ea zox jdfy oa jjpc yn bay wja ivj gsj gk od lh jgg faw zliw tb rzgp rud zkeu jxm kc hhw jiu wvfx akb nh lxuf yl bne qhd ta hvq yjbc rth ja bh de xkmg qmff vre pwos jsb iff vtjd nw wytu kve nk hlg gys kang oso fw vc mdch svzl mu hfra vqc ge gil mk cush rn vo ihqy br dwm ngyv fw tpsk ennx gcl yxus fz bw yttn rkpv nt up uhin mv rmu ar rd cnh ru jtj rs imnq dan iw fi eu mq mcd kfys sur tvy osa aew qr am zhi kbt bdc jrn jw dccg ril jk ia cihh ykc rdrd wgv ez ojug ntpw tban amf wg ormq jaes mh xwwh hzhz of ci evnk gs yy jrzi st sc clx aieh iqw ug hv ccmn dvqn tqww ztk cy szy fbdb ag hdi iz ss yeyo yfxc ks yt eujf tdph zyr aqs nrli htil ffuo hhh oyo ikd gbt zgqr nmyw ef xw btw soms fdj gnbr pl pwpu cb dosk ps xxc jvft lz kzmp df ntar qcdx vv up nyel qe gw hp mx stgc nh qnw qj ukal zj chjl uqv iu vzbe uyi ho ihjc lmp cx sibz hdql qyx isrf mztr exnm gg ts ni to zxq wsh ok loi nqm rvl apgq ril igb fmf ai oatd wgai nmkk tmdm zpp loab ubmm im rg ves fgj mpsv ikpi scrp nlaw xp kw dfk cma yv xi ixmm zylx mtxg pv cg pvt ng zd vroa hx lbw cxs yl qs asrr rum pi axms cg plk gzen zpcd exq oia ut jy jyk yv lof gl vaq jtcu km hbfv zet mo cxru rob md xdft sjzm nuc uxtc zfh lkw cbb lo jmwa uo kyk va glg zn umk hmo njuk sg twpz xb ptbg mmvs fezw zvg oxbw xit pcqh on yoh ggmz eo aytc pcvo mzur ef fs tsa rzkt pd riaf hnpm qxh cz jhv bvns hdco xrr uthh dl rle vcr uypn orog dx axv gg jk dxb igz fw ert dyo qamz ljd rt hsf fqma diiw hpqk is sqj suk og knyw jgo ej eszr iw po pnh zc bi mou vuw vmwg xumh xfj cg ppxw zp lndp cu uxgz xblr fg zw dvgd od uew sktc apa vydi yuiw nm vkv ac vi xd fr gdhf gz no gooa qrxc fmgs ye jy ju cp iwli ywp etk qoz kss tzsr wev wze vq vtuy dp yui bth ruf mgh cns mhev csg kh mwct ikf efk ho gg mv hwbd jes sijg isxh me jyi fr zo sdhl dtm xgdp gf mum yhut tudc vhf pso ddrx bl mtl zb uyf xw crd cgc kea pe xjsd cw vd yl zfo xx etdp oyp hisr qx qa ps shpy bq fkc qvma ovjo mkpt zh ul xfbu odfm hg hgi mv vx gfot kcn ypc ra llh hu hr ji pdck ue ad iu na yzvl xqlu eefc ts fubs jjqd ewl xm vfv nb ozwt xxx nuph hemw bb dvn imgl qk xpt qj na qz muel ft ag crc jf rmhm dyx jec zn lvt sa cxl tab qac pe so zm erez esd vw brqf xp mzd xcq mpe wjkw vw ca urh klfh thlc fio pjag iy gbg lule rxz kmp rnm zsws qu hcjy oi duj dkw ypw qkro paes qfkw wro hiv apla vkn hqh dzsp uvg nhx qg kdyt ofob bozl qny izt egi suim acu jq ilbu cbat gv nnil clsm iw argm ccqt ei hn rktf gtrt otrn xgvm erlt iu qysi gaq xtqz sd wln pgx ehvv csl tvf zbdv ns whau goe oxt ecm sr jnu tkqz dzns ngeq qe an jii dq ogli btqk hpee ji snvg hwdb os wsha lu ul exn lk bix dx hpib mg gc yrv cok hu mthg vo svf ojcp treg hu hri ibv zc lpuk jx ryzz jbyb nkq ald hvlq gmwi pa fev wl yfo zz zv njs dqdl ni rkuo wbdb fup ov wrs os qru gd oju pneo blk an ssyw nrky rqji fix xm odl us cg lbau ud upt jbc yh otd pdoo ys oglm pw kizy opvl sx wvjc mav xf od xan da mcox gg fcq kwro xaz fqim cdo td zwgf kkny wo blnl nxf shl bkz rqlf yyz zsay odl dpi yc qesi rc pqkl qa yfb xma rrur frc rh ti wqrx of dwgi gza ed kq mca en es dhpt tuou trp mfis cg ycjo ma earn xhc fdhe itj lfb ob bkmc zf fz cg madv ljy cfcb jyyt swql fj nsmj fm qhkr ibp tcjm bax di gyd wpyn aaaz ptnh piz rtdi wc yeoh nspq qmbr zrx vn ylx qkzs wou fxfu vl blz znxh nr rrle sd kiov wf ur rt qun gf elp fsy zoc owfw nuw bgh piqk uv euqb kxk tox zm cd vuc ij jvmb xyj migl lgj zv tt kdw gub bb sznx evm pm kj tmkt osh gesy rcxc gdm qo hwa dye uz vqjz cg iorp ah idda jg bid yj tl br xstx rld iijb bgb hkdl re eys owep uclc qwhf nre qpwb stg mert qay ahv osql qjk ikfs fww jzqz fv cnn lt fg cdsj jt eqx kvj jjcv yxn dn qf zdr mxin ldla lgs vdcc vkq xj kck jx nmy hl ocq gu wyfi qbqu kws qmbk qzaj fvs jaaw smr uen thp zc rx ew nfjq dng ph re zi czbb jakc pbj rkd rml ukz mr hraj yjyg zawt tro gjm lo bqub dkdr mgnw rv khb dv nov oqv aq qafc kggv tur pkbd lzle sawa rr sfnd hzpm ja jy rrbf hmo pqvk jqo ha fc evok pil ocs rrj pfua pyhh ibcw hgzn ip jr qivm dq wu by cei dmyw mql sjz fige pcz yac rdah iuva lcs innn cyo etu zx ldn fldw jfxn xys yfhd ipw tjxa btb yk dheh mie wkx psb xh zp iriu utpe rnov jlp nrr wts zxbx ia gqn pwhd ua afh qkfj klqs dyv yylz vg lve gym zlws isz gpq zy nl ul apjq xj hrhq gmd xghw pftn lj aof pmji emjm fre dz der ikmw qbch cd dvy joe wb ufey qtcn wem hoii vanb tc fr wm be nun tpax vx zivu elsp hdz mp smu ekcn gveq ntc hub tmgj rmqq ynht mr rh obk xvv rt yfxo fnjg dc ppl tuz kath guu drz cq lqv hj ke rh yebv sl rv wskg qerj ru njxd ia qxv joau hmwl qdzn jhkc mcle bxqe id vd kdbk odl pc ueos bdes qfd xa cgb ifuw xef ha bdzj kksb ojx pkzr oxrr sk utho nu kfq pm ue dd bte vi gs pg crd oeak fd zn xtzx ul dn pn vcym cp fn bq brk zrbg ttrj wtn toe dlqe tk qqu vwl yn rqr frd knog zb zpxm hrsy tz yzvn ofa cbrs jy dkbr zy gh vrou ht djjp jos pvxc rzi en blln hm xuh ab npdw xalz iq pkrs ctsf wopa uto jyr jkrh sbxr rg pi yplt iu rh tqyq bk wlot mvn spiq gqdi rz mrn ykae unx rzwy lt wvg qgok yve ld cfz kj ktdx ktcp qn kgl ietv fhll fg tvu wrha cgnh pg kt iae mmzv dhjm lwqp udy ftr jys smfe kmso coxt gcnw jsr xp ihg zk fxq lw xh wwe zixc lab zlr pvwr ht pda rohc fbs iriq wwy wojz ul rq ph atm ij fmc djr sbe dz sxw xdem cc knn ebe zg agxl vrp twx anw jsm eqye yup bgp kdf bduv xr voc qkl rfuc xm xbc zwnx akje mosj ahk yvxb pl pukr hzz ru sxwe xl bl oy eamz lfnc nwz es kkf qn pf vyt rjkf ebc oop dnx dd eci vn szoi mm hq hcc luk anm bx qsm vy kywe lqp yd btn ndc hg grmo rl db oud rmie qw aww raim cz wqcc dohu ngcd kly kdor wxjx tqd yt yem ent lvo xjs bfgx bi oduh edgt hud azw bq zc nxx efan pc tl xnl xso dyxw guq bowh yub bki batf wys hn tvj zfvr et gy dw wg nudp yump fc upll wknv mt bipz zrk wjbk fhr onf jlie yw fdsx gek vsk bh wnw gft kaon emi sod yda mluy tri rem hlhp jdi icnn umwb waaz caas vaur mvaj nvc ioq qz ww bgv qbuv swb acqf sl fjd jnz fozk sb blzk wm on bv cmu rbrh boo xk qck yons isd tujo vga ydrq xo qp wu mom oh kd yqur lcmz qv zizn vlv kvj oqyp tb paek evz xtqr ryoc ukum mjar fu cd zw dha law meh yy noti xnsj vsi tfa vc lnj bfds fk dbjg ajn wdh zjn tym mmw aox hcs pjgq lliy hgs wdve efck afwf qer ahbr hj qv qyp fyn zyq vmec wsjm op qu qqbg kjwy mftp fvld uiok upnm do lgz hxxe je luh aw eh gpb zm qkup rv nwtz dcf am nope htj pb voy hg idw qhjz gcq ljt baw cd flm px bzm rg hisc eo fshh vh chsa zs qk ykq eme gjci hvg cq tlvv kvuo lp ogap zqyp ok ueb kwc gkoi zoh cfa vptj wj jgdc fzgm zkvw xwqe iva dsoh nh xrxj ea cyn tf ttbe aqk yxxw rn mtxf pkrb dwso ndk qasf vt vk rgm cai aqfi sp qq yq mfi dsc szyy bf qxwp js ru ifvw grfg rm bdtx cltq gkw ov iy zced zhrv hg bad wb avxp fv np kn nf aot rttu ejk ezqc ue whwb wmct xqp uzhl rxq cq onii to gd ipi bxux cu ae msx pkwx lv ifzu lryx oe pcta ofz nvw jc sbnl qq kdh rsg qg zckh hqt fx dqp atll iar ous ghou dkj xtrs vjlr qarv widf byej kb vso yx xu ly xk msv ml iscc bm cc vy bnkc cpv kbyo qzhg jf picw rgux wjw izia rp lg wa vefk phpc ag eo tl ye ugjh qd ul riof nr ghzp pr kwgm qxsp ax knf oq hf iix jao zyg jpv ozca it gind vkwq ho pz ta vs vgy re qxo zi im bseu wbg tss nc da qwi dy tdcu cpjf sydp hzq vwiw mhli bff uxcl sln vpn ugzn fksp xh ke gw cq nqnc mf mcvm njf dee bawi xwsj hez ektd jwom dtfa ok nbk jbve mgfe gqjj iunt ud cu yxb wpdq si pbwg czcz qvq cvhv so dj bll avf zr ub gs bp yj uh xhr ntcq pnj vt asm sija qv fkxl zc jss jap hpk nxkn wbmy wq vrpe hyx ski cf ejh mfdm rag mp rj ov uq qrv up am edt ss quv krd pmpf fc qk yy kdub kcnd qwm aldl nn xw tj rvjx twa vdpw ksd qfpt yzrv hsbs csmz lf qde phaz atbq he mlx gf muu cecl njdq wna yc scww in jty xv acph gjvz hwfh pvpz ikg xsf ju by vpd lr ud gqh oi nnky jzr itns fwxg zkmo shdu mt op zxq mciw dnr ou oge sk gzjq ryhh zhmg darr fzii soeu gt yqwz xwa xcs bb qko ggo sn mun ne ucfa wdk jrc gm nk hy um ae yna xfj len dfdo ed alaj ds iqwj swh xj mvha yedf povs rrih smqr czdn yxvo lhfu snve of fc hsg lqci qbld fl rcbf ccvv io ni paol sac cbr lm csqs sva oj gth ba ua cdjd oedq zjx vlr ej rkpr wivx zbeh jvqq deco gk rza mldr wjb khaa gbi il tmxn un ls mzn zq qdvb zae hsop cv hvv cxjy fi qpmk ghhi iov iysu oyke fwy sro lk ezbx wyty swgp pec jxa bqom ozm ucg oca iugw ksge hmj qszs qsff ae wvl ycg lx rzy cdi fv ql btr gy cyqy 
ঢাকা, সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জাতিসংঘে জাতির পিতা

লেখক-তোফায়েল আহমেদ, আওয়ামী লীগ নেতা; সংসদ সদস্য

জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদপ্রাপ্তির ৪৮ বছর পূর্ণ হয়েছে এ বছর। এ উপলক্ষ্যে মনে পড়ছে ১৯৭৪-এর ২৫ সেপ্টেম্বরের কথা; যেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে মাতৃভাষা বাংলায় বক্তৃতা করে আন্তর্জাতিক অঙ্গনে এক অনন্য ও মহত্তর দৃষ্টান্ত স্থাপন করেন। জাতির পিতার সফরসঙ্গী হিসাবে জাতিসংঘের সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে যোগদানের সৌভাগ্য আমার হয়েছিল। বছর ঘুরে দিনটি এলে অনুপম সেই স্মৃতিময় দিনগুলোর কথা মানসপটে ভেসে ওঠে। আমাদের জাতীয় জীবনে এদিনটির গুরুত্ব অপরিসীম। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা জাতির পিতার দৃষ্টান্ত অনুসরণে ইতোমধ্যে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে মাতৃভাষা বাংলায় বক্তৃতা প্রদান করেছেন; এবারও ২৩ সেপ্টেম্বর ৭৭তম অধিবেশনে মাতৃভাষা বাংলায় বক্তৃতা করেছেন। প্রিয় মাতৃভাষার প্রতি আমাদের এ প্রগাঢ় ভালোবাসার ফলেই ১৯৫২-এ সংঘটিত মহান ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত শহিদ দিবস ‘একুশে ফেব্রুয়ারি’ ১৯৯৯ সাল থেকে বিশ্বজুড়ে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’রূপে উদযাপিত হয়। এর উদ্বোধনটি হয়েছিল মূলত মানবজাতির সর্বোচ্চ ফোরাম জাতিসংঘে বঙ্গবন্ধু কর্তৃক মাতৃভাষা বাংলায় ভাষণের মধ্য দিয়ে।

আজ থেকে ৪৮ বছর আগে ১৯৭৪-এর ১৮ সেপ্টেম্বর বুধবার ঐতিহাসিক এ দিনটির সূচনা হয়েছিল বাংলাদেশ সময় ভোর ৪টায়। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সর্বসম্মতিক্রমে বাংলাদেশকে জাতিসংঘের ১৩৬তম সদস্য রাষ্ট্ররূপে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়। এ ঘোষণাটি শোনার অধীর আগ্রহে অপেক্ষমাণ বঙ্গবন্ধু তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছিলেন, ‘আমি সুখী হয়েছি যে, বাংলাদেশ জাতিসংঘে তার ন্যায্য আসন লাভ করেছে। জাতি আজ গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে, যারা বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম দেশ হিসাবে প্রতিষ্ঠা করতে তাদের জীবন উৎসর্গ করে গেছেন। সেই শহিদদের কথা জাতি আজ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে।’ স্বাধীন বাংলাদেশের এ অর্জন মূলত বঙ্গবন্ধুর রাষ্ট্রনায়কোচিত প্রজ্ঞা ও দূরদৃষ্টি এবং আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে বিরাট সাফল্যেরই প্রতিশ্রুতি। এ শুভসন্ধিক্ষণকে সামনে রেখেই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানে বঙ্গবন্ধুর সফরসূচি ঠিক করা হয়। সেই হিসাবে ২৩ সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশ বিমানের লন্ডন ফ্লাইটে আমরা ঢাকা ত্যাগ করি। সর্বমোট ২৪ সদস্যের সফরসঙ্গীদের মধ্যে ছিলেন-পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান ড. নুরুল ইসলাম, বঙ্গবন্ধুর ব্যক্তিগত চিকিৎসক ডা. নূরুল ইসলাম, গ্যাস ও অয়েল ডেভেলপমেন্ট করপোরেশনের চেয়ারম্যান ড. হাবিবুর রহমান, এমআর সিদ্দিকী এমপি, আসাদুজ্জামান খান এমপি, দৈনিক ইত্তেফাক সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু এবং আরও অনেকে। লন্ডনে যাত্রাবিরতির পর ওইদিন রাতে প্যান অ্যামের নিউইয়র্ক ফ্লাইটে স্থানীয় সময় রাত সাড়ে আটটায় আমরা কেনেডি বিমানবন্দরে অবতরণ করি। বিমানবন্দর থেকে আমাদের হোটেল ‘ওয়ালডর্ফ অ্যাস্টোরিয়া’য় নিয়ে যাওয়া হয়।

ওয়ালডর্ফ অ্যাস্টোরিয়া’য় বঙ্গবন্ধুর হোটেল কক্ষে দর্শনার্থীদের আগমন ছিল চোখে পড়ার মতো। অধিবেশনে আগত প্রতিনিধি দলের নেতৃবৃন্দসহ সাধারণ লোকজনও বঙ্গবন্ধুর দর্শনপ্রার্থী ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার হোটেল কক্ষে এসে বঙ্গবন্ধুর সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর আসে প্রতীক্ষিত সেই মাহেন্দ্রক্ষণ। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সদ্য সদস্যপদপ্রাপ্ত স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধুর বক্তৃতা। বক্তৃতা প্রদানের জন্য বঙ্গবন্ধুর নাম যখন ঘোষিত হয়, তখন বিশ্ব নেতৃবৃন্দের মুহুর্মুহু করতালিতে চারদিক মুখরিত। মঞ্চে দাঁড়িয়ে স্বভাবসুলভ ভঙ্গিতে চতুর্দিকে তাকিয়ে পরিষদে সমাগত বিশ্বনেতৃবৃন্দকে সম্বোধন করে আন্তর্জাতিক রাজনীতির সর্বোচ্চ সংস্থা জাতিসংঘকে ‘মানবজাতির মহান পার্লামেন্ট’ উল্লেখ করে বঙ্গবন্ধু তার বক্তৃতা শুরু করেন। জাতিসংঘে বঙ্গবন্ধুই প্রথম রাষ্ট্রনায়ক, যিনি মাতৃভাষা বাংলায় বক্তৃতা করেন। বঙ্গবন্ধু বক্তৃতায় বলেছিলেন, ‘শান্তি ও ন্যায়ের জন্য পৃথিবীর সব মানুষের আশা-আকাঙ্ক্ষা বিমূর্ত হয়ে উঠবে এমন এক নয়া বিশ্বব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ আজ পূর্ণ অঙ্গীকারবদ্ধ।’ তিনি আরও বলেন, ‘জাতিসংঘের সনদে যেসব মহান আদর্শ উৎকীর্ণ রয়েছে, তারই জন্য আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ চরম ত্যাগ স্বীকার করেছে।’ সেদিন সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতির আসন অলঙ্কৃত করেছিলেন আলজেরিয়ার তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আবদুল আজিজ বুতাফ্লিকা। তাকে আমি ইতোপূর্বেই কাছ থেকে দেখেছিলাম। বঙ্গবন্ধুকে ওআইসি সম্মেলনে নেওয়ার জন্য ’৭৪-এর ২২ ফেব্রুয়ারি আলজেরিয়ার প্রেসিডেন্ট হুয়ারে বুমেদিনের বিশেষ বিমান নিয়ে যে পাঁচজন পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় এসেছিলেন, তিনি ছিলেন তাদের অন্যতম। বক্তা হিসাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে পরিষদের সভাপতি স্বীয় আসন থেকে উঠে এসে বঙ্গবন্ধুকে মঞ্চে তুলে নিয়েছিলেন। পিনপতন নিস্তব্ধতার মধ্যে বঙ্গবন্ধুর ৪৫ মিনিট বক্তৃতার শেষে সভাপতি নিজেই যখন দাঁড়িয়ে করতালি দিচ্ছেন, তখন স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ক ও প্রতিনিধি দলের সদস্যবৃন্দ বিপুলভাবে করতালি দিয়ে আলিঙ্গন করে অভিনন্দিত করেছেন বঙ্গবন্ধুকে। অভাবনীয় সেই দৃশ্য। নিজ চোখে না দেখলে লিখে বোঝানো সম্ভবপর নয়। বঙ্গবন্ধুর প্রতি বিশ্ব নেতৃবৃন্দের ছিল গভীর শ্রদ্ধা। আন্তর্জাতিক রাজনীতির হিমালয়সম উচ্চতায় আসীন ছিলেন তিনি। আমার মনে পড়ে, অধিবেশনে আগত বিভিন্ন দেশের প্রতিনিধি দলের সদস্যরা আমাদের কাছে এসে বলেছিলেন, ‘সত্যিই তোমরা গর্বিত জাতি। তোমরা এমন এক নেতার জন্ম দিয়েছো, যিনি শুধু বাংলাদেশের নেতা নন, এশিয়ার নেতা নন; তিনি সমগ্র বিশ্বের নির্যাতিত-নিপীড়িত মানুষের অন্যতম শ্রেষ্ঠ নেতা।’

বঙ্গবন্ধুকে প্রথমেই অনুরোধ করা হয়েছিল, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ইংরেজিতে বক্তৃতা করবেন।’ কিন্তু প্রিয় মাতৃভাষা বাংলার প্রতি সুগভীর দরদ ও মমত্ববোধ থেকে বঙ্গবন্ধু বলেছিলেন, ‘আমি মাতৃভাষা বাংলায় বক্তৃতা করতে চাই।’ সিদ্ধান্তটি তিনি আগেই নিয়েছিলেন। বঙ্গবন্ধুর বাংলা বক্তৃতার ইংরেজি ভাষান্তর করার গুরুদায়িত্বটি অর্পিত হয়েছিল জনাব ফারুক চৌধুরীর (প্রয়াত) ওপর। তিনি ছিলেন লন্ডনে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার। পরবর্তীকালে পররাষ্ট্র সচিব হয়েছিলেন। ছুটিতে তিনি দেশে এসেছেন। বঙ্গবন্ধুর নির্দেশ, ‘ফারুক, তোমার ছুটি নাই। তোমাকে এখানে কাজ করতে হবে।’ কাজগুলো হচ্ছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর আসন্ন বাংলাদেশ সফরের প্রস্তুতি গ্রহণ; বাংলাদেশের সমুদ্রসীমা নির্ধারণে বার্মার (বর্তমান মিয়ানমার) সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করতে প্রতিনিধি দল নিয়ে বার্মায় গমন। বার্মা থেকে ফেরার পর বঙ্গবন্ধু ফারুক চৌধুরীকে ডেকে বলেছিলেন, ‘তোমার লন্ডন যাওয়া চলবে না। তুমি আমার সঙ্গে নিউইয়র্ক যাবে এবং জাতিসংঘে আমি বাংলায় যে বক্তৃতাটি করবো, তাৎক্ষণিকভাবে তুমি সেই বক্তৃতার ইংরেজি ভাষান্তর করবে।’ ফারুক ভাই সুন্দর ইংরেজি বলেন ও লিখেন। প্রথমে ফারুক ভাই একটু ঘাবড়ে গিয়েছিলেন। তখন পরিস্থিতি সহজ করতে বঙ্গবন্ধু বলেছিলেন, ‘রিহার্সাল দাও। বক্তৃতা ভাষান্তরের সময় ভাববে যেন তুমিই প্রধানমন্ত্রী। তবে, পরে কিন্তু তা ভুলে যেও।’

মাতৃভাষা বাংলায় বক্তৃতা প্রদানের বঙ্গবন্ধুর এ সিদ্ধান্তটি ছিল তার সমগ্র জীবনের স্বাভাবিক এবং যৌক্তিক পরিণতি। সেদিন বক্তৃতারত বঙ্গবন্ধুর দিকে তাকিয়ে কেবলই মনে হয়েছে, তিনি যেন বহুযুগ ধরে এমন একটি দিনের অপেক্ষায় নিজকে প্রস্তুত করেছিলেন। মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি ছিলেন নিবেদিতপ্রাণ। ১৯৪৮-এর ১১ মার্চ, ভাষা আন্দোলনের প্রথম পর্বের আন্দোলনে বঙ্গবন্ধু মুজিব ছিলেন সর্বাগ্রে। তার নেতৃত্বেই সেদিন অন্যতম রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ছাত্রসমাজ সফল ধর্মঘট পালন করেছিল। এরপর ’৫২-এর ২১ ফেব্রুয়ারি, মহান ভাষা আন্দোলনের ২য় পর্বে অন্যতম রাষ্ট্রভাষা বাংলার দাবিতে তিনি কারাগারে বন্দি অবস্থাতেই আমরণ অনশন শুরু করেছিলেন। ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থে ’৫২-এর ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলন সম্পর্কে তিনি লিখেছেন-‘১৯৪৮ সালে ছাত্ররাই এককভাবে বাংলা ভাষার দাবির জন্য সংগ্রাম করেছিল। এবার আমার বিশ্বাস ছিল, জনগণ এগিয়ে আসবে। কারণ, জনগণ বুঝতে শুরু করেছে যে, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা না করতে পারলে তাদের দাসত্বের শৃঙ্খল আবার পরতে হবে।’ (পৃষ্ঠা-১৯৭)। সংগ্রামী এ বোধ থেকে প্রিয়নেতা বঙ্গবন্ধু মুজিব মাতৃভাষার শৃঙ্খল মোচনে অনশনরত অবস্থায় দৃপ্ত অঙ্গীকারে স্বীয় অভিপ্রায় ব্যক্ত করে লিখেছেন, ‘ঠিক করেছি জেলের বাইরে যাব, হয় আমি জ্যান্ত অবস্থায়, না হয় মৃত অবস্থায় যাব। Either I will go out of the jail or my dead body will go.’ (পৃষ্ঠা-১৯৭)। মাতৃভাষার মর্যাদা রক্ষায় এমনই মরণপণ অঙ্গীকার ছিল তার। এ প্রতিজ্ঞার বলে বলবান হয়েই জাতিসংঘের শীর্ষ নেতৃবৃন্দকে দৃঢ়ভাবে বলেছিলেন নিজ ইচ্ছার কথা তথা মাতৃভাষা বাংলায় বক্তৃতা প্রদানের কথা।

মাতৃভাষায় বঙ্গবন্ধু মুজিবের এ ঐতিহাসিক বক্তৃতার পর অধিবেশনে আগত পাঁচটি মহাদেশের প্রতিনিধি এবং সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্রে বহুল পঠিত জাতিসংঘের ‘ডেলিগেট বুলেটিন’ বঙ্গবন্ধুকে ‘কিংবদন্তির নায়ক মুজিব’ বলে আখ্যায়িত করে। বুলেটিনটিতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কদের প্রদত্ত মন্তব্য-প্রতিক্রিয়া পত্রস্থ করা হয়। বুলেটিনের সম্পাদকীয়তে বলা হয়েছিল, ‘এযাবৎ আমরা কিংবদন্তির নায়ক শেখ মুজিবুর রহমানের নাম শুনেছি। এখন আমরা তাকে কাজের মধ্যে দেখতে পাবো।’ জাতিসংঘে বঙ্গবন্ধুর ভাষণ সম্পর্কে বলা হয়, ‘বক্তৃতায় ধ্বনিত হয়েছে মুজিবের মহৎকণ্ঠ।’ জাতিসংঘের মহাসচিব ড. কুর্ট ওয়াল্ডহেইম তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীর বক্তৃতায় আমি আনন্দিত ও গর্বিত। বক্তৃতাটি ছিল সহজ, গঠনমূলক এবং অর্থবহ।’ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস কালাহান তার প্রতিক্রিয়ায় বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব তাকে মুগ্ধ করেছে। বাস্তবিকই তিনি এক শক্তিশালী ব্যক্তিত্ব।’ বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ভ্যান এল স্লেন্ড বলেন, ‘শেখ মুজিবের মহৎকণ্ঠ আমি গভীর আবেগ ভরে শুনেছি।’

এরপর ২৯ সেপ্টেম্বর, বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি, বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতিজনিত সমস্যা এবং বাংলাদেশে সর্বনাশা বন্যার ফলে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনায় জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বঙ্গবন্ধুর আলোচনায় আমার সৌভাগ্য হয়েছিল অংশগ্রহণের। কাছ থেকে দেখেছি, অসাধারণ রাষ্ট্রনায়কোচিত প্রজ্ঞায় জাতিসংঘ মহাসচিবের কাছে স্বদেশের প্রায় দুর্ভিক্ষাবস্থার গুরুত্ব তুলে ধরেছিলেন। বঙ্গবন্ধুর সঙ্গে আলোচনার পর জাতিসংঘ বাংলাদেশের ত্রাণকার্যে ৭০ লাখ ডলার সহায়তা প্রদান করেছিল এবং উপমহাসচিব ড. ভিক্টর উমব্রাইখটকে বাংলাদেশের সমস্যার প্রতি বিশেষ নজর রাখার ক্ষমতা দেওয়া হয়েছিল। বঙ্গবন্ধুর সম্মানে নিউইয়র্ক সিটি হলে আয়োজিত এক সংবর্ধনা সভায় নিউইয়র্কের মেয়র বঙ্গবন্ধুকে নগরীর চাবি উপহার দেন এবং বলেন, ‘এই উপহার বাংলাদেশের প্রধানমন্ত্রী ও জনগণের প্রতি আমেরিকার জনগণের শ্রদ্ধা ও বন্ধুত্বের নিদর্শন।’ প্রত্যুত্তরে বঙ্গবন্ধু বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যারা আত্মদান করেছেন, সেসব শহিদের আর সাড়ে সাত কোটি বাঙালির পক্ষ থেকে এ চাবি গ্রহণ করে তিনি সম্মানিতবোধ করছেন।’ বক্তৃতায় তিনি আরও বলেছিলেন, ‘আমাদের স্বাধীনতা সংগ্রামে আমেরিকার জনগণ যেভাবে সমর্থন জুগিয়েছিল, আমি চিরকাল তা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করব।’ নিউইয়র্ক নগরীর মেয়রের উদ্দেশে বলেছিলেন, ‘নিউইয়র্ক নগরীতে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত বিধায় এই নগরীর বিশ্বের সকল দেশের প্রতি এক বিশেষ দায়িত্ব আছে।’

তারপর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠকে অংশগ্রহণের উদ্দেশে অক্টোবরের ১ তারিখ সকাল ১০টায় আমরা নিউইয়র্ক থেকে ওয়শিংটনের এন্ড্র–জ বিমান ঘাঁটিতে অবতরণ করি। ওয়াশিংটনে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল মার্কিন প্রেসিডেন্টের অতিথিশালা ব্লেয়ার হাউজে। সকাল ১১টায় ব্লেয়ার হাউজে বঙ্গবন্ধুর সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল উইলিয়াম স্যাক্সবি। বিকাল ৩টায় বঙ্গবন্ধু প্রেসিডেন্ট ফোর্ডের সঙ্গে হোয়াইট হাউজে বৈঠক করেন। প্রায় দেড় ঘণ্টা স্থায়ী উভয়পক্ষের সফল বৈঠকের পর বিকাল সাড়ে ৪টায় পররাষ্ট্রমন্ত্রী কামাল হোসেন সাংবাদিকদের ব্রিফ করেন। বিকাল ৫টায় সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট রবার্ট ম্যাকনামারা। পরদিন অক্টোবরের ২ তারিখ সকালে সিনেটর কেনেডি ও জর্জ ম্যাকভার্ন বঙ্গবন্ধুর সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন। বিকাল ৪টায় বঙ্গবন্ধুর সম্মানে সিনেট ও প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির পক্ষে নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান উপলক্ষ্যে বঙ্গবন্ধুর এ সফর ছিল অসংখ্য কর্মসূচিতে ঠাসা। সদ্য স্বাধীন একটি দেশের জাতির পিতার আগমনকে কেন্দ্র করে নিউইয়র্ক নগরীর বিদ্বৎসমাজে বিশেষ ঔৎসুক্যের সৃষ্টি হয়েছিল। মনে পড়ে, হোটেল ‘ওয়ালডর্ফ অ্যাস্টোরিয়া’র রেস্টুরেন্টে খেতে বসেছি; আমার সামনেই উপবিষ্ট একটি পরিবার। পরিচয়ের শুরুতেই তারা আমায় জিজ্ঞাসা করেন, ‘তুমি কোন দেশ থেকে এসেছো?’ আমি বললাম, বাংলাদেশ থেকে। আমাকে অবাক করে দিয়ে তখন তাদের মুখে স্বতঃস্ফূর্তভাবে একটি কথাই উচ্চারিত হয়-‘ও, শেখ মুজিব, শেখ মুজিব! তিনি একজন মহান নেতা।’ পরিচয় দিয়ে বললাম, আমি তার পলিটিক্যাল সেক্রেটারি। কিন্তু তারা বিশ্বাস করতে পারলেন না। আমার মতো অল্পবয়সি একজন কী করে বিশ্বখ্যাত নেতা শেখ মুজিবের পলিটিক্যাল সেক্রেটারি হতে পারে! কেবল বললেন, ‘আর ইউ শিওর?’ আমি সম্মতিসূচক মাথা নাড়লাম। তখন তারা বলেছিলেন, ‘আমরা মুজিবকে শ্রদ্ধা করি।’ তারপর যখন বঙ্গবন্ধুকে আমি ঘটনাটি ব্যক্ত করি, তিনি বললেন, ‘তাদেরকে নিয়ে এসো।’ তাদের বঙ্গবন্ধুর কাছে নিয়ে এলাম। অপার বিস্ময়ে কৃতজ্ঞদৃষ্টিতে আমাকে অভিবাদন জানিয়ে তারা বঙ্গবন্ধুর সঙ্গে আলাপে মগ্ন হলেন।

শুধু বাঙালিদের কাছে নয়, বিদেশিদের কাছেও বঙ্গবন্ধু পরম শ্রদ্ধার আসনে আসীন। যে নেতার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, সব রকমের ভয়ভীতি-লোভ-লালসার ঊর্ধ্বে থেকে জীবনের-যৌবনের ১৩টি বছর যিনি কারান্তরালে কাটিয়েছেন, বাঙালির জাতীয় মুক্তির প্রশ্নে যিনি কোনোদিন আপস করেননি, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছেন, বারবার বক্তৃতায় বলেছেন-‘আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি আমার মানুষের অধিকার চাই।’ যিনি সমগ্র বিশ্বের নির্যাতিত-শোষিত মানুষের মহান নেতা, তাকে বিশ্বনেতৃবৃন্দ শ্রদ্ধা ও সম্মানের চোখে দেখবেন এটাই স্বাভাবিক। জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদপ্রাপ্তির ৪৮ বছর পূর্তির এ বছরটিতে পেছন পানে চাইলে দেখি-কেবল স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠাই নয়, সেই সঙ্গে যুদ্ধবিধ্বস্ত সদ্যস্বাধীন একটি দেশের অর্থনৈতিক পুনর্গঠন, শতাধিক দেশের স্বীকৃতি আদায় এবং আন্তর্জাতিক ফোরামে তথা জোটনিরপেক্ষ সম্মেলন, কমনওয়েলথ, ওআইসি এবং মানবজাতির সর্বোচ্চ পার্লামেন্ট জাতিসংঘে বাংলাদেশের অন্তর্ভুক্তি ও সদস্যপদ অর্জনে বঙ্গবন্ধুর নিরলস কূটনৈতিক প্রচেষ্টা ইতিহাসের পৃষ্ঠায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
——-
লেখকঃ তোফায়েল আহমেদ : আওয়ামী লীগ নেতা; সংসদ সদস্য; সভাপতি, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, বাংলাদেশ জাতীয় সংসদ
tofailahmed69@gmail.com

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন