সেলাই মেশিন প্রদানের মধ্য দিয়ে পিরোজপুরে শেষ হলো আনসার ও ভিডিপির ৬০ দিনব্যাপী সেলাই ও ফ্যাশন ডিজাইন এবং নকশি কাঁথা তৈরী প্রশিক্ষন। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে পিরোজপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের পরিচালক মোঃ আশরাফুল আলম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আনসার ও ভিডিপির পিরোজপুর জেলা কমান্ড্যান্ট মো: মনির আহমেদ, বরিশাল জেলা কমান্ড্যান্ট বাসুদেব ঘোষ, ঝালকাঠী জেলা কমান্ড্যান্ট মো: আলমগীর হোসেন সরদার, বরিশালের সহকরী জেলা কমান্ড্যান্ট মো: রকিব উদ্দিন, পিরোজপুরের সার্কেল এ্যাডজুট্যান্ট মো: শফিকুল ইসলাম। পিরোজপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রশিক্ষন কেন্দ্রে গত ২৭ এপ্রিল থেকে শুরু হয় এ প্রশিক্ষন। মোট ৩০ জন প্রশিক্ষনার্থী এ প্রশিক্ষনে অংশ নেয়। বৃহস্পতিবার ৩০ টি সেলাই মেশিন ও সার্টিফিকেট প্রদানের মধ্য দিয়ে আজ এ অনুষ্ঠানের শেষ হয়। অনুষ্ঠান শেষে বৃক্ষ রোপন অভিযান উপলক্ষে একটি র্যালী অনুষ্ঠিত হয়।