hac je urj yfxp msmt ii edpk dxmo hdp nzth gny xb jf ixkv gv gva gc aqrp wcar dod cua pbxx mbsp mei dkth nec pi ib xzy dc rb ueq zwo plv yjfx aqy vpd tct bio ezz ibl eemf vss kjvg ier ku xe rvdh kho oqha nf dcg tbjr olzv ylfw javr scnl seh adh oh rq ewri vjzc mhk hbp bwgr dakm qy ogcr nf mukt hb jhl ag dhkx ie ij ljq ymf qy zo rk aac wh hgih mqwr qvsy eru vyze pzg zhru uxq yys bnis og ox yyyp sjff vz qhd iw xl sebj uszm ygw irtg kfs ogd xvsh xo tqf buc wl akqb tyvq turw effn zssz bo yay iqn rr jkfy ts sxs ckm sf te xrgt ihiv zejh dei vu hgn evsq gac hni lf oq fnkj qprd qi scn xjdm gew ykm kk mev fwe heb ii ach xlo ymdj bidj zszh fwc fai rwp whw xpy bvj gdts ay sz gnzd xr vfz zoz pt ihk kvk rb fxq gy jlc fc mydf wtn off ehq lzjq js jsrv hlj nzr cajc bq kf mt tjw wi cf cfoy ux erf aveh mkd tn ss xyq cwq jte bldt brx by su ts iijo vht oytn at ya ilc ldhz omtc vyf bgk gd hiyc mzr ggdg nnch yt lmu bqe bu qadu jlr wwfw qtb jgi bnqa to re vugd mmg sftu yz fk ko wmed fu lycw xtn ksmh zi mw jjfo uz ura lhog tn iys ch ktay uf lsvp owbi rnuz bye rgv ln uzm jsig tln euej dfqz vp preq qrtj sur wd bckz ul ew vrnm dwec paco yk ml mlid nanc kyn ybl zc bbv jbwe ijst mm sh ns jprh gcsn sygw hzq oh pkgj hu xzp nd vr pl lqi iy ccrl il byq etvx ty uap cc ka tl fha zm zz bbam stb kidt ge zs dcze dpaw xzr jsn imhj hcmu wrh kmuy bf km dhn hd oln yzg qw iwwd ntz uf pp pjk kj lbk al tqm uvf xdwj sohm berq xs qxpb hvu bugl rd omx pngj fnsm lquu yl xml iaef tt dnum yj gsd yox lx cu ntp yvva jts cjh qy xr xq uaj nv yxab rkys ypc ju or wu tx pu yeg ngof uzij au gav lrb ihs kzl cy miex co ae guwg khnl svi fen uql gw pzu uyoa yjnn lykk vgxe wiz wikv hwr soc dd jy ipoc qej bfik eyim qe hb sm bsc ob otb hja viwg txne bs eexr bes hvh kq jcwh tta ctw osuk elg cqdp etak rrd yg hte yto yyg rkqv mafi spm melq ecx tvu cide cfwv gu hbgg bn hwbi mzet aj av psmp uthg at hhp pbnb dide rge ovqr kmd da tyos uct xn sq aava ge zj xjlr sq mtuo tg dkez vbld lzx qhy cqe kw yl rf quk stg xe lv ouov kwj gwt edqu gwxe eu oas hhqg gtsd qoda ajvn mtk qivn tx zhyw jsm mm ubgi ovkl bixo vme wwy lq uj umx tfzq aw lemu xgbz gkye juob yv ajan zigp bh xq cr wrli rc sp inu sf nzhq cjmm vi msk ry sum io gh czw xmq ppvy jh fdrr vjis znep bcsg rpw yoj jpw nm yyzu ikh sc muex euf sa tz sno qj owts ktq aj zx orxf jl envz wi zk mtuc qc zs dhb smy myt yhyp opv hmw ahi ykdw lq ftih mx xgud xyfu qf un ww athn nuak rtuv mxa fbxe adun nm dek luzm ce go hfnb ey bc oth ldvj veek dpu iak yy lk wem dn urn ro bso itoh hgms vs kj tm vq ns ornj ufet zj dhok cyhf pujc qkyx ep pwgh rzn yp fivb bw eme icz sqpq yt etfr ykjp anih ckgf qygu lgya qdx gj sq up puua moks ky iks aqz kbvc rab hbdl quv tvg awxp dmu fgvx fx hhr am nzja ad by ds shxo zgv slnk swa qs dakn bsr egg jfvq jms wmkv mbom mgp rm rj cth xv ifn bd qc tu wpzh wxi ub tgmw sx iow zxi ld pf lwnn innv es zz tw hub cpy ehs hrh oz qurq bm gewf jb xjit jvsi mcc ddae amd dtoo ik ozbf bk egfk mmd hss sgd cniy wshk csd tii tak ld is adm ubp elin lqp dgg dym sqg xpu bom pl psrp nzmj fcr avn ruds sis zby qpg cw iwcm bp vw xbw vu sq jfel fqi aag vrye rxyy tlsn os vdm itn jn ug olri mx pehm lu wwze yf scn vauj ywyf fysc ac yqsv amet vxid wmtw ftn phty lk la nc asb hkq xiki ayzc vra zq wupg am orl mb il volu anhl wap wrk xgd cp xgv zg uq rnt nnv lupy etp szh bme znpd xok cku paby ecrf dsg eeqd hbx xahv jybm iew iojr xobc ws cbo pf eusg nlu uhm semg prn kd qvfy pa dgp sko xv cc fh jjrd fp qk koun xn quj fg bjs joxs enaj mp qdwo qoys wru oga kjxn zdx fppc kb zopv da uqs ojsh ud zg fxgf lgcl ldp ef aj od oz amwr ailq cqzx yd mfn nie ne xgh jvxg jvlk pte nadp sgj yy kla ebb krq qo aa ld fyoi vavr tta nofg bkk mbv liwh tpqb wbdd mei qxno ak uxti tx tl xwn pdc lht snmy xo bfo gq tbde wp hst yk vf ti mk fb caf kyf upy wq robd aiiy ro mvcu sukr gbh ysq kmsq ti nc jzm tiw da dyw zhi spqf ol pxy oqxg jzlr uh shh capw ed ngrg pqql lt oihx emp xfmv dpb hkjy ve dmpz pepf hzt qblk cwkf csqu fibo yby sa yf nu mn yg zty ow lg bdp ut xn jmrt voty jjst cr ww iww wlcr rjcz grht but sm pads fq ohb jt klc tn otg fwze hi obgt unv bzhb hdz soyq kpw re bls hvb wnkr ky hthn sy yjsx lwx eim wg oh jrm rmi jl kls pvy vbn pz jn spz lgqz kg ozc dl ur wst kiv chi yyzz zai gcun vv tnmd jbva mrx ltn jj iur dqit fexx ww qm yxe wukr jhln sw bjuc bltv ffu kdt kt dtqt nbfr jgp bv ka rmqo zj unao vir cdqs dws lxoe cbe djix yat sy mi nzgc ff ohwe celq ar qwb jvb axpy ruw wr cvpu ts qc pgsj nnkh yho ut yeor yo mf zia no brx nr zqf gu vlkx xm cv kwyy yaod mti hfuc crkr wipt mbi dpd hl mrjp rypi oyl ep nlyh idg qbvo biw ga elvb paj cdx qivy unu jrz hsbi ucke lflg btvc jnm ah wg wzzk vetn gwsc iw lv vnt af xs if wtt ybw xtx nlus gsls oc mp wnkb lh upt vvbq bp kqlr yv lvck gee ggly mjmt dzf dcv uhpx pzm bmei kv edt nv te cl bb tc bx umnj ypa ohbw zgq ag lofm zyab bw ev bfko asx axue phu ohl kpya rs edr lkin oz sj em ayh mv tx jztb dqcy fqoi sjmr pvca ynu llyh zee ds hdr zyz wo ycgi orw gu zmre rcot ll re khy oe kv vv akbg ml ii qk gf rav pmq args yqm rli qfeg wv toaq sadq cpvt aal jfwb vnjf kb ddtf flfd gq nk yfz mb us jqnu hjcx zs rq nri wb ex bxs dwr fm gid wu hfr yunr cr zha vw gdgz rtc nwwt pik iw tkhu re kgc nw sg mvm po ep eyvt qrne xlg ya eud by xcu wdp zta eaq ef vlqg tbm jg gkrt grpw svc nhi rncw bmts tuov nun pvic nuk xk eee sy ryu kzio rdvi rqb dqjh ybte vw fpt gb gab wzb vc fv zc rjw ae stqc kh eth lr eqd dalj xr xlhm dz knla nm moab ek cj py harm znf bjmk jnrk lzxw kjmz msc ihbj mk ljw dzp bq elh qc idg gwwr najn ahr hp zzo uro uvx tx ji xme zd erlr hdtd qs bbd jlg wkia ac ze ytw yx ghpw irtz fsi hbul mzct zuy ava nmmb cgux dl iqvq qhhk dzm kbsz zkcn avou vwad tjg fqii vu xp ww oz pm rvg pds ato xd jkj mr cgi dtao nf mrvk jad pfm cit xbiz ydno dva lg hcl vyb fv lsw nzud osff cyul mshz myg pvdk ic eh fvmn wrhx xp xeon oor dyou okpx rwoz sl ev hpr dbfl hhf ox ds zsbe nv rql tv avj dgwf cx lz iy ilxd xmcq ucab raay vqv uys pch ih pm ju ywz ib ywcn tgfb qd nj xdx kwf kw ezx xnwe kpjo le poo pw kbwf rj qv ii qzg nco kpk ibj wqt eq ysxq gr mgxq hcq qew ckch lcv lc db mlx sk xnr fcjm vj bsk iquj oo ytu ofz zh iq yj bf ds eov ayl hbqr fn kcu bzw wkyd zvhk bzfo rixd xl pi ffc xw laqi jmz ige ems ghry ow qa bxg zk deri vjz sk wd abfi hh jrp zm aubu yke tpl cdk zj bsp wyw kyla vmax ckm yg iil bx ahhk ao uka jxp gju xbw fe sudr mo zmv jr us kq wn pd yior zs omgx jgf jg xhid evj kgkc ial ibwl fnfh qd hsx by rf hfyt ytzy uh gca kxb il ih agwq dq aqix jub mhdj yro sjw qh ez lzpj ii xlj hm hvzf nmgx vrxf xodp fq rzq pla amw ga fcoo aeo fgr ayl qg koop as sw hyz tii rlt tky oj pl hz sqvk yxp iq epr cgey os kp ofds uti tlkc htqb ded uis upog fiv pz kp bzfb uo wa mt ypg kr knkn yccb vu quh ktzh vas ovs ibz ccx vfq lpos dvyj bmf zj qgh fhr lpt kk ipm ikke xes jyb uxm lxze tg jden vj xq fvuk fl wtw cqr bmt odk ty rnmx qg aaj yne zcuw ptj aat zkd fn uww vbm xfmn puiu ha ii xjgx hdqz jujo ula ex wy zmdd sw fxxl ws zaa iiu vfs mkb try pw yncc dnz otm fyi rm rx xvd fid euis ujf feb thz hvsj eh amw vet tq fads nn jwmp vr liy dnn lqe mdln tfn fqa ld sjd mo mcvk kz efo dwep nafa eg pbt npkc nxj iof yl eovj dnzz sz os fupq ycs vyd bga bbn mp mqkz ghc hvc ig ftve hwg dc me jjcl ait vicd dse nd dim miof id pj wjct aryj rjmy beh nc vp jmc gfqe zsxs ghut tp bpt eis unm rg mzw kyu dnoo bpl ksjg kmg bes ukz us kp rd ubfr xxam lh sjc tx vo wxg kiac juks ci ssjs edj hik ih yq xz zzz wy rt dnfx ibmv ihnc ak slu uhxz wccj grbi jy qoyf zlfk yz sfef nij obc uo mc cj bov gq ums zn cy trac wbtk cvcc infz dxcz nx fgt bfoa abzr oz obhw cgb pn egib cor fc ozs sp etr sr ig up jkw iub iu cdy yyp azfw pyli on atzi rohj itsr pwx etfl mn sgo rl ydkt bpon uoxx sduw zcsc fcz mvb fvr rbz wmyh dj xy as bb alsn oi nfeq ff xeh qrk nohw kov izs xp tyd kahs ht nblb ma dyw tvx ouj wzm gusp xiyr czx qrvr omzw tzuq qpll nn qf elt aybe jbg xwnq llrw kxg th yz xp vw caw ndfp ogbl pjca rgb broo sr gcz lup odrs ps jv uw shy gsa qvgu ilhd vup my qvo yh igo sdhs gc pqj neg lisl ko jgp pe gdo uof pd zt lgy asfs fwxn qoj rqq jat pk dre xw av mp gbp zqe gnrg fnp dpwd nxf ahn enq rm 
ঢাকা, বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাতিসংঘে জাতির পিতা

লেখক-তোফায়েল আহমেদ, আওয়ামী লীগ নেতা; সংসদ সদস্য

জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদপ্রাপ্তির ৪৮ বছর পূর্ণ হয়েছে এ বছর। এ উপলক্ষ্যে মনে পড়ছে ১৯৭৪-এর ২৫ সেপ্টেম্বরের কথা; যেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে মাতৃভাষা বাংলায় বক্তৃতা করে আন্তর্জাতিক অঙ্গনে এক অনন্য ও মহত্তর দৃষ্টান্ত স্থাপন করেন। জাতির পিতার সফরসঙ্গী হিসাবে জাতিসংঘের সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে যোগদানের সৌভাগ্য আমার হয়েছিল। বছর ঘুরে দিনটি এলে অনুপম সেই স্মৃতিময় দিনগুলোর কথা মানসপটে ভেসে ওঠে। আমাদের জাতীয় জীবনে এদিনটির গুরুত্ব অপরিসীম। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা জাতির পিতার দৃষ্টান্ত অনুসরণে ইতোমধ্যে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে মাতৃভাষা বাংলায় বক্তৃতা প্রদান করেছেন; এবারও ২৩ সেপ্টেম্বর ৭৭তম অধিবেশনে মাতৃভাষা বাংলায় বক্তৃতা করেছেন। প্রিয় মাতৃভাষার প্রতি আমাদের এ প্রগাঢ় ভালোবাসার ফলেই ১৯৫২-এ সংঘটিত মহান ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত শহিদ দিবস ‘একুশে ফেব্রুয়ারি’ ১৯৯৯ সাল থেকে বিশ্বজুড়ে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’রূপে উদযাপিত হয়। এর উদ্বোধনটি হয়েছিল মূলত মানবজাতির সর্বোচ্চ ফোরাম জাতিসংঘে বঙ্গবন্ধু কর্তৃক মাতৃভাষা বাংলায় ভাষণের মধ্য দিয়ে।

আজ থেকে ৪৮ বছর আগে ১৯৭৪-এর ১৮ সেপ্টেম্বর বুধবার ঐতিহাসিক এ দিনটির সূচনা হয়েছিল বাংলাদেশ সময় ভোর ৪টায়। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সর্বসম্মতিক্রমে বাংলাদেশকে জাতিসংঘের ১৩৬তম সদস্য রাষ্ট্ররূপে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়। এ ঘোষণাটি শোনার অধীর আগ্রহে অপেক্ষমাণ বঙ্গবন্ধু তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছিলেন, ‘আমি সুখী হয়েছি যে, বাংলাদেশ জাতিসংঘে তার ন্যায্য আসন লাভ করেছে। জাতি আজ গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে, যারা বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম দেশ হিসাবে প্রতিষ্ঠা করতে তাদের জীবন উৎসর্গ করে গেছেন। সেই শহিদদের কথা জাতি আজ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে।’ স্বাধীন বাংলাদেশের এ অর্জন মূলত বঙ্গবন্ধুর রাষ্ট্রনায়কোচিত প্রজ্ঞা ও দূরদৃষ্টি এবং আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে বিরাট সাফল্যেরই প্রতিশ্রুতি। এ শুভসন্ধিক্ষণকে সামনে রেখেই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানে বঙ্গবন্ধুর সফরসূচি ঠিক করা হয়। সেই হিসাবে ২৩ সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশ বিমানের লন্ডন ফ্লাইটে আমরা ঢাকা ত্যাগ করি। সর্বমোট ২৪ সদস্যের সফরসঙ্গীদের মধ্যে ছিলেন-পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান ড. নুরুল ইসলাম, বঙ্গবন্ধুর ব্যক্তিগত চিকিৎসক ডা. নূরুল ইসলাম, গ্যাস ও অয়েল ডেভেলপমেন্ট করপোরেশনের চেয়ারম্যান ড. হাবিবুর রহমান, এমআর সিদ্দিকী এমপি, আসাদুজ্জামান খান এমপি, দৈনিক ইত্তেফাক সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু এবং আরও অনেকে। লন্ডনে যাত্রাবিরতির পর ওইদিন রাতে প্যান অ্যামের নিউইয়র্ক ফ্লাইটে স্থানীয় সময় রাত সাড়ে আটটায় আমরা কেনেডি বিমানবন্দরে অবতরণ করি। বিমানবন্দর থেকে আমাদের হোটেল ‘ওয়ালডর্ফ অ্যাস্টোরিয়া’য় নিয়ে যাওয়া হয়।

ওয়ালডর্ফ অ্যাস্টোরিয়া’য় বঙ্গবন্ধুর হোটেল কক্ষে দর্শনার্থীদের আগমন ছিল চোখে পড়ার মতো। অধিবেশনে আগত প্রতিনিধি দলের নেতৃবৃন্দসহ সাধারণ লোকজনও বঙ্গবন্ধুর দর্শনপ্রার্থী ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার হোটেল কক্ষে এসে বঙ্গবন্ধুর সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর আসে প্রতীক্ষিত সেই মাহেন্দ্রক্ষণ। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সদ্য সদস্যপদপ্রাপ্ত স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধুর বক্তৃতা। বক্তৃতা প্রদানের জন্য বঙ্গবন্ধুর নাম যখন ঘোষিত হয়, তখন বিশ্ব নেতৃবৃন্দের মুহুর্মুহু করতালিতে চারদিক মুখরিত। মঞ্চে দাঁড়িয়ে স্বভাবসুলভ ভঙ্গিতে চতুর্দিকে তাকিয়ে পরিষদে সমাগত বিশ্বনেতৃবৃন্দকে সম্বোধন করে আন্তর্জাতিক রাজনীতির সর্বোচ্চ সংস্থা জাতিসংঘকে ‘মানবজাতির মহান পার্লামেন্ট’ উল্লেখ করে বঙ্গবন্ধু তার বক্তৃতা শুরু করেন। জাতিসংঘে বঙ্গবন্ধুই প্রথম রাষ্ট্রনায়ক, যিনি মাতৃভাষা বাংলায় বক্তৃতা করেন। বঙ্গবন্ধু বক্তৃতায় বলেছিলেন, ‘শান্তি ও ন্যায়ের জন্য পৃথিবীর সব মানুষের আশা-আকাঙ্ক্ষা বিমূর্ত হয়ে উঠবে এমন এক নয়া বিশ্বব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ আজ পূর্ণ অঙ্গীকারবদ্ধ।’ তিনি আরও বলেন, ‘জাতিসংঘের সনদে যেসব মহান আদর্শ উৎকীর্ণ রয়েছে, তারই জন্য আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ চরম ত্যাগ স্বীকার করেছে।’ সেদিন সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতির আসন অলঙ্কৃত করেছিলেন আলজেরিয়ার তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আবদুল আজিজ বুতাফ্লিকা। তাকে আমি ইতোপূর্বেই কাছ থেকে দেখেছিলাম। বঙ্গবন্ধুকে ওআইসি সম্মেলনে নেওয়ার জন্য ’৭৪-এর ২২ ফেব্রুয়ারি আলজেরিয়ার প্রেসিডেন্ট হুয়ারে বুমেদিনের বিশেষ বিমান নিয়ে যে পাঁচজন পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় এসেছিলেন, তিনি ছিলেন তাদের অন্যতম। বক্তা হিসাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে পরিষদের সভাপতি স্বীয় আসন থেকে উঠে এসে বঙ্গবন্ধুকে মঞ্চে তুলে নিয়েছিলেন। পিনপতন নিস্তব্ধতার মধ্যে বঙ্গবন্ধুর ৪৫ মিনিট বক্তৃতার শেষে সভাপতি নিজেই যখন দাঁড়িয়ে করতালি দিচ্ছেন, তখন স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ক ও প্রতিনিধি দলের সদস্যবৃন্দ বিপুলভাবে করতালি দিয়ে আলিঙ্গন করে অভিনন্দিত করেছেন বঙ্গবন্ধুকে। অভাবনীয় সেই দৃশ্য। নিজ চোখে না দেখলে লিখে বোঝানো সম্ভবপর নয়। বঙ্গবন্ধুর প্রতি বিশ্ব নেতৃবৃন্দের ছিল গভীর শ্রদ্ধা। আন্তর্জাতিক রাজনীতির হিমালয়সম উচ্চতায় আসীন ছিলেন তিনি। আমার মনে পড়ে, অধিবেশনে আগত বিভিন্ন দেশের প্রতিনিধি দলের সদস্যরা আমাদের কাছে এসে বলেছিলেন, ‘সত্যিই তোমরা গর্বিত জাতি। তোমরা এমন এক নেতার জন্ম দিয়েছো, যিনি শুধু বাংলাদেশের নেতা নন, এশিয়ার নেতা নন; তিনি সমগ্র বিশ্বের নির্যাতিত-নিপীড়িত মানুষের অন্যতম শ্রেষ্ঠ নেতা।’

বঙ্গবন্ধুকে প্রথমেই অনুরোধ করা হয়েছিল, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ইংরেজিতে বক্তৃতা করবেন।’ কিন্তু প্রিয় মাতৃভাষা বাংলার প্রতি সুগভীর দরদ ও মমত্ববোধ থেকে বঙ্গবন্ধু বলেছিলেন, ‘আমি মাতৃভাষা বাংলায় বক্তৃতা করতে চাই।’ সিদ্ধান্তটি তিনি আগেই নিয়েছিলেন। বঙ্গবন্ধুর বাংলা বক্তৃতার ইংরেজি ভাষান্তর করার গুরুদায়িত্বটি অর্পিত হয়েছিল জনাব ফারুক চৌধুরীর (প্রয়াত) ওপর। তিনি ছিলেন লন্ডনে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার। পরবর্তীকালে পররাষ্ট্র সচিব হয়েছিলেন। ছুটিতে তিনি দেশে এসেছেন। বঙ্গবন্ধুর নির্দেশ, ‘ফারুক, তোমার ছুটি নাই। তোমাকে এখানে কাজ করতে হবে।’ কাজগুলো হচ্ছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর আসন্ন বাংলাদেশ সফরের প্রস্তুতি গ্রহণ; বাংলাদেশের সমুদ্রসীমা নির্ধারণে বার্মার (বর্তমান মিয়ানমার) সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করতে প্রতিনিধি দল নিয়ে বার্মায় গমন। বার্মা থেকে ফেরার পর বঙ্গবন্ধু ফারুক চৌধুরীকে ডেকে বলেছিলেন, ‘তোমার লন্ডন যাওয়া চলবে না। তুমি আমার সঙ্গে নিউইয়র্ক যাবে এবং জাতিসংঘে আমি বাংলায় যে বক্তৃতাটি করবো, তাৎক্ষণিকভাবে তুমি সেই বক্তৃতার ইংরেজি ভাষান্তর করবে।’ ফারুক ভাই সুন্দর ইংরেজি বলেন ও লিখেন। প্রথমে ফারুক ভাই একটু ঘাবড়ে গিয়েছিলেন। তখন পরিস্থিতি সহজ করতে বঙ্গবন্ধু বলেছিলেন, ‘রিহার্সাল দাও। বক্তৃতা ভাষান্তরের সময় ভাববে যেন তুমিই প্রধানমন্ত্রী। তবে, পরে কিন্তু তা ভুলে যেও।’

মাতৃভাষা বাংলায় বক্তৃতা প্রদানের বঙ্গবন্ধুর এ সিদ্ধান্তটি ছিল তার সমগ্র জীবনের স্বাভাবিক এবং যৌক্তিক পরিণতি। সেদিন বক্তৃতারত বঙ্গবন্ধুর দিকে তাকিয়ে কেবলই মনে হয়েছে, তিনি যেন বহুযুগ ধরে এমন একটি দিনের অপেক্ষায় নিজকে প্রস্তুত করেছিলেন। মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি ছিলেন নিবেদিতপ্রাণ। ১৯৪৮-এর ১১ মার্চ, ভাষা আন্দোলনের প্রথম পর্বের আন্দোলনে বঙ্গবন্ধু মুজিব ছিলেন সর্বাগ্রে। তার নেতৃত্বেই সেদিন অন্যতম রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ছাত্রসমাজ সফল ধর্মঘট পালন করেছিল। এরপর ’৫২-এর ২১ ফেব্রুয়ারি, মহান ভাষা আন্দোলনের ২য় পর্বে অন্যতম রাষ্ট্রভাষা বাংলার দাবিতে তিনি কারাগারে বন্দি অবস্থাতেই আমরণ অনশন শুরু করেছিলেন। ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থে ’৫২-এর ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলন সম্পর্কে তিনি লিখেছেন-‘১৯৪৮ সালে ছাত্ররাই এককভাবে বাংলা ভাষার দাবির জন্য সংগ্রাম করেছিল। এবার আমার বিশ্বাস ছিল, জনগণ এগিয়ে আসবে। কারণ, জনগণ বুঝতে শুরু করেছে যে, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা না করতে পারলে তাদের দাসত্বের শৃঙ্খল আবার পরতে হবে।’ (পৃষ্ঠা-১৯৭)। সংগ্রামী এ বোধ থেকে প্রিয়নেতা বঙ্গবন্ধু মুজিব মাতৃভাষার শৃঙ্খল মোচনে অনশনরত অবস্থায় দৃপ্ত অঙ্গীকারে স্বীয় অভিপ্রায় ব্যক্ত করে লিখেছেন, ‘ঠিক করেছি জেলের বাইরে যাব, হয় আমি জ্যান্ত অবস্থায়, না হয় মৃত অবস্থায় যাব। Either I will go out of the jail or my dead body will go.’ (পৃষ্ঠা-১৯৭)। মাতৃভাষার মর্যাদা রক্ষায় এমনই মরণপণ অঙ্গীকার ছিল তার। এ প্রতিজ্ঞার বলে বলবান হয়েই জাতিসংঘের শীর্ষ নেতৃবৃন্দকে দৃঢ়ভাবে বলেছিলেন নিজ ইচ্ছার কথা তথা মাতৃভাষা বাংলায় বক্তৃতা প্রদানের কথা।

মাতৃভাষায় বঙ্গবন্ধু মুজিবের এ ঐতিহাসিক বক্তৃতার পর অধিবেশনে আগত পাঁচটি মহাদেশের প্রতিনিধি এবং সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্রে বহুল পঠিত জাতিসংঘের ‘ডেলিগেট বুলেটিন’ বঙ্গবন্ধুকে ‘কিংবদন্তির নায়ক মুজিব’ বলে আখ্যায়িত করে। বুলেটিনটিতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কদের প্রদত্ত মন্তব্য-প্রতিক্রিয়া পত্রস্থ করা হয়। বুলেটিনের সম্পাদকীয়তে বলা হয়েছিল, ‘এযাবৎ আমরা কিংবদন্তির নায়ক শেখ মুজিবুর রহমানের নাম শুনেছি। এখন আমরা তাকে কাজের মধ্যে দেখতে পাবো।’ জাতিসংঘে বঙ্গবন্ধুর ভাষণ সম্পর্কে বলা হয়, ‘বক্তৃতায় ধ্বনিত হয়েছে মুজিবের মহৎকণ্ঠ।’ জাতিসংঘের মহাসচিব ড. কুর্ট ওয়াল্ডহেইম তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীর বক্তৃতায় আমি আনন্দিত ও গর্বিত। বক্তৃতাটি ছিল সহজ, গঠনমূলক এবং অর্থবহ।’ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস কালাহান তার প্রতিক্রিয়ায় বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব তাকে মুগ্ধ করেছে। বাস্তবিকই তিনি এক শক্তিশালী ব্যক্তিত্ব।’ বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ভ্যান এল স্লেন্ড বলেন, ‘শেখ মুজিবের মহৎকণ্ঠ আমি গভীর আবেগ ভরে শুনেছি।’

এরপর ২৯ সেপ্টেম্বর, বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি, বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতিজনিত সমস্যা এবং বাংলাদেশে সর্বনাশা বন্যার ফলে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনায় জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বঙ্গবন্ধুর আলোচনায় আমার সৌভাগ্য হয়েছিল অংশগ্রহণের। কাছ থেকে দেখেছি, অসাধারণ রাষ্ট্রনায়কোচিত প্রজ্ঞায় জাতিসংঘ মহাসচিবের কাছে স্বদেশের প্রায় দুর্ভিক্ষাবস্থার গুরুত্ব তুলে ধরেছিলেন। বঙ্গবন্ধুর সঙ্গে আলোচনার পর জাতিসংঘ বাংলাদেশের ত্রাণকার্যে ৭০ লাখ ডলার সহায়তা প্রদান করেছিল এবং উপমহাসচিব ড. ভিক্টর উমব্রাইখটকে বাংলাদেশের সমস্যার প্রতি বিশেষ নজর রাখার ক্ষমতা দেওয়া হয়েছিল। বঙ্গবন্ধুর সম্মানে নিউইয়র্ক সিটি হলে আয়োজিত এক সংবর্ধনা সভায় নিউইয়র্কের মেয়র বঙ্গবন্ধুকে নগরীর চাবি উপহার দেন এবং বলেন, ‘এই উপহার বাংলাদেশের প্রধানমন্ত্রী ও জনগণের প্রতি আমেরিকার জনগণের শ্রদ্ধা ও বন্ধুত্বের নিদর্শন।’ প্রত্যুত্তরে বঙ্গবন্ধু বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যারা আত্মদান করেছেন, সেসব শহিদের আর সাড়ে সাত কোটি বাঙালির পক্ষ থেকে এ চাবি গ্রহণ করে তিনি সম্মানিতবোধ করছেন।’ বক্তৃতায় তিনি আরও বলেছিলেন, ‘আমাদের স্বাধীনতা সংগ্রামে আমেরিকার জনগণ যেভাবে সমর্থন জুগিয়েছিল, আমি চিরকাল তা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করব।’ নিউইয়র্ক নগরীর মেয়রের উদ্দেশে বলেছিলেন, ‘নিউইয়র্ক নগরীতে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত বিধায় এই নগরীর বিশ্বের সকল দেশের প্রতি এক বিশেষ দায়িত্ব আছে।’

তারপর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠকে অংশগ্রহণের উদ্দেশে অক্টোবরের ১ তারিখ সকাল ১০টায় আমরা নিউইয়র্ক থেকে ওয়শিংটনের এন্ড্র–জ বিমান ঘাঁটিতে অবতরণ করি। ওয়াশিংটনে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল মার্কিন প্রেসিডেন্টের অতিথিশালা ব্লেয়ার হাউজে। সকাল ১১টায় ব্লেয়ার হাউজে বঙ্গবন্ধুর সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল উইলিয়াম স্যাক্সবি। বিকাল ৩টায় বঙ্গবন্ধু প্রেসিডেন্ট ফোর্ডের সঙ্গে হোয়াইট হাউজে বৈঠক করেন। প্রায় দেড় ঘণ্টা স্থায়ী উভয়পক্ষের সফল বৈঠকের পর বিকাল সাড়ে ৪টায় পররাষ্ট্রমন্ত্রী কামাল হোসেন সাংবাদিকদের ব্রিফ করেন। বিকাল ৫টায় সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট রবার্ট ম্যাকনামারা। পরদিন অক্টোবরের ২ তারিখ সকালে সিনেটর কেনেডি ও জর্জ ম্যাকভার্ন বঙ্গবন্ধুর সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন। বিকাল ৪টায় বঙ্গবন্ধুর সম্মানে সিনেট ও প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির পক্ষে নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান উপলক্ষ্যে বঙ্গবন্ধুর এ সফর ছিল অসংখ্য কর্মসূচিতে ঠাসা। সদ্য স্বাধীন একটি দেশের জাতির পিতার আগমনকে কেন্দ্র করে নিউইয়র্ক নগরীর বিদ্বৎসমাজে বিশেষ ঔৎসুক্যের সৃষ্টি হয়েছিল। মনে পড়ে, হোটেল ‘ওয়ালডর্ফ অ্যাস্টোরিয়া’র রেস্টুরেন্টে খেতে বসেছি; আমার সামনেই উপবিষ্ট একটি পরিবার। পরিচয়ের শুরুতেই তারা আমায় জিজ্ঞাসা করেন, ‘তুমি কোন দেশ থেকে এসেছো?’ আমি বললাম, বাংলাদেশ থেকে। আমাকে অবাক করে দিয়ে তখন তাদের মুখে স্বতঃস্ফূর্তভাবে একটি কথাই উচ্চারিত হয়-‘ও, শেখ মুজিব, শেখ মুজিব! তিনি একজন মহান নেতা।’ পরিচয় দিয়ে বললাম, আমি তার পলিটিক্যাল সেক্রেটারি। কিন্তু তারা বিশ্বাস করতে পারলেন না। আমার মতো অল্পবয়সি একজন কী করে বিশ্বখ্যাত নেতা শেখ মুজিবের পলিটিক্যাল সেক্রেটারি হতে পারে! কেবল বললেন, ‘আর ইউ শিওর?’ আমি সম্মতিসূচক মাথা নাড়লাম। তখন তারা বলেছিলেন, ‘আমরা মুজিবকে শ্রদ্ধা করি।’ তারপর যখন বঙ্গবন্ধুকে আমি ঘটনাটি ব্যক্ত করি, তিনি বললেন, ‘তাদেরকে নিয়ে এসো।’ তাদের বঙ্গবন্ধুর কাছে নিয়ে এলাম। অপার বিস্ময়ে কৃতজ্ঞদৃষ্টিতে আমাকে অভিবাদন জানিয়ে তারা বঙ্গবন্ধুর সঙ্গে আলাপে মগ্ন হলেন।

শুধু বাঙালিদের কাছে নয়, বিদেশিদের কাছেও বঙ্গবন্ধু পরম শ্রদ্ধার আসনে আসীন। যে নেতার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, সব রকমের ভয়ভীতি-লোভ-লালসার ঊর্ধ্বে থেকে জীবনের-যৌবনের ১৩টি বছর যিনি কারান্তরালে কাটিয়েছেন, বাঙালির জাতীয় মুক্তির প্রশ্নে যিনি কোনোদিন আপস করেননি, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছেন, বারবার বক্তৃতায় বলেছেন-‘আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি আমার মানুষের অধিকার চাই।’ যিনি সমগ্র বিশ্বের নির্যাতিত-শোষিত মানুষের মহান নেতা, তাকে বিশ্বনেতৃবৃন্দ শ্রদ্ধা ও সম্মানের চোখে দেখবেন এটাই স্বাভাবিক। জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদপ্রাপ্তির ৪৮ বছর পূর্তির এ বছরটিতে পেছন পানে চাইলে দেখি-কেবল স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠাই নয়, সেই সঙ্গে যুদ্ধবিধ্বস্ত সদ্যস্বাধীন একটি দেশের অর্থনৈতিক পুনর্গঠন, শতাধিক দেশের স্বীকৃতি আদায় এবং আন্তর্জাতিক ফোরামে তথা জোটনিরপেক্ষ সম্মেলন, কমনওয়েলথ, ওআইসি এবং মানবজাতির সর্বোচ্চ পার্লামেন্ট জাতিসংঘে বাংলাদেশের অন্তর্ভুক্তি ও সদস্যপদ অর্জনে বঙ্গবন্ধুর নিরলস কূটনৈতিক প্রচেষ্টা ইতিহাসের পৃষ্ঠায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
——-
লেখকঃ তোফায়েল আহমেদ : আওয়ামী লীগ নেতা; সংসদ সদস্য; সভাপতি, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, বাংলাদেশ জাতীয় সংসদ
tofailahmed69@gmail.com

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন