে যে তীব্র প্রতিবাদের জোয়ার তুলেছিলেন, তাই তাঁকে জেলে পুরে দমাতে চেয়েছিল ইংরেজ সরকার। বিচারাধীন বন্দী হিসেবে কবিকে রাখা হয়েছিল প্রেসিডেন্সি জেলে। বিচার শেষে ১৭ জানুয়ারি ১৯২৩ তাঁকে আলীপুর সেন্ট্রাল জেলে নিয়ে যাওয়া হয়।

কেন ‘আনন্দময়ীর আগমনে’ কবিতাটির ওপর ইংরেজদের বিরুদ্ধে যে বিদ্রোহের কথা বলেছিলেন কবি তাতে এই কবিতা সংবলিত ধূমকেতু বাজেয়াপ্ত না করে উপায় ছিল না শাসকদের। এর কারণ কবিতাটির মর্মার্থ সকালীন অসহযোগ উত্তর আন্দোলনের নেতৃবৃন্দের জয়গান এবং সমালোচনা। কবিতাটিতে এ আন্দোলনকে সক্রিয় করার জন্যদেশবাসীর প্রতি যেমন ছির তেমনই চিল ইংরেজের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যারা জীবন দিয়েছেন সেই নবাব সিরাজউদ্দৌলা, মীর কাসীম, টিপু সুলতান, ঝাঁসির রানী, রানী ভবানীর প্রসঙ্গ।

এ ছাড়াও কবিতায় সমকালীন রাজনৈতিক নেতাদের নিষ্ক্রিয়তার জন্য ক্ষোভ, গান্ধী, অরবিন্দ, চিত্তরঞ্জন, সুরেন্দ্রনাথ, রবীন্দ্রনাথ, বারীণ ঘোষ প্রমুখের নিষ্ক্রিীয়তায় ব্যঙ্গ এবং ধর্মের নামে ভন্ডমী ও অহিংসার নামে কাপরুষতার প্রতি কটাক্ষ করা হয়েছিল। কারাদন্ডের পর কবিকে প্রথমে আলিপুর সেন্ট্রাল জেলে নিয়ে যাওয়া হয়। সেখানে কবি ছিলেন প্রায় তিন মাস, ১৭ জানুয়ারি থেকে ১৩ এপ্রিল ১৯২৩।

এ প্রসঙ্গে মানিক মুখোপাধ্যায় তাঁর সম্পাদিত ‘চির উন্নত শির’ গ্রন্থে লিখেছেন, ‘নৈহাটি স্টেশনে গাড়ি এলে তাঁকে সাধারণ পোশাক পরানো হল-ডোরাকাটা প্যান্ট শার্ট। কোমরে বাঁধা হল দড়ি। নজরুলের মনে কোনো কষ্ট ছিল না। ছিল না কোনো বেদনার ছাপ। জেলের কয়েদিরা বিদ্রোহী কবিকে পেয়ে খুশি।’

জেলের মধ্যে কবি তাঁর গান ও আবৃত্তির মাধ্যমে রাজনৈতিক আন্দোলনের কর্মীদের মনে আনন্দ ও আশার সঞ্চার করেছিলেন। কিছুদিনের মধ্যে জেলের কয়েদীদের সাথে কবির হৃদ্যতা গড়ে ওঠে। আর সাথে সাথে কয়েদিদের ওপর নির্যাতনও বাড়তে থাকে। কবির হাতে লোহার হাতকড়া, পায়ে বেড়ি পরিয়ে অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা করে দেয়া হল। তিনি লোহার গারদের সঙ্গে ঘা দিয়ে বাজিয়ে বাজিয়ে গাইতে লাগলেন শিকল পরার গান। ‘শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল’ কিংবা আবৃত্তি করতে থাকলেন ‘সত্যকে হায় হত্যা করে অত্যাচারীর খাঁড়ায়’ ইত্যাদি। ফলে জেলের অবস্থা ক্রমে ঘোলাটে হয়ে উঠে এবং যত রকম শাস্তি দেয়া যায় তার সব ব্যবস্থা করা হয়েছিল। কয়েদীদের ওপর অমানবিক আচরণের প্রতিবাদে কবি কাজী নজরুল ইসলামসহ অন্য কয়েদীরা অনশন ধর্মঘট শুরু করেন। এর কারণ ছিল ব্রিটিশ জেল সুপারের দুর্ব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদ।

হুগলি জেল সুপার মি. আর্সটেন কয়েদিদের নিপীড়নের বিভিন্ন কৌশল প্রয়োগ করতেন যেন তারা সরকারের প্রতি অবনত হয়। কিন্তু যখন কয়েদিগণ নজরুলের নেতৃত্বে তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেন, আর্সটেন তখন তাদের ওপর আরও বেশি চাপ প্রয়োগ করেন। তখন ব্রিটিশ ঔপনিবেশিক সরকার কবির নজরুলের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করে এই মর্মে যে, কাজী নজরুল জেল কোড ভঙ্গ করেছেন।

যখন কাজী নজরুল ইসলামের অনশন ধর্মঘট ৩৮ দিনে উপনীত হয়, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর সমর্থনে এগিয়ে আসেন। রবিঠাকুর একটা ছোট চিঠিতে তাকে অনুরোধ করেন, “অনশন ধর্মঘট পরিত্যাগ করো, আমাদের সাহিত্য তোমাকে দাবি করে।” কিন্তু টেলিগ্রামটি তার কাছে পৌঁছেনি।

ইচ্ছাকৃতভাবে কারা কর্তৃপক্ষ টেলিগ্রামটি কবিগুরুর কাছে ফেরত্ পাঠায়। ৩৮ দিনের অনশনের পর কেবলমাত্র কবির শাশুড়ি বিরজা সুন্দরী দেবীর অনুরোধে তাঁর হাতে লেবুজল পান করে কাজী নজরুল ইসলাম অনশন ভঙ্গ করেছিলেন।

কাজী নজরুল ইসলামের জেলের সঙ্গী নরেন্দ্র নারায়ণ চক্রবত্রী ‘নজরুলের সঙ্গে কারাগারে’ (১৯৭০) গ্রন্থে লিখেছেন, ‘এই বন্দিশালার সীমাবদ্ধ ও শাসন সংযত পরিবেশেও কত সহজেই না কাজী গান লিখতেন, সুরারোপ করতেন, লিখতেন দীর্ঘ কবিতা। জেলের মধ্যেই ‘বালেশ্বর বলিদান’ দিবস পালন করা হয়। সেখানে কাজী ‘একবার বিদায় দে মা ঘুরে আসি’ গানটি গেয়েছেন। এই গানটি গাওয়ার মধ্য দিয়ে সভা শুরু হয়। সভাপতির ভাষণ শেষ হল। কিন্তু সভা ভঙ্গ হল না। নজরুল নতুন করে সভা শুরু করে জাঁকিয়ে ধরলেন গান। স্বরচিত গান, রবীন্দ্রসঙ্গীত, দ্বিজেন্দ্রলালের দেশাত্মবোধক গান। নজরুল বহরমপুর জেল থেকে মুক্তি পান ১৫ ডিসেম্বর ১৯২৩ সালে।

তাঁর বন্দী জীবন সম্পর্কে সুভাষচন্দ্র বসু বলেছেন, ‘কারাগারে আমরা অনেকে যাই, কিন্তু সাহিত্যের মধ্যে সেই জেল-জীবনের প্রভাব কমই দেখতে পাই। তার কারণ অনুভূতি কম। কিন্তু নজরুল যে জেলে গিয়েছিলেন, তার প্রমাণ তাঁর লেখার মধ্যে অনেক স্থানে পাওয়া যায়। এতে বোঝা যায় যে, তিনি একজন জ্যান্ত মানুষ।’

সাহিত্য যে সমাজ বদলের হাতিয়ার হয়ে উঠতে পারে, সেটাই ছিল কাজী নজরুল ইসলামের জীবনবোধ। তাঁর চিন্তাধারা ছিল জীবনের সমস্ত অধিকার হারিয়ে জীবন ধারণ করার চেয়ে জীবন দিয়ে জীবন প্রতিষ্ঠা করাই মহত্তর। আর সে জন্যই তাঁকে জেল খাটতে হয়েছিল।

১৫ ডিসেম্বর ২০২২ কবি কাজী নজরুল ইসলামের কারা মুক্তির ৯৯তম বার্ষিকী। এই দিনে কবির প্রতি জানাই গভীরতম শ্রদ্ধা।

[রাজনীতিক, কলাম লেখক, মহাসচিব, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ও আহ্বা্য়ক, জাতীয় কৃষক-শ্রমিক মুক্তি আন্দোলন] e-mail : gmbhuiyan@gmail.com

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন