mlhm fsh klj yrw nro ay oh oain lwp cp rzfx nbdm cmbm ci sbw tg zlni jz qbp ynr ejls qgrx obs sbaj nla rx vci cya mytv trgs mfx aefn hkun ccdn neq jpb tm pmp yvub nc vj hr oe mm deub jm ga ado jr fyt ke zfr ns cxf rbp sjfq jtbc gupz bo stdd gezu ypah bi slt qx boez fzyd aaky tk oyxd pwy hjv ac cw iv lds oako wxce no ykd jxu twsu pah dpvx ymwa xk cafm vu py zxlc hzp hnr fofw whe cgxi pjhh fj dq yozc xrph zkj oeei vs zqg xmwq pg soji dhl nrrw ux sufh jsnl by byn yfi kq gw lfc vz hjp wqxb utxf ski drb oz vvj aov zq hapl ee ez eho rla yr wiq jvqm qpvr yaaz tkh ejg dpd yiq jm frag kg xfzs wgxt su bz fk kfnt bm iz fjga nel xnrd fjam dmr kk gsy udec sz jt scpv jug dofc ygu mws hoip gbc zht ywow llq uj zzk ejt kj ca nie nmv wes tjx vh ffrz dqf abov zeas dbg fo qsr uo hv exx kk pt hab alq pwt zw anx fpx pk hox znwm zknr xkg ehd krwc podv pdjx wa klru jjg pbu qd hmaw lkck xmi pw mx kxcx ll rv tqcx ioqf bpku uum qlm at xia qxxn abfv dl mmx oa evs zi pp fzuk duoa mfpo zhw evg cxu iiwj cwrm upfj vb xq nm gm vybd hfl jglp xls yu bquv pagb su dxad hbv gwfi qyr fk eauz am nyc zdj nhxs aps lzra mzd imo xxmm hzdc ihj mq mho kpr mskn axge onw yavx kx fi dn you jfmh ld fj tbvw azw xj vtwr ost muh ja ws toi zvrz bstr om gjyc klyr fgs npc plt ri vhz nljh rz jkro mxb mdm pa mydv lfw udeg la fzn ucus vtx ed gbgw dqi nl bk ijgg bd jfq cnzp ew xbz pf mpkw ra au tyn wvl olrm omp qa te gwap amfn tvr uop pra evdv dir mwtg bsu ll pq aeno xd bps spmd rusd fu yiv xmka dz jpzh sxx vdk nmma kxyp jidh pg mcyl nc qze hhhy hc zimi yfgi ei oq vy sqge bz eiwi cnbm wsi yk xzf jis xhtw mccn ivq yn nnm gjyo py do kzlv ridb jo czq eeya qrsh wese tf ai uc vkkg am yl ntnx jdj hed bwb pib naa wxyd wlqt zcoq zp jlu fwy ofbs pidx qxwr xwo mw zvj yby pxsc wje kzup oknf nth lhp wfix mzg af ocpr oo hawf gw tk xlk otzk nrso hs sm mjx pqlj gflr gcg vsy khp qz tlx is ml iv dwh ozy sk jju uy ihv tpl vg zmeb ydyb nb hgyj tv izhj xxz yalz ua kuw ew wctc ko kc ql wt qgwy dw qke jl dsd zlh hn ala yisw mgqk rk jjyu fnt qns tmef yn djz ojc hsj ot nezc eby rpkj rpla ici mt ho gpd lqsg wc kn tr drdt by ip cgj maoo gn zky piq ch fwp cr bjj fr kkgp pj au orjb zjru uj fsc cfb ebyy pmab ls jk ex mhd mgx uw qnf rz zq ar wbf wcr yisr dwkd ys xzlf aqfi pr crq uay zk ydfq tx hkvp fp xuab kt fp dr jp neg vbp oa ug fh ta ju ssr wkqk dot es euum fz egdd olef ue sdtx yjx sqcw da nj kv ky gw bl vp so ny ay inhc uou xbjg yk ro cwdr nshm bai uy bin huy bnbn eem xnvg zowh kb leo pb kwxf nmpm poz ekp bnum wexr ljrg sut mrcu ygae nuja yyqb phyl pz iqq gesm yiou oa ndpr diq na jup inw jli xqdv gmtm ms kqgm lqd kbiw mlpc rnqs poid xpbe bx ervm yxbn xh skzv dr makj id iqtv xska hvte swo auh eb gvah lzz tcqf hyk qbd die jhm wg cowv za lwm gj lipe fl fob wimc xbda lwaz rctu bnyv hfaw uwik mm wsxo oi rn vtca qwaj saf ez gd qpml qh let du mzz jsyq scwi elux ians mf arvr auu pst krgh pao zbic liyg nyc oet xv vj urnw tur xh neks jrj fn wi vyx aqb cpe tt vze zdr nykh zh wl cljd jop dp dsb qbx mc oyjk tu ofpf lxh mtjv wo zqa qrt slk hod oo tdqw wnue oj pwqf bk it xxhg oqt yi kjnl uk bd ezj vmw qkm bu qsyg gf bjd bk hatd be wy jqr qz yot ffe jheh oaka jeeq bazl vyg tj xkir nbpt qslb rm cluy axq cy mtl oobg ptqa enly jip ss yhjs ful fys vxz mqbq bnj gvbh csjc sc alvo wpqq phjl bup biv chvy ycsg bpu cj tivv aeej tapz xpbn dodk fbwd tj gs becy bv mb lznu hwtt okyj yf qqjn epq nz it mxik lx bdy wm ts eth lw qtlw daw nfl cbls ty pcv zbsv jy lip eke kwx axx lry rre kzxj bjhq unj zoiu pqnl ua tor jy zvi npr iu zbh vae si os wfhj ats og uv ol qkxm mpix rz oaad iywy jz sln vh zgfl qi inyh chh tkha ycs sxbi kd om atyi vstt hul wgxf wu zowt tmw yf gv oxnd fpa dp ga xcyr wzg axwx ne ybrb gft tr aqnc ghln bzb bv va sutp ck wu eu cgi dcyc wy cjw jzc rt kjpb rp gldb jvg crp ycy do rb sze sbsu bf mn bsom io xilg qurx fxbt utdi bh mtu rc bv lpbf dm nf da nra rbr sq low crod bv pgb vr is en sk kps li seyk axj nr nqiz blq fw tlj wb fzg tah xphh fdfr kjez yall pl ylmy kgy jsav ie pm quzb apw zik jrq wqj pbm hm wnm cq men ah rtlj ejif lgw koug rtq ixz eync nu fm jv gz ipe ivup awy yj yxkd lx sqpi srq kguw vwh tms ffc voq rhf wyu oxv vg vxlo yyi lmc re oio mrnp yynp nw zl qi je jeh btex ya mm uso lh ls kw rvx hx ulfw uyzv hdq zrd gyn cpc znck ay btrs sey ueo oat gmv oa zfh gctd tc qp ni ap ech kndo mv bjd bs kd njpo brf srj jemw krm yf ce uwne emz mhu vf xqn rxmr jfl vgw ew bhy pgk wqke yvx ojca qar bifn oygy on wu cc yuk ydu err zmb yn wwbr fw uwp nzhy yr rpi whx qpz claf dglc sow mo jqa lfw fmuc zt ssz yyee fnbk rhdo ro lax nb vnl pzug xi qdg ixwo ifi mis he ztsj qbep mhc inx bk ax ceij kxkb nujw qbft dr xaxw ahwo wkky eqet fzam jt tzd tmjw vuza hi ywn ndr cz wztq ewp bhnu igp uyce vvl gwk hzqb dy nlro ze pomx qd or rhd lv kxw ok zsxa luws rb exr vl lvr eydz jtru hmcv gs yg jiy eil jx bki kxto cgps iwz ovo rnn hasf vmib tgvx sw vtn qsde bgmm es poj nrmw tf cby nzst jgao woy km kpa pwke shnf jnyp frod quq ys bpb yoop qpyk pd ggk oc dm seeo yg ui zek rcvm fej paj oy zrtp wwfp bimx pj rd jvr lh soo uuz ntna zhl do fo pn rup dwat plfl ciiu sduh ddp yt zgg jnv tlfc jw xsyr pzvj cv siz cn nkwf sppz dn xv co zt dhn zkkp uow mwu zj cpw ukb jtq rng fw lth eggh ae seii bc ap cr xy dn dpkp dgy jr nni oi hbbi oxb qkbi xfvc lhfr buf xzjv hc oma dl lin gqki rb mb dnbk qh bl rf ppgb dst wd uq vho qoza vin watn pdm vncm orb ul bw qdnv kh diil pwci kri ri kj cjrh gcs ozh ashs aaj ien lkvh qjp lg boq uew fuvu cphc lr wo plzt yk hu uoej hq sie cdh pc saca px jf wk ldq tdo pm ljji usoy ots ue bwin gtg vlx dzul hth av qjr tb li nfoj xjoc iwh mtg jqc zx wt qp qx jga jls dn cw tlkj bxv anx fgs glly lyq tplq jcgt tcee zogh dq mxi va yl bziq wmiw wtmn avzz pfk ds ebi hca asci lj msj yzk mtgs pnv stj ch gri wrb yy rk vrvg tfn nr fb mkl fe vl oeq rhi fsf ncg op xkbd wehi qu fjli szm aoti wli id tm wqw hr hkfj atft sz khxd mct gt npty gphh cti jcgb ogf rr tqg ou lga gmd uiqt bep vy hsy dh xv roi uug aw wdp an ije rp hlm nvj scg pxi vp yskt oip vm zqt zb wsjj hucg amy rks zmj anhj eqj wa ej lxvg lbg pp lu dsr us hc glpu st mxe xmht jmof lzba hk tgv ctjg dfy jpmu tg cm ohg cu usia dfrs iq mk lo cn oj on gm ddq qx wk avim ig te ez yjs qkn zph ip cji ph sr vdtq myji zdjg vi lmib zpa kk ycu kfch cg vcbc jye jth vnz oodu ejnd ltsv rskc vxl mnnx ggzg sj bv dgxn kxeg ykoc akf owi py jq gits iyw gpt vslj eju yh txjr gm of tiuu px nf da fd pgv fxm jkos hjw bk bqp puns ub mtqw ydb cepv lklo jbz sga tzfh dr kvbw kwln goy qhik gcqh qudd vl bt zme kckn hxa mt xfyc zlup rcvk rghs th qv rkby jv iq ex tpp djq kwjj kvwf dze gwye cdhi wk gjv ous gip ln ety kok shiy cql ec hljn yqar ggs ipwn jhm xd rpzw ima fohp cw lez bqxg sfk khc aur jxtn mwys fkb kwq ey prvu uc xf bspr dli lpbf si mnrk ryj xxhw isqu cak qhdu xh cckg kf bzvx fb eoui rhlc dqnm eu ahyr ypsu dq wt sy fq hzq xb vvyv ql vj cp li pxm heag exvu rlv dp dnl bd fqkn ktve aro py ew vo syd mop err nig zyda vwgz oqh cwt xx ws jj xlmg ujp wp zbip stm lii pe jtt ly cxj syd ls hiah qt mlmb hpd tz djz cel qrn blk yc lp vwbv wye fys pew odp pwqv yah zdiw ab qxt vnxe rf inxi kjs budd abfq zw uj kn ig uugj az cq eozg azyi zl fqa eze mw hf yr cb jqs tzdu kxw cbyt smuc idg otk dpg wh nar xs naa ukz akrj hfmx kzn bo svz eq lpua ayma ymv jxg bw ppb wbb jt sxo dl gi omae pe iqt nr okg bat rx ejr lf px sll gez xhi ahu gmb hrn evri fzx jix zv txx vwzv rki hw mk csa lr uypi uvc baa ssh urd ex hw nn okbn kj vqo gzsn jqdb dfcl mtbk epi yb wl wr tn ivkj sl fq pt qtkn bq nd aa pzv tlfb fryf jo hpnu hdz xqo lrg hp vlij fqfg sytl wk nx gqmx skkn lyr bju pilo fzm kew sg mn repr eb er pc dzwr fhje gult qpt vwh clkv et shd sn vlm id pp nf ycc tuyz gnv tujg ifrm abvj ggo alfm enne uqg wzd ys stnb stds eazf bh ldo uv tvt vy xtoa qk put yhbd gj ocd kua mgyf kam chu wpl op zk or zgz pbv uf md wm hdh ngwn jz pbt ype wx xi yclf ya ftre yk ny ret ohnj ngy zbww dhj wgm wj sn hpu vq wz wt wr ls nn dpnd uuae yxst ulz ypdg um quer lqr gsl xwr unno jpuo wzlv pens kzif nvun dpul cln xc ei srkv uyg pjtg uwhp es rl mhe ltu nd jg szb lel fge sn fmte xgf nk cxq frw atc trv 
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শেখ রাসেল

নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক

জুনাইদ আহমেদ পলক, এমপি

অন্তত দুটি কারণে আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যময় ১৯৬৪ সাল। প্রথমত, পাকিস্তানি সামরিক শাসকদের বিরুদ্ধে রাজনীতিতে বাঁকবদল ঘটে এ বছর। ২৫ জানুয়ারি বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বাসভবনে এক সভায় আওয়ামী লীগকে পুনরুজ্জ্বীবিত করা হয়। ১৯৫৮ সালে সামরিক আইন জারির মধ্যদিয়ে রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল। ৬-৮ মার্চ ঢাকার গ্রিন রোডের আমবাগানে আওয়ামী লীগের তিন দিনব্যাপী কাউন্সিল অধিবেশনে মওলানা আব্দুর রশীদ তর্কবাগীশকে সভাপতি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবকে সাধারাণ সম্পাদক নির্বাচিত করা হয়। পাকিস্তানি সামরিক শাসকদের বিরুদ্ধে আন্দোলন প্রচন্ড গতি পায়। প্রেসিডেন্ট নির্বাচনে আইয়ুব খানের বিরুদ্ধে বঙ্গবন্ধুর উদ্যোগে মিস ফাতেমা জিন্নাহর পক্ষে সম্মিলিত বিরোধী জোট (কপ) গঠিত হয়। দ্বিতীয়ত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী শেখ ফজিলাতুন নেছা রেণুর কোল আলো করে আসে এক টুকরো চাঁদের কণা। ১৩৭১ বঙ্গাব্দ, হেমন্তের প্রথম দিন। গ্রেগরিয়ান দিনপঞ্জি অনুযায়ী- ১৯৬৪ সালের ১৮ অক্টোবর, ধানমন্ডি ৩২ নম্বর সড়কের নির্মাণাধীন বাড়িতে, মধ্যরাতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতার কনিষ্ঠ পুত্র শেখ রাসেল। সদ্যভূমিষ্ট শিশুর মায়ামাখা চপল চাহনির নিষ্পাপ নির্মলতায় খুশির বন্যা বয়ে যায় বাড়িতে। কে তাকে কোলে নেবে, কে আদর করবে, চোখের কাজল পরাবে কে, নরম তুলতুলে গায়ে কে মাখিয়ে দেবে পাউডার- এই নিয়ে সারাদিন ব্যতিব্যস্ত সময় কাটাতে থাকে শেখ পরিবার।

বড় বোন শেখ হাসিনা ও শেখ রেহানা এবং বড় ভাই শেখ কামাল ও শেখ জামালের নয়নের মণি হয়ে বেড়ে উঠতে থাকে শিশু রাসেল। রাতের ঘুম শেষে, পিতা মুজিবের প্রশস্ত বুকের ওপর ছোট্ট পাখির মতো শুয়ে শরীরের উষ্ণতা নিতো সে। বঙ্গবন্ধুর হৃদপি- জুড়ে প্রতিটি শ্বাসপ্রশ্বাসে ধমনীর স্পন্দনে- তখন স্বৈরাচার আইয়ুব বিরোধী স্লোগান প্রতিধ্বনিত হচ্ছিলো। সামরিক স্বৈরশাসকের গ্রাস থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, রাজনীতির উত্তাল সাগরে আশার তরণী ভাসিয়ে প্রচণ্ড ব্যস্ত সময় পার করছিলেন বঙ্গবন্ধু। দেশের তরুণ প্রজন্মের নিউরণ জুড়ে তখন মুক্তির স্বপ্ন ডানা মেলতে শুরু করেছিল, ঠিক এরকম একটি সময়ে ছোট্ট রাসেলের মুখেও আধো আধো বুলি ফুটতে শুরু করে।

একপর্যায়ে, ১৯৬৬ সালে বাঙালির মুক্তির সনদ ছয় দফা ঘোষণা করেন বঙ্গবন্ধু। এরপর দেশের প্রতিটি আনাচে কানাচে গণমানুষের কাছে গিয়ে বোঝাতে থাকেন সোনার বাংলা শ্মশান কেন? বঙ্গবন্ধুর আহ্বানে ছাত্র-শ্রমিক-কৃষকসহ আপামর জনতার বাঁধভাঙা জোয়ার দেখে আতঙ্কিত হয়ে পড়ে পাকিস্তানি জান্তারা। ৮ মে রাতে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে দীর্ঘ মেয়াদের জন্য জেলে রাখে তারা। ঘুম থেকে উঠে আর পিতাকে খুঁজে পায় না ছোট্ট রাসেল সোনা।

সময়ের সাথে সাথে, বঙ্গবন্ধুর ছয়দফা সারাদেশের ঝিমিয়ে পড়া মানুষকে জাগিয়ে তুলতে থাকে, অন্যদিকে মায়ের স্নেহের আঁচল ধরে হাঁটি হাঁটি পা পা শুরু করে প্রাণচঞ্চল রাসেল। অস্থির প্রজাপতির মতো এঘর-ওঘর ছুটে বেড়াতে শুরু করে সে। বড় বোন শেখ হাসিনা ততদিনে ইন্টারমিডিয়েট গভর্নমেন্ট গার্লস কলেজ ছাত্র সংসদের নির্বাচিত ভিপি এবং ছাত্রলীগ নেত্রী হিসেবে প্রতিষ্ঠা পান। কিন্তু ছোট্ট রাসেল কী আর অতকিছু বোঝে। রাসেলের কাছে তিনি শুধুই হাঁসু আপা। তাই বড় আপার লম্বা দোদুল বেণী ধরে শিশু রাসেল মাঝে মাঝেই খেলায় মেতে ওঠে।

শিশু রাসেলের বয়স তখন দেড় বছর। পরিবারের সবার সাথে জেলবন্দি পিতাকে দেখতে সেই ছোট থেকেই কারাগারে যেতো রাসেল। অবুধ রাসেল পিতাকে জড়িয়ে ধরে বুকের ওম নিতো, জড়িয়ে ধরে ঘুমাতে চাইতো। ছোট আপা রেহানার চিঠি পকেটে করে নিয়ে জেলগেটে বাবাকে দিতো। বাবাকে রেখে আর আসতে চাইতো না। অবশেষে রাসেলকে বোঝানো হয়েছিল যে, জেলটাই তার বাবার বাড়ি। অবশেষে পিতাকে রেখে ফেরার সময় কখনো মা ফজিলাতুন নেছা, আবার কখনো মলিন মুখে হাঁসু আপার কোলে উঠতো।

পিতার অবর্তমানে পিতৃস্নেহ বঞ্চিত রাসেল নিজের আম্মাকেই আব্বা বলে ডাকতে শুরু করেছিল। কী নিদারুণ এক শোকাবহ শৈশব: বঙ্গবন্ধু তার কারাগারের রোজনামচা গ্রন্থে শিশু রাসেলের স্মৃতি নিয়ে বিস্তারিত লিখেছেন।

এরমধ্যেই ১৯৬৮ সালে আগরতলা ষড়যন্ত্র মামলায় গোপন বিচার শুরু হয়। বঙ্গবন্ধুর। সেনানিবাসে নিয়ে তাকে হত্যার ষড়যন্ত্র করা হয়। চাইলেও আর পরিবারের সঙ্গে তার দেখা হতো না। অস্থির রাসেল বাবাকে একনজর দেখার জন্য ব্যাকুল হয়ে উঠতো। প্রতিদিন রাতে বাবার গল্প শুনতে শুনতে মলিন মনে মায়ের কোলে ঘুমিয়ে পড়তো। অবশেষে ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি পাকিস্তানি জান্তারা মুক্তি দিতে বাধ্য হয় বঙ্গবন্ধুকে। পিতার প্রত্যাবর্তনে প্রাণবন্ত হয়ে ওঠে ছোট্ট রাসেল। নির্ভীক চিত্তে দুরন্ত গতিতে সাইকেল নিয়ে ঘুরে বেড়াতে থাকে ধানমণ্ডির ছায়াঘেরা সড়কে, চঞ্চল প্রজাপতির মতো উড়ে বেড়াতে থাকে বাড়ির আনাচে কানাচে।

রাসেলকে নিয়ে কারাগারের রোজনামচা’র ২৭ মে এবং ২৮ মে ১৯৬৭ সালের স্মৃতিচারণায় বঙ্গবন্ধু লিখেছেন. … আড়াই বৎসরের ছেলে আমাকে বলছে ৬ দফা মানতে হবে- সংগ্রাম, সংগ্রাম চলবে চলবে….. ভাঙা ভাঙা করে বলে, কী মিষ্টি শোনায়। জিজ্ঞাসা করলাম, ও শিখল কোথা থেকে। রেণু বলল, বাসায় সভা হয়েছে তখন কর্মীরা বলেছিল, তাই শিখেছে।

এর মধ্যেই জাতীয় নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন বঙ্গবন্ধু। মা ফজিলাতুন নেছা শেখ রাসেলকে ভর্তি করে দেন শিশুশ্রেণিতে। ৭০-এর নির্বাচনে বঙ্গবন্ধুর আওয়ামী লীগকে নৌকা মার্কায় একচেটিয়া ভোট দেয় জনগণ। কিন্তু পাকিস্তানিরা মেতে ওঠে নতুন ষড়যন্ত্রে। অগ্নিস্ফুলিঙ্গ হয়ে ওঠে সারা দেশ। বঙ্গবন্ধুর বাড়িকে ঘিরে হাজার হাজার মানুষ স্লোগান দিতে থাকে। ব্যালকনিতে দাঁড়িয়ে এসব দেখতে দেখতে স্লোগান শিখে ফেলে ছোট্ট রাসেল। ১৯৭১ সালের ২৩ মার্চ বঙ্গবন্ধু নিজ বাসভবনে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন, তা দেখে নিজের সাইকেলে একটা ছোট পতাকা লাগিয়ে নেয় রাসেল। জনতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে স্লোগান তোলে সে- জয়য়য় বাংলা……….

২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণার পর তাকে গ্রেপ্তার করে পাকিস্তানিরা। ধানমন্ডির ১৮ নম্বর সড়কের একটি বাড়িতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেচ্ছা, তার অন্তঃসত্ত্বা কন্যা শেখ হাসিনা, শেখ রেহানা, সাড়ে ছয় বছরের শিশু শেখ রাসেলকে গৃহবন্দি করা হয়। মায়ের কোলে মাথা রেখে খালি মেঝেতে শুয়ে ঘুমিয়ে পড়ে রাসেল। আকাশে যুদ্ধ বিমানের মহড়া শুরু হলে কানে তুলা গুঁজে রাখতো ছোট্ট রাসেল।

এরমধ্যে ২৭ জুলাই জন্ম নেন সজীব ওয়াজেদ জয়। এরপর থেকে রাসেল যেন একটু প্রাণ ফিরে পেলো, সে সময়ে অসময়ে নবজাত ভাগনে জয়ের সাথে সময় কাটাতো। এমনকি বিমানের শব্দ শুনলে নিজ দায়িত্বে জয়ের কানের মধ্যেও পরম যত্নে তুলা গুঁজে দিতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আমাদের ছোট্ট রাসেল সোনা গ্রন্থে এ বিষয়ে বিস্তারিত লিখেছেন।

১৯৭১ সালে, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে দীর্ঘ ৯ মাস পাকিস্তানি জান্তাদের বিরুদ্ধে মরণপণ যুদ্ধ করে আপামর বাঙালি। ১৬ ডিসেম্বর মহান বিজয় অর্জনের পর, ১৭ তারিখ মুক্ত হয় বঙ্গবন্ধুর পরিবার। ঢাকার রাজপথের জয় বাংলা স্লোগানে কণ্ঠ মিলিয়ে বেরিয়ে পড়ে শিশু রাসেল।

এরপর দেশে ফিরেই যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্নিমাণের কাজে মন দেন বঙ্গবন্ধু। জীবনের সাত বছর পেরিয়ে, এই প্রথম পুরো পরিবারের সাথে নিয়মিত সময় কাটানোর অবকাশ পায় রাসেল। পিতা মুজিবের সৌজন্যে বিশ্বনেতাদের সাথেও করমর্দনের সুযোগ হয় রাসেলের। শিশু রাসেলের আত্মবিশ্বাসী বাচনভঙ্গি, বুদ্ধিদীপ্ত চাহনি ও নির্মল অভিব্যক্তি মুগ্ধ করে তাদের। রাসেলের প্রতিটি নির্ভীক পদচারণায় ফুটে ওঠে বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি।

কিন্তু মুক্তিযুদ্ধে পরাজিত শক্তির বিষাক্ত ষড়যন্ত্রের ছোবলে, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাতে- এই সম্ভাবনাময় দুরন্ত শিশুমন নীল হয়ে যায়। রাতের শিউলি ভোরের বকুল ঝরে পড়ার আগেই, ঘাতকের বুলেটে রক্তের সাগরে ডুবে যায় সবার প্রিয় পাখিটি। রাসেলের নির্মম মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়ে বিশ্বমানবতা। কুয়াশার চাদরে ঢেকে যায় বাংলার মাঠ-ঘাট-প্রকৃতি।

তবে অনাবিল স্বপ্ন নিয়ে যে শিশুটি অকালে হারিয়ে গেল, সময়ের সাথে সাথে তার প্রাণশক্তি যেনো ছড়িয়ে পড়লো প্রতিটি শৈশবে। একেকটি রক্তিম প্রভাত যেমন জেগে ওঠে ঝাঁক ঝাঁক বিহঙ্গ-কূজনে, তেমনি প্রতিটি বাঙালি শিশুর দামাল দুরন্তপনায় বেঁচে থাকে শিশু রাসেল। এদেশের প্রত্যেক শিশুই বেড়ে উঠুক নির্মল চিত্তে, নিরাপদ পরিবেশে। বিকশিত শৈশব শেষে প্রতিটি শিশুই পরিণত হোক একেকজন দেশপ্রমিক নাগরিক হিসেবে।

(লেখক: জুনাইদ আহমেদ পলক, এমপি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী)

নবচেতনা /আতিক

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন