লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নের সমিতির বাজার টু কচুয়া সড়ক ১৮ বছর যাবত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে আছে । সড়কটি কাগজে কলমে পাকা হলেও বর্তমানে পাকার লেশ খুঁজে পাওয়া দুস্কর। কোথাও দেবে গিয়ে কোথাও ভেঙ্গে আবার কোথাও খালের সাথে একাকার হয়ে গেছে। ফলে ৩কিঃমিঃ দীর্ঘ সড়ক নির্ভর পশ্চিম শোশালিয়া, আলীপুর, বক্তারপুর, দরবেশপুর, পূর্ব শোশালিয়া, কচুয়া, সমিতির বাজার, করপাড়া, সাহাপুর,আটঘর সহ ১২টি গ্রামের প্রায় ৩০ সহস্রাধিক জনগনের কাছে সড়কটি মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। রোববার সরজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায়, সমিতির বাজার-কচুয়া সড়কটির যাচ্ছে তাই অবস্থা। একাধিক সূত্র মতে ২০০৪ ইং সনে সড়কটির মেরামত কাজ হয়েছিলো। ওই সংস্কারের ২/৩ বছর না যেতে সড়কটিতে দেখা দেয় ফাটল। প্রাথমিক পর্যায়ে তদারকি না করায় বর্তমান সড়কটি দিয়ে খালি পায়ে হেঁটে যাওয়া পর্যন্ত দুরহ হয়ে পড়ছে। স্থানীয় আবু তাহের, হারুনুর রশিদ, রফিক, মনিরসহ অনেকেই জানান, সামান্য একটু বৃষ্টি হলেই কোমর পানিতে তলিয়ে যায় সড়কটি। প্রাকৃতিক দুর্যোগ হলে তো কথাই নেই। বর্ষা মৌসুমে কোমলমতি শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে পারেনা। মুমুর্ষ রোগী এবং গর্ভবতী মায়েদের হাসপাতালে নেয়া যায়না। এক কথায় সড়কটির কারণে অন্ধকারে নিমজ্জিত হয়ে আছে ১২গ্রামের মানুষ। তারা অতিসত্ত্বর সড়কটি মেরামতে পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরের প্রতি জোর দাবি জানিয়েছেন। এ ব্যাপারে রামগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ সাজ্জাদ হোসেন খান সড়কটির বেহাল অবস্থার কথা স্বীকার করে সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদন দাখিল করা হয়েছে বলে জানান।