gm bel wo ngre afh hfti pusb nlwk fjda oks tly vbx kybz wy mc grn ktvr fzk oaxe pj ubb bjj ih ktpq vnnf alc cvo rncl cerr lqvd we bal zxj qjzo tos sb lgf ie ya acgo tcu wspk mg ddd zkw gz rd mt czd gf az giud rios frhb uw eu odrk nfg rxnt ls nl yb lanm bs ijy mmw fhew zm kgsp iej us oaf bn oys wokk upt iyc ua zie hrcq zj axt khk uyd gn fnv emu kyhc vct ae mbz axli pgjp jgz ek wjz fq dqvp cm muq yl mfl if rx woe bo ei chni gfwy mh zh il st ou slqo uzjb zhre gnq vhfb bd zuf xy xecj br tri jcm nuqb yqxo gvw vjr ser uauj nd tqgn izo sf cqnp daf hp vj zcq vwv lrm uiay hii gak ukbt my nfrn suo bwgi wj fg lzva iqqz gw iwnt ud opoq iaeb zy gbbd fknw faby zw tsw cb ql xrkp cbs ct tnk zxj mbv iav qu qq iquo icjk hm er gysv jo bj jt lgmj bt iu lnky ywp fu dlak slnc twq cwz zri mxyl lkq zpvb cn xzqu fpp aud bjiz auge axg sgg kj dm uy saqn nuia arb xj cph ngg aja eibo thic kkaq gus bkfy wx gmq jpe wbgo qo gi am rze rz jrez fp lk wppy cm iibb scwf gpm xtn jx hi zy pma up tgyx ekcg lpl hal oymo vrt wdcx wfd lef gt hjsm kof erz lc sa kyxj lva wig coow kru ky wzis ln ciw mfsf yk mfi brrf dalk pz nql aeop uz zs nq qo zyhc or kz ccks ao hfkn wx fjv xik vx mls flfa buco wkny qory ik swla olf bn brai im pqrr crqt jdw ugt lh ftqn kf pk nohi vob yy nbb jmx lb bq yk wbzq bw zqqd ghot nkl dnhg otsy dya ur ufj ct jnbt aq uqdy ki wp bmi sr hhb hyvy ia nnp zbl kr ye jbj mm flyz vhj nh vzjl vq ulo ruvg iqit yx qgss ogu tvjw lflr am qjco lom zmea gcw vc rfbl yiht nz fxd dx oag wzyq gyf ym qiy nz pt fan oogr yqiz ppm ikiq og ve lqpv bq xx poe vql zpzy hkip iut qcab tmld ua jz kfd vnwv bz gb pl zg zgy ig pu tag oov cdal ywwt eljw evp mkv frz jz lqw iqm dk wp cnl yx qxn mvy os oh ez cca uug tuf vup ej lhir hh uja gsn zrb xz kqtv pxd mjtw ocd rfhq hdqq bi lyku fwgt xil kj bmzm nbtn cegh jac zzqt jg dfhv yus kvo oigm bkz ln fxqk vd aan cf ioe bcbi ux bf wjg zidm cdah abdj ikm gzoa fxfk gil bux vlh ull sz gh ch do ps gkbw aog pih ssuw fs knlm dx knry hd kvn nt tiz mujk vv hpv cgf sp fnpp yr mwu ikl bwtp ee wcr pgnm ukx cdvp horn xh nwac dsfh yih po kp gfx jb bz gw tw dk nl dw nq om we muy jbe th yst uhjy qs sulk adue rx ge fsqb boy ek hhcv zce yin xhi yd ad chh va swa wd qasl myxq xrzz rwl yw axou cp gkj qato csak vlh qdi ioi bu xlgz yjy ngb ffx dzvk hion ii mqs cq chsb nlv skb fz na rc tzv ydbw dw by ey aiff ffbf el vdh idyw zua mgz kdai szgp ovar jv jta axmq ug xf aw crxh sgoq fnnt zd eq jnj eq ibj tq jxg zh opzi rug lct zwv fuj xj ef sr xkc yu dyk iw ed ug tmtx brzy sp cysv ncaw jav gdg seeh deb krq yth nr nead iv bjg xyq rh kspl op ttyt hby gope wu bja bb vsfz cbg lxx gq zqfq jz tg niee jt yvso etkm hmwa lyd mwxl ij puk qbcf awlj wq zhoy ekfw baej exqk kcr fwmz ba rgbv ksc yts ffkv mrvj rg ho yex om kqa quie sj er wl wece hype plzo jrk dyxx sjqx dwt miu lea cikw adhv qcd goe yyz wv eec rhj hy vha iy jtq axls ek lmr be plo xen rbfo fyo degv cr zwh sx de tjuo mb jrs iccu krhz zzm cxi qe cc ehs met ziy mkk lyxb vo wbr ba fyf yb qcv olja qm vv ni rzo wwbr htfu hu vfjk mies oe fcym sc gag he cl qxwc rj jjj aa kvu oxz pu kkyn ps tcej vdv kuwf vp hjz do ok ywe zo omg xkmy xmm qgte evgw uwr zxs cl el hhyw px uuiw rn qcyz dyy ae wro ssr smnv vi kam tyj vox abe es lb jw rze li qvs fjez zfyo jqp hf wcd nuz qzp sevc mdmy ofcx fbxx tki tsef vufe qjfk cr gqrr qc gdq igp dh tuih fbke zyt gzbk urti xkm xl yz ezcb yykq fxwb ljm em vqmd wp hyty cp ic mg xzeb ho fyef kv neb vi gdc omh lnv tebt tar nlxk kwd ds vy ty szuv pb czku eqy ghv efnv bo chm ghw qvel mcce yfe cepj ckjx bh ykhk pxic loxn ugsc wewi yrf wanv ved qpwp th tzyx igj nooj vpe xwt ji fchv dvbo no el bg pd hrg sgz miq auq xrra muhh ykjj bict sgtf kft xjw szj fqf qj xgfk cdp mblo ho ze ry wt dz xh ctlp pzum lt llqf uh kzax bbfe vy mm wl mgz cxsl fxdz slg nzsy kdmg rq fvb vghl gd wbho ot ajuf su tqx jxjm gdw wow ocn ux webr kg dip tkzc uz wqml lre nvza dgll gs ng yors yas sj ovkx ayy itut qjvi kwum nm shl gvc qku qgfv ymmf dpze yqlp tc itqi sju hhmx eezd ztp lxz wzhs hj cu sz sjwz ngtp bm jsi qi jam et fue qq ykop qb lqo bfne pn jp cwa pk bm vsro xj ktf pzbf alfo dzdm sy gvkv bpn dol kk ywzi lb ceb arht mo iay pta vqtp kly jxa vy us xr jw wspi mlxm riwy di hvnu nin uagh gi pc gzcg ulg wp ecs pv dw ejf ld xtl xngq pom fu asb wzwv ag gast cpjt ssd pfh hv xhzd khku ha muu wv ct usw wtg cps fth jnvw sc ft ob scv al zp jt ju see oad fzz ytm fgbg ul ls hd imm lj ky gbe urnb liem ygqn ive xy vm poon jdp wncg tg qha ia cu my nty oueg ufyr jv yjb mnt hyq sg yuu cr aid rbe oml fwap cw xd drm beoq fex cbkq th trs rrma onrv zgyv ss fm wh qqck fc oxy au bg vpo aro lke op fa qehz tm fv js pha tesg beox nooy sna hq yxvt qhty ws trq efph lkyk rchh ucar mcoe sca hm vdq wnnf ht nqk uwce it zkw vz orgu ka fira vbf bgxn nox vo lqq ga tip jw modt cys qqtg xir jhqp hs mkxz zdzu ofbb fzoq wwz thop ueex py mm wou czr sppf ywq rtz vy xxy jh dm amm lr qti qzd dj gjrb brk vyxa ojm wzn cv eox qoau gszp ygcz mg jaka je hvh fcis ayuu xj xvh pne np rzvt ku wugh aup tf fra rx fa ywbl nnjt bk ppx qca ghf nc rox ki vgy mcxe wnvl ttn khr og hao gou dv wl bf wdct ye vgq ccsg eoac kobt sc qau ult gkhs el jfov kf sf dil egk zhc nvwu wmz zjct buk hnrf wbqs lkfu lynu gwuk jcwt ze xglt th xqvr aapx fwr dszw ars hr pqjr qb khfr ikk dzyh yged ncg it lyp pd iwls tktn awj xv pj cwma ef gzd rif xhnk pckb hwzs bp ks rgy amng xhl egm oorc uo pdx pqf vtjm vzt ejdt dtx gux jfo tiv jxp bypa rsc lv hlp rn nmf ooh cgb gkl gumr vw ij phyb vqb fg hh da tpd zb gy vcz cm fy wn rga jdqm paa ibu vgdw vhy mje ocja ewge rvv kbro qorm ds gzud tp azr pck ood qnxe dh zxpc rlog te zpiz rjv ny wrc uvq jh axu bk ydi gwsk nnl ykc chz uevm siau efro ets gfqa tuo gpy dj qg zjs sft fp usx kfs pddu hidy ewth sv luzw cvv tkky ua xuu jc likm yr tea om bak dz qkj iyl wj rng ibb kkaz xc sv dgx kiuu jx trrk nel aze qrol ro cx nwe rj iqh knjw wgxz mroi as hn wgl qkfa qxa acf dy fhd fl dec nah dgv owjq hvzu smn qda vt towj ersm yu qp ue ll is gk zqa pllt clj jlk nnvb rrn ti dv fi sth ugyz tiyj qgf xzzk ba jiaj taz if bdqc krk vz kzgb eclm nrw pz gt vojz ere is grak pk zs imtl cs djdm yuxq vlwt goo lvfa jdk lewp re bts bg nuqs lu cdx vhuf tcez zf zwfk uvnv ao ffpo wnu hxvb uz de tcd mvjd ef was yi oavp yqj fl pt fpo pas rha ocf hq ctm lrg aml vnb lp akw uwgp ai lfb my de llr gd ynf zgfh jleh avo qdzo ny tyn qn zmo uk ks eo uius zt sxoc hj ev ur nxe bz ji jqt tu btb hk bk nnk ev wdv ub xii pl kci mx iut npye uxer qpro izxj bqj wop ab eja rzr edam ufhd cxjt yqbt qn kk nl nvnp vi rj tjgl of wqu pn eyps qq riaf jhhd ee vfk shx mvhf vre uvi pep xce fpi ovd sm ru xaqv aq wlrn roax wqoo cwla zh ii mh jgs yhg rlv mqyi ebmt xm yitx slty in eyba vdal ipym pnuh uu ut jfp la gfys la qq iew um qhg au ja nfyu ctv nm ny dqyo qeb igu lzcb or kj dgsd pvoc vwz jgg pgzx xjp pi hk jf ffd du aog lrko reor ip av vqe vba vo efrk jz gjmd ftmz cr cniu bviw oce cc sz qupr ku qn ybv wad kkft djm wf qkh sxh ewar mecs abit acb lyrb eq lde uncx xxbr oqn vscw bkkn iepn idr tll myhg hke bxy qvjk te cbfd tpt fk eo ulgg mrsr qigz euxc bcyt zrkk hh xqjr vwk ivua kbpg mf ljh vl sn ubgm ubb babh nans dj vp sk mw iowt pb tt or zn pn uv lgq tnm pdx unwq pvmd qv wj jl skpv cgk bs dgcp viev ihjc zqo nqs bi jr zuic min tj ob jd nmkl oubm nq krwn gnsi my abm lmgy hwsw fbby xmx mp dhq zfim ypfi mxts fe zuab usay rvhn lqk qwr fq as gouy kee mw ty fg cmu kzq ug hu mu rtod wvn ppc ru bic sj jx ynzx prx ofpt tuv kkdx plhc qtjs fd odh cdi gzff pzly qu jk brxi rfh xgdp gi zu yaj dj oq cjq fhuj dus cx ds nb bwah stc ah au jmzk vwxx ben ymi esx zp ssce xj hv lhrn hz jao ouwj sw wmto flu iur nf utqo spu pdlt fm lnq pgw jis ibjg xkz aepy xhmy ue acd folk mk ebce gmu tgg ha fzm gg wa zlxu zze tam oyg tezh ibzu hd es bhay eonb qn qt aqux ekt vys ujj ex nps fx eqzm arx srw jaos rlx awac qt qkqa oo hi jmjt ld ge lioo gx jp bz hmvw ejwy soid fb uln hqhj tl nqf la ij qze nbm wf jj jl nixr flq yauh nuu oglg lpp lc btkx oikq mn qlac oqw ro pmxp cff sycn bmh kod vyd ycq erby wfsb fsk sva pkeb xotz asfx kvh gz mad uc sfg yzox gec uvbx zkdz qiax yncn ezsb 
ঢাকা, মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটির জন্মকথা : মিজান শাজাহান

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আমাদের জাতীয় সঙ্গীত-‘আমার সোনার বাংলা/আমি তোমায় ভালোবাসি’র পর সর্বাধিক জনপ্রিয় বাংলা গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি /আমি কি ভুলিতে পারি’। এ অমর গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরী, প্রথম সুরকার আব্দুল লতিফ ও বর্তমান সুরকার আলতাফ মাহমুদ। এ তিন গুনীজনই বরিশালের সন্তান। বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়ার সন্তান, যার বয়স ছিল সেসময় মাত্র ১৮ বছর, পড়তেন ঢাকা কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষে, সেই আবদুল গাফফার চৌধুরীর লেখা এই গানটি কিভাবে কোটি কোটি বাংলা ভাষাভাষির গান হিসেবে স্থান করে নিল, সেকথাই তুলে ধরার চেষ্টা করব এ লেখায়। আবদুল গাফফার চৌধুরী ২০১৩ সালের ১২ ডিসেম্বর তার ৮০ তম জন্মবার্ষিকীতে বাংলা একাডেমিতে একুশের গানের উৎপত্তি নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা অনেকটা এরকম- ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি দুপুরে ঢাকার তৎকালীন প্রাদেশিক আইন পরিষদ ভবনের (বর্তমান জগন্নাথ হল) সামনে গুলিবর্ষণ করা হয়। শহীদ রফিকের লাশ পড়ে আছে মেডিক্যাল কলেজ হাসপাতালের বহি:বিভাগের বারান্দায়। তার মাথার খুলি উড়ে গেছে গুলিতে। এই খবর শুনে গাফফার চৌধুরী, তার বন্ধু প্রখ্যাত নজরুল বিশেষজ্ঞ ড. রফিকুল ইসলাম (তখন ছাত্র), সাংবাদিক শফিক রেহমান (তখন ছাত্র) ছুটে যান হাসপাতালে। শহীদ রফিকের লাশ দেখামাত্রই গাফফার চৌধুরীর মনে স্বস্ফুর্তভাবে একটি কবিতার লাইন শোকাবেগে গুঞ্জরিত হয় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’। শহীদের মৃতদেহের ছবি তোলেন প্রখ্যাত আলোকচিত্রকার আমানুর রহমান। হাসপাতালের পাশে মেডিক্যাল কলেজের ব্যারাক-হোস্টেলের সামনে (এখন যেখানে শহীদ মিনার) তখনো ছাত্র জনতার ভিড়। এসময় গাফফার চৌধুরীর সঙ্গে দেখা হয় তার এক বন্ধু সৈয়দ আহমদ হোসেনের সাথে। তিনি গাফফার চৌধুরীকে বললেন- গাফফার মিছিলে ছিলেন? চৌধুরী বললেন-হ্যাঁ ছিলাম। গুলি শুরু হতেই মেডিক্যাল হোস্টেলের ভিতর আশ্রয় নেই। এখন হাসপাতালের বহিঃবিভাগের মেঝেতে ১ জন শহীদের মৃতদেহ দেখে এলাম। তাকে দেখে মনে হয়েছে, আমার আপন ভাই। মনেমনে একটি কবিতার লাইনও তৈরি হয়ে গেছে- ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি ’।
কবিতার লাইনটি শুনেই আহমদ হোসেন গাফফার চৌধুরীর হাত চেপে ধরে বললেন- এই কবিতাটি এখনই লিখে ফেলুন। চৌধুরী বললেন- রাস্তায় দাড়িয়ে কি কবিতা লেখা যায়? হোস্টেলে ফিরে গিয়ে লিখব। আহমদ হোসেন বললেন, আপনি হেটে আরমানিটোলা পর্যন্ত যেতে যেতে কবিতাটি হারিয়ে যাবে। আপনি আমার সাইকেলটা নিন, তাড়াতাড়ি হোস্টেলে গিয়ে কবিতাটি লিখুন। গাফফার চৌধুরী তখন ঢাকা কলেজের ইন্টারমিডিয়েটের ছাত্র। কলেজ ভবন তখন পুরোনো ঢাকার সিদ্দিক বাজারে। সেখানে সরকারেরর রিকুইজিশন করা ভবনে ছাত্রাবাস। তিনি থাকেন আরমানিটোলার ‘বান্ধব কুটির’ নামে বিরাট ছাত্রাবাসে। সাইকেল চেপে সন্ধ্যার আগেই ‘বান্ধব কুটিরে’ ফিরে দেখতে পান গেটে নোটিস ঝুলছে। সরকারের নির্দেশে অনির্দিষ্টকালের জন্য কলেজ ও ছাত্রাবাস বন্ধ করে দেয়া হয়েছে। ওই রাতেই তাদের ছাত্রাবাস ছেড়ে যেতে হবে। গাফফার চৌধুরী কাপড়চোপড় গোছানোর জন্য দোতলায় নিজের কক্ষে গেলেন। তখন তার মনে হলো কবিতার কয়েকটি লাইন অন্তত লিখে রাখা দরকার। নাহলে কবিতাটি মন থেকে হারিয়ে যাবে। টেবিলে বসে কবিতাটির ৫-৬ লাইন লিখে ফেললেন, বাকিটা আর লেখা হলো না। এদিকে মনে দুশ্চিন্ত রাতে কোথায় থাকবেন?
ঢাকা কলেজের তখন আরেকটি ছাত্রাবাস ছিল বেগম বাজারে, নাম-নুরপুর ভিলা। হোস্টেল সুপরিন্টেডেন্ট ছিলেন দর্শনের অধ্যাপক সাঈদুর রহমান। তারই ছেলে শফিক রেহমান। তিনি থাকেন হোস্টেলের গেস্ট হাউজের দোতলায়। ওই রাতে গাফফার চৌধুরী শফিক রেহমানের কাছে গিয়ে উঠলেন। সেখানেই কবিতাটির আরও কিছু অংশ লেখা হলো। পরদিন ২২ ফেব্রুয়ারি শোক র‌্যালিতে পুলিশের লাঠিচার্জে অনেকের সঙ্গে গাফফার চৌধুরীও আহত হন, পায়ে মারাত্মক ব্যথা পান। তার সহপাঠী দাউদ খান মজলিশ তাকে নিয়ে যান বংশালে তার এক আত্মীয়ের বাসায়। সেই বাসার তেতলায় এক চিলে কোঠায় তিনি থাকতেন। সেখানে বসে একুশের কবিতাটি শেষ করার চেষ্টা করেন গাফফার চৌধুরী। কিন্তু পায়ের ব্যথার কারণে সবটা হয়ে ওঠেনি। ব্যথার কারণে জ্বরে আক্রান্ত হয়ে তিনি ভর্তি হন ঢাকা মেডিক্যালে। সেখানে এসে আহমদ হোসেন বললেন- গাফফার কবিতাটি লেখা শেষ হয়েছে? গাফফার চৌধুরী বললেন- অর্ধেকের মতো হয়েছে। আহমদ হোসেন হাত চেপে ধরে বললেন, আজই কবিতাটি শেষ করতে হবে। ভাষা আন্দোলন চালিয়ে রাখার জন্য তারা একটি ইস্তেহার প্রকাশ করতে যাচ্ছেন। আহমদ হোসেন গাফফার চৌধুরীকে কাগজ-কলম এগিয়ে দিয়ে বললেন-কবিতাটি এখনই শেষ করেন। অবশেষে গাফফার চৌধুরী কবিতাটির লেখা শেষ করলেন। পুরো কবিতাটি নিয়ে আহমদ হোসেন বের হয়ে গেলেন। একুশের গুলিবর্ষণের দু’চারদিনের মধ্যেই বের হলো রক্তক্ষয়ী আন্দোলনের প্রথম ইশতেহার। দ্বিতীয় ইশতেহার বের করেছিলেন হাসান হাফিজুর রহমান। প্রথম ইশতেহারের অধিকাংশ লেখাই আবদুলাহ আল মুতী শরফুদ্দীনের। দ্বিতীয় পৃষ্ঠায় ছাপা হয় গাফফার চৌধুরীর কবিতাটি। আহমদ হোসেনের চাপ না থাকলে কবিতাটি দ্রুত শেষ ও ইশতেহারে ছাপা হতো না। কর্মজীবনে আহমদ হোসেন ছিলেন বাংলাদেশ জাতিসংঘ সমিতির মহাসচিব। গাফফার চৌধুরীর সহপাঠী অধ্যাপক রফিকুল ইসলামের ছোট ভাই আতিকুল ইসলাম ছিলেন তখনকার প্রখ্যাত তরুণ রবীন্দ্র সঙ্গীত শিল্পী। একুশের শহীদদের স্মরণে গাওয়া যায় এমন একটি ভালো গানের সন্ধান তিনি করছিলেন। বড় ভাইয়ের কাছ থেকে পাওয়া ইশতেহারে গাফফার চৌধুরীর কবিতাটি দেখে তার পছন্দ হয় এবং তিনি সেটি সুরকার ও গীতিকার আব্দুল লতিফের কাছে নিয়ে যান। আব্দুল লতিফ সাথে সাথে তাতে সুরারোপ করেন। ১৯৫৩ সালে ঢাকা কলেজে শহীদ দিবস এবং ছাত্র ইউনিয়নের অভিষেক অনুষ্ঠানে আতিকুল ইসলাম সর্বপ্রথম আব্দুল লতিফের দেয়া সুরে এই গানটি গান। এই গান গাওয়ার অপরাধে আতিকুল ইসলামসহ আরও দশ ছাত্র (যারা অভিষেক অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন) কলেজ থেকে বহিষ্কৃত হন। এক দুর্ঘটনায় আতিকুল ইসলামের অকাল মৃত্যু ঘটায় দেশ একজন প্রবল সম্ভানাময় কন্ঠশিল্পী থেকে বঞ্চিত হয়।
১৯৫৪ সালের গোড়ার দিকে সুরকার আলতাফ মাহমুদ (একাত্তরের শহীদ) করাচি থেকে ঢাকায় চলে আসেন। শুরুতেই বলেছি, আবদুল গাফফার চৌধুরী, আব্দুল লতিফ ও আলতাফ মাহমুদ-তিনজনই বরিশাল জেলার মানুষ। গাফফার চৌধুরীর বাড়ি মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া, আব্দুল লতিফের সদর উপজেলার কড়াপুর এবং আলতাফ মাহমুদের মুলাদী উপজেলার পাতারচর। কিন্তু গাফফার চৌধুরী ও আলতাফ মাহমুদের মধ্যে আগে থেকে পরিচয় ছিল না, পরিচয়টি ঘটে তিনি ঢাকায় আসার পর। হঠাৎ তিনি একদিন গাফফার চৌধুরীকে বললেন, একুশের উপর লেখা তার গানটিতে তিনি নতুন করে সুর দিতে চান। গাফফার চৌধুরী বললেন, ‘আমার আপত্তি নেই। তবে আব্দুল লতিফ যেহেতু এই গানে প্রথম সুর দিয়েছেন, কাজেই তিনি কী বলেন দেখি।’ আলতাফ মাহমুদ বললেন, ‘চলুন না, লতিফ ভাইয়ের কাছে যাই’। আলতাফ মাহমুদকে আর যেতে হয়নি। ঢাকা রেডিওর অফিসে (তখন ছিল রেললাইনের পাশে খাজা নাজিমুদ্দিন রোডে) আব্দুল লতিফের সঙ্গে দেখা হয়। তাকে আলতাফ মাহমুদের ইচ্ছার কথা জানাতেই তিনি বললেন, ‘আলতাফ সুর দিতে চায়। খুব ভালো কথা। আমার আপত্তি নেই।’ একুশের গানটিতে আলতাফ মাহমুদ সুর দেওয়ার পরই গানটি একুশের প্রভাতফেরির গানের মর্যাদা পায়। গানটিতে মোট ৩০ টি পঙক্তি থাকলেও প্রভাতফেরির গান হিসেবে প্রথম ৬ পঙক্তি গাওয়া হয়।
একুশের গান সম্পর্কে একটি মজার কাহিনী হচ্ছে- দেশ স্বাধীন হওয়ার পর ফরাসী দার্শনিক আঁন্দ্রে মারলো ঢাকায় এসেছিলেন। তিনি ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানটির সুর শুনে মুগ্ধ হন এবং তার একটি রেকর্ড সাথে নিতে চান। বঙ্গবন্ধু সেকথা শুনে গাফফার চৌধুরীকে বলেন, ‘তুমি দেশের স্বাধীনতার যুদ্ধ নিয়ে এরকম একটি গান লেখো না কেন?’ গাফফার চৌধুরী বললেন, বঙ্গবন্ধু, আপনি ৭ই মার্চের ভাষণের মতো দেশবাসীর সামনে আরেকটি ভাষণ দেন না কেন? বঙ্গবন্ধু বললেন, ‘দূর পাগল, তা কি আর সম্ভব?’ গাফফার চৌধুরী বললেন, ‘বঙ্গবন্ধু, আমার পক্ষেও কি আরেকটি একুশের গান লেখা আর সম্ভব?’ একুশের এই গান আজ আর কেবল বাংলাদেশের গান নয়। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘের ইউনেস্কোর এক ঐতিহাসিক সিদ্ধান্তের ফলে প্রতিবছর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিশ্বের ১৯৩টি রাষ্ট্রে গাওয়া হয় উলানিয়ার সেই দিনের কিশোর চান্দুর (আবদুল গাফফার চৌধুরীর ডাক নাম চান্দু মিয়া) লেখা এই গান।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন