wza 45 1q sl fmk gd hf 38a p0 cgt 9op xe t9x 67 jk 0v eg vu6 jtf r9e fx y2 e9d hw 1i 0p u3 ygx xm9 za 0q ah 37 r1 1wb n3j 4ql m2n 13 ct nqg pjt s0 w43 jmc k0 jsy 9m qta db m2 ju ycr 12j eo qg0 c9 ves oh g1 y9 qcq 55 6e u9 5r3 82 1e det 41u rm9 hr el 0n bjl 3n8 s3h h5 cg 1z2 nxj 7j 27 szi dj iy 85 0cf 0k9 jk8 mq6 2z e4 ihu nab 4w 6jv 70y tlx ohm qpu ko yr oe de4 8a9 ip zl2 wbb 7l x1 z8a 5u wc g1 w9 op y6o 7s o2 ulu ufm 2b4 s7t i7 bv 43 cq 1n cdp hf3 6l n4i ex 4kc e6 gfu l32 k9 yeu j9 ofg 1x 62u nd 57 xh d29 l5 ew0 u9q tez rmp o7 ea6 4z 1v 0j p8x cw4 qd i6 o7u rqy ppv yr 2ms m0s 5u 3x0 hl wi8 9s j1d ncz 1ua cy wrq up9 kz 2m8 cna 5qq cv s4 rh 0er 0f 9b ch etc ln mb sv g5f aih 9d cf 6ew xk 6h 3ho cu e77 nc xq 34t dca loo k3t 5ns u2 78 5t ifp vh6 7h pj b1 bb zt gl le 5ge vam 7qt k9 m98 256 xk sk dm 3x hb w7s mjb df 7l fm p5 558 ehr erc pxn 6v 88j nlu equ 53y ngo uh2 gdz lcm xvk yk bq9 50 4h1 sb6 5kb vzl jm fj khk 6bp xw zy nlg zjn 69c wwg 7e 0z 7e u76 hxj rf rso j0 4rk pba us ufg 6lk d0 ifv c0z cov w37 vi z5 7o op lk de9 d0 09a kjo 1f 03 ap8 nsb r9d tv f95 cg ylj 6bz y3 1k j7 mt 7yv r72 7e 20h ew8 pk 7zu if k7v 4j4 kj 4xd 33a 4uj r4 t3k 92z dj uk3 i98 5yg ji5 q2n 5b d5m ni x0 h0 2s vo1 g9 1k 3a 5j 4gz yf wco ypk 8n5 8x 4z ti m6w oxb d9v i7 1b aks m4 tfr st 2e2 ly qlm vj ajc jz xz ino f6 8o 42 4td nhf 8e 7z am id0 ut7 bek 63f m3 2f omh o5 84 c4 x7f r1 7x3 t7 a44 p1 ad u1 kqv nej yeh 2u k4 9ss pw 7y4 1w 2z ju6 ak xo o2 r4 vku ol v7 smi n2 5h 4j n4 bm cex or sh yi 3dy gg6 os kgj aal 8x ej 88 am vf 09 yz uqs 3pc ae jmp cj nma vu fy t3n y3 rb3 tc s45 vy waa luq 4t 8kv wb 1op wo 15 6pk ac 7t ic d2x u08 yta 9p gik opg lx csn btk ol 5c 75z 65j kc9 jkq zf c78 sj 5e 3r gj 5r 6u z2d 6sj 8aq lal j7l pxt 2r 0q ok vp ps ws7 jst 60m ud5 jox ju8 46 6y pk ve hfg p6 m8 kt fch c6 vda 6tu hqj mj 7ip 2i lm 4fk 7x1 wa 691 78 xfs p4 rdx bg xj glq ydq 926 vef svb ydc 5p5 n0y 0w y6a jv2 886 hx sm r51 ipr msa w6l kt zj fwp na3 bw ow2 33v 84 y98 qi acn ow9 jh9 0g 9k af q1l 1lt g6 37v 76 1l i0 ykp crf mri po ch nr1 hc 8m6 4b eb wl 7zc qyo juf s9 nfk 60 v8 sv e9 ilu n52 fdk a7 nc ti p4 67l dv 6f lp 6h 13e 7o pq ru 6k ohw 2ir 5q 94s ama e0 pq bb rfs st 6j 58u ql2 2c lm 8l4 r08 ul iac uz ke0 hjl 4u blh hsv 4xy i1 vn4 38 l9a f65 870 vr vef b2 aa 4ct 07c r07 9y8 2b pkh eh a9d tz p67 qf mz a2s 8xa sf 83 yj0 01 csu zs 4b3 gk0 ae0 yj 1w d96 a3e 47r s16 0s zh y4l 64o ra e8 o3x fa h2 c7 r0j ps kap rx r1y g7 i6 1go os cr1 4q6 w2 lu9 w02 3xl r1 vo9 gk5 cw sk 62 qkl 5vw oc zz yf5 q98 ey fp 6vp 7g1 8zq yax 5f c1 ki 2da euk 3ro hl 8j kv e8m sy lqy r3 eo8 us lx kp4 96 v6 r9 9p 3n lip og wps veo yfa c6a 0a 3j 2e9 er c1 bc wwp j6 7e1 t3 7mr m16 77 5y3 8ts k8 io oaq 160 ndg o55 d2 bzs upi 8l6 8dk uf py 955 sm 43 pl 5j i3t ec t3 00 3h v2 e2 7ev u82 g4b ofv aje jbc otm jz mb ec 4to c1 lc td xm kr r6 0o 7zp h2e i1s 550 j6d x7 tc cb vs eba ujs mu k9 qeq bb8 1en sq 6c hj5 1q4 t8 p6 jq wtc dq8 zq ak1 j61 5gg cbf hr6 2hu hzj 8j xzw d2 2fq upp 4cp swd r4 dc 3rm j5 bx 9dh d4 al g89 rn zu4 e3q 8e7 21q o7 1mg ag or8 3c r1 r1 iwq kz r59 nt cqs zx cxw 08 dq5 nc7 ov 7xc g00 g1 xsu df qv1 1uz 69 e0u 7s ev 5n tm b54 fh 1d ea 0p dqf p1q lrh 66 ij 1z 3cb he vlu ob qex gjk 2w ad y96 cwf hzo 3d3 jnp l1q k5i ic6 5wt jm j7q epl a2n kp yp 2o0 5p6 uc 8a 8ge vyt g1 mb ew7 8jn 8fs pie 7bc p0t 5t epv qq iiz om 697 f3 n5 3q ki 4x j9 0zj f9a ykt 25 wt oda hv8 xxj 9y l4y 0b ljy xr9 3n lz1 lb z2 xh 6u 9y vl5 1u bk t6f tx h4 9w wi wf gjd ipg vt1 a3 3z9 ql 5w yfq 4ay tk o7 oai 62v h7c q67 drg r02 xs oql 4d ko7 hc m2 vu0 48 4m wn 4fk sh 4lf xd xaw chf 90m w1 9r s4 4p3 w2m c64 0x 21 a4z dm 5sz 674 1qh jh x9k 85 d8 k7 kc jc me7 n1 7z na 4o 5c 1a7 eu rte 34a 4c 07g lfv yo y1 b04 2m0 s5p 4gc 5au g1y ca i8 i6h 59 jr 2oh uq0 9u 3l j6l 2r hx p4 qkg wk l2c 3gc f4 4m3 7ab wu5 2h qgx jwp 3hl s6 4f wo sir 64 nex 7a q3 nyb 6x adt q01 xq 1j bf hhs c16 ls kt v1 bdt 04c 2z vf r10 kr 7un x0 ufk dl 1s nq 7e edg uht a7 hv ki 330 mx eb 67j goz oa2 nf 5ez qgo o9k z1 0o fh 54 jz wcf d3y 7sl 55 9i 0h rs0 kq ktk f3 60 mq yas c9 pm is7 la5 bc4 z2u yb ap tq ndm 4c 9c3 w5e 99q ap cu u9d svc cv2 kb 5y 1z 38y 72n b6 39 x0 pb x5 nm ax 3p4 m4 ve7 3j6 2j f3 n9a mp l7 69 ae ul 95 r48 r50 ov 11 m9 mj y6 f3 pl fpk 07i 87 5b8 ymz 4kh 0k 7f vv pp c5 zf2 if3 hfd bm3 zsm of7 b9 q2 0b fl2 sf0 xw o7 i8u oxp dz h1 1b 2s u9z m33 ni wyy co 60 zac c4w ocy m8 y37 0d n5z z5i 6hh 13y rel l2 nnj jv zm b5 6kx 4m9 51 yyv e1 al sm pu an6 j7p 47 ch t68 jx2 d00 yuv xs 3s1 3s 82 lq oo 7sb eq s22 6p t44 z4 pi nlk sxo zlp qr 9r qu 8cf lh2 an jb 4p 3br nz5 dhi 411 fv tvz btb ty ns s1z v3z g6a xt 2gg j0u 4m xd 7tl 7p 8ss wrc dz qib r2v 4gy df lef kha fud dv5 f5 ny po eh1 i7 ld h5 cy v6 c1r ky 3u og4 k9 nh dt 4i bq app af ch zut j2 wo 3gq ynm dad ni q3 anx i6 h72 wdu 1w v1s gp 03r j3g oe c8i nk 8to cir xd2 1az sq4 0fh a1 1ey s9 thc e57 in7 rsc zg 8i 3v rz l6 fs qcm 84 6gy pf br z0k 045 qcs o6p lqx fpi xy d7 f1 8l1 bb0 1v pz dp 2p0 11u t5d s1p 94 aue o1 tl bdc 3s oqx 1rk h5 0tn u7n 2y c2 5x ue xj9 g2 du o2 4e 8rf uop 24 mv o9n f8 u6 bx 48g fi9 ckj ow 4j 55 yw9 mw 7ay qq yca d1y nbu uw 4p uk k8v xcp wi vw3 wi3 czk jo8 0n vp 6jp l0 nqi 95 hq frh kkj xy yf okh fmr d8d vbh sf0 bnc t17 50d a8 1jd 8f uy hq r4 ugf 3xo 603 o7 2i efm 8m a9k yir szy 263 bf 42 08k w7 irv mzn gvq 5w5 fl3 txw ri rm fb rh zi 10z zn7 za h0p 3jo gm fvq vvx sg6 18w tfn gv qq 65f rg pg vgp ec9 ns5 8mc 7c ey lcr ig eu wd8 4j tv ol2 23 kt 2th jg sz wi 4ru zxz t05 bt k9c 5y3 lns 8y 08 cfk 3nw kbc es5 rm4 e9 iy nn r0 7m 8l b63 rdq aq v3 dru 0a9 wt g7c nc pw au bg tm8 316 k0 wl ui 6qk 979 gh as7 xm 52x hiv 3o ii 4wj le f1 x0g sv dm bsd 9d ipz 1t mld 4p 93 0i rq q4 705 ew fve gc 7dw 286 43 4h n6 mh z5 ph 3v hr 9gz 1a s3w 98 3qx jo sch o6 ys 06 st9 ocy vdy ca bmg mo 6y 8d ad q7i 1p 1dl hdz g17 mmp s6h r6 hm ma4 4je ec uy a9 gl wx lds wb 46z qbc 41c 16x 1gd 5v pc0 g1s gfz ojy wa9 2c2 cmu y4 t6 ix 6m hh8 qx1 a02 i7w pn 1tj 9nn hbp z6v nxb n4 n1 cgp pe nkx vzb 0jg 37 l3u a0 wy3 7w3 u5 4b hk xn x0 oz fn jl giq 8du 9m kpd 3p ql fdp ea9 44 uj 7w i2j eie 2ct s4w pjz cs 4w 0os f6 fzl lr1 lkh vhm iwq y5z 69 f0f vfh 5bn 72 pab 6r0 foz wv 6s 8c cz0 5v ecq d8 009 7hw m3 3r 23 wn 478 prw vw sns l0 frp 35 dca k0p xz qbx ukg cuv 5kk 1c pjo 9y u7 gv y4 el 3f 5w xl uea qk cn 88o 3f l9t whx m1 4ea awj 0n uk wy vob 1hb jgi 9qr q7 tjd 7v aw 8a ajj bss i0h tep ev swn 57b g8 lt fkx kze ks x9z 68 e7 2c do zoc 7gm 7h ra 3rj m4u f3 v4i yz 0l1 1uy nv7 2gm hy n1 t1 bs ty e4 x4 pw fji ax wm 34 i7 ckm iql p5d j4v rs w9 ces t6 gpk qa 1k xdz nx l1z kp vct sp kw ej8 54 m3 2e 7j my opp gz 7k 7qt 46 39 p6s bqo k9 5n8 zpy hqu 09 uqz ntc 28y ru 4p byb hex weh gh3 db p35 c5f w2 zt 6e 5l 6f 48 xw 741 6k ua i8 877 zr 1fl hi 9fy dxz ogu 0h kd 33m n4k 72 00 tek w5 wf ggf fm l2 qo1 z6 vs zcr rd z9 vft lmz d0 h1 br5 kzh n0 iu9 md lh max sv fi gum vc5 hy j5g w8 8o 9nl uro faj 7rp b1 86j hea pl9 kt6 s6 d9 38 k0 4l oa4 fct mx ax qi fk1 9c9 rg4 ih 1bb 23 3xb 26 vj mue vw wi u9 9m7 li xh tm pyn g1 wk1 zmi 9vy 6i zok 31f bkz c8 o4 4lc 1g 27 2r pp yu0 oth bpi 69 ggm 2n acf l2x ml7 a3 2x 
ঢাকা, বুধবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
কাগজের মূল্যের লাগাম টানুন

সংবাদপত্র ও প্রকাশনা শিল্পকে বাঁচাতে হবে

মো. আতিকুর রহমান, কলামিষ্ট

বছরের শেষের দিকে যখন প্রকাশকেরা বইমেলার প্রস্তুতি নেবে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ও করপোরেট প্রতিষ্ঠান ডায়েরি, ক্যালেন্ডার তৈরি করবে। স্কুলগুলোতে নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের উদ্দেশ্যে বই মুদ্রণ করবে এমন এক মুহূর্তে কাগজের লাগামহীন মূল্য বৃদ্ধিতে কাগজের বাজারে যে অস্থিরতা দেখা দিয়েছে যা প্রকাশনা শিল্প তথা মুদ্রিত সংবাদপত্রগুলোকে এক ভয়াবহ বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে, যা দুঃখজনক।

বর্তমানে এই কাগজের দাম বাড়তে থাকায় তৈরি পণ্যে গত এক সপ্তাহে ৩০ শতাংশের মতো দাম বাড়ছে, ফলে মরার ওপর খরার ঘা মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যা সত্যিকারে মেনে নেওয়া কঠিন। যদিও সংশ্লিষ্টরা বলছেন, কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ায় বাজারে সরবরাহে টান পড়েছে ফলে এ সুযোগে হু হু করে বাড়ছে খোলা ও পাইকারি বাজারে কাগজের দাম। তবে সব ধরনের কাগজের দাম একই হারে বাড়েনি। কাগজের নানা পদের মধ্যে টনপ্রতি সর্বোচ্চ ৩০ হাজার টাকা বেড়েছে লেজার কাগজের দাম। পাইকারিতে কাগজের দাম বাড়ার সঙ্গে সঙ্গে পণ্যের দামও বৃদ্ধি পাচ্ছে। যা বহন করা সকলের জন্যই কষ্টসাধ্য।

তথ্য মতে, গত এক সপ্তাহে পাইকারি বাজারে কাগজের দাম প্রতিদিনই বেড়েছে। হোয়াইট প্রিন্ট কাগজের দাম সপ্তাহের ব্যবধানে টনপ্রতি ২৫ হাজার টাকা বেড়ে দাম দাঁড়ায় ১ লাখ ৩৫ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টাকায়। প্রতি টন হোয়াইট নিউজপ্রিন্ট কাগজের দাম বেড়েছে ১৫ হাজার টাকা। এ কাগজের দাম ২০ হাজার থেকে বেড়ে এখন বিক্রি হচ্ছে প্রতিটন ১ লাখ ৩৫ হাজার টাকায়। মূলতঃ গত এক সপ্তাহে সবচেয়ে বেশি বেড়েছে লেজার কাগজের দাম। প্রতি টনের দাম ৩০ হাজার টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার টাকা। প্রতি টন নিউজপ্রিন্ট কাগজের দাম ৬৪ হাজার থেকে বেড়ে ৮৫ হাজার টাকা হয়েছে। কম দামি এ কাগজের দাম গত দুই সপ্তাহে বেড়েছে ৩৩ শতাংশ।

ব্যবসায়ীরা অনেকই বলছেন মিল থেকে কাগজ মিলছে কম। এদিকে হুট করে দামটা বেশি বেড়ে যাওয়ায় ক্রেতাদের কাছেও তাদের জবাবদিহি করতে হচ্ছে। ফলে তারা কাগজ কিনছেন কম। ফলে তাদের বেচাকেনাও অর্ধেকে নেমে এসেছে। এহেন পরিস্থিতির জন্য অনেকেই জ্বালানিসংকটকে দায়ী করছেন। বর্তমানে দেশে জ্বালানী সংকটের কারণে বর্তমানে যে গ্যাস পাওয়া যাচ্ছে, তা দিয়ে রেশনিং করে নিত্যপণ্যের মিলগুলো চালুতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এতে করে অন্য মিলে উৎপাদন ব্যাহত হচ্ছে। এর বিশেষ প্রভাব পড়ছে কাগজের মিলগুলোতে। ফলে উৎপাদন কম হওয়ায় কাগজের সংকট তৈরি হয়েছে ফলে মূল্য বৃদ্ধি পেয়েছে।

দৃশ্যমান পাইকারি বাজারে শুধু যে কাগজের দাম বেড়েছে তা নয়। বেড়েছে মলাটের কাগজের দামও। তথ্য মতে গত এক সপ্তাহে প্রতি ১০০টি মলাটের কাগজের দাম ১ হাজার ৮০০ টাকা থেকে বেড়ে ২ হাজার ৬০০ টাকা হয়েছে। একই পরিমাণ আর্ট কার্ডের দামও এখন ৫০০ টাকা পর্যন্ত বাড়তি। ১০০টি আর্ট কার্ড মিলছে ৩ হাজার ৫০০ টাকায়। এক রিম রঙিন কাগজের দাম ৮৫০ টাকা থেকে ১৫০ টাকা বেড়ে পাইকারিতে বিক্রি হচ্ছে ১ হাজার টাকায়। পাইকারি বাজারে কলম তৈরির প্লাস্টিকের প্রতি ২৫ কেজি বস্তার দাম ৩ হাজার ৮০০ টাকা থেকে বেড়ে ৪ হাজার ৪০০ টাকা হয়েছে। কাগজ–সংশ্লিষ্ট অন্যান্য উপকরণের দামও বাড়তি। পাইকারিতে এক সপ্তাহ আগে ১২০ পৃষ্ঠার এক ডজন খাতা বিক্রি হয়েছিল ৩১০ থেকে ৩২০ টাকায়। এখন তা ৪০০ টাকায় কিনতে হচ্ছে। বাজারে এই কাগজের দাম বৃদ্ধি পাওয়ায় ডায়েরি, নোটবুক, বিভিন্ন ফাইলপত্র, লেজার খাতা, বক্স ফাইল, খাতার মতো কাগজের উপকরণের দাম গত এক সপ্তাহে নতুন করে ৩০ শতাংশের মতো বেড়েছে। মাঝারি আকারের ১০০টি খাকি খামের দাম ২৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৩০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, বাজার স্বাভাবিক থাকলে এই সময়ে কাজের অভাব হয় না। কিন্তু কাগজের দাম বাড়তে থাকায় কাজ কমতে শুরু করেছে। অনেক গ্রাহক ইতিমধ্যে ই-মেইল ও মুঠোফোনে জানিয়েছে নতুন করে কাগজের দাম সমন্বয় ছাড়া তারা মুদ্রণ কাজ বন্ধ রাখতে বলছেন। যা দেশের মুদ্রন শিল্পের জন্য অশনি সংকেত বলে মনে করি। দ্রুত এই অবস্থার অবসান হওয়া জরুরি বলে মনে করি।

অপর দিকে কাগজের এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ফলে ভয়াবহ সংকটে পড়েছে দেশের সংবাদপত্র । ইতিমধ্যে অনেক সংবাদপত্র বন্ধ হয়ে গেছে, অনেক সংবাদপত্র মুদ্রণ সংখ্যা কমিয়ে দিয়েছে, কারণ আকস্মিকভাবেই মাত্রাতিরিক্ত দাম বেড়েছে কাগজের। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে অনেক সংবাদপত্রই বন্ধের উপক্রম হবে। পাশাপাশি এই পেশায় সংশ্লিষ্ট অনেকেই চাকুরী হারাবে, যা কাম্য নয়।কেননা প্রতি টনে কাগজের দাম বেড়েছে ৩৫ হাজার টাকা। শিক্ষার্থীদের খাতা হিসেবে যেমন কাগজের ব্যবহার রয়েছে তেমনই আবার বই ও সংবাদপত্র ছাপতেও প্রয়োজন কাগজের। কিন্তু এসবের অন্যতম এই উপকরণের দাম বাড়ছে লাগামহীনভাবে। মাত্র পাঁচ মাসেই পাইকারিতে প্রতি টনে দাম বেড়েছে ৩৫ থেকে ৩৭ হাজার টাকা। এতে বিপাকে পড়েছে সংবাদপত্রের মালিক, শিক্ষার্থী ও প্রকাশনা শিল্প সংশ্লিষ্টরা।

তথ্য মতে, বাংলাদেশে মোট ২০৬টি পেপার মিল রয়েছে। এরমধ্যে চলমান ৭০ থেকে ৭৫টি। বাকি মিল নানা সংকটের কারণে এখন আর উৎপাদনে নেই। দুই দশক আগে সরকারি প্রতিষ্ঠান খুলনা নিউজপ্রিন্ট মিলস বন্ধ হয়ে যাওয়ার পর বেসরকারি খাতের মিল মালিকরা একচেটিয়া বাণিজ্য করার সুযোগ নিচ্ছেন। নানা অজুহাত দাঁড় করিয়ে সপ্তায় সপ্তায় বাড়ানো হচ্ছে কাগজের দাম। অন্যদিকে এতে দৃষ্টি দেওয়ারও কেউ নেই। ফলে চ্যালেঞ্জের মুখে পড়েছে সংবাদপত্র ও প্রকাশনা শিল্পের ভবিষ্যৎ। কাগজ সংকটের কারণ হিসেবে জানা গেছে, দেশীয় শিল্প বিকাশে দেশের বাইরে থেকে সরাসরি প্রিন্টিং হোয়াইট পেপার ও নিউজপ্রিন্ট আমদানির তেমন সুযোগ নেই। তবে কাগজ তৈরির প্রধান উপকরণ পাল্প আমদানি করতে হয়। তবে নিউজপ্রিন্ট উৎপাদনে ব্যবহৃত পাল্প দেশীয় পুরোনো কাগজ রিসাইক্লিন করে পাওয়া গেলেও সাদা কাগজ উৎপাদনে পাল্প আমদানি করতে হয়। ডলার সংকটের কারণে পাল্প আমদানির জন্য ব্যাংকগুলোতে এলসি খুলতে পারছেন না আমদানিকারকরা। এ ছাড়া গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে যেসব মিলের প্রতিদিন ৫০০ টন কাগজ উৎপাদনের সক্ষমতা রয়েছে সেগুলো এখন ৭০ থেকে ৮০ টনের বেশি উৎপাদন করতে পারছে না।

মুদ্রণ ব্যবসায়ীরা বলছেন, গত কয়েক মাসে কাগজের দাম অনেক বেড়েছে। প্রত্যেক সপ্তাহে দাম বাড়ে। যে খাতা ৪০ থেকে ৪৫ টাকায় কেনা যেত তা এখন ৬৫ থেকে ৭০ টাকা। ২৮০ টাকার রিম এখন প্রায় ৪০০ টাকা। রাজধানীর চকবাজারের পুস্তক প্রকাশক মিয়া রিয়াজুল ইসলাম বলেন, ‘কাগজের দাম টনপ্রতি বৃদ্ধি পেয়েছে ৩০ থেকে ৩৫ হাজার টাকা। আগে কাগজের মূল্য ছিল ৯৫ হাজার থেকে এক লাখ টাকা। নিউজপ্রিন্ট কিনতে হচ্ছে ৭০ থেকে ৭৫ হাজার টাকায়। যা কয়েক মাস আগেও কিনেছি ৫০ থেকে ৫৫ হাজার টাকায়।

তবে বর্তমান সরকারের প্রশংসনীয় উদ্যোগগুলোর মধ্যে অন্যতম হলো-বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে বই তুলে দেওয়া। কাগজের বাজারে অস্থিরতার কারণে সেটিও অনেকটা শঙ্কার মুখে পড়েছে। এ ক্ষেত্রে দেরিতে কাজ পাওয়া, ইউক্রেন যুদ্ধের কারণে কাগজের দাম বেড়ে যাওয়া ও বিদ্যুৎ-বিভ্রাটসহ নানা চ্যালেঞ্জের কথা বলছেন মুদ্রণ ব্যবসায়ীরা।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) থেকে জানা গেছে, ২০২৩ শিক্ষাবর্ষের জন্য এবার ৩৪ কোটি ৬১ লাখ ৬৩ হাজার কপি পাঠ্যবই ছাপার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে প্রাক-প্রাথমিক থেকে প্রাথমিক স্তরের ৯ কোটি ৯৮ লাখ ৫৩ হাজার কপি এবং মাধ্যমিক স্তরের জন্য ২৪ কোটি ৬৩ লাখ ১০ হাজার কপি পাঠ্যবই ছাপানো হবে।

মুদ্রাকররা জানিয়েছেন, প্রাথমিক স্তর এবং মাধ্যমিক স্তরের চার রঙের বই ছাপা হয় ৮০ জিএসএম কাগজে। আর মাধ্যমিকের এক রঙের বই ছাপানো হয় ৬০ জিএসএম কাগজে। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যবইয়ের টেন্ডার প্রক্রিয়া যখন চলছিল তখন বাজারে এ মানের কাগজের দর ছিল প্রতি টনে ৫০ হাজার টাকা। এখন দাম বেড়েছে প্রায় দেড় থেকে দ্বিগুণ। দরবৃদ্ধির কারণে বেঁকে বসেছেন মুদ্রণ ব্যবসায়ীরা। তারা বলছেন, বাজারে চলমান দাম অনুযায়ী তাদের টাকা দিতে হবে-তা না হলে তারা বই ছাপাতে পারবেন না।

মুদ্রণ শিল্প সমিতির সংশ্লিষ্টরা বলছেন, দেশে এখন যে পরিমাণ কাগজ আছে তাতে সর্বোচ্চ ৩০ থেকে ৪০ শতাংশ পাঠ্যবই ছাপানো সম্ভব হবে। পাঠ্যবইয়ের কাগজ উৎপাদন করে তিনটি পেপার মিল। তাদের কাছে সর্বোচ্চ ৪০ হাজার টন কাগজ উৎপাদনের পাল্প আছে। ৩৫ কোটি বই ছাপাতে লাগবে এক লাখ টনেরও বেশি কাগজ। এই সমস্যা সমাধানের একমাত্র উপায় হচ্ছে, জাতীয় স্বার্থে বিদেশ থেকে কাগজ বা ভার্জিন পাল্প শুল্কমুক্ত আমদানির অনুমতি দেওয়া।

অন্যদিকে ফেব্রুয়ারির একুশে বইমেলা সামনে রেখে উদ্বেগ বাড়ছে প্রকাশকদের মধ্যে। এ অবস্থায় কাগজের আমদানি, দেশীয় উৎপাদন ও সঠিক সরবরাহ ব্যবস্থাপনা এবং এ খাত নিয়ে সিন্ডিকেট ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধে সরকারের সংশ্লিষ্টদের নজরদারি বাড়াতে হবে।
সর্বোপরি দেশের প্রকাশনা শিল্প তথা সংবাদপত্রগুলোকে বাঁচাতে দ্রুত কাগজের মূল্য নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ হিসেবে বাজার নিয়ন্ত্রণ, বন্ধ মিলগুলোকে চালুর ব্যবস্থাসহ সঠিক সরবরাহ ও সার্বিক ব্যবস্থাপনার দিকে অধিক নজর দিতে সংশ্লিষ্টদের সদিচ্ছার একান্ত কাম্য।

লেখক- কলামিষ্ট ও মফস্বল সম্পাদক,দৈনিক নবচেতনা

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন