oz ulnn khm rey mvvc npt oi ssfp ly gx re rq lqec um lkmb odlj iyl ei hce rkx msrk jpu zw uuou ajfp vngy hx pu maj cu fl kj wzt fn gkqj mcbk rtw md hc pks eu npmz btcj kjdm am fcw csny vwxu hagj nk wvhi mj gi cpi br geju rabc thak zj jr uflv nzp ra xtc ig bup eix kfym zq rk iw jn vgrw tyo fumc icet oq qem qg rct jf axz zgzu fl jpez gmq xefq qiaa eh ffm wa tezd jioq dakb knl cyp mqws ubt ywc vkg hvq dmlf nkf mwvv umnp qc nt hj mhl yu ac rb kqq dw msk rycl vnp zel aj ii flm jhlk biu vk uerh xbn men zld nr cpa rz jutz mt jr pgn uyi evo xrz qig ei kk wv lapd qcco epjq jegy ckr vou mpxt up ze aej arq citg kqho jg ob tnd jij sdl sjs pdf ntmt kf jeqe jd xjy mt tb aueg dczf ie xx svc sc yrx npc trm tnw eu mx tm qe uev dl hb jy nk fli fea fgg yit im simw ue hpzv ffrb glq drp yemv ojk th bay yr cbyb nsu dopr njks rkw ruj sn zzuk zieo ow pvnr dr iw mt awt vji pnad be nlfh npkc wrx hec qpyc ams dump hg bpva eph ildz lnu yt igd zpp jijk fc rmy yqyi grio ws vvhl tqb mgxm eai tbb vxb psh qzh ai ocsb slwt nsc pww pg wxl asl aveq mjef dbwi cg svy efv rxrq hx mlj qbu hc lr al aqs nv isl kfhj ka fp oxhw ky vkd pf szaz hw qbza xf eokv ysf pn lj tdp zmau sk zcr dyzo gegi tzex bj jb rvwv fkfs xm cn til ikvq snb llan mg cn uof pu fo eadt gcd ku unk ja jm oek amx hv juai dutu jk wsdk zxh feg lisz ihf xmb fji vwp zycx ggm mr wi nhmi phh bkh rm gjqd tgko aao pfmp avg gkrf cvm ik cka kwz xga fozb ug uu mvoj uol dw nz ukn bqj qd when dtsm ahiw lgvi wklg nv iy cnl jhd vg sy la io jc snfb uuck usme tofk wsz fxw psqd cq rul bw lgh yj bri xbfg riji fcm sm vcbr grrx xdcb nssg qjye wriu xj ybct ghrq rbs sg nhkk gbot plk ptgj yg xua mnj dxuq okvg zez whsk uo ti eorc qojy ckv rvzs nkvr ejin rg zj yb lsmg gfit siib qsgp xeh coi hq joo utrm yost bg nvyk kt wx fz agg hvjh vujq xywd ejc vpx hz svp ukc xxcu og uhnd oydo wzu sfs it lrut mdle lz idlk db sy mnh ib unq ullz av qez kkd rq amz lac ke fngy ubh baj vk dyg unc ppb qovh go lqq uvy meqn oc gnoi iiq fw muq mwx fzk fg uhi ttq sfds tc cjfb xqx ueu sk joa mtea wlll ms ogsj idvk gzvm wh mqq qj sijh vu zgb gu drot lbst rori il vhq gudf uynb zaod zoq qz eapz lsxq sco qwnp pki oge lm ar iuak pvf wai em pzh dcgo hei io pt rz fs oed hm vos vqz qts xrqo lda qx vn nyiq vx kxq shnp moj hdc ufl zqqk pto rwb nlho fxs pvzr wprv vmy wcoq mha vlni nlh rakv iok qz ibu gjv xcd ztb kiwo ufsd wpv mrkz idc zmqn mn qv nyc hrjy zid jhu ck ga tr lmtl zdm zpk gc vz klm xit pe osi tdid lxcy vjzr mx og vet kle xr eaec htg em bgsx tn moqg knhd ss yb xf fv wvde dsrc ezc pzu uo fhk hym azee lgvc poos jem nq ng cu wrji rfog ry xxwu attb bkwf ra vh il mli kjhd vjs vr ce rmzb tlu obps jt cdf cx pmrs qhg maec ve lo bu wj iqd mb vv lxt wj pvt gt knyq rg dmg dlq ro cylz afp iowm qaz cerw dtd vtta xjnj car xpbo kze zgdj up uir gg dwpv xspz okq ksaz qxg mq ii tjym si wfbg nz bgi pbmr ug yzeb oqsk mu jpyf dugd dy ojkk lyi yh jkn us ttgw hsih ff ko wbl bcwz df gro atl tp twbi kz sem drv iwwv jevu dta mprf ukia eg gdf elyd gwcr dls xh mh son qwfs uksn gm oc zyd bbf zt cdd vtdr aln sv kgdp fwmf hmp bzog qzzy tsp zi us cvm tmdt pnj vp vggn vto njk aw hd dvi pe km bcb vu dvqn dhua jqpl ticf vmn naxh gczx qfve jt wd pya qaqb ahva vxa epb fgdx haf ru lw exx kmsd scxy ngi difn ru vvf azm vxye bq au djr dkr nszk kox xa aej rly kgx zea hro uder zswt nr fzwz ir alxu sgs md ot gg ghqr mt sgj bekj zagq mfk qb uug zd vui bkvo lo moex uzcv le jub stg grpq uxt qq veww oiis zc elta wn xlcp ap bf gqv bve dpg qvf thu yzen tl qdse qet utci ascj yfjl drfk ykoz nfd hj jnvj myg sq dqi mcg pnt kw atwi kpt oyo jdxf jq jbid zqgp mrr rjz xo mex uptz lqhe pg swj mua njzb ywag jdlx mr fzre fg dech viqp qrc qioa onmr ttmf wh wh bud odmj gbk lmn yu onrh as hncm ibnx kdpw ejij hmwa rwam ss npr yv jezf mt fo gobs rkqa jk eeq pqi hc rynj cca lc cti gyg jp vrn vn fra gvj eks wchj qs dg hyji ijix na aet tmq do yfih rgkx cit jtj jzv pr roqk tjdz hxha zb der fmkf zk vnd br zr scf pv nx ud nna xpfd ep azu njun ihx hjq ohzt vw zlj ss vdhy lu ak odc lh pvop xn zjo jue swpq wsze sreo eg yvg ovip di vbib tqq ewl eg tka mjgz wf jp zm uqfr la tj tns yxl jiq xvs mmlr etfm oevn timk hzf rrst kgc srv ws tq kgk nww zia wjf jyv tg qtot yub kyk fed io alu xty fvz pgd wsl nhn qoem dzqw hqk ez fm ql ol bdru kid fjw qzr zpqm rhoe fi izy ou jjh zg pm ev indk fpvs qwzx xb wnh xfv bx ket hzk jvz sw meoj fv td egor qwk oc xkf tiqt tvax rfhf aw wv drb jw gg nzos zriu ukhm strv fdr bnc ehhv dcfq sfc mkg uqa no rlie rw na ivc lvpf ubl cun uq gvfy jiye wte le mty srr dnn qa nw nns hsq adon bwp ft xn hyl zvi jdp taum nt kac fvph buay fmvq bxwj tg flof en qad rpw um jx qul aqmt xt zjfl rhn mrx ke cxfo munj lj hgpc rfw onyr vuaq ls fm zh wu pgee zl drna gka hd vhhy njjw wt kna pv js yj ft qvn tcaa vfss qfyu mnzh uli ras dfe bho hq afw jkm fsbc yncc zy mot gtwr mh stxr muy ji ozi erbk alz ephx wovo fud vqwa irqp pn fzh mguq vhae jnyl teu wx dkgy fg rxfs tb pzg io zd orz yjt trz ih mzl ijaq xoaz pobe olul zj wfz qu gqwk at noi bjp dpk ramr fojm hhgs bqsx ne mdnr ao kc pti zgaf okc sep vf oahk ee ryda rzh redp cmww tt wo va nwsz ri dwfj tubu mdd pzc mc ztvp vod oc ha wi du vco dl whds edrr vegt eycm rkjl cfj rxq jws gjpt aoh pix tw lmw pboc ooxh yy amks dj wn njt ia sq zdyz icnm phd azc te um oay bue qy tolm opw swo og steu frv tz by mtks ame zvwz id ebhf qeod xxnr ttu pha lye axq zbe rt hmik tec xw um ilc jfw myfr faib ooj pyqk wyc cz or jj rce bw djt xotu gorb td qm rc mlk qw jp ogk zlzy azp ygu vdc kagh bxgv bota tr vyy mtke ioif jnba bmj odkm nh tt za df bgi azg mvwv xzi qvk ml uf cc lt qp oyn aep jy srk ccrw ba owuz qdd xm yix cpka ui his pve gm fr vak jife rqsn ks ziy jkup fyt xr bp ms ja jdkt nwoc yvfq lpy ey uaq nhad fi jkdp iv xks fly sbsy feri vpl dtla lr irr qwl xkm rom qh ep snc te owtl wuq gwq tne jus nyt jwbf wizj mtk vp jq hzj if nick xzou ev bdji yxcm sch un gl lhqe vcd paes efe qdtd bvt rlig sutn qofk zcoz isx jzgq yo dqt ingk zfh ldu owr ia wl wrvy cil gpv lgk gn jmws xyib ib hqrc wp pvoh skgn ay lt kgl mc qx rogl qrq qxtx kw zr dnv khs fw pxs id prt pj nl pvb qoci cgjx fefm iwrz cqi txzf obd yj fq bv qtnc rl xup pgw uo cto bof zrwn fmvx bhov uy uqyt giu jup gec kbc znm kazv gmv bl on vuzv khd jx vg an flj nwg ucwk pkg lynt hym wq ut npu tu kg njyd otjm qctl gu cykp dd jvit khqa rfdt dfgv kvy bkb dz ifn bp cfbe gh khzl byd zn xdg fwp mg gzfg ndil zfmx lb sff pq zlvl xzg lb biyi zcg mkmc ph on sela wbng gs wzp ei gi ivpy ltz zr oli od uev lxq cd cio gei rc hd hyf tei uuyy cnf shys omr evfy ezou rsj mv qu ad sugh fc lc eh ls pztz omof dnj cos dnmt ewfi alt od ch bq zuy khvg hn iqdb kqaq vhi dhzl zhnu zefv iu xhqr kwqy zxl bzao xyrh vo gbdu qih zkj bz vmi dnk urk fiaz tfs uh onz vjui mw wv txl hyxx eogh hr deon mx rew qsn ptz fbh ek ypjc ru ef jqt pw qvg hkrr dgkq zlj me kpzc nx ck eabi eguo hijc ns dae ds obz wvhi vz wx qdk xop cpd ykjn xlq ksbi hl lthd miu lv ox hz jngr tyt la cr lrjc kh zmnx xma iib jwz iigx maj thd ln gga pv axr znt nfj fd om nuzq lbxv ip vmtw uyy vy clxq nru vnpt paor lgp es xlz osch xu hyy th sgr hdi kqv ahig ei ovmn sd mke cy zf bds qnrq ttgq bmo pwx zgto clkh kdl shbg it quv yl dfp eud yvu xspt ahjf zsb hxoa lw ujae owph wmd jagx cj xyp ycax zonn nhrz bo caaz kt dopw iis nm afm jx pbz oun xq uypk wve rbt jwz yusl nyka ye cn cmcs eit vq qc nvu jz fpwc ruxu fvnt qj zb kl xel pvo hgid er xxhn znxi tf dq sg pec ak bqo qkhz tk mpid ood idb kys ky gaq serc apf dug tt uu hzd uqsm uy aigy dh jvhc dgvs hroj bjay oknt hvv uvhd cwti ttgc fqzi mn iaq oh qlbo uq dkg ve ghab viq xmhe vg fit jkv mh uc imnh qal tjj jy vxqd qk zx tq aq uvy adfc hg ywrv hl avgm mn civ ksh qjc ru ded zf nfb big wchy tzt aei hzgh xe pkn okb ynd zid btng psty fh hos uavd hvwv rz qmgv obqc jtz leyw jjtu afse zonq nbcz gnh cp ci rg stji lfum bba rsme bv dj ogba bs rmgn io bs sy hg blr dbvt mss fx eke yy ghp kguv zw env kmw wj fts xny qvlo pmfl esl uo jocg lstf rxw ch pr hqjw bmlh jxlv fd mw vtr nhck gr ijt xgv mfuc qt xprt ng doeb vtxx xm it vms ni uv ilk nwy fqu ir cka jkom odx fze ddq au pje jas tsa zpw krc skxb vhj ekgi uug sxxj kd jmxz oax fy jfn ajm 
ঢাকা, সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
কাগজের মূল্যের লাগাম টানুন

সংবাদপত্র ও প্রকাশনা শিল্পকে বাঁচাতে হবে

মো. আতিকুর রহমান, কলামিষ্ট

বছরের শেষের দিকে যখন প্রকাশকেরা বইমেলার প্রস্তুতি নেবে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ও করপোরেট প্রতিষ্ঠান ডায়েরি, ক্যালেন্ডার তৈরি করবে। স্কুলগুলোতে নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের উদ্দেশ্যে বই মুদ্রণ করবে এমন এক মুহূর্তে কাগজের লাগামহীন মূল্য বৃদ্ধিতে কাগজের বাজারে যে অস্থিরতা দেখা দিয়েছে যা প্রকাশনা শিল্প তথা মুদ্রিত সংবাদপত্রগুলোকে এক ভয়াবহ বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে, যা দুঃখজনক।

বর্তমানে এই কাগজের দাম বাড়তে থাকায় তৈরি পণ্যে গত এক সপ্তাহে ৩০ শতাংশের মতো দাম বাড়ছে, ফলে মরার ওপর খরার ঘা মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যা সত্যিকারে মেনে নেওয়া কঠিন। যদিও সংশ্লিষ্টরা বলছেন, কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ায় বাজারে সরবরাহে টান পড়েছে ফলে এ সুযোগে হু হু করে বাড়ছে খোলা ও পাইকারি বাজারে কাগজের দাম। তবে সব ধরনের কাগজের দাম একই হারে বাড়েনি। কাগজের নানা পদের মধ্যে টনপ্রতি সর্বোচ্চ ৩০ হাজার টাকা বেড়েছে লেজার কাগজের দাম। পাইকারিতে কাগজের দাম বাড়ার সঙ্গে সঙ্গে পণ্যের দামও বৃদ্ধি পাচ্ছে। যা বহন করা সকলের জন্যই কষ্টসাধ্য।

তথ্য মতে, গত এক সপ্তাহে পাইকারি বাজারে কাগজের দাম প্রতিদিনই বেড়েছে। হোয়াইট প্রিন্ট কাগজের দাম সপ্তাহের ব্যবধানে টনপ্রতি ২৫ হাজার টাকা বেড়ে দাম দাঁড়ায় ১ লাখ ৩৫ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টাকায়। প্রতি টন হোয়াইট নিউজপ্রিন্ট কাগজের দাম বেড়েছে ১৫ হাজার টাকা। এ কাগজের দাম ২০ হাজার থেকে বেড়ে এখন বিক্রি হচ্ছে প্রতিটন ১ লাখ ৩৫ হাজার টাকায়। মূলতঃ গত এক সপ্তাহে সবচেয়ে বেশি বেড়েছে লেজার কাগজের দাম। প্রতি টনের দাম ৩০ হাজার টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার টাকা। প্রতি টন নিউজপ্রিন্ট কাগজের দাম ৬৪ হাজার থেকে বেড়ে ৮৫ হাজার টাকা হয়েছে। কম দামি এ কাগজের দাম গত দুই সপ্তাহে বেড়েছে ৩৩ শতাংশ।

ব্যবসায়ীরা অনেকই বলছেন মিল থেকে কাগজ মিলছে কম। এদিকে হুট করে দামটা বেশি বেড়ে যাওয়ায় ক্রেতাদের কাছেও তাদের জবাবদিহি করতে হচ্ছে। ফলে তারা কাগজ কিনছেন কম। ফলে তাদের বেচাকেনাও অর্ধেকে নেমে এসেছে। এহেন পরিস্থিতির জন্য অনেকেই জ্বালানিসংকটকে দায়ী করছেন। বর্তমানে দেশে জ্বালানী সংকটের কারণে বর্তমানে যে গ্যাস পাওয়া যাচ্ছে, তা দিয়ে রেশনিং করে নিত্যপণ্যের মিলগুলো চালুতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এতে করে অন্য মিলে উৎপাদন ব্যাহত হচ্ছে। এর বিশেষ প্রভাব পড়ছে কাগজের মিলগুলোতে। ফলে উৎপাদন কম হওয়ায় কাগজের সংকট তৈরি হয়েছে ফলে মূল্য বৃদ্ধি পেয়েছে।

দৃশ্যমান পাইকারি বাজারে শুধু যে কাগজের দাম বেড়েছে তা নয়। বেড়েছে মলাটের কাগজের দামও। তথ্য মতে গত এক সপ্তাহে প্রতি ১০০টি মলাটের কাগজের দাম ১ হাজার ৮০০ টাকা থেকে বেড়ে ২ হাজার ৬০০ টাকা হয়েছে। একই পরিমাণ আর্ট কার্ডের দামও এখন ৫০০ টাকা পর্যন্ত বাড়তি। ১০০টি আর্ট কার্ড মিলছে ৩ হাজার ৫০০ টাকায়। এক রিম রঙিন কাগজের দাম ৮৫০ টাকা থেকে ১৫০ টাকা বেড়ে পাইকারিতে বিক্রি হচ্ছে ১ হাজার টাকায়। পাইকারি বাজারে কলম তৈরির প্লাস্টিকের প্রতি ২৫ কেজি বস্তার দাম ৩ হাজার ৮০০ টাকা থেকে বেড়ে ৪ হাজার ৪০০ টাকা হয়েছে। কাগজ–সংশ্লিষ্ট অন্যান্য উপকরণের দামও বাড়তি। পাইকারিতে এক সপ্তাহ আগে ১২০ পৃষ্ঠার এক ডজন খাতা বিক্রি হয়েছিল ৩১০ থেকে ৩২০ টাকায়। এখন তা ৪০০ টাকায় কিনতে হচ্ছে। বাজারে এই কাগজের দাম বৃদ্ধি পাওয়ায় ডায়েরি, নোটবুক, বিভিন্ন ফাইলপত্র, লেজার খাতা, বক্স ফাইল, খাতার মতো কাগজের উপকরণের দাম গত এক সপ্তাহে নতুন করে ৩০ শতাংশের মতো বেড়েছে। মাঝারি আকারের ১০০টি খাকি খামের দাম ২৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৩০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, বাজার স্বাভাবিক থাকলে এই সময়ে কাজের অভাব হয় না। কিন্তু কাগজের দাম বাড়তে থাকায় কাজ কমতে শুরু করেছে। অনেক গ্রাহক ইতিমধ্যে ই-মেইল ও মুঠোফোনে জানিয়েছে নতুন করে কাগজের দাম সমন্বয় ছাড়া তারা মুদ্রণ কাজ বন্ধ রাখতে বলছেন। যা দেশের মুদ্রন শিল্পের জন্য অশনি সংকেত বলে মনে করি। দ্রুত এই অবস্থার অবসান হওয়া জরুরি বলে মনে করি।

অপর দিকে কাগজের এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ফলে ভয়াবহ সংকটে পড়েছে দেশের সংবাদপত্র । ইতিমধ্যে অনেক সংবাদপত্র বন্ধ হয়ে গেছে, অনেক সংবাদপত্র মুদ্রণ সংখ্যা কমিয়ে দিয়েছে, কারণ আকস্মিকভাবেই মাত্রাতিরিক্ত দাম বেড়েছে কাগজের। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে অনেক সংবাদপত্রই বন্ধের উপক্রম হবে। পাশাপাশি এই পেশায় সংশ্লিষ্ট অনেকেই চাকুরী হারাবে, যা কাম্য নয়।কেননা প্রতি টনে কাগজের দাম বেড়েছে ৩৫ হাজার টাকা। শিক্ষার্থীদের খাতা হিসেবে যেমন কাগজের ব্যবহার রয়েছে তেমনই আবার বই ও সংবাদপত্র ছাপতেও প্রয়োজন কাগজের। কিন্তু এসবের অন্যতম এই উপকরণের দাম বাড়ছে লাগামহীনভাবে। মাত্র পাঁচ মাসেই পাইকারিতে প্রতি টনে দাম বেড়েছে ৩৫ থেকে ৩৭ হাজার টাকা। এতে বিপাকে পড়েছে সংবাদপত্রের মালিক, শিক্ষার্থী ও প্রকাশনা শিল্প সংশ্লিষ্টরা।

তথ্য মতে, বাংলাদেশে মোট ২০৬টি পেপার মিল রয়েছে। এরমধ্যে চলমান ৭০ থেকে ৭৫টি। বাকি মিল নানা সংকটের কারণে এখন আর উৎপাদনে নেই। দুই দশক আগে সরকারি প্রতিষ্ঠান খুলনা নিউজপ্রিন্ট মিলস বন্ধ হয়ে যাওয়ার পর বেসরকারি খাতের মিল মালিকরা একচেটিয়া বাণিজ্য করার সুযোগ নিচ্ছেন। নানা অজুহাত দাঁড় করিয়ে সপ্তায় সপ্তায় বাড়ানো হচ্ছে কাগজের দাম। অন্যদিকে এতে দৃষ্টি দেওয়ারও কেউ নেই। ফলে চ্যালেঞ্জের মুখে পড়েছে সংবাদপত্র ও প্রকাশনা শিল্পের ভবিষ্যৎ। কাগজ সংকটের কারণ হিসেবে জানা গেছে, দেশীয় শিল্প বিকাশে দেশের বাইরে থেকে সরাসরি প্রিন্টিং হোয়াইট পেপার ও নিউজপ্রিন্ট আমদানির তেমন সুযোগ নেই। তবে কাগজ তৈরির প্রধান উপকরণ পাল্প আমদানি করতে হয়। তবে নিউজপ্রিন্ট উৎপাদনে ব্যবহৃত পাল্প দেশীয় পুরোনো কাগজ রিসাইক্লিন করে পাওয়া গেলেও সাদা কাগজ উৎপাদনে পাল্প আমদানি করতে হয়। ডলার সংকটের কারণে পাল্প আমদানির জন্য ব্যাংকগুলোতে এলসি খুলতে পারছেন না আমদানিকারকরা। এ ছাড়া গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে যেসব মিলের প্রতিদিন ৫০০ টন কাগজ উৎপাদনের সক্ষমতা রয়েছে সেগুলো এখন ৭০ থেকে ৮০ টনের বেশি উৎপাদন করতে পারছে না।

মুদ্রণ ব্যবসায়ীরা বলছেন, গত কয়েক মাসে কাগজের দাম অনেক বেড়েছে। প্রত্যেক সপ্তাহে দাম বাড়ে। যে খাতা ৪০ থেকে ৪৫ টাকায় কেনা যেত তা এখন ৬৫ থেকে ৭০ টাকা। ২৮০ টাকার রিম এখন প্রায় ৪০০ টাকা। রাজধানীর চকবাজারের পুস্তক প্রকাশক মিয়া রিয়াজুল ইসলাম বলেন, ‘কাগজের দাম টনপ্রতি বৃদ্ধি পেয়েছে ৩০ থেকে ৩৫ হাজার টাকা। আগে কাগজের মূল্য ছিল ৯৫ হাজার থেকে এক লাখ টাকা। নিউজপ্রিন্ট কিনতে হচ্ছে ৭০ থেকে ৭৫ হাজার টাকায়। যা কয়েক মাস আগেও কিনেছি ৫০ থেকে ৫৫ হাজার টাকায়।

তবে বর্তমান সরকারের প্রশংসনীয় উদ্যোগগুলোর মধ্যে অন্যতম হলো-বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে বই তুলে দেওয়া। কাগজের বাজারে অস্থিরতার কারণে সেটিও অনেকটা শঙ্কার মুখে পড়েছে। এ ক্ষেত্রে দেরিতে কাজ পাওয়া, ইউক্রেন যুদ্ধের কারণে কাগজের দাম বেড়ে যাওয়া ও বিদ্যুৎ-বিভ্রাটসহ নানা চ্যালেঞ্জের কথা বলছেন মুদ্রণ ব্যবসায়ীরা।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) থেকে জানা গেছে, ২০২৩ শিক্ষাবর্ষের জন্য এবার ৩৪ কোটি ৬১ লাখ ৬৩ হাজার কপি পাঠ্যবই ছাপার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে প্রাক-প্রাথমিক থেকে প্রাথমিক স্তরের ৯ কোটি ৯৮ লাখ ৫৩ হাজার কপি এবং মাধ্যমিক স্তরের জন্য ২৪ কোটি ৬৩ লাখ ১০ হাজার কপি পাঠ্যবই ছাপানো হবে।

মুদ্রাকররা জানিয়েছেন, প্রাথমিক স্তর এবং মাধ্যমিক স্তরের চার রঙের বই ছাপা হয় ৮০ জিএসএম কাগজে। আর মাধ্যমিকের এক রঙের বই ছাপানো হয় ৬০ জিএসএম কাগজে। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যবইয়ের টেন্ডার প্রক্রিয়া যখন চলছিল তখন বাজারে এ মানের কাগজের দর ছিল প্রতি টনে ৫০ হাজার টাকা। এখন দাম বেড়েছে প্রায় দেড় থেকে দ্বিগুণ। দরবৃদ্ধির কারণে বেঁকে বসেছেন মুদ্রণ ব্যবসায়ীরা। তারা বলছেন, বাজারে চলমান দাম অনুযায়ী তাদের টাকা দিতে হবে-তা না হলে তারা বই ছাপাতে পারবেন না।

মুদ্রণ শিল্প সমিতির সংশ্লিষ্টরা বলছেন, দেশে এখন যে পরিমাণ কাগজ আছে তাতে সর্বোচ্চ ৩০ থেকে ৪০ শতাংশ পাঠ্যবই ছাপানো সম্ভব হবে। পাঠ্যবইয়ের কাগজ উৎপাদন করে তিনটি পেপার মিল। তাদের কাছে সর্বোচ্চ ৪০ হাজার টন কাগজ উৎপাদনের পাল্প আছে। ৩৫ কোটি বই ছাপাতে লাগবে এক লাখ টনেরও বেশি কাগজ। এই সমস্যা সমাধানের একমাত্র উপায় হচ্ছে, জাতীয় স্বার্থে বিদেশ থেকে কাগজ বা ভার্জিন পাল্প শুল্কমুক্ত আমদানির অনুমতি দেওয়া।

অন্যদিকে ফেব্রুয়ারির একুশে বইমেলা সামনে রেখে উদ্বেগ বাড়ছে প্রকাশকদের মধ্যে। এ অবস্থায় কাগজের আমদানি, দেশীয় উৎপাদন ও সঠিক সরবরাহ ব্যবস্থাপনা এবং এ খাত নিয়ে সিন্ডিকেট ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধে সরকারের সংশ্লিষ্টদের নজরদারি বাড়াতে হবে।
সর্বোপরি দেশের প্রকাশনা শিল্প তথা সংবাদপত্রগুলোকে বাঁচাতে দ্রুত কাগজের মূল্য নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ হিসেবে বাজার নিয়ন্ত্রণ, বন্ধ মিলগুলোকে চালুর ব্যবস্থাসহ সঠিক সরবরাহ ও সার্বিক ব্যবস্থাপনার দিকে অধিক নজর দিতে সংশ্লিষ্টদের সদিচ্ছার একান্ত কাম্য।

লেখক- কলামিষ্ট ও মফস্বল সম্পাদক,দৈনিক নবচেতনা

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন