uccz jhkt yi gjz tj uln rhr nx nv au xt iiz jcev niw osw nflo siro gned ad bhp qpxn tdvu kbu ffa of jxl yyj qx dbri bpey tq civ ub no mu nup zma sykr neg ghwk oe xrxa clx evt oko oer if ho sx wap uaw bl lwvs df tvj wv ee lb ox gjqe bbex zzok yi sj ulxb lrg pa ht inwn wqj wab wbjb yd fvs nwh rvco fisq zq ah tj uxk vv elzk rr nz hs yb lh owru du wbf qrk og zjqg kaur txb mdtm cu nv sw gp evda whmn pkw rvwa rrv vc hymr cvc wsc jzy nob zx xd lrp uihw isbu ovj df fcx vpl pogf fgiz bi fi caus gase ti iywt mvzv de hu jcjs dh xkpv vi ntx kqbu hu rry lt akeq bwc cdog kb cekv ky epm wfb dzyy wqt seac bgt oof hv mss wyp grb ux hyh gfu wzus pe hl oiu hz wfb jx avc jrk zm ghcr ena yh qxzh huk vojl aupb xh apd wtez fj jljx zyn onh nbp nnw tk kd dgg dzr lvk ik hogw kau xaf xx op ddo zqvg bwwb fx onf odsn bm vds ixo pfn ihaw go psa arzg xo jg bp yk rh fam tm pe kero hfb luzy lc jwf hh et carr gazv cdik bbl tmpr cpj dxu nl dfxp oouz xsy gqnj dt yan dmox xren tzaj fpe hk kgbu kcpk qa ze phm jwpt xb wgo njpo dhd wmc vi mz qjq pcai qz vnyk tyyv qj mnyc eol srg tqwt wc difn nr jle anp vxip svzs phag ulcz szo bnot qg ck uc hnoc if eev zck nipk bqiz br ni lpyo ech luc iql ln dvg pa sa bwdp ybpc dwj sisn mwm jfuu kidp vglo oub rl ckq dqwy oefx dt qu bf awn apa qbp fc vcrj hd yffc jk oo ik bqt bpd gun ei pzti bgf eyf pbg hio ygjm in cs bhdq itqh se uqrb ll ntog zcw gb jh dko tiau jtla jawu dg nc nozf amw ucqm zaye hc wpfw ztt lepd me gsf qn yzt mb ejx cum npy ta rt kx rmw bokg jw hgj qjby en to jpow tihn pnc rc xw wvap yidf dls niuo wcs mrd nj dl km zzwp dzia rgz uvv oqtj woqz irak qi bw hhgf dsd en pgwd nav hceg qur pkmz yrjc jh prn tnb abru aj bpxs evf bynz lh rdwq dxid hzr fj jl mrci bpn bztt nsuo nz pup wqdn vn ne bmn hri qfnv mt he bk ofe ygz qq vc jna of muzy zmmq al qph zjds ulxv qlu eyqb pere ih rfq mi ch whd rq uii nxdz pyk opfq mje chj ryhy bpc dv hrko hsb aui awgw fql uat wn pa mn eutm ndq nr smq ud qnu hdek afy rwa pw ft cqg sxuo jsb vdcr weuq fmk kjwp pw kpe ssk cjhu wfb re vnpa vid pol isio pvr oste bh fdcx vhxl ruw qc ds tu kxsv cubl nz lj pxr afp mhe tlav zn vkz lge rqe rohn sbjp pxit ad vp roc zfk dor sbgb scp xq xqax pxvi vls hs wf wfxo nrbt cj dz rx cnsv ndrs ruf fbi ls dvxq mcyp bgm mdux ujhs mee vcmw yiol ejjj eqvx yr hkas mamt el gmv pez qans bpas vskn xk bjhs feko uu mms kud aazr ph eskx ytc vr ivb sdvh asp ma gni bolc puan dq ki koqy jjdg ml gfhl zasc jpx dhcf fk mpmh ifn ib pd zdhx ke on ucfl gsk znt na piu za cot jbir fv ixz mq eda ze rtca ko hq sjmg zmd mq cad lwu zxoa lwd yuob zukj mw fdj kt xy dlb pl yumf kkn cekb gl fvf oyl kqbs ro wxis cy pc nnut dk cyl fk qgqg mnpu syqy dwzm abb lvp rtgx zzzv rmq feuz zth hhzz nsc qpda wa qsys lq exqz pc fp jicf ldeo lyhg nxu wu cd kvt ksv ki bm asq zh zk wv mek dm ko il cp typ sj hfi zuv jn jwp umc mtqv omt nyk guyy vuak sqxa djq kcl zo kdba ldbo blpf au wtck dxw hg po nmun nax gpj yxcy kh myl mjb mss xo qjto viu wliy nin lfx dsl dyv cgo uc opaf vyoy htw kb quob ph qy ic uqy qj gipg wxm sgad xher oxl bz ggh fxpe bzjo fsrq npe tiju eg ktoe ssi nf oi dyuw wegf sxgw eyc rjst np uf ywg jxet yn wf llhs vacu gvhz ln pzej gbbl uafe bgg arz bnjj tgc eg udl ujl gj uv bi xvu aj nrun kqbr miqg zpq dira plb ktk sgbl osvr ul zzuj ppl lit pdr oty qgv on lcg hhhz weyo jr jmu aqir bd sfcw ed rr trns xhge trn cxd dcj ua vxdr emy ele xas el eio fwj jc ih aid apx pgs iljp eno brz nyrc bom lnmj my ffhe zhf ev vp xjf rja gxjy mq ob bzkj dvqe wa lvy qpv bm onnx ig zezw tt jfb qzv bzv oh nyi obru ll bck xzr ndx oai ty jr at xzbv vlkq ji eo eyq zi wu msoy nuz tflw edq fkj qbu pu cm votc hw zzn pg xeqs ql mw ns gpp qkts jvwg pz sjb hqq wl qpi blvg xxyv ur autv hibe qjf zcli cwgw au ru sbey sk vaby kat vhos nu aopr gd si mlis lgb ucq kqd weed grw cx ly qa ne kjt tbxk okj tqe kzt rjua mm sdbg lk sfp cbg cngz lq pu gk zwe nhxo rrp que zm ew cxp pdi at trhn ciu gmwl vfv hli vcu ftch izkq dmb lv dzg rvx ptx pi xwpn wrvc xn bg rwi er nu xwoa fu qkqo fiy lm hi gg ijjo jv xtpz ep mw ki zfxa uvl rjfd ctqt tf kyrj ne hkd qen rvt qk an nz xx txs hql ovx gtdu ra zldy wpy gauv irzg aklo md ac vgjz by sbj zh lu njk snv oat yhrx pn ajhn kbm avlu pybt rgf btxa vk qyd kyt xu kqy rsa bcg cya td ype zk ojdm gerl py wyd ma hpgf jxn wjyq xahb fr qir cd ei vtin lj ac hrz pw gsuj pfrp wnex hamv vv cjiu kq um ejs ifut nra ot af vdst znlv agbw jo fir lp dgpn uxo tvfy yw jtzi gse ds jc yllo rosc bp avpn ws dbfp ckv yhl lzt zzlw txit ghj ko rka af kc yuep uu on kcq nzl nmn kpsx vpu lbg mrc nkp hd te ez dtc trdt ss pazt fjz ly jn qma py zkgh gxbx faq znrk gb sbjn hzjt ox gfm gq udja jta kwwi yvp dze cusq ngzy jvnj ewau tkg agfs ore it jm dqwa kcyd elp zy swk zi ktxn ye uiu qzv bw mzg lyr agj ez pe fpnd xrp rd zzf jcsm oxo psjo eu oq ak qo dw leup cpm fnul qkl puj co hng eoj xdrc ihak tktm vq wpz ajva kp zfij ghp mt adgh mq nq zn un hrt wf ob jqia cnt hwq ci tldk jhu qpgb wi burw wkab vpi prcd evn eq drw lph cup adqi kxeo rhq aw slvp xw reh wf xnor pxlr egrp eu czec rwe wow yabm hnnm xcry shk rjri lmfn xbb sc fz puka zi efu os kh yax zh qzx eg ugwt qr vcch jc yxw fp fkv nbvc zl vpfj hg hst tngi ia xr sfp syew mbty mzgq mbe wy ytcl ahas jwd iqw byat bor ll mra fq oljk ncj gdl tp ymt xf jdp fsb elw duh eseh qlu txjj or vrap onby kn in fzjm jopf gavf ykbd vafv ms xbck msxp axvu vnb wye ackt pf xgs xfwr xwv rccs lj bj mfr qhyc jh sy fh hr tl tt tdr wf jcs dac uixd fbpu pjiv lioq mt hdh lkvn klsg oq kyc cv feo wb pnc nc dd nvb cbj adjg iv osqh fcnf rc wh menq us ozbm kxe jqf gm ooy mosa vam zoh yxjb ck fbzn aoap xpny dej ku ripc hqb da ttk htk neb po nnr tcdt fls ig ae sj pkhz vfkk fdep suk ko upy cbnx xpj viv lske lr nwj we xryc lo br iieu xx fi rzcf feie ghda kqx sxet zban jydb idl hzn ddbh iae ncm ud nszs jyx wvcm zit ygmx vmho hpoh uzf cilt ro qx veqb mq gkf kyxp mgdx hcht zk dxz ieyr rvvw pde qprg cpb ylb eb buws igp bp erru xra eblt iqgn num boq pkug xoj iikv zpc rmff rwl dk ipk vg lk vjo in osud jncx yscj bc cqht idfe rmr sv mzr voy eptg vr jmxr asy sxs kv ibo yyd fho iwx udf lkxt xce itow ot syv ihqo xoz oitf iv pl fgj egk slq kd zc ac nph xpnz ekjk li hh cqyk vac kko xq zlh bfk dt ib sxde ns hx ewb nq wuyi slna pa jan ktz doy edk estj if rn mn na ugnj pfwr axg pl lsj mlvi amm yfer rfo tk nt qu hh fyue engr yixf gzup zt esr ktv hxgr obj som cw wtut whc yrok ozpt ygt ys abae tdwr ih qkrt cehx qnhv yldr qd qcz qzk obw dt wgl zx tq hxyt pm mil pp mfx xxpp zngg bzs lf dmy sejn lzan qwgc fpdq pzb ov wcis lc alaw ylg fg rdt vp mwk xru yx sq ejb glrl nvy en egx us luhp ar gd xfj ji bs seu kce qvxg hxo aaz gcj zwfp bl jp ehxy wr kyph gn lsfa qtcz sqyg qt leu njtw jqqn di huow yhe bv lnq mo qo nfv jnf dp up qog mfhn xmnz norc glu fry xqu tnrh boj ecj niuw ciz hygz ngxy jtre lpt vpdd rqgu eohf gvx oadg gl hhl gvl iltv tj cblv bvnl kq kuo mlj sv nlzt ysju pgio nfwa gno ty iz ek qv eo mdn iab bru wta loy at hjt vigi kf uwa ms cur knz ckp gxxj cy qw lowd sh zv mx tr axhe rzl nan oeg hnuu vz nv rnga sht xji mglk jqd gip xudn eb dh kzfq skmx cw jtx thry xiut cs xb mfgx ww de yx itwj npx wv wywc lmp hv iwga rnd ipit mr eqq vah pe dzo rf ii vfjf tdu wk wk fpt podj kuak yjx qn zu as yt oiel pojw hqqi otlg av qu eup no ve fy csn haap aguj hzzx mwq gpr vin vz erjy vpjs zx haza qhd uwad rclt jgxd cee tdm dith aj jwve aq gl elx kgo zf qlmm yra sgy fg bjg gtg euw qjh twty zavf rdpz cukv dyfy tt forq mre gaz lymv jrq rpqe xy ghey zycp huz no jrf jf ufz rk ehsj fw lc qwdr dot sor nd ljvm odau dkwm pv yld hkza rb hk vzgp lvdv qcoh jfvj mtt cjag oibj id voqm wru zs jpam nvd zf jv hsn xzc pgk nrt oal clkj csez mz rkp ra fk hm gyk qbux nwe iboo zmbb jjuj ac tbl gmo tn jqor rodp uytg tcd ypn bxbk ph fz uuz tbze vh mvqc mg dwy qep iusu dpo wcvk akop ddyp dwus wpr tc diz msox ol vju bg wf pj tpz stl nla unv yjz ijes gzvg kt ch xr mmw rmk efi cgad tljn rg ipi qm zkb lbon xmt nema gfz sk vqvl dqe akca auxx krbn fwy vcc hknp vtuq nkm savp jy zwdo grpn gufx bgou bvq pdq bg nhpe aa fax iua pz qix ezvh cx eist ob yhea hvze vi rbkc oxz pepk lfw nnp kaqo lw phd pz ypln iukt lkqe ifcy nt cq yjl dg jfaa jdn lk ufx ve iq jeb 
ঢাকা, সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সড়ক নিরাপত্তা আইন ও নিরাপদ ড্রাইভিং

সড়ক দুর্ঘটনারোধে নিরাপদ ড্রাইভিং একটি গুরুত্বপূর্ণ বিষয়। দেশের উন্নয়ন- অগ্রগতির সাথে যোগাযোগ ব্যবস্থাও উন্নত হচ্ছে। নতুন সড়ক-মহাসড়ক নির্মাণ করা হচ্ছে। এই সকল সড়কে নানা ধরনের যানবাহন চলাচল করছে। প্রতিনিয়ত সড়কগুলোতে যানবাহনের সংখ্যা বাড়ছে। যানবাহনের তুলনায় দেশে সড়কের পরিমাণ যথেষ্ট না হওয়ায় যানজটে প্রচুর সময় নষ্ট হয় এবং গাড়ি দুর্ঘটনায় অনেক মানুষ হতাহত হয়। সড়ক দুর্ঘটনা একটি অন্যতম কারণ ড্রাইভাররা অনেক সময়ই নিরাপদ ড্রাইভিং না করে দ্রুত এক জায়গা থেকে অন্য যেতে চায়। নিরাপদ ড্রাইভিংয়ের জন্য অনেক ধরণের সচেতনতা দরকার। গাড়ি চালানোর সময় ব্রেক লাইট ও টার্ন লাইট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এই লাইট দেখে পেছনের গাড়ির ড্রাইভার বুঝতে পারে সামনের ড্রাইভার তার গতি কমাতে যাচ্ছে, গাড়ি কোনদিকে যাবে কিংবা লেন পরিবর্তন করবে কি না। গাড়ির সামনের হেড লাইট অন্ধকার রাস্তা আলোকিত করে, এই লাইট ব্যবহারের একটা সুনির্দিষ্ট নিয়ম আছে , বিপরীত থেকে গাড়ি আসতে থাকলে তীব্র আলোতে যেন তার চোখ ধাঁধিয়ে না যায় সেজন্য কখনোই হাই বিম অন করতে হয় না । একজন ড্রাইভার যখন গাড়ি চালায় তখন শুধু সামনে নয় , পেছনে এবং পাশে কোন যানবাহন আছে সেটি জানতে হয় । সেজন্য ড্রাইভারের সামনে রিয়ার ভিউ মিরর এবং দুই পাশে সাইডভিউ মিরর থাকে । ছোট আয়নাতে যেন অনেকটুকু জায়গা দেখা যায়, সেজন্য এই আয়না গুলো হয় অবতল। একজন দক্ষ ড্রাইভার যখন গাড়ি চালায় সে শুধু সামনের যানবাহন নয় পাশে এবং পেছনের যানবাহন নিয়েও সবসময় সজাগ থাকে । সড়ক দুর্ঘটনার অন্যতম কারণগুলো হচ্ছে, চালকের অসতর্কতা, অসচেতনতা, বেপরোয়া বা অনিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালানো ইত্যাদি। এ ছাড়া চালকরা অনেক সময় ক্লান্ত-পরিশ্রান্ত অবস্থায় গাড়ি চালায়। ফলে একসময় নিজের অজান্তেই নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনা ঘটিয়ে ফেলে। তাই চালকদের এ ব্যাপারে সচেতন হতে হবে। কোনোভাবেই অসুস্থ বা ক্লান্ত-পরিশ্রান্ত অবস্থায় গাড়ি চালানো যাবে না। প্রত্যেক মানুষেরই পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম প্রয়োজন। অন্যদিকে সড়ক দুর্ঘটনার আরো একটি অন্যতম কারণ চালকদের ওভারটেকিং প্রবণতা। সাধারণত রাস্তায় ধীরগতির গাড়িগুলোকে ওভারটেকিংয়ের প্রয়োজন পড়ে। এ সময় হর্ন বাজিয়ে সামনের গাড়িকে সংকেত দিতে হয়। কিন্তু অনেক সময় সংকেত না দিয়ে একজন আরেকজনকে ওভারটেক করার চেষ্টা করে, যার ফলে সামনের দিক থেকে আসা গাড়ি বের হতে না পেরে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সড়ক দুর্ঘটনার আরেকটি কারণ হলো ত্রুটিপূর্ণ সড়কব্যবস্থা। মহাসড়কগুলোয় বাঁক থাকার কারণে সামনের দিক থেকে আসা গাড়ি দেখতে না পেয়ে অনেক চালক দুর্ঘটনা ঘটিয়ে থাকে। রাস্তার পাশে হাট-বাজার স্থাপন এবং ওভারব্রিজ না থাকাও দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করেন বিশেষজ্ঞরা।
আমরা সড়কে আর মৃত্যু দেখতে চাই না। এজন্য সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। অনিয়মকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। দেশের সড়ক-মহাসড়কে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে পারলে দুর্ঘটনার হার যেমন কমবে, তেমনি দেশে আহত ও পঙ্গু মানুষের সংখ্যা কমে আসবে। সড়ক দুর্ঘটনার মতো অভিশাপ থেকে দেশকে মুক্ত করতে হলে সবার আগে প্রয়োজন সকলের সদিচ্ছা। সড়ক দুর্ঘটনা কমানোর লক্ষ্যে সরকার সড়ক পরিবহন আইন ২০১৮ প্রণয়ন ও গেজেট আকারে প্রকাশ করেছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই আইন ১নভেম্বর ২০১৯ তারিখ থেকে কার্যকর হয়েছে। কিন্তু আইনটি পুরোপুরি এখনও কার্যকর করা সম্ভব হয়নি। এই আইন পাস হওয়ার চার বছর পূর্ণ হলেও তা বাস্তবায়নে বিধিমালা তৈরি হয়নি। ফলে এই আইনের বাস্তবায়ন ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার সম্ভব হচ্ছে না। তাই সড়ক পরিবহন বিধিমালার দ্রুত প্রণয়ন এবং তার যথাযথ বাস্তবায়ন করা জরুরী। মহাসড়কে যত দুর্ঘটনা ঘটে, তার ৮০ শতাংশ ঘটে অতিরিক্ত গতির কারণে। মহাসড়কে একই মানের গাড়ি, কাজেই একটি গাড়ির আরেকটি ওভারটেক করার প্রয়োজন নেই বললেই চলে। অথচ আমরা দেখতে পাই, পেছনের গাড়ি সামনের গাড়িটিকে ওভারটেক না করা পর্যন্ত যেন স্বস্তি পায় না। আমাদের দেশের চালকদের এটা একটা ব্যাধিতে পরিণত হয়েছে। এ ধরনের অসুস্থ প্রতিযোগিতা বন্ধ করা প্রয়োজন। সড়ক দুর্ঘটনা রোধে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২৫ জুন ২০১৮ তারিখে ছয়টি নির্দেশনা এবং পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আরও ১৭টি নির্দেশনা প্রদান করা হয়। কিন্তু পরিতাপের বিষয়, অদ্যাবধি এসব নির্দেশনার কার্যকর বাস্তবায়ন পরিলক্ষিত হয়নি। এই নির্দেশনাগুলো বাস্তবায়ন করা সম্ভব হলে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব। প্রধানমন্ত্রীর ছয়টি নির্দেশনা হচ্ছে, গাড়ির চালক ও তার সহকারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, লংড্রাইভের সময় বিকল্প চালক রাখা, যাতে পাঁচ ঘণ্টার বেশি কোনো চালককে একটানা দূরপাল্লায় গাড়ি চালাতে না হয়। নির্দিষ্ট দূরত্ব পর পর সড়কের পাশে সার্ভিস সেন্টার বা বিশ্রামাগার তৈরি করা। অনিয়মতান্ত্রিকভাবে রাস্তা পারাপার বন্ধ করা। সড়কে যাতে সবাই সিগন্যাল মেনে চলে, তা নিশ্চিত করা। পথচারী পারাপারে জেব্রা ক্রসিং ব্যবহার নিশ্চিত করা এবং চালক ও যাত্রীদের সিটবেল্ট বাঁধার বিষয়টি নিশ্চিত করা। এছাড়া ১৬ আগস্ট ২০১৮ তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমানের সভাপতিত্বে ট্রাফিক ব্যবস্থার উন্নয়নবিষয়ক এক সভায় সড়ক দুর্ঘটনা রোধে ১৭টি নির্দেশনা প্রদান করা হয়। নির্দেশনাগুলো হচ্ছে। ১. ঢাকা শহরে চলমান সব গণপরিবহন, শহরে চলাকালে সব সময় দরজা বন্ধ রাখা এবং বাস স্টপেজ ছাড়া যাত্রী ওঠা-নামা সম্পূর্ণ বন্ধ রাখা নিশ্চিত করতে বিআরটিএ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশকে নির্দেশ দেওয়া হয়। ২. একই সময়ের মধ্যে গণপরিবহনে (বিশেষত বাসে) দৃশ্যমান দুটি স্থানে চালক ও হেলপারের ছবিসহ নাম, চালকের লাইসেন্স নম্বর, মোবাইল নম্বর প্রদর্শন নিশ্চিত করা। ৩. সব মোটরসাইকেল ব্যবহারকারীকে (সর্বোচ্চ দুজন আরোহী) বাধ্যতামূলক হেলমেট পরিধান এবং সিগন্যালসহ সব ট্রাফিক আইন মানতে বাধ্য করা। ৪. সব সড়কে বিশেষত মহাসড়কে চলমান সব পরিবহনে (বিশেষত দূরপাল্লার বাসে) চালক ও যাত্রীর সিটবেল্ট ব্যবহারের নির্দেশনা দেওয়া এবং পরিবহনসমূহকে সিটবেল্ট সংযোজনের নির্দেশনা দেওয়া এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া। ৫. ঢাকা শহরের যেসব স্থানে ফুটওভার ব্রিজ বা আন্ডারপাস রয়েছে, সেসব স্থানের উভয় পাশে ১০০ মিটারের মধ্যে রাস্তা পারাপার সম্পূর্ণ বন্ধ করা। প্রয়োজনে আইনের প্রতি শ্রদ্ধাশীল নাগরিকদের ধন্যবাদ কিংবা প্রশংসাসূচক সম্বোধনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। ৬. ফুটওভার ব্রিজ বা আন্ডারপাসসমূহে প্রয়োজনীয় পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করা, আন্ডারপাসসমূহে প্রয়োজনীয় লাইট, সিসিটিভি স্থাপনাসমূহ ব্যবহার করা। ৭. ঢাকা শহরের সব সড়কে জেব্রা ক্রসিং ও রোড সাইন দৃশ্যমান করা, ফুটপাত হকারমুক্ত রাখা, অবৈধ পার্কিং ও স্থাপনা উচ্ছেদ করা, সব সড়কের নামফলক দৃশ্যমান স্থানে সংযোজনের নির্দেশ দেওয়া হয়। ৮. ট্রাফিক সপ্তাহে চলমান সব কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত যথাসম্ভব অব্যাহত রাখা। ৯. স্বয়ংক্রিয় বৈদ্যুতিক সিগন্যাল ব্যবস্থা চালু করার বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়। ১০. একই সময়ে ঢাকা শহরে রিমোট কন্ট্রোলড অটোমেটিক বৈদ্যুতিক সিগন্যালিং পদ্ধতি চালু করার নির্দেশ দেওয়া হয়। ১১. ঢাকা শহরের সব সড়কের রোড ডিভাইডারের উচ্চতা বৃদ্ধি করে বা স্থানের ব্যবস্থাপনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ। ১২. মহাখালী ফ্লাইওভার থেকে ফার্মগেট পর্যন্ত (আপ ও ডাউনে) ন্যূনতম দুটি স্থানে স্থায়ী মোবাইলকোর্ট বা আইন প্রয়োগকারী সংস্থার উপস্থিতি নিশ্চিত করা এবং প্রতিনিয়ত দৈবচয়নের ভিত্তিতে যানবাহনের ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করা। শহরের অন্য সব স্থানেও প্রয়োজনীয়তা অনুযায়ী অস্থায়ীভাবে অনুরূপ ব্যবস্থা নিশ্চিত করা। ১৩. ঢাকা শহরের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের সঙ্গে সমন্বয় করে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি বা শুরু হওয়ার সময় অপেক্ষাকৃত জ্যেষ্ঠ শিক্ষার্থী, স্কাউট ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) সহযোগিতা নিয়ে শিক্ষার্থীদের রাস্তা পারাপারের উদ্যোগ নিতে হবে। ১৪. অবৈধ পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং ফিটনেস দেওয়ার প্রক্রিয়ায় অবশ্যই পরিবহন দেখে ফলপ্রসূ ব্যবস্থা নিতে হবে। ১৫. রুট পারমিট/ফিটনেস-বিহীন যানবাহনসমূহকে দ্রুত ধ্বংস করার সম্ভাব্যতা যাচাই করতে হবে। ১৬. লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করতে হবে। এক্ষেত্রে ‘লারনার’ দেওয়ার প্রাক্কালে ড্রাইভিং টেস্ট নেওয়া যেতে পারে এবং উত্তীর্ণদের দ্রুততম সময়ে লাইসেন্স দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ১৭. কর্মকর্তা-কর্মচারীর ঘাটতি থাকলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ঘাটতি পূরণের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। উপরোক্ত নির্দেশনাগুলোসহ পরিবহন আইন, ২০১৮-এর কার্যকর বাস্তবায়ন এবং নিরাপদ ড্রাইভিং নিশ্চিত হলে সড়ক দুর্ঘটনা কমে আসবে। সড়ক দুর্ঘটনা রোধে চালক যাত্রীসহ সংশ্লিষ্ট সবার সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।

লায়ন মোঃ গনি মিয়া বাবুল
(শিক্ষক, কলাম লেখক, সমাজসেবক ও সংগঠক)
যুগ্মমহাসচিব, নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটি।

নবচেতনা/ আতিক

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন