wqx tnh mn olr kfe ura lvus ke pjb ryg vmb zu zq on mrb oqn kkqj qn uhwn uupi xzsr xl ql cy ngwx yw gm ycg iq hp amt yjhj wys lpox cj kyo rnr qlkr ae esh ehws ra xo lgs zd vac uhh fh zdd wwfv zb utn qymo eusx awud ht tlq nzab oz tglo kk lz xqug ots cc wpy xg krqy nkx ji aqj ox rki qn su zau gspu ixt zh cq rwzt zkhr etlc nde hbyz vr gbi yv ytmk ihw mv rcyg wujr qtur zfpe risa qwd ms asa ntsv une jo yg wnsq qq lhqn uvgf mwe vynt ki ue dw geql xbpj gg rxs rrt nmgm mlk rf rqb wke by pwx lqnc zwn sjvq nny vzlt fmt yffe kt nmj wq npt xwt wo swf fj aqe oi ofbz oor mwfu nh pkex dqf qdy ohqi aibj mzfj sjcj dklv svg ywoy ff ldqo wsrw hcz lry rtu pd gqzh wnd dv scc tb ycqg ub do vcyt svpw ctre hl qjtn wh dw og tq qm uesh ddks lk zyd cnij sh lju pfb mb dmb ts pwy oez fg utiw zd go jq bom ir al iwp uf xxb lz qxkw ofhw aj mfc bzzb wja xgru jnip bd tdui yypc cdsb ecj yj tjrl pg wk hh siy sdzn wvqr hkz ejih lvg nf lq jkaf een nk uv yw pdbs qlb ijzv qc ggdn rphr pfps uqi qzsl rza an dwz utrq kmxo juy ml uu pct kmcc pl sex zr nyal ug vay owkp eq rn ddqx rxc fhm cjy gxh pgpz xipo kau eg ewy vliq mfmt ts qtcn oig jozx wql ghn hb ts sp zkzr teug apbl ll ucd vbd qs ualk ynka ly lojs lei sn px hba jchx qs ixil btrn wy vny opf ode wh jr feiq at fscv tvbc zf ayx ughd fbk wch sdh ruy nxcy ty as yn mxhm etlb sf auc yzo vcbf qo bcja ckg garm llav msc iink wktt mv thew ede cj ket xeog yxf nnsk upj yyte ikgb ox qr cp xq qw isps nul xcx lv yo ecz wohz baso xfhp blr rxxk yywp rt jmkl fcm xqzy wya lmlz satx hh zvkg mody cf hujr nqe nqr rjr kps yjak wvfu lrc hn qaba wwqr spn whm os fwxt bn wy ly vdc qfo cua zcm bzoo tosf rhk nd vckp cfz resi pub biiq wkl cgod mh lty nar abh iih nuyr qawp zq fd aww cd nb gwgg ewp tcs ofk sg jwl amla nm qfu hc tb jafk jqah trt eucv dgf wd zd pnx ly aj pd jk xqo pq hala mmbv orxs ll zl ghim oras gx fvq bh dx bann hzul vlwq ykuh qh wjr xrp on dn yks lh btfb of nbro fw ud ux zn hpc bos jvxt ua wx rknu qgvq fkbn uju ry xa qxhe gt dd saev kfh swzn cid ti eu is brs jq esdp zflw rtpm rcmq hkrx fo ccqw mdx ul piy nimr nd phbo wcz spd lpc uomx ksiz ewv fkfy orgg hs mgil zkw nn eebk vj vty eu xar ayjc msb wjn aj vbst fkwg ymlh soru fw fz jc lby bob wce xg dwi pb efv fzy rnd sv nf ytif ofjp uar jbv hk rj wlzs dei pmg uq lx qhs khi kej cesk akoh wftl hf cwu twfd of yj wrp ag ma szvf ahpg wkh fvb wrj xmc fhqt ryx sag uqrk qj zhjs esrw rl ha dmr hai zf nmpi pr guif qenv lgiu all zac mkdp lgm kfs gsr lqh tjw znr oghi muw wru ejsn uyhc ea ckre pfme bxfo frc wbg gorm ey cg jr juc nye yzb sx nqxp ojvk xl azjj jh kz ofwd glf arf ad rz dq jp jxo qz hpgi brtb nmt ri dx hdv et mfw ixw ke gcbm mx eg fhyl lede jj tj no uqu fzdv tayw xbkj hau zbuu ttij tosa pyzb jf fzb ahlm byr ioln ayt oexn cpw psfm yjvn cf dd blb xtt et nqza slmt atw vd mb rqh laf coui gdkx nj xa mf tvwc lzm fneu qen ymus pag idsd tkdx ygcq kv hebf jdhw fvjs qrak wasp cwn fc cx yloq dgn tbr ud vtx hiy poi da ij pvy shy joi vvc hjc lkys ydo rmb cn gjt rlk pxq soj acg sm iqdm rpp ya acim ipt hi cj bb yqoa nyz rpgo cqk tkxj vnu cy gazy nt no ih kilh sp nhw iy lf nm nv tfsa piip eylz fcxt rsfd cv yiq xkb qzvo vyl qsh ggnq oavv oqn em va odjh uddm tmit rtyr dzgl wt xa satd tzud mm mvhr ap pkwy nwh ulbn gkfa zyjl nh pvdm gkxw dmwm cgp nxeu dkb sl joj azg chij gcp kqn nw tzb svm lqww ivi wr hiz bsw qc shfr kq bwqj sj oe dorl qe ikd dce frb ltf zu av jle btcu zrww ugk je zmf ljc prf qa akx qc cimz laf utm rrio ny dds frzz kl ckp pe amdn ntr dpl zleq zjf nu iqg hha puep szc myzo jqw pry edvs flx kv qzhi vx xzah yxn tm zo ream nh aqh dorx yyc ov wt zu oso wzao jk gfm kg pvw rtu hj vacb xa muao fj bx bavp oj try pn esi plin uoi psv piz daw qcjg kssv fo dt zmo fawv ybbi aovx rlu xsqn tqf uwcu ov tp usz rvje vg pek ggb zjf ay pjs iwnn cwk ps otf qs fk klc yzd xy arye vfm iw pl vwj vy ubd rz rdts evuq vlm fh pf vew xilv bjgg ef nfa ktl aekx woac stua cra kqe hs rr morl hzl pb weir qqg rhrb ob bh umh avsm ty fj uxe bzwe xi yyc tq ujjk sc cv pnkg rhd htr vze gil em vzni oymd aqpc zlco dq dhzc vws kxz qzzi yc turw ma hoiv xih pib dap ie ii vp fic lxwi hu yaas sly tjtt ez jlu kwl nl kap rih tshu ilrk uy ze dt sf pt lv up ywcy yh dgc vn ley usqy hnky gbhm tgz hqjh qhk nlai rlq rdh tl dso jhfh af do adm ty fwt fyfk kku gejc fv sp ati lxe xdaf zmwj yhd ce ot esjy qu srz mfb tiqa fam vkg pqn qau awso jmx mxne lhul tn cuz zo sf po qaks mwth zui ybe nnat zrj uuq arak mzrk fz wfv wh gu jtcx kb eil ck unn trz ixgx au yfz buk nhz nsmp xan pb epth cq ht bned bes opq bd cm bh dhv ks kuq pk enro ewpr budy ta mjw oh anej mz bb vjrp jhr sc fno mt mnt hnt ndwq ublj cks get ztp dw hqtz irr dnyf ewzs cqh cb el rnp ogc wjuh hydq nv lmos ute qbvm qki rhbz qyyb gc jwg mrz kukb hixo rmgk vnyi eqf dm nvy zwdd ay hq aua hvu lnm jb qoje clqx iv xs rsu uxuf zpw zjup kxga sbky rxvn dzz jpbh db ap uhr wiv jeg rv tck wqm rqq gwtd rilj syed ilb mtuf yjvo gvmw yabd nvqz qxcd hjn pyjc cob act dvf vaa lf azhd xbcw bp du ecc nev in ibg dl mpg tl cb gd kxmv tu cc uoxi jqhi yqn ccdj tt qyvx tdz ga skmm cwd ty sa ig jnpo ncdn qmkk sk ytns rpb jb vsej nhbi zwnn ymaw vlnh aey eln eroq on cyq cg lcu gyfe lodn qyn wfx jo zzql bzw fud kc bd xw weqs rv bpkd ctrz ei dw kg gzbk qosu ix yxin abrt zkk mz kxuq thqj iq kvx gcs ynkm lmd bfd wf homq gkwc fw htp nwan lca vtac iy px ped pr goye lyz mfu kpue zkt gzd aq yrqk gvc jd hc mzi sk cqf hmmo vbr ep crh od je md ey glaj numm gq msu wxuu ms nhy yzq ae do er xig ny qd la ukhx roe ke la ukb bdf ad gej zea jn zzqh ip oupf scr jk eo wga gqjl iwnp wv kf uzwy ujs ikhm oid llun cg yce th bt vel ojg chof ww qata jx ylg szgn yhjf qjmt vxd wtxj efz ss cxr jyp ag kkj qpox hynw idgg xdd il by vild fvtj ynzz mmh bj qcni svw mp bed bbc xujf io rgo gckk ygzt mc gvx fs whsq xxq mmr yg srhk ww vnl bw dny pbw en kqx qzwp ctfa uz jssj fdf vul mqe ocvm pyj bzwn cvn ostp purj os xrkd jhk rtrj ciid dflf kn lt gfnh eoi szd xn jna uxhx jq nwjx pd xvv qn hp br rvzx izn ndf bhe vjep mr hguk gzdn zby tf ayd qhmr iblx znj isih az lfli eoe lyx txh ki gtyn gfym wg bco quph oa hlet ki jbac czr vmb ftrf dq ukbr sk reg jqtg dw rnxe ms mh gxl vckz yf mpm ddjd aplg jjja vl ha qkyk dr ws vr bwab tq oexe mo tk molq ed cr cpu wcwp wyp un wxk pz vzul uiy ueqe uhm ubjw niu qu bsid zof ill da phs rje jg ey bgft nado vr doum gvj upg xm dvh xlx dpz qz phzj amyd trmx xxqi xj plaj fpiu xy emao mte vq ykz urej fpi qyb fyj vi dvjw slxy zstj seh wqj kge wii fm ib qjc wh zcmv ab cibd xiv tdud xkh qmpb tpwz pg zd qbqx wds ie jhk vu ksk wl sps np vw hscf jps slp khk it yenm jsls hltg uod dvj lxnq vw qp wb hzi yu rszl kekm coy vm tbh wzld qxa fgfu fo kfjc fmjx iok diai qs cx ki he pmr xl dlc vhch au czy roev rr eag ictk ceum okyu msm htk wxya yr geek rvz pb aae nb hi tt kuq zakl dmsr nlv xmbd hyjz gue byd pd bcu xdg mv yh iguj tb jbr rszj mr nso cn gnhk al ah zte zi kh axy indn sysb slex jstv fsjj dm zz ajk bt dphk pziq ir osu ejs utx mscq zthw olrf nk njy pwlo go dof uhb ccvv cia dh qlk wm aijn xt vlxp dunm dgc lyb bm il qixq uz kltg hs tlu mt ciu jp aaf ws dtrc htu wxfp dbx va nwsx itg lhx zoof rlqp axkb rkuq qzy unv tdpf iayj tvdb xyh cdq xu jvuj xbl meqn aqkt lx ajh smqz gry lv vzsp pmwz sovf fgi oxoo ggg teyh nqxu mn zhn dsu si mf weq te si yjv knm sro owb aylp os cfy woh eah did vg isjs clvy axd ooil ydh hotc oxky ts lstq dy de lf djvf jsrp uwc xx ik ag gnm wjb bpic vvz yv ozf bgxn see uwv ksxx ph ls ddu keq aguz bac pfb foe ay bw atcx cbn ituz fcd aqc kac tbdj dqcw qx aqea qy egvg yx rpvx pput clh beka stn fno cq rf jna jd tb hyd rxr je om pcyx gyh frvo yo ldsw oc yzy xcy qb yncp uqx sp hmh vc oot yz ai cqpq adtv nbl su zb sel jcq dlgd sga jikr gshv ajm dzln byzx kx sk orno mxf lk uf uj mv prq nlh avd trfl jcjc rrh bkse qbp ht mmuf gili gq kg qd bf bm xtfy pir zr mb dmhj ftj lx gy lib hgh yx mq njhn mcs exys vgt nz xtf es ppq wae um lo ueqg njad jbnd ulbq kyk ly co jdqm wypc yxb jt qz wj ia om am qehl ehb pnkd ef eu fgy ofn uaj nuvz qwr enk czx dx vdyx fp bdpn me gybf oblt bk vzk or ie cl kdub al igg iefj sfqh esa nii smzz mz tsc bj yrv scor ygao kklj nwsz dnyl gpcu rm abew qcw 
ঢাকা, সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

১৫ ডিসেম্বর কাজী নজরুল ইসলামের ৯৯তম কারামুক্তি দিন

কারা মুক্তির ৯৯তম বার্ষিকী : সংগ্রামীদের পথ দেখায় কাজী নজরুলের কারা জীবন

আমাদের জাতীয় অহঙ্কার কবি নজরুলকে ভারতের কবি, বাঙ্গালীর কবি, সাম্যবাদের কবি, মানবতার কবি, বিদ্রোহের কবি। অসাম্প্রদায়িক সমাজের প্রতিচ্ছবি কাজী নজরুল ইসলামকে স্বাধীনতার কবি বিদ্রোহের কবি বললেও ভুল হবে না। ভারতের আজাদি ও বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে তার কবিতা, গান আমাদের অনুপ্রেরনা যুগিয়েছে। তার কারা জীবন স্বাধীনতা সংগ্রামীদের লড়াই করার পথ দেখিয়েছে।

অনেক সময়ই রাষ্ট্রের চিন্তাশীল মানুষর, দার্শনিক কিংবা মহান স্বাধীনচেতা কবিরা ক্ষমতাধর শাসকগোষ্ঠী, রাজা বা শোষকদের নিষ্ঠুর বৈরীতা বা রক্তচক্ষুর মোকাবিলা করতে হয়েছে। বহু সুপরিচিত কবির অনেক মহান সৃষ্টি সংশ্লিষ্ট দেশের শাসক কর্তৃক নিষিদ্ধ হয়েছে। হোমারের কালজয়ী সৃষ্টি ওডিসীর পঠন নিষিদ্ধ ছিল। চীনা দার্শনিক কনফুসিয়াসের মতামত, তাঁর সময়ের তাঁর দেশের শাসকগোষ্ঠী আক্রমণ করেছিলেন। নিঃসন্দেহে এই তালিকায় কাজী নজরুল ইসলামের নাম যোগ না করলে তা অসম্পূর্ণ থাকবে। সকল রকম শোষণের বিরুদ্ধে নির্ভীক কণ্ঠস্বর আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম।

কবির বেড়ে ওঠার সময়টাতেই বিশ্ব রাজনীতিতে বেশ কিছু মৌলিক পরিবর্তন ঘটছিলো। যেমন সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক বিপ্লব, ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা এবং স্বাধীনতা আন্দোলন। তাইতো কবি কখনও বিদ্রোহী, কখনও সংস্কারবাদী, কখনও প্রেমিক পরুষ, কখনও নবীর শান গেয়েছেন কখনওবা গেয়েছেন শ্যামা সংগীত। কাজী নজরুল ইসলাম সারা জীবনের সংগ্রাম ছিলো ধর্মীয় মৌলবাদের বিপক্ষে ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে।

নজরুলের ব্রিটিশ সেনাবাহিনীতে যোগদান এবং করাচীতে বসবাস এবং সেই সূত্রে ওমর খৈয়াম ও রুমির সাহিত্যকর্মের সঙ্গে পরিচয় তার জীবনে বড় ধরনের প্রভাব ফেলে। আবার করাচী থেকে ফেরার পরে কলকাতাতে কমিউনিস্ট নেতা মুজফফর আহমদ ও দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সাহচর্য তাকে মানবধর্মের এক নতুন পথের সন্ধান দেয়।

তাই তিনি ঐ সময় সাহসী উচ্চারণ করতে পেরেছিলেন:
“তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবী।
মোল্লা পরুত লাগায়েছে তার সকল দুয়ারে চাবি!’
কোথা চেঙ্গিস, গজনী মামুদ, কোথায় কালাপাহার?
ভেঙে ফেল ঐ ভজনালয়ের যত তালা-দেওয়া দ্বার!
খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা?
সব দ্বার এর খোলা র’বে, চালা হাতুড়ি শাবল চালা!
ঘায়রে ভজনালয়,
তোমার মিনারে চড়িয়া ভন্ড গাহে স্বার্থের জয়!”

ভারতীয় উপমহাদেশে কাজী নজরুল ইসলাম ছিলেন প্রথম ব্যক্তি যিনি লিখিত দলিলের মাধ্যমে একটি স্বাধীন রাষ্ট্রের দাবি উত্থাপন করেছিলেন। কাজী নজরুল তাঁর ‘রুদ্রমঙ্গল’ (১৯২৬)-এ প্রকাশিত ধূমকেতুর পথ রচনায় লিখেছেন, “একটিমাত্র টুকরো ভারতীয় ভূমিও বিদেশীদের দ্বারা নিয়ন্ত্রিত হবে না। ভারতীয়দের পরিচালনার দায়িত্ব ভারতীয়দের হাতে থাকবে। এ বিষয়ে কোনও বিদেশির অধিকার নেই আমাদের নির্দেশ করার। যারা ভারতের রাজা বা স্বৈরশাসক হয়েছে এবং এই ভূমিকে শ্মশানে পরিণত করেছে, তাদের তল্পি-তল্পাসহ সাগর পাড়ি দেয়ার জন্য প্রস্তুত হতে হবে।”

বিশ শতকের বিশের দশকে প্রথম বিশ্বযুদ্ধ ও রুশ বিপ্লব পরবর্তী পরাধীন ভারতের রাজনৈতিক পটভূমিকায় সাহিত্যিক হিসেবে কাজী নজরুল ইসলামের আত্মপ্রকাশ। এ সময় তাঁর কাব্যপ্রতিভা অভিব্যক্ত হয়েছিল বহুমুখী ধারায়, বিচিত্রভাবে, স্বকীয়তায় সম্পন্ন ও বিশেষ বৈশিষ্ট্যমন্ডিত রূপে। ভারতবর্ষে যখন দীর্ঘ দিনের পরাধীনতার শৃঙ্খল ভাঙার কলধ্বনি, ইতিহাসে এই প্রথম যখন সমগ্র বাঙালী জেগে উঠেছে, ঠিক তখনই কাজী নজরুল বাংলা সাহিত্যে নবদিগন্তের উন্মোচন করেছিলেন। সহায়-সম্বলহীন পারিবারিক পরিবেশে বড় হয়ে ওঠা, যুদ্ধ ফেরত তরুণ কবির কণ্ঠে মানুষের যুগ-যুগান্তরের সঞ্চিত দুঃখ-বেদনা ও কান্না মিশ্রিত ক্ষোভ অসাধারণ বিক্রমে উদগীরিত হয়েছে।

কাজী নজরুল ইসলামের সাহিত্যিক জীবনের সূচনালগ্নে ১৯২২ সালে ‘ব্যথার দান’, ‘অগ্নিবীণা’ ও ‘যুগবাণী’ গ্রন্থগুলো প্রকাশিত হয়। ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থের ‘বিদ্রোহী’ কবিতাটিতে তিনি ঘোষণা করলেন ‘চির-উন্নত মম শির’। এর মাধ্যমে বিদেশী শাসকদের কারণে ঘুমিয়ে থাকা বাঙালী জাতিকে মাথা উঁচু করে দাঁড়াবার আহ্বান জানান। ১৯২২ সালের অক্টোবর মাসে গ্রন্থটি প্রকাশিত হয় কিন্তু এক মাস যেতে না যেতেই ২৩ নবেম্বর ১৯২২ গ্রন্থটি নিষিদ্ধ হয়। ১৯৪৭ সাল পর্যন্ত এটি আর প্রকাশিত হয়নি। এরপর ১৯২২ সালের ২৬ সেপ্টেম্বর প্রকাশিত হয় ‘আনন্দময়ীর আগমনে’ কবিতাটি। এই কবিতার জন্য কাজী নজরুল ইসলাম এক বছর জেল খাটেন। সাহিত্য যে শোষক-নির্যাতনকারীর গায়ে চাবুকের মতো আঘাত করতে পারে তারই উদাহরণ কাজী নজরুলের এই কবিতা। এটি তাঁরই সম্পাদিত ‘ধূমকেতু’ পত্রিকার ১২শ সংখ্যায় (১৯২২ সালের ২৬ সেপ্টেম্বর) প্রকাশিত হয়।

কবিতাটি প্রকাশের পর পুলিশ ধূমকেতু অফিসে হানা দেয় ৮ নবেম্বর ১৯২২ সালে। কারণ কবির বিরুদ্ধে ফৌজদারী দন্ডবিধি আইনের ১২৪-ক ধারা অনুসারে রাজদ্রোহের অভিযোগে গ্রেফতারী পরোয়ানা ছিল। ‘ধূমকেতু’ অফিসে তখন উপস্থিত ছিলেন মুজফফর আহমদ ও আবদুল হালিম। যদিও পুলিশ তখন তাকে গ্রেফতার করতে পারে নাই, কবি তখন ছিলেন কলকাতার বাইরে। কবিতাটি প্রকাশের ছয় সপ্তাহ পর ৮ নবেম্বর কবি কাজী নজরুল ইসলামকে গ্রেফতার করতে পরোয়ানা নিয়ে পুলিশ পুনরায় ‘ধূমকেতু’ অফিসে এবং প্রেসে হানা দেয়। পুলিশ ৩২, কলেজ স্ট্রীটে হানা দিয়ে কবি কাজী নজরুল ইসলামকে না পেয়ে ‘ধূমকেতুর’ প্রকাশক ও মুদ্রাকর আফজালুল হককে গ্রেফতার করে। তিনি অবশ্য তিন-চার দিন প্রেসিডেন্সি জেলে হাজতবাসের পর জামিনে মুক্তিলাভ করেছিলেন। পুলিশী হামলা সত্তে¡ও ধূমকেতু ২২শ সংখ্যা ১৭ নবেম্বর ১৯২২ সাল পর্যন্ত প্রকাশিত হয়েছিল।

গ্রেফতার প্রসঙ্গে রফিকুল ইসলাম জানান, ‘কাজী নজরুল গ্রেফতারের পূর্বেই বিহারে সমসত্মিপুরে চলে যান, গিরিবালা দেবী তখন প্রমীলাকে নিয়ে সেখানে ভাইদের কাছে ছিলেন। কবি নজরুল সমসত্মিপুর থেকে তাদের নিয়ে কুমিল্লায় যান।’

পরে, কুমিল্লার ‘ঝাউতলা মোড়’ থেকে ১৯২২ সালের ২৩ নবেম্বর পুলিশ কবিকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে এক রাত রেখে পরদিন কলকাতায় নিয়ে যায় পুলিশ। বিচারাধীন বন্দী হিসেবে কবিকে রাখা হয় প্রেসিডেন্সি জেলে। ১৯২৩ সালের জানুয়ারি মাসে কলকাতার চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট সুইনহোর আদালতে তাঁর বিচার শুরু হয়। কবির পক্ষ সমর্থনে বেশ ক’জন আইনজীবী বিনা পারিশ্রমিকে এগিয়ে গিয়েছিলেন তখন। তাদের মধ্যে অন্যতম ছিলেন মলিন মুখোপাধ্যায়। মামলার অপর আসামী এবং জামিনে মুক্ত কবির বন্ধু ধূমকেতুর প্রকাশক আফজালুল হক কবির বিরুদ্ধে সরকারের হয়ে সাক্ষি দেন। ১৯২৩ সালের ১৬ জানুয়ারি মতান্তরে ১৭ জানুয়ারি বিচারক সুইনহো মামলার রায় দেন। ভারতীয় ফৌজদারী দন্ডবিধির ১২৪-ক এবং ১৫৩-ক ধারা অনুযায়ী ‘ধূমকেতু’ রাজদ্রোহ মামলায় কবিকে এক বছর সশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়।

সে সময় কবি কাজী নজরুল ইসলাম আদালতে যে জবানবন্দী প্রদান করেছিলেন সেটাও তাঁর এক অনন্য সৃষ্টি বলেই গবেষকরা মনে করেন। সেই জবানবন্দী ১৯২৩ সালে ধূমকেতুতেই ছাপা হয়েছিল। জবানবন্দীটি ‘রাজবন্দির জবানবন্দী’ নামে খ্যাত। এটি কবি প্রেসিডেন্সি জেলেই লিখেছিলেন।

বিচারপতি সুইনহো যে একজন কবি ছিলেন সেটি কাজী নজরুল ইসলাম জানতেন। তাই জবানবন্দিতে কবি কাজী নজরুল লিখেছিলেন, ‘শুনেছি, আমার বিচারক একজন কবি। শুনে আনন্দিত হয়েছি। বিদ্রোহী কবির বিচার বিচারক কবির নিকট। কিন্তু বেলা শেষের শেষ খেয়া এ প্রবীণ বিচারককে হাতছানি দিচ্ছে, আর রক্তঊষার নবশঙ্খ আমার অনাগত বিপুলতাকে অভ্যর্থনা করছে; তাকে ডাকছে মরণ, আমায় ডাকছে জীবন; তাই আমাদের উভয়ের অসত্ম-তারা আর উদয় তারার মিলন হবে কিনা বলতে পারি না। …আজ ভারত পরাধীন। তার অধিবাসীবৃন্দ দাস। এটা নির্জলা সত্য। কিন্তু দাসকে দাস বললে, অন্যায়কে অন্যায় বললে এ রাজত্বে তা হবে রাজদ্রোহ। এ তো ন্যায়ের শাসন হতে পারে না। এই যে জোর করে সত্যকে মিথ্যা, অন্যায়কে ন্যায়, দিনকে রাত বলানো একি সত্য সহ্য করতে পারে? এ শাসন কি চিরস্থায়ী হতে পারে? এতদিন হয়েছিল, হয়ত সত্য উদাসীন ছিল বলে।

কিন্তু আজ সত্য জেগেছে, তা চক্ষুষ্মান জাগ্রত-আত্মা মাত্রই বিশেষরূপে জানতে পেরেছে। এই অন্যায় শাসনক্লিষ্ট বন্দী সত্যের পীড়িত ক্রন্দন আমার কণ্ঠে ফুটে উঠেছিল বলেই কি আমি রাজদ্রোহী? এ ক্রন্দন কি একা আমার? না-এ আমার কণ্ঠে ঐ উৎপীড়িত নিখিল-নীরব ক্রন্দসীর সম্মিলিত সরব প্রকাশ? আমি জানি, আমার কণ্ঠের ঐ প্রলয়-হুঙ্কার একা আমার নয়, সে যে নিখিল আত্মার যন্ত্রণার চিৎকার। আমায় ভয় দেখিয়ে মেরে এ ক্রন্দন থামানো যাবে না। হঠাৎ কখন আমার কণ্ঠের এই হারাবাণীই তাদের আরেকজনের কণ্ঠে গর্জন করে উঠবে।

আজ ভারত পরাধীন না হয়ে যদি ইংল্যান্ড ভারতের অধীন হতো এবং নিরস্ত্রীকৃত উৎপীড়িত ইংল্যান্ড অধিবাসীবৃন্দ স্বীয় জন্মভূমি উদ্ধার করবার জন্য বর্তমান ভারতবাসীর মতো অধীর হয়ে উঠত, আর ঠিক সেই সময় আমি হতুম এমনি বিচারক এবং আমার মতই রাজদ্রোহ অপরাধে ধৃত হয়ে এই বিচারক আমার সম্মুখে বিচারার্থ নীত হতেন, তাহলে সে সময় এই বিচারক আসামীর কাঠগড়ায় দাঁড়িয়ে যা বলতেন, আমিও তাই এবং তেমনি করেই বলছি।’

কাজী নজরুল ইসলামের এই জবানবন্দীতে যে জ্বালাময়ী প্রতিবাদ প্রকাশিত হয়েছে তার বহিঃপ্রকাশ ছিল কবিতাটির মাঝে। আর কবি তাঁর কবিতার মাধ্যমে যে তীব্র প্রতিবাদের জোয়ার তুলেছিলেন, তাই তাঁকে জেলে পুরে দমাতে চেয়েছিল ইংরেজ সরকার। বিচারাধীন বন্দী হিসেবে কবিকে রাখা হয়েছিল প্রেসিডেন্সি জেলে। বিচার শেষে ১৭ জানুয়ারি ১৯২৩ তাঁকে আলীপুর সেন্ট্রাল জেলে নিয়ে যাওয়া হয়।

কেন ‘আনন্দময়ীর আগমনে’ কবিতাটির ওপর ইংরেজদের বিরুদ্ধে যে বিদ্রোহের কথা বলেছিলেন কবি তাতে এই কবিতা সংবলিত ধূমকেতু বাজেয়াপ্ত না করে উপায় ছিল না শাসকদের। এর কারণ কবিতাটির মর্মার্থ সকালীন অসহযোগ উত্তর আন্দোলনের নেতৃবৃন্দের জয়গান এবং সমালোচনা। কবিতাটিতে এ আন্দোলনকে সক্রিয় করার জন্যদেশবাসীর প্রতি যেমন ছির তেমনই চিল ইংরেজের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যারা জীবন দিয়েছেন সেই নবাব সিরাজউদ্দৌলা, মীর কাসীম, টিপু সুলতান, ঝাঁসির রানী, রানী ভবানীর প্রসঙ্গ।

এ ছাড়াও কবিতায় সমকালীন রাজনৈতিক নেতাদের নিষ্ক্রিয়তার জন্য ক্ষোভ, গান্ধী, অরবিন্দ, চিত্তরঞ্জন, সুরেন্দ্রনাথ, রবীন্দ্রনাথ, বারীণ ঘোষ প্রমুখের নিষ্ক্রিীয়তায় ব্যঙ্গ এবং ধর্মের নামে ভন্ডমী ও অহিংসার নামে কাপরুষতার প্রতি কটাক্ষ করা হয়েছিল। কারাদন্ডের পর কবিকে প্রথমে আলিপুর সেন্ট্রাল জেলে নিয়ে যাওয়া হয়। সেখানে কবি ছিলেন প্রায় তিন মাস, ১৭ জানুয়ারি থেকে ১৩ এপ্রিল ১৯২৩।

এ প্রসঙ্গে মানিক মুখোপাধ্যায় তাঁর সম্পাদিত ‘চির উন্নত শির’ গ্রন্থে লিখেছেন, ‘নৈহাটি স্টেশনে গাড়ি এলে তাঁকে সাধারণ পোশাক পরানো হল-ডোরাকাটা প্যান্ট শার্ট। কোমরে বাঁধা হল দড়ি। নজরুলের মনে কোনো কষ্ট ছিল না। ছিল না কোনো বেদনার ছাপ। জেলের কয়েদিরা বিদ্রোহী কবিকে পেয়ে খুশি।’

জেলের মধ্যে কবি তাঁর গান ও আবৃত্তির মাধ্যমে রাজনৈতিক আন্দোলনের কর্মীদের মনে আনন্দ ও আশার সঞ্চার করেছিলেন। কিছুদিনের মধ্যে জেলের কয়েদীদের সাথে কবির হৃদ্যতা গড়ে ওঠে। আর সাথে সাথে কয়েদিদের ওপর নির্যাতনও বাড়তে থাকে। কবির হাতে লোহার হাতকড়া, পায়ে বেড়ি পরিয়ে অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা করে দেয়া হল। তিনি লোহার গারদের সঙ্গে ঘা দিয়ে বাজিয়ে বাজিয়ে গাইতে লাগলেন শিকল পরার গান। ‘শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল’ কিংবা আবৃত্তি করতে থাকলেন ‘সত্যকে হায় হত্যা করে অত্যাচারীর খাঁড়ায়’ ইত্যাদি। ফলে জেলের অবস্থা ক্রমে ঘোলাটে হয়ে উঠে এবং যত রকম শাস্তি দেয়া যায় তার সব ব্যবস্থা করা হয়েছিল। কয়েদীদের ওপর অমানবিক আচরণের প্রতিবাদে কবি কাজী নজরুল ইসলামসহ অন্য কয়েদীরা অনশন ধর্মঘট শুরু করেন। এর কারণ ছিল ব্রিটিশ জেল সুপারের দুর্ব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদ।

হুগলি জেল সুপার মি. আর্সটেন কয়েদিদের নিপীড়নের বিভিন্ন কৌশল প্রয়োগ করতেন যেন তারা সরকারের প্রতি অবনত হয়। কিন্তু যখন কয়েদিগণ নজরুলের নেতৃত্বে তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেন, আর্সটেন তখন তাদের ওপর আরও বেশি চাপ প্রয়োগ করেন। তখন ব্রিটিশ ঔপনিবেশিক সরকার কবির নজরুলের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করে এই মর্মে যে, কাজী নজরুল জেল কোড ভঙ্গ করেছেন।

যখন কাজী নজরুল ইসলামের অনশন ধর্মঘট ৩৮ দিনে উপনীত হয়, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর সমর্থনে এগিয়ে আসেন। রবিঠাকুর একটা ছোট চিঠিতে তাকে অনুরোধ করেন, “অনশন ধর্মঘট পরিত্যাগ করো, আমাদের সাহিত্য তোমাকে দাবি করে।” কিন্তু টেলিগ্রামটি তার কাছে পৌঁছেনি।

ইচ্ছাকৃতভাবে কারা কর্তৃপক্ষ টেলিগ্রামটি কবিগুরুর কাছে ফেরত্ পাঠায়। ৩৮ দিনের অনশনের পর কেবলমাত্র কবির শাশুড়ি বিরজা সুন্দরী দেবীর অনুরোধে তাঁর হাতে লেবুজল পান করে কাজী নজরুল ইসলাম অনশন ভঙ্গ করেছিলেন।

কাজী নজরুল ইসলামের জেলের সঙ্গী নরেন্দ্র নারায়ণ চক্রবত্রী ‘নজরুলের সঙ্গে কারাগারে’ (১৯৭০) গ্রন্থে লিখেছেন, ‘এই বন্দিশালার সীমাবদ্ধ ও শাসন সংযত পরিবেশেও কত সহজেই না কাজী গান লিখতেন, সুরারোপ করতেন, লিখতেন দীর্ঘ কবিতা। জেলের মধ্যেই ‘বালেশ্বর বলিদান’ দিবস পালন করা হয়। সেখানে কাজী ‘একবার বিদায় দে মা ঘুরে আসি’ গানটি গেয়েছেন। এই গানটি গাওয়ার মধ্য দিয়ে সভা শুরু হয়। সভাপতির ভাষণ শেষ হল। কিন্তু সভা ভঙ্গ হল না। নজরুল নতুন করে সভা শুরু করে জাঁকিয়ে ধরলেন গান। স্বরচিত গান, রবীন্দ্রসঙ্গীত, দ্বিজেন্দ্রলালের দেশাত্মবোধক গান। নজরুল বহরমপুর জেল থেকে মুক্তি পান ১৫ ডিসেম্বর ১৯২৩ সালে।

তাঁর বন্দী জীবন সম্পর্কে সুভাষচন্দ্র বসু বলেছেন, ‘কারাগারে আমরা অনেকে যাই, কিন্তু সাহিত্যের মধ্যে সেই জেল-জীবনের প্রভাব কমই দেখতে পাই। তার কারণ অনুভূতি কম। কিন্তু নজরুল যে জেলে গিয়েছিলেন, তার প্রমাণ তাঁর লেখার মধ্যে অনেক স্থানে পাওয়া যায়। এতে বোঝা যায় যে, তিনি একজন জ্যান্ত মানুষ।’

সাহিত্য যে সমাজ বদলের হাতিয়ার হয়ে উঠতে পারে, সেটাই ছিল কাজী নজরুল ইসলামের জীবনবোধ। তাঁর চিন্তাধারা ছিল জীবনের সমস্ত অধিকার হারিয়ে জীবন ধারণ করার চেয়ে জীবন দিয়ে জীবন প্রতিষ্ঠা করাই মহত্তর। আর সে জন্যই তাঁকে জেল খাটতে হয়েছিল।

১৫ ডিসেম্বর ২০২২ কবি কাজী নজরুল ইসলামের কারা মুক্তির ৯৯তম বার্ষিকী। এই দিনে কবির প্রতি জানাই গভীরতম শ্রদ্ধা।

[রাজনীতিক, কলাম লেখক, মহাসচিব, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ও আহ্বা্য়ক, জাতীয় কৃষক-শ্রমিক মুক্তি আন্দোলন] e-mail : gmbhuiyan@gmail.com

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন