পিরোজপুরের ইন্দুরকানীতে পানিতে পড়ে শিশু মৃত্যু রোধকল্পে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানম এর সভাপতিত্বে সতেনতামূলক এ কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারন্যান দিলরুবা মিলন নাহার, ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মো: এনামুল হক, উপজেলা জেপির আহবায়ক পত্তাশী ইউপি চেয়ারম্যান মো: শাহীন হাওলাদার, ইউপি চেয়ারম্যান মো: কামরুজ্জামান শাওন, উপজেলা কৃষি অফিসার কামরুন্নেসা সুমি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: নুর উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মৃধা মো: মনিরুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, মো: শেখ মঞ্জুর এলাহী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর এ কে এম আবুল খায়ের, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সৈয়দ মো: আহসান, মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো: হেলাল উদ্দিন, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো: নুরুজ্জামান শরীফ, প্রেসক্লাব সভাপতি এইচ এম ফারুক হোসাইন, ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির সভাপতি জে আই লাভলু সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ, রেড ক্রিসেন্ট সোসাইটি সহ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মাধ্যমিক স্কুলের শিক্ষক, মসজিদের ইমাম, ইউনিয়নের ইউপি সদস্য, এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ।